ABTA MADHYAMIK TEST PAPER 2021-2022// Madhyamik History Final Suggestion with Answers
Madhyamik Suggestion 2022,Madhyamik suggestion 2022 for History,New Test Paper All subject,New ABTA Solution, ABTA Madhyamik, TEST PAPER SOLUION,HISTORY Suggestion, HISTORY FINAL SUggestion 2022, BENGALI ABTA,GEOGRAPHY ABTA,PSC ABTA, LSC ABTA,2022 ABTA SOlution, ALL SUBJECT ABTA SOLUTION
NEW TEST PAPAER
Page No-52
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করে ; ২০x১=১০
১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন- (ক) রণজিৎ গুহ (খ) রামচন্দ্র গুহ (গ) অমলেশ ত্রিপাঠি (ঘ) রােমিলা থাপার।
১.২ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে- (ক) ইংরেজরা (খ) ফরাসীরা (গ) ওলন্দাজরা (ঘ) স্পেনীয়রা।
১.৩ বিশ্বপরিবেশ দিবস পালিত হয়- (ক) ১২ই জানুয়ারি (খ) ৮ই মার্চ (গ) ৫ই জুন (ঘ) ৫ই সেপ্টেম্বর।
১.৪ সরকারী নথিপত্র সংরক্ষণ করা হয়- (ক) জাদুঘরে (খ) সরকারি সেরেস্তায় (গ) মহাফেজখানায় (ঘ) দপ্তরখানায়।
১.৫ ‘হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন- (ক) হারানচন্দ্র মুখার্জি (খ) হরিশচন্দ্র মুখােপাধ্যায় (গ) গিরিশচন্দ্র ঘােষ (ঘ) হরিনাথ মজুমদার।
১.৬ ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন(ক) কালীপ্রসন্ন সিংহ (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) হরিশচন্দ্র মুখােপাধ্যায় (ঘ) রেভারেন্ড জেমস্ লঙ।
১.৭ ‘সাধারণ জনশিক্ষা কমিটি’ (GCPI) গঠিত হয়- (ক) ১৮১৩ খ্রিস্টাব্দে (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে।
১.৮ ‘ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন- (ক) রাজা রামমােহন রায় (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) কেশবচন্দ্র সেন (ঘ) শিবনাথ শাস্ত্রী।
১.৯ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়- (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৪ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।
১.১০ “উলগুলান” নামে পরিচিত ছিল যে বিদ্রোহ- (ক) সাঁওতাল বিদ্রোহ (খ) কোল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) ভিল বিদ্রোহ।
১.১১ “ওয়াহাবী আন্দোলনের”-অপর নাম- (ক) তারিকা-ই-মহম্মদীয়া (খ) মিঞা আন্দোলন (গ) পাগলপন্থী আন্দোলন (ঘ) আগস্ট আন্দোলন।
১.১২ “বাংলার নানাসাহেব”- নামে পরিচিত ছিলেন- (ক) রামরতন মল্লিক (খ) হরিশচন্দ্র মুখােপাধ্যায় (গ) দিগম্বর বিশ্বাস (ঘ) দীনবন্ধু মিত্র।
১.১৩ ভারতে কোম্পানী শাসনের অবসান ঘটে যে আইন দ্বারা- (ক) মহারাণীর ঘােষণাপত্র (খ) ইন্ডিয়ান কাউন্সিল আইন (গ) চার্টার আইন (ঘ) উন্নততর ভারত শাসন আইন।
১.১৪ “দ্যা গ্রেট রিবেলিয়ান”– গ্রন্থটি রচনা করেন(ক) রজনীপাম দত্ত (খ) তালমিজ খালদুন (গ) পি সি যােশি (ঘ) চার্লস রেক৷
১.১৫ “বন্দেমাতরম” সঙ্গীতটি রচিত হয়- (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে। ১৮৮২ খ্রিস্টাব্দে
১.১৬ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (খ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (গ) আনন্দমােহন বসু (ঘ) রেভারেন্ড কৃষ্ণমােহন বন্দ্যোপাধ্যায়।
১.১৭ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল- (ক) বর্ণপরিচয় (খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ (গ) মঙ্গল সমাচার মতিয়ের (ঘ) অন্নদামঙ্গল।
১.১৮ জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়- (ক) মহেন্দ্রলাল সরকারকে (খ) আশুতােষ মুখার্জিকে (গ) তারকনাথ পালিতকে (ঘ) রাসবিহারী ঘােষকে।
১.১৯ আই এ সি এস-এ গবেষণা করে বিজ্ঞানী সি ভি রমন নােবেল পুরস্কার পান- (ক) ১৯২৮ খ্রিস্টাব্দে (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে (গ) ১৯৩১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে।
১.২০ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) রথীন্দ্রনাথ ঠাকুর (গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।
বিভাগ-‘খ’
২। যে কোনাে যােলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি প্রশ্নের উত্তর দাও) : ১৬x১=১৬
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
(২.১.১) কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন কোনটি?- কলকাতা হাইকোর্ট
(২.১.২) কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম কবে শব ব্যবচ্ছেদ করা হয়?-মধুসূদন গুপ্ত ১৮৩৬ সালে
(২.১.৩) ভারতীয় বনবিভাগের প্রথম অধিকর্তা কে ছিলেন?- ডেইট্রিক ব্রান্ডিস
(২.১.৪) “ভারতীয় জাতীয়তাবাদের জনক’ কাকে বলা হয়?-রাজা রামমোহন রায়কে
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করাে :
(২.২.১) ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল ‘ রাজা হরিশচন্দ্র’।- সত্য (১৮১৩ সালে)
(২.২.২) ‘সােমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষ- সত্য
(২.২.৩) সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমােহন রায়। সত্য
(২.২.৪) বাংলা লাইনােটাইপ প্রবর্তন করেন পঞ্চানন কর্মকার। - সত্য
উপবিভাগ : ২.৩
২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করাে :
(২.৪.১) সাঁওতাল বিদ্রোহের এলাকা।
(২.৪.২) মহা বিদ্রোহের অন্যতম কেন্দ্র মীরাট।
(২.৪.৩) ছাপাখানা বিকাশের কেন্দ্র শ্রীরামপুর।
(২.৪.৪) রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার কেন্দ্র বিশ্বভারতী।
উপবিভাগ :২ঃ৫
২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে :
(২.৫.১) বিবৃতি : সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন।
ব্যাখ্যা ১: দরিদ্রদের দান করতে।
ব্যাখ্যা ২: স্বদেশী জিনিসপত্র বিক্রি করতে।
ব্যাখ্যা ৩: লক্ষ্মীপূজার আয়ােজন করতে।
(২.৫.২) বিবৃতি : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন : নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত।
ব্যাখ্যা ১: তিনি নারীদের শিক্ষিত করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ২: তিনি নারীজাতির সর্বাঙ্গীন উন্নতি করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ৩: তিনি বিধবা বিবাহ চালু করেছিলেন।
(২.৫.৩) বিবৃতি ; উনিশ শতকে কোম্পানী ভারতে বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেয়।
ব্যাখ্যা ১: ভারতবর্ষের মাটি ছিল উর্বর এবং উন্নত কাঠ উৎপাদনের কেন্দ্র।
ব্যাখ্যা ২: ভারত থেকে কাঠ বাণিজ্যের উদ্দেশ্যে রপ্তানি বৃদ্ধির জন্য।
ব্যাখ্যা ৩: ভারতে রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য।
(২.৫.৪) বিবৃতি : স্বামী বিবেকানন্দ “বর্তমান ভারত” গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা ১: তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
ব্যাখ্যা ২: তাঁর উদ্দেশ্য ছিল নব্যহিন্দুধ প্রচার করা।
ব্যাখ্যা ৩: তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা।
বিভাগ-‘গ’
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বে কোনাে এগারােটি) : ১১x২=২২
৩.১ নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বােঝায়?
৩.২ পরিবেশের ইতিহাস চর্চা প্রয়ােজনীয় কেন?
৩.৩ গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকায় গ্রামীণ সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয়েছে?
৩.৪ বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা লেখাে।
৩.৫ মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
৩.৬ উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রধান লক্ষ্য কী ছিল?
৩.৭ ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল?
৩.৯ মহারানীর ঘােষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল?
৩.১০ উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভাসমিতির যুগ’ বলা হয় কেন?
৩.১১ জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখাে।
৩.১২ উনিশ শতকে ভারতের জাতীয়তাবাদের বিকাশে “আনন্দমঠ উপন্যাসের কীরূপ অবদান ছিল?
৩.১৩ পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন?
৩.১৪ বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী?
৩.১৫ উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS-এর ভূমিকা কী ছিলাে?
৩.১৬ রবীন্দ্রনাথ কী উদ্দেশ্যে ‘শ্রীনিকেতন’ প্রতিষ্ঠা করেছিলেন?
বিভাগ-‘ঘ’
৪। সাত বা আটটি বাক্যে যে কোনাে ছ’টি প্রশ্নের উত্তর দাও (প্রতি উপবিভাগ থেকে কমপক্ষে ১টি প্রশ্নের উত্তর দাও) : ৬x৪=২৪
উপবিভাগ : A
১ ৪.১ “হুতােম প্যাঁচার নকশা” গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়?
২.৪.২ নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী অবদান ছিল?
উপবিভাগ : B
২ ৪.৩ সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল?
২.৪.৪ নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালী বুদ্ধিজীবীদের কী ভূমিকা ছিল?
উপবিভাগ : C
৩ ৪.৫ টীকা লেখাে : মহারানীর ঘােষণাপত্র।
৪.৬ উনিশ শতকে ভারতে জাতীয়তাবাদের উন্মেষে ‘গােরা' উপন্যাসটির কীরূপ অবদান ছিল?
উপবিভাগ : D
৪ ৪.৭ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করাে।
২.৪.৮ কারিগরী শিক্ষার বিকাশে বাংলায় ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের’ কী ভূমিকা ছিল?
বিভাগ-‘ঙ’
৫। পনেরাে বা ষােলটি বাক্যে যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৮x১=৮
৫.২ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করাে।
৫.3 রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও।
Tags.......
Madhyamik Suggestion 2022
Madhyamik suggestion 2022 for History
New Test Paper All subject
New ABTA Solution
ABTA Madhyamik
TEST PAPER SOLUION
HISTORY Suggestion
HISTORY FINAL SUggestion 2022
BENGALI ABTA
GEOGRAPHY ABTA
PSC ABTA
LSC ABTA
2022 ABTA SOlution
ALL SUBJECT ABTA SOLUTION
NEW TEST PAPAER
You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here
You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here
Click Here to get Life science ABTA Solution page no-44
Click Here to get Life science ABTA Solution page no-84
Click Here to get Life science ABTA Solution page no-112
Click Here to get Life science ABTA Solution page no-138
You Can Also Get Class 10 All History ABTA Answers Here
Click Here to get History ABTA Solution page no-87
Click Here to get History ABTA Solution page no-115
Click Here to get History ABTA Solution page no-141
Click Here to get Histroy ABTA Solution page no-163
Click Here to get History ABTA Solution page no-185
Click Here to get History ABTA Solution page no-206
Click Here to get History ABTA Solution page no-228
Click Here to get History ABTA Solution page no-249