ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-185 2021-2022// Madhyamik History Final Suggestion with answers

dream
0

ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-185 2021-2022// Madhyamik History Final Suggestion with answers

MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-185



History

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করাে :                                                                            ২০X১=২০

১.১ ইতিহাসের জনক' বলা হয়-

(ক) হেরােডােটাস-কে

(খ) ট্রাভেলিয়ন-কে

(গ) থুকিডিডিস-কে

(ঘ) ই. এইচ. কার-কে।

১.২ নতুন সামাজিক ইতিহাসচর্চার আলােচ্য বিষয় হল-

(ক) রাজা ও রাজবংশ

(খ) অভিজাত ও জমিদার

(গ) কৃষক ও শ্রমিক

(ঘ) সাধারণ মানুষ।

১.৩ ‘লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার’- গ্রন্থটির হিন্দি অনুবাদ করেন-

(ক) খুশবন্ত সিং

(খ) কৃষ্ণন চন্দর

(গ) মুন্সি প্রেমচাঁদ

(ঘ) নারায়ণী গুপ্তা।

১.৪ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বৎসর প্রথম প্রকাশিত হয়-

(ক) প্রবাসী পত্রিকায়

(খ) সােমপ্রকাশ পত্রিকায়

(গ) বঙ্গদর্শন পত্রিকায়

(ঘ) দেশ পত্রিকায়।

১.৫ ‘হুতােম প্যাঁচার নকশা’-র রচয়িতা ছিলেন-

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) উমেশচন্দ্র দত্ত

(গ) কালীপ্রসন্ন সিংহ

(ঘ) হরিনাথ মজুমদার।

১.৬ ভারতে পাশ্চাত্য শিক্ষার ‘ম্যাগনাকার্টা’ বলা হয়-

(ক) উডের ডেসপ্যাচ-কে

(খ) মেকলে মিনিট-কে

(গ) চার্টার আইন-১৮১৩-কে

(ঘ) হান্টার কমিশন রিপাের্ট-কে।

১.৭ অ্যাকাডেমিক অ্যাসােসিয়েশন’ প্রতিষ্ঠা করেন-

(ক) রাজা রামমােহন রায়

(খ) ডিরােজিও

(গ) উইলিয়াম বেন্টিক

(ঘ) রাধাকান্ত দেব।

১১ ‘নব্যবেদান্ত’-এর প্রবর্তক হলেন-

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর  

(খ) বিজয়কৃষ্ণ গােস্বামী

(গ)কেশবচন্দ্র সেন

(ঘ) স্বামী বিবেকানন্দ।

১.৯ বাংলার প্রথম উপজাতি বিদ্রোহ হল-

(ক) চুয়াড় বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) মুণ্ডা বিদ্রোহ।

১.১০ খুঁৎকাটি প্রথা প্রচলিত ছিল-

(ক) সাঁওতাল সমাজে

(খ) মুণ্ডা সমাজে

(গ) কোল সমাজে

(ঘ) ভিক সমাজে।

১১১ যে উপন্যাস থেকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা জানা যায়-

(ক) আনন্দমঠ

(খ) দূর্গেশনন্দিনী

(গ) দেবী চৌধুরানী

(ঘ) গােরা।

১.১২ বাঁশের কেল্লা তৈরি করেছিলেন-

(ক) শরিয়ৎ উল্লাহ

(খ) দুদুমিঞাঁ

(গ) নােয়ামিঞাঁ

(ঘ) তিতুমির।

১.১০ মিরাটে সিপাহি বিদ্রোহের সূচনা হয়েছিল –

(ক) ২৯শে মার্চ ১৮৫৭ খ্রিস্টাব্দ

(খ) ১০ই মে ১৮৫৭ খ্রিস্টাব্দ

(গ) ১১ই মে ১৮৫৭ খ্রিস্টাব্দ

(ঘ) ৩০শে মে ১৮৫৭ খ্রিস্টাব্দ।

১১৪ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন –

(ক) লর্ড উইলিয়াম বেন্টিক

(খ) লর্ড ডালহৌসী

(গ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ড কার্জন।

১.১৫ ভারত সভা কর্তৃক পরিচালিত প্রথম রাজনৈতিক আন্দোলনটি হল-

(ক) সিভিল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত

(খ) ইলবার্ট বিলের সমর্থনে

(গ) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিলের দাবীতে

(ঘ) প্রজাসত্ত্ব আইন প্রবর্তনের দাবীতে

১.১৬ অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা শ্রেষ্ঠ চিত্রটি হল-

(ক) খল ব্রাহ্মণ

(খ) প্রচণ্ড মমতা

(গ) জাঁতাসুর

(ঘ) ভারতমাতা।

১.১৭ ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে-

(ক) ইংরেজরা

(খ) ফরাসীরা

(গ) পর্তুগিজরা

(ঘ) ওলন্দাজরা।

১.১৮ প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন-

(ক) গঙ্গাকিশাের ভট্টাচার্য

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) উপেন্দ্রকিশাের রায়চৌধুরী

(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত।

১.১৯ কোন প্রতিষ্ঠানকে ‘ গােলদিঘির গােলামখানা’ বলে ব্যঙ্গ করা হত-

(ক) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন

(খ) কলকাতা মেডিক্যাল কলেজ

(গ) কলকাতা বিশ্ববিদ্যালয়

(ঘ) যাদবপুর বিশ্ববিদ্যালয়।

১.২০ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন-

(ক) ১৯০১ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯২১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে।

বিভাগ-‘খ’

২। যে কোনাে যােলােটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) : ১৬X১=১৬

উপবিভাগ : ২১ একটি বাক্যে উত্তর দাও :

(২১.১) সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কী?- জীবনের ঝরাপাতা

(২.১.২) আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী?- জেনারেল এসেম্বলিজ ইনস্টিটিউটশন(স্কটিশ চার্চ কলেজ')

(২.১.৩) “ধরতি আবা’ নামে কে পরিচিত ছিলেন?- বিরসা মুন্ডা

(২.১.৪) জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?- ১৯০৬ খ্রিস্টাব্দের 

উপবিভাগ :২.২ ঠিক বা ভুল নির্ণয় করাে :

(২.২.১) ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা হল সোেমপ্রকাশ- সত্য

(২.২.২) “ব্রহ্মানন্দ’ নামে পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকু- মিথ্যা

(২.২.৩) কার্ল মার্কস মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রিস্টাব্দ)-কে সামন্ত বিদ্রোহ বলেছিলেন -মিথ্যা

(২.২.৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় ১৮৫৫ খ্রিস্টাব্দে।–সত্য

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

(২.৩.১) ইলবার্ট বিল

(ক) অগাস্টাস হিকি

(২.৩.২) বেঙ্গল গেজেট

(খ) উপেন্দ্রকিশাের রায়চৌধুরী

(২.৩.৩) গােরা

(গ) লর্ড রিপন

(২.৩.৪) ছেলেদের রাময়ণ

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

 

উপবিভাগ ; ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করাে :

(২.৪.১) মুণ্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি

(২.৪.২) ভারতের ওয়াহাবি আন্দোলনের সূচনাকেন্দ্র

(২.৪.৩) যে স্থান থেকে স্বামী বিবেকানন্দ শিকাগাে ধর্ম সম্মেলনে যাত্রা করেন

(২.৪.৪) জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন স্থল।

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে :

(২.৫.১) বিবৃতি : আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান।

ব্যাখ্যা ১: এগুলি থেকে লেখকের ব্যক্তিগত জীবনের কথা জানা যায়।

ব্যাখ্যা ২: এগুলিতে বর্ণিত তথ্য সম্পূর্ণরূপে সত্য।

ব্যাখ্যা ৩: এগুলি থেকে সমসাময়িককালের বহু তথ্য পাওয়া যায়।

(২.৫.২) বিবৃতি : রাজা রামমােহন রায় লর্ড আমহার্স্টকে পত্র প্রেরণ করেছিলেন।

ব্যাখ্যা ১: সতীদাহ প্রথা বন্ধ করার জন্য।

ব্যাখ্যা ২: ভারতে দেশীয় শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য।

ব্যাখ্যা ৩: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য।

(২.৫.৩) বিবৃতি: ১৮৭৮ খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ হয়।

ব্যাখ্যা ১: অরণ্যে বসবাসকারী উপজাতির মানুষদের অরণ্যের অধিকারের অবলুপ্তি ঘটিয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করা।

ব্যাখ্যা ২: এই আইনের মধ্য দিয়ে বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩: এই আইনের মধ্য দিয়ে ব্রিটিশরা অরণ্য ধ্বংস করে কাঠ রপ্তানি শুরু করেছিল।

(২.৫.৪) বিবৃতি: ভারতে উনিশ শতকে বিকল্প শিক্ষানীতির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।

ব্যাখ্যা ১: পাশ্চাত্য শিক্ষার ব্যাপক প্রসার ঘটাতে।

ব্যাখ্যা ২: অবহেলিত প্রাচ্য শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটাতে।

ব্যাখ্যা ৩: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন সভা-সমিতি গড়ে তােলার উদ্দেশ্যে।

বিভাগ-‘গ’

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনাে ১১টি) : ১১X২=২২

৩.১ আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদানগুলি কী কী?

৩.২ স্থানীয় ইতিহাস কাকে বলে?

৩.৩ বামাবােধিনী পত্রিকার উদ্দেশ্যগুলি উল্লেখ করাে

৩.৪ শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হত?

৩.৫ ‘ইয়ংবেঙ্গল’ কাদের বলা হত?

৩.৬ নব্যবেদান্ত কী? ৩.৭ রানী শিরােমণি কে ছিলেন?

৩.৮ দাদন বলতে কী বােঝায়?

৩.৯ জমিদার সভার কাজ কী ছিল?

৩.১০ ‘ইলবার্ট বিল বিতর্ক’ বলতে কী বােঝায়?

৩.১১ ‘মহারানির ঘােষণাপত্রের মূল কথা কী ছিল?

৩.১২ ‘ভারতমাতা’ চিত্রের বৈশিষ্ট্য কী ছিল?

৩.১৩ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দু’টি ত্রুটির উল্লেখ করাে।

৩.১৪ বসু বিজ্ঞান মন্দিরে গবেষণার বিষয়বস্তু কী ছিল?

৩.১৫ আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয়

৩.১৬ রবীন্দ্রনাথ ঠাকুর কেন ‘শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন?

বিভাগ-‘ঘ’

৪। সাত বা আটটি বাক্যে যে কোনাে ছটি প্রশ্নের উত্তর দাও (প্রতি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দিতে হবে) :

উপবিভাগ-ঘ.১

১.১ গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকায় তৎকালীন সমাজজীবনের । প্রতিচ্ছবি ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখাে।

৪.২ নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী ভূমিকা গ্রহণ করেছিলেন?

উপবিভাগ-ঘ.২

৪.৩ সন্ন্যাসী-ফকি বিদ্রোহের কারণগুলি লেখাে।

৪.৪ নীল বিদ্রোহ সম্পর্কে তৎকালীন বুদ্ধিজী সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি কেমন ছিল?

উপবিভাগ-ঘ.৩

৪.৫ টীকা লেখাে ‘ভারও ভা।

৪.৬ জাতীয়তাবােধের বিকাশে আনন্দমঠের ভূমিকা কী ছিল?

উপবিভাগ-ঘ, ৪

৪.৭ বাংলায় মুদ্রণশিল্পের বিকাশে উপেন্দ্রকিশাের রায়চৌধুরীর ভূমিকা সংক্ষেপে লেখাে।

৪.৮ বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিকেল ইন্সটিটিউটে ভূমিকা কী ছিল?

বিভাগ-‘ঙ’

৫। পনেরাে বা যােলােটি বাক্যে যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও: ৮x১=৮

৫.১ ভারতে শিক্ষাবিস্তারের ক্ষেত্রে ‘প্রাচ্য-পাশ্চাত্যের দ্বন্দ্ব’ কী? ভারতে উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল?

৫.২ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করাে।

৫.৩ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা এবং শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য সংক্ষেপে লেখাে।

 

You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here


You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here

Click Here to get Life science ABTA Solution page no-44

Click Here to get Life science ABTA Solution page no-84

Click Here to get Life science ABTA Solution page no-112

Click Here to get Life science ABTA Solution page no-138


You Can Also Get Class 10 All History ABTA Answers Here

 Click Here to get History ABTA Solution page no-52

 Click Here to get History ABTA Solution page no-87

 Click Here to get History ABTA Solution page no-115

 Click Here to get History ABTA Solution page no-141

 Click Here to get Histroy ABTA Solution page no-163

 Click Here to get History  ABTA Solution page no-185

 Click Here to get History  ABTA Solution page no-206

 Click Here to get History ABTA Solution page no-228

Click Here to get History ABTA Solution page no-249

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top