ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-87 2021-2022// Madhyamik History Final Suggestion with answers
Madhyamik Suggestion 2022,Madhyamik suggestion 2022 for History,New Test Paper All subject,New ABTA Solution, ABTA Madhyamik, TEST PAPER SOLUION,HISTORY Suggestion, HISTORY FINAL Suggestion 2022, BENGALI ABTA,GEOGRAPHY ABTA,PSC ABTA, LSC ABTA,2022 ABTA SOlution, ALL SUBJECT ABTA SOLUTION
NEW TEST PAPAER
HISTORY
বিভাগ- ‘ক’
১।
সঠিক উত্তরটি নির্বাচন করাে । ২০x১=২০
১.১
নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়-
(ক) ১৯৪০-এর দশকে
(খ) ১৯৫০-এর দশকে
(গ)
১৯৬০-এর দশকে
(ঘ) ১৯৯০-এর দশকে।
১.২
বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল-
(ক)
প্রাক্ রাজেশ্বর
(খ) রান্না বান্না
(গ) রন্ধন প্রণালী
(ঘ) প্রাক নন্দিনী।
১.৩
ইন্টারনেট আবিষ্কর্তা-
(ক)
টিম বারনারস
(খ) স্যামুয়েল মাের্স
(গ) টমাস এডিসন
(ঘ) ব্লাস্ট ফার্নেস।
১.৪
সরকারী নথিপত্র সংরক্ষণ করে রাখা হয়-
(ক)
মহাফেজখানায়
(খ) জাতীয় অভিলেখ্যাগারে
(গ) লেখ্যাগারে
(ঘ) পাঠাগারে।
১.৫
হুতােম প্যাঁচার নকশা’র লেখক ছিলেন—
(ক) গিরিশচন্দ্র ঘােষ
(খ) প্যারীচাঁদ মিত্র
(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(ঘ)
কালীপ্রসন্ন সিংহ।
১.৬
‘মধ্যবিত্ত শ্রেণি’ কথাটি প্রথম উল্লেখ করা হয়-
(ক) বামাবােধিনী পত্রিকায়
(খ) সমাচারদর্পণ পত্রিকায়
(গ)
‘বঙ্গদূত’ পত্রিকায়
(ঘ) হিন্দুপ্যাট্রিয়ট
পত্রিকায়।
১.৭
সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন-
(ক) মধুসূদন দত্ত
(খ)
মধুসূদন গুপ্ত
(গ) রাধাকান্ত দেব
(ঘ) মতিলাল শীল।
১.৮
‘নববৈষুব’ আন্দোলন শুরু করেন-
(ক) স্বামী বিবেকানন্দ
(খ)
বিজয়কৃষ্ণ গােস্বামী
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) মনােরঞ্জন গুহঠাকুরতা।
১.৯
Indian Forests Act বলবৎ হয়-
(ক) ১৮৬৪ খ্রিস্টাব্দে
(খ)
১৮৬৫ খ্রিস্টাব্দে
(গ). ১৮৭৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৩ খ্রিস্টাব্দে।
১.১০
‘উলগুলান’ নামে পরিচিত-
(ক) সাঁওতাল বিদ্রোহ
(খ)
মুন্ডা বিদ্রোহ
(গ) রংপুর বিদ্রোহ
(ঘ) কোল বিদ্রোহ।
১.১১
ধলভূমের বর্তমান নাম হল-
(ক)
ঘাটশিলা
(খ) শিলচর
(গ) মানভূম
(ঘ) শিলদাঘাট।
১.১২
বাংলার নানা সাহেব’ নামে পরিচিত ছিলেন-
(ক) রফিক মণ্ডল
(খ)
রামরতন মল্লিক
(গ) রামতনু লাহিড়ী
(ঘ) ঈশানচন্দ্র রায়।
১.১৩
সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন-
(ক)
মঙ্গল পান্ডে
(খ) দয়াল দাস
(গ) রাম সিং
(ঘ) নকুল দাস।
১.১৪
ভারতের শেষ মােগল সম্রাট ছিলেন-
(ক) বাহাদুর শাহ
(খ)
দ্বিতীয় বাহাদুর শাহ
(গ) আকবর শাহ
(ঘ) দ্বিতীয় শাহ আলম।
১.১৫
ভারতের ‘সভা সমিতির যুগ বলা হয়-
(ক) আঠারাে শতককে
(খ)
উনিশ শতককে
(গ) বিশ শতককে
(ঘ) একুশ শতককে।
১.১৬
‘বিরূপ বজ্র’ ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন-
(ক) নন্দলাল বসু
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ)
গগনেন্দ্রনাথ ঠাকুর।
১.১৭
বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা হলেন-
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ)
চার্লস উইলকিন্স
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) অগস্টাস হিকি।
১.১৮
জামশেদপুরের পূর্ব নাম ছিল-
(ক)
সাকচি
(খ) ময়ূরভঞ্জ
(গ) মানভূম
(ঘ) গুরুষ হিসানী।
১.১৯
‘বসু বিজ্ঞান মন্দিরের প্রতীক হল-
(ক)
বজ্র
(খ) বান
(গ) গদা
(ঘ) শঙ্খ।
১.২০
বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা পায়-
(ক) ১৯৫০ সালে
(খ)
১৯৫১ সালে
(গ) ১৯৬০ সালে
(গ) ১৯৬৭ সালে।
বিভাগ ‘খ’ :
২।
যে কোনাে যােলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের
উত্তর দাও) : ১৬x১=১৬
উপবিভাগ : ২.১
একটি
বাক্যে উত্তর দাও :
(২.১১১) ইন্দিরাকে লেখা
জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন? - মুন্সি প্রেমচাঁদ
(২.১.২) কাঙাল হরিনাথ’
নামে কে পরিচিত ছিলেন?- হরিনাথ মজুমদার
(২.১.৩) সুই মুন্ডা
কে ছিলেন?- কোল বিদ্রোহ(১৮৩১-৩২)এর
একজন নেতা
(২১.৪) স্যার সি ভি
রমন কে ছিলেন?- পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার
প্রাপ্ত (১৯৩০ সালে)একজন ভারতীয় বিজ্ঞানী
উপবিভাগ : ২.২
ঠিক
বা ভুল নির্ণয় করাে :
(২.২.১) ফুটবল খেলার
রাজা’ নামে পরিচিত। -মিথ্যা
(২.২.২) লালন ফকির নদীয়া
জেলার সন্তান। মিথ্যা
(২.২.৩) রানি শিরােমনি
কোল বিদ্রোহের নেতা ছিলেন। মিথ্যা
(২.২.৪) সিলভ্যাঁ লেভি
শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন। সত্য
উপবিভাগ:২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ |
‘খ’ স্তম্ভ ‘ |
(২.৩.১)
সাইলেন্ট স্পিং |
২(১)সাপ
হতেও ভয়ানক বাঘের চেয়ে হিংস্র |
(২.৩.২)
হুতােম প্যাঁচার নকশা |
১(২)
মশা মাছি নিধনের জন্য ডিডিটির ব্যবহার |
(২.৩.৩)
টুনটুনির বই |
৪(৩)
নদনদী খাল বিল সব শুকাইল অন্নাভাবে লােক সব যমালয়ে গেল। |
(২.৩.৪)
ছিয়াত্তরের মন্বন্তর |
৩(৪)
রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে। |
উপবিভাগ : ২.৪
প্রদত্ত
ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করাে ও নামাঙ্কিত করাে :
(২.৪.১) মাদ্রাজ।
(২.৪.২) চুয়াড় বিদ্রোহের
এলাকা।
(২.৪.৩) এলাহাবাদ।
(২.৪.৪) মধ্যপ্রদেশে।
:
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত
বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে ।
(২.৫.১)
বিবৃতি : ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয়।
ব্যাখ্যা
১: ইতিহাস প্রমাণ উপদানের ওপর প্রতিষ্ঠিত অতীত দিনের
বিবরণ।
ব্যাখ্যা
২ : ইতিহাস অতীত কালের
লােক কথা মাত্র।
ব্যাখ্যা
৩ : ইতিহাস বিভিন্ন
কালের চিত্রকলা।
(২.৫,২)
বিবৃতি : ‘আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের কথা লেখা হয়েছে।
ব্যাখ্যা
১: উপন্যাসটিতে সিপাহি
বিদ্রোহের কাহিনী ছাপা হয়েছে।
ব্যাখ্যা
২ : ‘আনন্দমঠ’-এ সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে
চরিত।
ব্যাখ্যা
৩ : “আনন্দমঠ’ নীল বিদ্রোহের চিত্র পাওয়া যায়।
(২.৫.৩)
বিবৃতি ; ‘বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে।
ব্যাখ্যা
১; ‘বর্ণপরিচয়-এ
বাংলা ভাষা নির্দিষ্ট রূপ নেয়।
ব্যাখ্যা
২: ‘বর্ণপরিচয়’ একটি
নীতি বােধমূলক সাহিত্যগ্রন্থ।
ব্যাখ্যা
: ‘বর্ণপরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য।
(২.৫.৪)
বিবৃতি : বিশ্বভারতী গড়ে রবীন্দ্রনাথ বিশ্বের কাছে ভারতের চিন্তা ভাবনা তুলে ধরেন।
ব্যাখ্যা
১: ভারত ও বিশ্বের জ্ঞানচর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান
ছিল।
ব্যাখ্যা
২ : শিল্পকলা চর্চা
প্রধান লক্ষ্য ছিল।
ব্যাখ্যা
৩ : গ্রামােন্নয়নের
স্বার্থে গঠিত হয়।
বিভাগ-‘গ’
৩।
দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে ১১টি) : ১১x২=২২
৩.১ নিম্নবর্গের ইতিহাস
চর্চা বলতে কী বােঝ?
৩.২ পরিবেশের ইতিহাস
চর্চার গুরুত্ব কী?
৩.৩ ১৮১৩ সালে চার্টার
আইনে শিক্ষা নিয়ে কী বলা হয়?
৩.৪ উর্ডের নির্দেশ
নামায় কী বলা হয়েছে।
৩.৫ কে কবে ভারতবর্ষীয়
ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?
৩.৬ কে কেন সতীদাহের
বিরুদ্ধে আন্দোলন করেন?
৩.৭ কলকাতার কোন কোন
সংবাদপত্র নীল বিদ্রোহ সমর্থন করে?
৩.৮ তিতুমীরের প্রধানমন্ত্রী
ও সেনাপতির নাম কী?
৩.৯ সিপাহী বিদ্রোহের
প্রত্যক্ষ কারণ কী?
৩.১০ কবে কারা হিন্দুমেলা
প্রতিষ্ঠা করেন?
৩.১১ ‘ভারতমাতা’ ছবি
কেন তাৎপর্যপূর্ণ?
৩.১২ মির্জা গালিব কে
ছিলেন?
৩.১৩ মহেন্দ্রলাল সরকার
বিখ্যাত কেন?
৩.১৪ ‘জাতীয় শিক্ষা
পরিষদ’ গঠনের উদ্দেশ্য কী ছিল?
৩.১৫ ‘শ্রীরামপুর ত্রয়ী’
নামে কারা পরিচিত?
৩.১৬ মদনমােহন তর্কালঙ্কার
কেন বিখ্যাত?
বিভাগ-‘ঘ’
৪।
সাত বা আটটি বাক্যে যে কোনাে ছটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ
১টি করে প্রশ্নের উত্তর দিতে হবে) : ৬x৪=২৪
উপবিভাগ : A
৪.১. ফলিত বেদান্ত
বলতে কী বােঝায়?
৪.২মহাবিদ্রোহের
(১৮৫৭) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনােভাব কী রূপ ছিল?
উপবিভাগ- B
৪.৩ বাংলার নবজাগরণ
সম্পর্কে তুমি কী জানাে।
৪.৪ ‘সন্ন্যাসী ও ফকির
বিদ্রোহের পটভূমি কী ছিল?
উপবিভাগ : C
৪.৫ কারিগরি
শিক্ষার বিকাশে ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল?
৪.৬ পাবনা বিদ্রোহের
তাৎপর্য ব্যাখ্যা করাে।
উপবিভাগ : D
৪.৭ ‘আনন্দমঠ
উপন্যাসটি কীভাবে দেশাত্মবােধক মানসিকতার প্রসারে সহায়তা করেছিল?
৪.৮ বাংলায় মুদ্রণের
বিকাশে উপেন্দ্রকিশাের রায় চৌধুরির ভূমিকা আলােচনা করাে।
বিভাগ-‘ঙ’
৫।
পনেরাে বা ষােলটি বাক্যে যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৮x১=৮
৫.১ সাঁওতাল বিদ্রোহেরকারণ ও গুরুত্ব লেখাে।
৫.২ ভারত সভার প্রতিষ্ঠা
ও ভূমিকা আলােচনা করাে।
৫.৩ মানুষ, প্রকৃতিও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here
You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here
Click Here to get Life science ABTA Solution page no-44
Click Here to get Life science ABTA Solution page no-84
Click Here to get Life science ABTA Solution page no-112
Click Here to get Life science ABTA Solution page no-138
You Can Also Get Class 10 All History ABTA Answers Here
Click Here to get History ABTA Solution page no-87
Click Here to get History ABTA Solution page no-115
Click Here to get History ABTA Solution page no-141
Click Here to get Histroy ABTA Solution page no-163
Click Here to get History ABTA Solution page no-185
Click Here to get History ABTA Solution page no-206