MAdhyamik Test Paper 2022/ABTA Test Paper 2022

dream
0

 Madhyamik Test Paper 2022/ABTA Test Paper 2022

 Madhyamik Test Paper 2022




 ABTA

বিভাগ-‘ক           

 

সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ:                                                         ১৫X১=১৫

1.1 একটি ট্রফিক হরমােন হল-

(a) টেস্টোস্টেরন

(b) TSH

(c) প্রজেস্টেরন

(d) ইস্ট্রোজেন।

1.2 অ্যান্টি কিটোজেনিক হরমােন হল-

(a) ইনসুলিন

(b) গ্রুকাগন

(c) STH

(d) প্রােল্যাকটিন।

1.3 পায়রার ডানায় বড় পালকের (রেমিজেস) সংখ্যা-

(a) ২৩টি

(b) ১২ টি

(c) ১৩টি

(d) ২১টি।

1.4 জিওট্রপিক চলনের উদ্দীপক হল

(a) জল

(b) তাপ

(c) আলাে

(d) অভিকর্ষ।

1.5 স্নায়ুতন্দ্রের মােট কোষের কত শতাংশ নিউরােগ্লিয়া-

(a) ৬০ শতাংশ

(b) ৯০ শতাংশ

(c) ৭০ শতাংশ

(d) ৮০ শতাংশ।

1.6 কোষ চক্রের কোন দশাতে DNA সংশ্লেষ হয়?

(a) G, দশা

(b) G, দশা

(c) G, দশা

(d) S দশা।

1.7 আম মাছের পরাগযােগ কার দ্বারা ঘটে?

(a) বায়ু

(b) পতঙ্গ

(c) জল

(d) বাদুড়।

1.8 জনুক্রম দেখা যায় কোন জীবটিতে?

(a) কেঁচো

(b) পান

(c) ফার্ন

(d) অ্যামিবা।

1.9 সবচেয়ে উন্নত ধরনের কলম হল-

(a) শাখাকলম

(b) প্ল্যান্টলেট

(c) জোড়কলম

(d) এমব্রয়েড।

1.10 মানুষের মুখ্যবৃদ্ধিকাল হল-

(a) কৈশাের দশা

(b) বয়ঃসন্ধিকাল

(c) শৈশব দশা

(d) প্রাপ্তবয়স্ক কাল।

1.11 হিমােফিলিয়া রােগীর উত্তরাধিকার প্রক্রিয়া কার অনুরূপ?

(a) ত্বকের বর্ণ

(b) রাতকানা

(c) মায়ােপিয়া

(d) বর্ণান্ধতা।

1.12 দ্বিসংকর জননে F, জনুতে জিনােটাইপের সংখ্যা হল-

(a) ৬

(b) ৩

(c) ৯

(d) ১

1.13 কোনটি বংশগত রােগ নয়?

(a) অ্যানিমিয়া

(b) থ্যালাসেমিয়া

(c) বর্ণান্ধতা

(d) হিমােফিলিয়া।

1.14 দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে পরাগযােগ ঘটালে F, জনুতে কত শতাংশ সংকর লম্বা গাছ জন্মাবে?

(a) ১০০%

(b) ৭৫%

(c) ৫০%

(d) ২৫ %।

1.15 Yy Rr জেনােটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?

(a) ৪

(b) ৩

(c) ২

(d) ১।

বিভাগ-‘খ

 শূন্যস্থান পূরণ কর (যে কোনাে পাঁচটি) :         21x1=21

2.1 পীতবিন্দু চক্ষুর রেটিনায়  থাকে।

2.2 দুইটি নিউরােণের সংযােগস্থলকে  স্নায়ুসন্নিধি বা সাইন্যাপস বলে   

2.3 মিয়োসিস দশায় কোষচক্র থেমে যায়।

2.4 প্রজাতির ক্রোমােজোম সংখ্যা ধ্রুবক রাখে       মিয়োসিস           কোষ বিভাজন।

2.5 চেকার বাের্ডের অপর নাম     পানেট স্কোয়ার

2.6 কোনাে প্রজাতির মােট জিনের সমস্টিকে      জিনপুল   বলে।

সত্য অথবা মিথ্যা নিরূপণ কর (যে কোনাে পাঁচটি) : 5x1=5

2.7 নিউরােণের কোষদেহকে নিউরােসাইটন বলে। সত্য

2.8 মানুষের করােটীয় স্নায়ুর সংখ্যা ১২ টি। মিথ্যা

2.9 অ্যামাইটোসিসের অপর নাম অ্যাকাইনােসিস।-মিথ্যা

2.10 মানুষের অ্যালােজোমের সংখ্যা 44টি। মিথ্যা

2.11 টেস্টসের আবিষ্কর্তা হলেন মেন্ডেল। সত্য

2.12 হিমােফিলিয়া একটি y ক্রোমােজোম বাহিত রােগ। মিথ্যা

A স্তম্ভের সাথে B স্তম্ভের সমতা বিধান করে জোড়গুলি লিখাে (5টি) 5x1=5

A স্তম্ভ

B স্তম্ভ

(2.13) ক্ষারীয় হরমােন

(d) কাইনিন 

(2.14) পতঙ্গের দেহ নিঃসৃত হরমােন

(e) ফেরােমােন

(2.15) প্যাকাইটিন উপদশা

(f) ক্রসিং ওভার

(2.16) জীবের জীনগত বৈশিষ্ট হল

(a) জিনােটাইপ

(2.17) উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণ

(b) ইমাসকুলেশন

(2.18) কোষবিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা

(c) অ্যানাফেজ

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনাে ছয়টি) :                               6x1=6

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখ : বর্ণান্ধতা, মায়ােপিয়া, হিমােফিলিয়া, থ্যালাসেমিয়া।

2.20 লোেকাস কাকে বলে?:- ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে অ্যালিল অবস্থান করে সেই  নির্দিষ্ট বিন্দুকে লোকাস বলে।

2.21 জেনেটিক কোড কে আবিষ্কার করেন? মার্শাল নিরেন বার্গ

2.22 দ্বিতীয় জোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : পিটুইটারি : অনালগ্রন্থি : লালাগ্রন্থি : সনালগ্রন্থি

2.23 হরমােন শব্দটি কোন গ্রীক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?- হরমোইন (Hormoein) বা হরমাও (Hormao) থেকে

2.24 একটি গ্যাসীয় হরমােনের নাম লেখ।- ইথিলিন

2.25 অন্তর্গত বিষয়টি খুঁজে বের কর : এন্টোমােফিলি অরনিথােফিলি, জুফিলি, অ্যানথ্রোপােফিলি।

2.26 মস্তিষ্কের আবরণীর নাম কী? - মেনিনজেস

  

বিভাগ- ‘গ

3. দু-তিনটি বাক্যের মধ্যে ১৭টি প্রশ্নের থেকে ১২ টি প্রশ্নের উত্তর দাও : 12x2=24

3.1 উদ্ভিদের দুইটি আম্লিক হরমােনের নাম লেখাে।

3.2 প্রকরণ চলন কাকে বলে? উদাহরণ দাও।

3.3 ব্লাবার কী?

3.4 করপাস ক্যালােসাম কাকে বলে?

3.5 মানব চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির নাম পর্যায়ক্রমে লেখাে।

3.6 প্রেসবায়ােপিয়া কী? কিভাবে এই ক্রুটি দূর করা সম্ভব?

3.7ICSH-এর পুরাে নাম লেখাে।

3.৪ ক্রসিং ওভার বলতে কী বােঝ?

3.9 অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুইটি গুরুত্ব লেখাে।

3.10 সাইটোকাইনেসিস না ঘটলে কী হবে?

3.11 বৃদ্ধির দুইটি বৈশিষ্ট উল্লেখ করাে।

3.12 মানব বিকাশের দশাগুলি উল্লেখ করাে।

3.13 DNA অণুর ক্ষারমূলকগুলির নাম লেখাে।

3.14 সিস্টার ক্রোমাটিড বলতে কী বােঝ?

3.15 হােমােজাইগাস জীব বলতে কী বােঝ?

3.16 প্রকটগুন কাকে বলে?

3.17 অসম্পূর্ণ প্রকটতা কী?

 

বিভাগ-‘ঘ

4. নিম্নলিখিত ছয়টি প্রশ্নের উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):  6x5=30

4.1 একটি আদর্শ নিউরােণের চিত্র অংকন করে অ্যাক্সন হিলক, নিজলদানা, সােয়ান কোষ ও প্রান্তরুরুশ চিহ্নিত করাে। অথবা, একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র ও চেষ্টীয় স্নায়ু চিহ্নিত করাে।

4.2 গার্থেনােকাৰ্পি কী? কৃষিকার্যে সংশ্লেষিত হরমােনের ব্যবহার লেখাে। অথবা, লােকাল হরমােন বলতে কি বােঝ? পশ্চাদ পিটুইটারি নিঃকৃত দুইটি হরমােনের নাম ও কার্য লেখাে।

4.3 প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? সহজাত ও অভ্যাসগত প্রতিবর্তক্রিয়া উদাহরণ সহ লেখাে। অথবা, স্নায়ুতন্ত্র কাকে বলে?

4.4 ক্রোমােজোমে কী কী নিউক্লিক অ্যাসিড থাকে? নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক উপাদানগুলিকে ছকের মাধ্যমে উল্লেখ করাে। অথবা, অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটি সংক্ষেপে বিবৃত করাে। অ্যামাইটোসিস ও মাইটোসিস বিভাজনের দুইটি পার্থক্য উল্লেখ করাে।

4.5 দ্বিনিষেক বলতে কী বােঝ? সপুষ্পক উদ্ভিদের দ্বি-নিষেক প্রক্রিয়াটি সংক্ষেপে বিবৃত করাে। অথবা, অনুবিস্তারণ প্রক্রিয়াটির গুরুত্ব উল্লেখ কর। জোড় কলম কাকে বলে?

4.6 এক সংকর পর নিষেকের সংজ্ঞা দাও। মেন্ডেল অনুসরণে এক সংকর পরনিষেক প্রক্রিয়াটি চেকার বাের্ডের মাধ্যমে ব্যাখ্যা করাে। অথবা, মালটিপল অ্যালীল বলতে কী বােঝ? মানবকল্যাণে সুপ্রজনন বিদ্যার তিনটি ব্যবহারিক প্রয়ােগ উল্লেখ করাে।

 

You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here


You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here

Click Here to get Life science ABTA Solution page no-44

Click Here to get Life science ABTA Solution page no-84

Click Here to get Life science ABTA Solution page no-112

Click Here to get Life science ABTA Solution page no-138


You Can Also Get Class 10 All History ABTA Answers Here

 Click Here to get History ABTA Solution page no-52

 Click Here to get History ABTA Solution page no-87

 Click Here to get History ABTA Solution page no-115

 Click Here to get History ABTA Solution page no-141

 Click Here to get Histroy ABTA Solution page no-163

 Click Here to get History  ABTA Solution page no-185

 Click Here to get History  ABTA Solution page no-206

 Click Here to get History ABTA Solution page no-228

Click Here to get History ABTA Solution page no-249

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top