ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-206 2021-2022// Madhyamik History Final Suggestion with answers
ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-206 |
HISTORY
বিভাগ-‘ক’
১।
সঠিক উত্তরটি নির্বাচন করাে :
১.১ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন-
(ক) রণজিৎ গুহ
(খ) অমলেশ
গ) ত্রিপাঠী
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) সুমিত সরকার।
১.২
দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন –
(ক) ক্রীড়া জগতের সঙ্গে
(খ) স্থানীয় ইতিহাস চর্চার
সঙ্গে
(গ)
চলচ্চিত্রের সঙ্গে
(ঘ) পরিবেশের ইতিহাস চর্চার
সঙ্গে।
১.৩
বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল –
(ক) ১২ই জানুয়ারি ১৯৮৯
(খ)
৫ই জুন ১৯৭৪
(গ) ১লা মে ১৯২৩
(ঘ) ৫ই সেপ্টেম্বর ১৯৮৭
১.৪
“জীবনের ঝরাপাতা” গ্রন্থটি হল একটি –
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্রন্থ
(ঘ)
আত্মজীবনী।
১.৫
“হিন্দু প্যাট্রিয়ট” পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –
(ক) হারানচন্দ্র মুখােপাধ্যায়
(খ) মধুসূদন দত্ত
(গ)
গিরীশচন্দ্র ঘােষ
(ঘ) সুভাষচন্দ্র বসু
১.৬
“নীলদর্পণ” নাটক প্রকাশিত হয় –
(ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯৯ খ্রিস্টাব্দে
(গ)
১৮৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে।
১.৭ কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন
–
(ক)
ড. এম জে ব্রামলি
(খ) ড. এইচ এইচ গুডিব
(গ) ড. এন ওয়ালিশ
(ঘ) ড. জে গ্রান্ট।
১.৮
সতীদাহ প্রথা রদ হয়-
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে
(খ)
১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।
১.৯
দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন –
ক) সিধু
(খ) তিতুমীর
(গ) বিরসা মুণ্ডা
(ঘ)
দূর্জন সিং
১.১০
সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীকি রূপ ছিল –
(ক)
শাল গাছ
(খ) সেগুন গাছ
(গ) শিমূল গাছ
(ঘ) কোনােটিই নয়।
১.১১
“ডিং খরচা” নামে চাঁদা সংগ্রহ করা হত-
(ক) কোল বিদ্রোহে
(খ) ভিল বিদ্রোহে
(গ)
রংপুর বিদ্রোহে
(ঘ) পাবনা বিদ্রোহে।
১.১২
“বাংলার নানাসাহেব” বলা হয় –
(ক)
রামচরণ মল্লিককে
(খ) হরিশচন্দ্র মুখােপাধ্যায়কে
(গ) দিগম্বর বিশ্বাসকে
(ঘ) দীনবন্ধু মিত্রকে।
১.১৩
Eighteen Fifty Seven' গ্রন্থটির রচয়িতা-
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) তারাচাঁদ
(গ)
সুরেন্দ্রনাথ সেন
(ঘ) শশীভূষণ চৌধুরী।
১.১৪
“ভাইসরয়” কথাটির অর্থ হল-
(ক)
রাজপ্রতিনিধি
(খ) রাজদূত
(গ) রাজ্যপাল
(ঘ) প্রধানমন্ত্রী।
১.১৫
দেশকে ‘মা’ বলে কল্পনা করা হয়েছে।
(ক) পথের দাবী উপন্যাসে
(খ)
আনন্দমঠ উপন্যাসে
(গ) গােরা উপন্যাসে
(ঘ) বর্তমান ভারত গ্রন্থে।
১.১৬
“বিরূপ বর্জ” ব্যঙ্গ চিত্রের শিল্পী হলেন
(ক) নন্দলাল বসু
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ)
গগনেন্দ্রনাথ ঠাকুর।
১.১৭
“বেঙ্গল গেজেট প্রকাশিত হয় –
(ক) ১৭৭৮ খ্রিস্টাব্দে
(খ)
১৭৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে
১.১৮
“জাতীয় শিক্ষা পরিষদ” গঠনের প্রেক্ষাপটে ছিল –
(ক) অসহযােগ আন্দোলন
(খ) ভারত ছাড়াে আন্দোলন
(গ)
বঙ্গভঙ্গ বিরােধী আন্দোলন
(ঘ) আইন অমান্য আন্দোলন।
১.১৯
“ফেরিস অ্যান্ড কোম্পানি” হল-
(ক)
কলকাতার একটি ছাপাখানা
(খ) হুগলীর প্রথম ছাপাখানা
(গ) শ্রীরামপুরের একটি ছাপাখানা
(ঘ) মাদ্রাজের প্রথম ছাপাখানা।
১.২০
রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার পান।
(ক) ১৯১০ খ্রিস্টাব্দে
(খ) ১৯১১ খ্রিস্টাব্দে
(গ) ১৯১২ খ্রিস্টাব্দে
(ঘ)
১৯১৩ খ্রিস্টাব্দে।
উপবিভাগ
:২.১
বিভাগ-‘খ’
২।
যে কোনাে যােলােটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অনন্ত একটি প্রশ্নের উত্তর
দাও) : ১৬X১=১৬
একটি
বাক্যে উত্তর দাও :
(২.১.১) ইন্দিরাকে লেখা জওহরলালের
চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন?- মুন্সি
প্রেমচাঁদ
(২.১.২) সরকারি নথিপত্র কোথায়
সংরক্ষণ ক_ রাখা হয়? - মহাফেজ খানা
(২.১.৩) তত্ত্ববােধিনী সভা’কে
প্রতিষ্ঠা করেন? - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
(২.১.৪) কোন বিদ্রোহের পর
দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়।- কোল বিদ্রোহের পর
উপবিভাগ
: ২.২
ঠিক
বা ভুল নির্ণয় করাে
(২.২.১) হুতােম প্যাঁচা’
রামমোহনের ছদ্মনাম।- মিথ্যা
(২.২.২) “ভারতমাতা’ চিত্রটি
এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। -মিথ্যা
(২.২ ৩. আচার্য জগদীশচন্দ্র
বসু ছিলেন ‘ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন ফর দ্য কালটিভেশন। সায়েন্স’এর প্রতিষ্ঠাতা। -মিথ্যা
(২.২.৪) ‘খুঁৎকাঠি’ প্রথা
প্রচলিত ছিল মুণ্ডাদের মধ্যে। -সত্য
উপবিভাগ
:২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ
মেলাও :
‘ক’ স্তম্ভ |
‘খ’ স্তম্ভ |
(২.৩.১)
দেশীয় ভাষা সংবাদপত্র আইন |
(খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে |
(২.৩.২)
ইন্ডিয়ান লীগ |
(ঘ) শিশির ঘােষ
|
(২.৩.৩)
কোল বিদ্রোহ |
ক) জোয়াভগত |
(২.৩.৪)
ইউ রায় এন্ড সন্স |
(গ) উপেন্দ্রকিশাের
রায়চৌধুরী |
উপবিভাগ
; ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা
মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করাে :
(২.৪.১) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের এলাকা।
(২.৪.২) মুণ্ড বিদ্রোহের
কেন্দ্র।
(২.৪.৩) মহাবিদ্রোহের কেন্দ্র
ঝাঁসি।
(২.৪.৪) কানপুর।
উপবিভাগ
:২.৫
নিম্নলিখিত
বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে ।
(২.৫.১)
বিবৃতি: ইতিহাসে একটা সময়ে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির আলােচনা স্থান পেত না।
ব্যাখ্যা ১: ইতিহাসে সমাজ,
অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির আলােচনা গুরুত্বহীন।
ব্যাখ্যা
২; তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই ইতিহাসকে ব্যাখা করা হত।
ব্যাখ্যা ৩: তখন সমাজে অর্থনীতি ও সংস্কৃতি বলতে
কোনাে অস্তিত্ব ছিল। ।
(২.৫.২)
বিবৃতি: তিতুমীরের আন্দোলনকে কেউ কেউ ‘ধর্মীয় আন্দোলন’ বলে। মনে করেন।
ব্যাখ্যা ১: তিতুমীর হিন্দুদের
আন্দোলনে অংশ নিতে দেননি।
ব্যাখ্যা ২: তিতুমীর শুধু
মুসলিমদের নিয়ে আন্দোলন চালান।
ব্যাখ্যা
৩: তিতুমীরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল।
(২.৫.৩)
বিবৃতি : ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
ব্যাখ্যা ১: বৈজ্ঞানিক গবেষণার
উন্নতির জন্য।
ব্যাখ্যা ২: কারিগরি শিক্ষার
উন্নতির জন্য।
ব্যাখ্যা
৩: জাতীয় শিক্ষাপ্রদানের জন্য।
(২.৫.৪।
বিবৃতি : রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না।
ব্যাখ্যা ১: কারণ এই শিক্ষা
ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ।
ব্যাখ্যা ২: কারণ এই শিক্ষা
ব্যবস্থার মাধ্যম ছিল মাতৃভাষা।
ব্যাখ্যা
৩: কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না।
বিভাগ-‘গ’
৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির
উত্তর দাও (যে কোনাে ১১:টি) : ১১x২=২২
৩.১ নিম্নবর্গের ইতিহাস চর্চা
বলতে কী বােঝায়?
৩.২ বাংলা চলচ্চিত্রের দু’জন
বিখ্যাত পরিচালকের নাম লেখাে।
৩.৩ “বামাবােধিনী” পত্রিকার
দু’টি বৈশিষ্ট্য উল্লেখ
৩.৪ “ইভানজেলিস্ট’ কাদের
বলা হয়?
৩.৫ “টুইয়ে পড়া নীতি” বলতে
কী বােঝ?
৩.৬ “শ্রীরামপুর ত্রয়ী’
কারা ছিলেন?
৩.৭ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ
বিশ্বাস কে ছিলেন?
৩.৮ কোল বিদ্রোহের দু’টি
গুরুত্ব লেখাে।
৩.৯ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের
প্রত্যক্ষ কারণ কী?
৩.১০ মহারানীর ঘােষণাপত্র
কী?
৩১১ জাতীয়তাবােধ বিকাশে
আনন্দমঠের ভূমিকা কী ছিল?
৩.১২ রবীন্দ্রনাথ ঠাকুরের
“গােরা” উপন্যানে বাঙালি সমাজের কী ধরণের পরিচয় পাওয়া যায়?
৩.১৩ কে, কবে বাংলায় প্রথম
ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
৩.১৪ কাকে, কেন “বাংলার গুটেনবার্গ”
বলা হয়?
৩.১৫ ড. মহেন্দ্রলাল সরকার
কে ছিলেন?
৩.১৬ “অ্যান্টি-সার্কুলার”
সােসাইটি কী?
বিভাগ-‘ঘ’
৪। সাতটি বা আটটি বাক্যে
যে কোনাে ছটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দিতে
হবে) : ৬X৪=২৪
উপবিভাগ-ঘ.১
৪.১ টাকা লেখাে : চার্লস উডের প্রতিবেদন।
৪.২ সমাজ সংস্কারে নব্যবঙ্গের
অবদান কী ছিল?
উপবিভাগ
: ঘ.২
৪.৩ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর আমলে সংঘটিত কৃষক ও
উপজাতি বিদ্রোহগুলির কারণ কী?
৪.৪ টীকা লেখাে : সন্ন্যাসী-ফকির বিদ্রোহ।
উপবিভাগ
: ঘ.৩
৪.৫ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের
ফলাফল আলােচনা করাে।
৪.৬ টীকা লেখাে : ভারতমাতা।
উপবিভাগ
: ঘ.৪
৪.৭ বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে
সংক্ষেপে আলােচনা করাে।
৪.৮ জাতীয় শিক্ষা পরিষদ
গঠনের পটভূমি আলােচনা করাে।
বিভাগ-‘ঙ’
৫)পনেরাে
বা যােলােটি বাক্যে যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ৮X১=৮
৫.১ উনিশ শতকের বাংলায় সমাজ ও ধর্মসংস্কার আন্দোলনগুলি
সম্পর্কে সংক্ষেপে লেখাে।
৫.২ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ
করাে।
৫.৩ বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিটিউট-এর ভূমিকা কী ছিল, তা বিশ্লেষণ করাে।
You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here
You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here
Click Here to get Life science ABTA Solution page no-44
Click Here to get Life science ABTA Solution page no-84
Click Here to get Life science ABTA Solution page no-112
Click Here to get Life science ABTA Solution page no-138
You Can Also Get Class 10 All History ABTA Answers Here
Click Here to get History ABTA Solution page no-87
Click Here to get History ABTA Solution page no-115
Click Here to get History ABTA Solution page no-141
Click Here to get Histroy ABTA Solution page no-163
Click Here to get History ABTA Solution page no-185
Click Here to get History ABTA Solution page no-206
Click Here to get History ABTA Solution page no-228