ABTA MADHYAMIK TEST PAPER GEOGRAPHY PAGE NO-57 2021-2022// Madhyamik Geography Final Suggestion with answers
ABTA MADHYAMIK TEST PAPER GEOGRAPHY PAGE NO-57 |
বিভাগ-‘ক’
১।
বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :১৪×১=১৪
১.১
পর্যায়ন (Grade) কথাটি প্রথম ব্যবহার করেন-
(ক) ডব্লিউ এম ডেভিস
(খ) এল, সি. কিং
(গ)
জি.কে গিলবার্ট
(ঘ) ডব্লিউ পেঙ্ক।
১.২
মরুভূমির পেডিপ্লেন অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড়কে বলে-
(ক) ইয়ারদাঙ
(খ) জিউগেন
(গ) মেসা
(ঘ)
ইনসেলবার্জ।
১.৩
মিসিসিপি নদীর ব-দ্বীপ দেখতে-
(ক) ধনুকের মতাে
(খ) ত্রিভূজের মতাে
(গ) পাখির পায়ের মতাে
(ঘ) করাতের দাঁতের মতাে।
১.৪
হিমবাহের উপর অবস্থিত সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে বলে-
(ক) বার্গশ্রুন্ড
(খ)
ক্রেভাস
(গ) ক্রেকস
(ঘ) এসকার।
১.৫
আফ্রিকার সাহারা মরুভূমিতে প্লায়া হ্রদ পরিচিত যে নামে-
(ক) স্যালিনা
(খ) বােলসন
(গ) ধান্দ
(ঘ)
শটস।
১.৬
ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল-
(ক) ভূ-প্রাকৃতিক বিভাগ
(খ) সাংস্কৃতিক পার্থক্য
(গ)
ভাষা
(ঘ) সাধারণ খাদ্যাভ্যাস।
১.৭
মুম্বাই ও পুনের সংযােগকারী গিরিপথটি হল-
(ক)
ভােরঘাট
(খ) পালঘাট
(গ) থলঘাট
(ঘ) পশ্চিমঘাট।
১.৮
খাদারের অন্য নাম হল-
(ক) কালাে মৃত্তিকা
(খ) লােহিত মৃত্তিকা
(গ) মরু মৃত্তিকা
(ঘ)
নবীন পলি মৃত্তিকা।
১.৯
গােদাবরী নদীর উৎস হল-
(ক)
ত্রিম্বকেশ্বর উচ্চভূমি
(খ) মহাবালেশ্বর
(গ) অমরকন্টক
(ঘ) ত্রিকূট পাহাড়।
১.১০
রেটুনিং পদ্ধতি প্রচলিত যে চাষের সাথে-
(ক) কার্পাস
(খ) গম
(গ) চা
(ঘ)
আখ।
১.১১
উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে-
(ক) বেনারস
(খ) পুনে
(গ)
কানপুর
(ঘ) এলাহাবাদ।
১.১২
ভারতের একটি নাতিশীতােষ্ণ ঘূর্ণবাত হল-
(ক) কালবৈশাখী
(খ) আঁধি
(গ)
পশ্চিমী ঝঞ্ঝা
(ঘ) ঘূর্ণিঝড়।
১.১৩
ভারতের সর্বাধিক নগরায়ণ দেখা যায় যে রাজ্যে-
(ক)
মহারাষ্ট্র
(খ) গােয়া
(গ) কেরালা
(ঘ) তামিলনাড়ু।
১.১৪
‘উন্নয়নের জীবনরেখা’ বলা হয় যে পরিবহণ ব্যবস্থাকে-
(ক) রেলপথ
(খ) সড়কপথ
(গ) আকাশপথ
(ঘ)
জলপথ।
বিভাগ-‘খ’
২।
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখাে (যে কোনাে
ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ৬X১=৬
২.১.১ হিমরেখার অবস্থান
অক্ষাংশ ভেদে পরিবর্তিত হয়।- শুদ্ধ
২.১.২ অর্ধচন্দ্রকার
বালিয়াড়ি সিফ নামে পরিচিত।- অশুদ্ধ
২.১.৩ অলকানন্দা ও ভাগিরথী
নদীর মিলন স্থল হল দেবপ্রয়াগ।- শুদ্ধ
২.১.৪ ভারতের উচ্চতম
মালভূমি হল পামির। - অশুদ্ধ
২.১.৫ সকল শিল্পের মেরুদণ্ড
বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে।- অশুদ্ধ
২.১.৬ জনঘনত্ব হল মােট
জনসংখ্যা ও মােট জমির ক্ষেত্রমানের অনুপাত।- শুদ্ধ
২.১.৭ কোলকাতা বন্দর
ভারতের একটি নদী বন্দর।- শুদ্ধ
২.২
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে (যে কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.২.১ কাতরা
হল বিশ্বের বৃহত্তম অপসারণজনিত গর্ত।
২.২.২ পলল শঙ্কু পর্বতের
পাদদেশ
অংশে গঠিত হয়
২.২.৩ মৌসুমী বিস্ফোরণ
দ্বারা কেরালা
রাজ্যে প্রথম বৃষ্টিপাত শুরু
হয়।
২.২.৪ ভাকরা-নাঙাল পরিকল্পনা শতদ্রু
নদীর উপর গড়ে উঠেছে।
২.২.৫ ভারতের কার্পাস
গবেষণাগার নাগপুরে
অবস্থিত।
২.২.৬ ভারতের একটি বৈদ্যুতিন
রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল চিত্তরঞ্জন ।
২.২.৭ সেন্সাস শহরের
ন্যূনতম জনসংখ্যা হবে 5000 জন
।
২.৩
একটি অথবা দুটি শব্দে উত্তর দাও (যে কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দাও) :৬X১=৬
২.৩.১ দুটি নদী অববাহিকাকে
পৃথক করে যে উচ্চভূমি তাকে কী বলে? –জলবিভাজিকা
২.৩.২ আদর্শ হিমবাহ
উপত্যকার আকৃতি কিরূপ হয়?- U আকৃতির
২.৩.৩ ভারতের নায়াগ্রা
বলা হয় কোন জলপ্রপাত কে? - চিত্রকূট
২.৩.৪ ‘কারেওয়া’ মৃত্তিকা
ভারতের কোন উপত্যকায় দেখা যায়? – কাশ্মীর
উপত্যকায়
২.৩.৫ ভারতের দীর্ঘতম
মেট্রোরেল পথ কোন শহরে রয়েছে?- দিল্লি
২.৩.৬ একটি জাইদ শস্যের
নাম লেখাে।–পাঠ, আউশ ধান
২.৩.৭ ভারতের কোন বন্দরের
মাধ্যমে সর্বাধিক কফি ও মশলা রপ্তানি হয়।–
নিউ ম্যাঙ্গালোর
২.৩.৮ সােনালি চতুর্ভুজের
দীর্ঘতম বাহু কোনটি?- কোলকাতা থেকে চেন্নাই
২.৪
বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখাে :
বামদিক |
ডানদিক |
2.৪.১
নিক্ পয়েন্ট |
(2)
জলপ্রপাত |
2.4.2
পাঞ্চেত |
(৩)
দামােদর |
২.৪.৩
সেরিকালচার |
(8)
রেশম মথ |
২.৪.৪
হাইটেক শহর |
(১)
হায়দ্রাবাদ |
বিভাগ-‘গ’
৩।
নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):৬X২=১২
৩.১ নগ্নীভবন কী? অথবা,
বাগন্ড কী?
৩.২ কিউসেক ও কিউমেক
কী? অথবা, সমপ্রায় ভূমি কাকে বলে?
৩.৩ মালনাদ কী? অথবা,
এল-নিনাে কাকে বলে?
৩.৪ ল্যাটারাইট মৃত্তিকার
দুটি বৈশিষ্ট্য লেখাে। অথবা, কৃষি বনসৃজন কী?
৩.৫ অ-বিশুদ্ধ কাঁচামাল
বলতে কী বােঝ? অথবা, অনুসারী শিল্পের সংজ্ঞা দাও।
৩.৬ মহানগরের সংজ্ঞা
দাও। অথবা, ভারতের নগরায়নের দুটি সমস্যা লেখাে।
বিভাগ-‘ঘ’
৪।
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৪x৩=১২
৪.১ ব-দ্বীপ গঠনের অনুকূল
পরিবেশগুলি লেখাে। অথবা, ইনসেলবার্জ ও মােনাডন এর মধ্যে পার্থক্য করাে।
৪.২ ব-দ্বীপ ও পলল ব্যজনীর
মূল পার্থক্যগুলি কী কী? অথবা, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি কেন?
৪.৩ ভারতীয় কৃষির তিনটি
সমস্যা লেখাে। অথবা, মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব লেখাে।
৪.৪ শিল্পস্থাপনে পরিবহণের
ভূমিকা আলােচনা করাে। অথবা, পেট্রোরসায়ন শিল্প কারখানা বেশিরভাগই উপকূলবর্তী অঞ্চলে
কেন গড়ে উঠেছে?
বিভাগ-‘ঙ’
৫।
৫.১ যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও : ৫X২=১০
৫.১.১ নদীর ক্ষয়কার্যের
ফলে সৃষ্ট যে কোন তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
৫.১.২ হিমবাহের সঞ্চয়ের
ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও।
৫.১.৩ বায়ু ও জলধারার
মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও।
৫.১.৪ বিশ্বব্যাপী জলবায়ুর
পরিবর্তন গঙ্গা-পদ্মা-মেঘনা নদীর ব-দ্বীপ অঞ্চলকে কীভাবে প্রভাবিত করেছে লেখাে? ৫.২ যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও : ৫X২=১০
৫.২.১ পূর্ব উপকূল ও
পশ্চিম উপকূলের পার্থক্য করাে।
৫.২.২ ‘কফি’ চাষের অনুকূল
ভৌগলিক পরিবেশ বর্ণনা করাে।
৫.২.৩ পূর্ব ও মধ্য
ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রিভবনের কারণগুলি ব্যাখ্যা করাে।
৫.২.৪ ভারতের অসম জনবণ্টনের
কারণগুলি আলােচনা করাে।
বিভাগ-‘চ’
৬।
প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখামানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত চিহ্ন ও প্রতীকসহ
চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১০X১=১০
৬.১ বিন্ধ্য পর্বত।
৬.২ কাবেরী নদী।
৬.৩ পুলিকট হ্রদ।
৬.৪ উত্তর পূর্ব ভারতের
একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল।
৬.৫ দক্ষিণ ভারতের ইক্ষু
উৎপাদক অঞ্চল।
৬.৬ ভারতের বৃহত্তমম্যানগ্রোভ
বনভূমি অঞ্চল।
৬.৭ ভারতের শীতল মরুভূমি।
৬.৮ দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার।
৬.৯ ভারতের আধুনিক প্রযুক্তির
বন্দর।
৬.১০ উত্তর ভারতের একটি
আন্তর্জাতিক বিমান বন্দর।
You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here
You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here
Click Here to get Life science ABTA Solution page no-44
Click Here to get Life science ABTA Solution page no-84
Click Here to get Life science ABTA Solution page no-112
Click Here to get Life science ABTA Solution page no-138
You Can Also Get Class 10 All History ABTA Answers Here
Click Here to get History ABTA Solution page no-87
Click Here to get History ABTA Solution page no-115
Click Here to get History ABTA Solution page no-141
Click Here to get Histroy ABTA Solution page no-163
Click Here to get History ABTA Solution page no-185
Click Here to get History ABTA Solution page no-206
Click Here to get History ABTA Solution page no-228
Click Here to get History ABTA Solution page no-249
নগ্নীভবন কী?
উত্তরমুছুন