ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-163 2021-2022// Madhyamik History Final Suggestion with answers

dream
2

 ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-163 2021-2022// Madhyamik History Final Suggestion with answers

MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-163

History

বিভাগ-‘ক’

 ১। সঠিক উত্তরটি নির্বাচন করাে :                                                                                     ২০X১=২০

১.১ মানুষের আর্থ-সামাজিক পরিবর্তন, চিন্তাভাবনার বিবর্তন, পােশাক-পরিচ্ছদ ও খাদ্যাভাসের বিবর্তনের ধারা প্রভৃতি-

(ক) আধুনিক অন্তর্জাল ব্যবস্থার উপাদান

(খ) আধুনিক জ্ঞানবিজ্ঞানের উপাদান

(গ) আধুনিক মনস্তাত্ত্বিক-এর উপাদান্ত

(ঘ) আধুনিক ইতিহাস রচনার উপাদান।

১.২ ‘রসগােল্লার’র আবিষ্কারক-

(ক) হারাধন ময়রা

(খ) হরিপদ মােদক

(গ) হরিদাস ভৌমিক

(ঘ) হরিদাস মােদক।

১.৩ বিধবা বিবাহ প্রর্বতিত হলে তার পক্ষে জনসমর্থন গড়ে তােলা হয়-

(ক) বামাবােধিনী পত্রিকায়

(খ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়

(গ) সােমপ্রকাশ পত্রিকায়

(ঘ) দিদর্শন পত্রিকায়।

১.৪ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন-

(ক) কালীপ্রসন্ন সিংহ

(খ) রেভারেন্ড জেমস লঙ

(গ) হরিশচন্দ্র মুখার্জি

(ঘ) মাইকেল মধুসূদন দত্ত।

১.৫ সবাক যুগের ভারতীয় চলচিত্রের প্রথম মাইলস্টোন বলা যায়-

(ক) “রাজা হরিশচন্দ্র’-কে

(খ) এলােকেমন করে’-কে

(গ) দেনা পাওনা ও জামাইষষ্ঠী-কে’

(ঘ) ঋত্বিক ও সত্যজিৎ-কে।

১.৬ বিশ্বের কনিষ্ঠতম নােবেল প্রাপক-

(ক) মাদাম থ্যাচার

(খ) ইন্দিরা গান্ধী মেরী জোনস্

(গ) মেরি জোনস্‌

(ঘ) মালালা ইউসুফজাই

১.৭ একটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা ছিল না-

(ক) ‘হুতােম প্যাঁচার নকশা

(খ) ‘হা অন্ন’

(গ) ‘বেঙ্গলী’

(ঘ) নীল দর্পণ।

১.৮ লালন ফকিরের গানগুলি যে পত্রিকায় রচিত হত-

(ক) প্রবাসী

(খ) অমৃতবাজার

(গ) সম্বাদ প্রভাকর

(ঘ) তত্ত্ববােধিনী।

১.৯ ১৮৭৮-এর অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়-

(ক) দুটি স্তরে

(খ) তিনটি স্তরে

(গ) চারটি স্তরে

(ঘ) পাঁচটি স্তরে।

১.১০ “মুণ্ডা বিদ্রোহ”-কে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন-

(ক) নরহরি কবিরাজ

(খ) দেবী চৌধুরানী

(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) ভবানী পাঠক।

১.১১ ড. সুরেন্দ্রনাথ সেন তাঁর

(ক) Eighteen Fifty Seven গ্রন্থে

(খ) Eighteen Fifty Nine গ্রন্থে

(গ) Eighteen Sixty Eight গ্রন্থে

(ঘ) Eighteen Twenty গ্রন্থে দেখিয়েছেন যে, জাতীয়বাদী আন্দোলনের অপরিহার্য উপাদানগুলি মহাবিদ্রোহে ছিল না। ১.১২ সিপাই বিদ্রোহের পর ভারতে-

(ক) কোম্পানি শাসনের অবসান ঘটে

(খ) কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান হয়

(গ) অবাধ বাণিজ্যনীতির সূচনা হয়

(ঘ) এর কোনােটিই নয়।

১.১৩ ‘ নিজ আবাদি’ পদ্ধতিটি ১৮৫৯ খ্রিস্টাব্দে-

(ক) মুণ্ডা বিদ্রোহের

(খ) সাঁওতাল বিদ্রোহের

(গ) নীল বিদ্রোহের

(ঘ) ভিল বিদ্রোহের পদ্ধতি ছিল।

১.১৪ ‘ডিং খরচা’ নামে চাঁদা সংগ্রহ করা হত-

(ক) কোল বিদ্রোহে

(খ) ভিল বিদ্রোহে

(গ) রংপুর বিদ্রোহে

(ঘ) পাবনা বিদ্রোহে।

১.১৫ দেশকে ‘মা’ বলে কল্পনা করা হয়েছে-

(ক) “পথের দাবী' উপন্যাসে

(খ) “আনন্দমঠ উপন্যাসে

(গ) গােরা উপন্যাসে  

(ঘ) নীলদর্পণ’ নাটকে।

১.১৬ স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদকে কে ‘আধ্যাত্ম সাম্রাজ্যবাদ’ বলেছেন?-

(ক) বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়

(খ) বিপ্লবী হেমচন্দ্র ঘােষ

(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।

১.১৭ ‘বেঙ্গল ক্যামিক্যাল’-এর প্রতিষ্ঠাতা-

(ক) স্যার আশুতােষ মুখার্জি

(খ) রাধানাথ শিকদার

(গ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

(ঘ) আলেকজান্ডার পেডলার।

১.১৮ ‘ক্যালকাটা স্কুল বুক সােসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল-

(ক) ১৮১৪ খ্রিস্টাব্দ

(খ) ১৮১৫ খ্রিস্টাব্দ

(গ) ১৮১৬ খ্রিস্টাব্দ

(ঘ) ১৮১৭ খ্রিস্টাব্দ।

১.১৯ ‘হাফটোন ব্লক প্রিন্টিং’ নিয়ে গবেষণা করেন –

(ক) সত্যজিৎ রায়

(খ) উপেন্দ্রকিশাের রায়

(গ) সুকুমার রায়

(ঘ) ময়মন সিংহ রায়।

১.২০ ‘মাতৃভাষা মাতৃদুগ্ধ সম’ উক্তিটি হল –

(ক) দ্বারকানাথ ঠাকুরের

(খ) দেবেন্দ্রনাথ ঠাকুরের

(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুরের

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের।

বিভাগ-‘খ’

২। যে কোনাে যােলােটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অনন্ত একটি প্রশ্নের উত্তর দাও : ১৬X১=১৬

উপবিভাগ : ২১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন?- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(২.১.২) ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউ’ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?- 1906 খ্রিস্টাব্দে

(২.১.৩) মিশেল ফুকোর রচিত গ্রন্থের নাম কী?- শৃঙ্খলা এবং শাস্তি: কারাগারের জন্ম (1975)

(২.১.৪) “সকল ধর্মই সত্য” এই কথাটি কে বলেছিলেন? -বিবেকানন্দ

উপবিভাগ : ২.২ ঠিক বা ভুল নির্ণয় করে :

(২.১১) মির নিশার আলি বাঁশের কেল্লা বানিয়েছিলেন।–সত্য

(২.2.2) বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেননি জগদীশচন্দ্র বস- মিথ্যা

(২,২,৩) ‘রাজকাহিনী’ থেকে ইতিহাস সবটাই হয়ে উঠেছে সাধারণের ইতিহাস হিসেবে-সত্য

(২.২৪) ১৮২৯ খ্রিস্টাব্দ আইনের দ্বারা সতীদাহ প্রথা নামক কু-প্রথার অবসান ঘটানাে হয়নি-মিথ্যা

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

(২.৩.১) সাম্য প্রবন্ধ

৩(ক) বিধবা বিবাহ

(২.৩.২) ১৯২৭ খ্রিস্টাব্দ

৪(খ) চতুর্ভুজা ‘ভারতমাতা’

(২.৩.৩) গণস্বাক্ষর

২(গ) অরণ্য বিষয়ক অপরাধ আইন

(২.৩.৪) অবনীন্দ্রনাথ ঠাকুর

১(ঘ) ‘বঙ্গদর্শন’ পত্রিকা

 

উপবিভাগ : ২.৪

 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করাে :

(২.৪.১) বারাসত বিদ্রোহের এলাকা

(২.৪.২) বাংলায় ওয়াহাবি আন্দোলনের অন্যতম কেন্দ্র নদীয়া

(২.৪.৩) সাঁওতাল বিদ্রোহের কেন্দ্র পুরুলিয়া

(২.৪.৪) তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ।

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে :

(২.৫.১) বিবৃতি: রামমােহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন                     (১৮২৩ খ্রিস্টাব্দ)।

ব্যাখ্যা ১: সতীদাহ প্রথা বন্ধের অনুরােধ জানিয়ে।

ব্যাখ্যা ২: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

ব্যাখ্যা ৩: ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে

 

(২.৫.২) বিবৃতি : ঐতিহাসিকের লক্ষ্য কী?

ব্যাখ্যা ১: মানব সভ্যতার বির্তনের মধ্যে দিয়ে জ্ঞানবিজ্ঞানের পথ অনুসন্ধান করা।

ব্যাখ্যা ২: আধুনিক ভারতের ইতিহাস তত্ত্বের সাথে সমাজ বিজ্ঞান কে যুক্ত করা।

ব্যাখ্যা ৩: যুগােত্তীর্ণ সর্বকালীন দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে নির্ভরযােগ্য তথ্য অনুসন্ধান করা।

(২.৫.৩) বিবৃতি : তিতুমিরের আন্দোলনকে কেউ কেউ “ধর্মীয় আন্দোলন বলে মনে করেন।

ব্যাখ্যা ১: তিতুমির হিন্দুদের আন্দোলনে অংশ নিতে দেননি।

ব্যাখ্যা ২: তিতুমির শুধু মুসলিমদের নিয়ে আন্দোলন চালান।

ব্যাখ্যা ৩: তিতুমিরের আন্দোলনে ইসলামের নীতি ও আদর্শের প্রাধান্য ছিল।

(২.৫.৪) বিবৃতি: ১৯২১ খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথ ঠাকুর “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা-১: মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করবার জন্য।

ব্যাখ্যা ২: পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করে তােলার জন্য।

ব্যাখ্যা ৩: প্রাচ্য ও পাশ্চাত্যবাদী শিক্ষার সমন্বয় সাধন করবার জন্য।

বিভাগ-‘গ’

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে ১১টি) : ১১x২=২২ :

৩.১ আধুনিক ইতিহাস চর্চার দুটি বৈশিষ্ট্য লেখাে।

৩.২ ‘অ্যানাল স্কুল’ কী?

৩.৩ ‘দেশীয় শিক্ষা’ বলতে কী বােঝ?

৩.৪ ‘চুইয়ে পড়া নীতি’ বা Filtrations Theory বলতে কী বােঝ?

৩.৫ উডের ডেসপ্যাচ কে “মহাসনদ” বলা হয় কেন?

৩.৬ “নীলদর্পণ” নাটক প্রকাশের প্রতিক্রিয়ায় কী হয়েছিল?

৩.৭ সন্ন্যাসী-ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন?

৩.৮ “কেনারাম ও বেচারাম কী?

৩.৯ সিপাই বিদ্রোহের প্রধান প্রধান কেন্দ্রগুলির নাম উল্লেখ করাে।

৩.১০ ভারতের রাজনৈতিক ইতিহাসে জমিদার সভার গুরুত্ব কী ছিল?

৩.১১ স্বামী বিবেকানন্দের লেখা “বর্তমান ভারত” গ্রন্থের বিষয়বস্তু কী?

৩.১২ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির বৈশিষ্ট্য কী কী?

৩.১৩ বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ের গবেষণা হত?

৩.১৪ ‘হিতৈষী তহবিল’ কে কেন গড়ে তুলেছিলেন?

৩.১৫ কে প্রথম ‘সন্দেশ’ পত্রিকা (১৯১৩ খ্রিস্টাব্দ) প্রকাশ করেন? সাদা-কালাের যুগে এই পত্রিকার অন্যতম বৈশিষ্ট্য কী ছিল?

৩.১৬ বিদ্যাসাগর মহাশয় রচিত ‘বর্ণপরিচয়’-এর প্রথম কতগুলি সংস্করণ প্রকাশিত হয়েছিল?

বিভাগ-‘ঘ’

৪। সাত বা আটটি বাক্যে যে কোনাে ছটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দিতে হবে) : ৬x৪=২৪

উপবিভাগ : ঘ.১

৪.১ স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করাে।

৪.২ টীকা লেখাে : সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন।

উপবিভাগ : ঘ.২

৪.৩ বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের মধ্যে তুলনামূলক আলােচনা করাে।

৪.৪ বারাসত বিদ্রোহের ব্যর্থতার কারণ কী ছিল?

উপবিভাগ : ঘ.৩

৪.৫ ভারতীয় জাতীয়তাবােধের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।

৪.৬ “আমি ভারতীয়। আমার কাছে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে কোনাে ভেদ নেই। আজ ভারতের সব বর্ণই আমার বর্ণ।” উক্তিটি কোন উপন্যাসের অন্তর্গত। এই উপন্যাসের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয়তাবােধের উপলব্ধিকে কীভাবে ব্যাখ্যা করেছেন?

উপবিভাগ : ঘ.৪

৪.৭ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে নিজেকে সংশ্লিষ্ট করেন তা বিশ্লেষণ করাে।

৪.৮ বিজ্ঞানচর্চার ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের অবদান আলােচনা করাে।

বিভাগ-‘ঙ’

৫। পনেরাে বা ষােলােটি বাক্যে যেকোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৮x১=৮

৫.১ মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।

৫.২ ১৮৫৭ খ্রিস্টাব্দ মহাবিদ্রোহের চরিত্র আলােচনা করাে।

৫.৩ ১৮৫৯-১৮৬০ খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের কারণগুলি সংক্ষেপে আলােচনা করাে। এই বিদ্রোহের ফলাফল আলােচনা করাে।

You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here


You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here

Click Here to get Life science ABTA Solution page no-44

Click Here to get Life science ABTA Solution page no-84

Click Here to get Life science ABTA Solution page no-112

Click Here to get Life science ABTA Solution page no-138


You Can Also Get Class 10 All History ABTA Answers Here

 Click Here to get History ABTA Solution page no-52

 Click Here to get History ABTA Solution page no-87

 Click Here to get History ABTA Solution page no-115

 Click Here to get History ABTA Solution page no-141

 Click Here to get Histroy ABTA Solution page no-163

 Click Here to get History  ABTA Solution page no-185

 Click Here to get History  ABTA Solution page no-206

 Click Here to get History ABTA Solution page no-228

Click Here to get History ABTA Solution page no-249

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
  1. এখানে MCQ - এর ১.৪ এর দাগের উত্তরটা ভুল হয়েছে। ওটা সঠিক উত্তর হবে - মাইকেল মধুসূদন দত্ত।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. তোমার প্রশ্নটি বুঝতে ভুল হয়েছে এখানে ইংরেজী অনুবাদের প্রকাশকের নাম জানতে চেয়েছে ।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top