ABTA MADHYAMIK TEST PAPER LIFE SCIENCE PAGE NO-112 2021-2022// Madhyamik Life Science Final Suggestion with answers
ABTA MADHYAMIK TEST PAPER LIFE SCIENCE |
বিভাগ-‘ক’
1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন
করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে : 1x15=15
1.1 উদ্ভিদ আকর্ষের পাশে ক্লোরােফর্ম
রাখলে আকর্ষটি ক্লোরােফর্মের বিপরীতে বেঁকে যায়। এটি কী প্রকারের চলন?
(a)
ফটোন্যাস্টি
(b)
সিসমেন্যাস্টি
(c) কেমােন্যাস্টি
(d)
থার্মোন্যাস্টি।
1.2 নিম্নলিখিত কোন হরমােনটি উদ্ভিদের
অগ্রস্থ প্রকটতা রােধ করে?
(a)
জিব্বেরেলিন
(b) সাইটোকাইনিন
(c)
অক্সিন
(d)
ABAT
1.3 প্রােল্যাকটিন ক্ষরিত হয় –
(a)
ডিম্বাশয়
(b)
শুক্রাশয়
(c)
থাইরয়েড গ্রন্থি
(d) পিটুইটারি অগ্রভাগ থেকে।
1.4 চোখের কোন প্রকার ত্রুটিতে অবতল
লেন্স ব্যবহার হয়?
(a) মায়ােপিয়া
(b)
হাইপারােপিয়া।
(C)
প্রেসবায়ােপিয়া
(d)
গ্লকোমা।
1.5 স্বােয়ান কোশ দেখতে পাওয়া যায়-
(a)
ডেনড্রনে
(b)
কোশদেহে
(c) অ্যাক্সনে
(d)
ডেনড্রাইটে।
1.6 ক্রোমােজোমের খণ্ডাংশের বিনিময়কে
বলা হয়-
(a)
টেট্রাড
(b)
বাইভ্যালেন্ট
(c)
কায়াজামা
(d) ক্রসিংওভার।
1.7 উদ্ভিদদেহে যে কোশটি মিয়ােসিস
পদ্ধতিতে বিভাজন করে তা হল-
(a) রেণু মাতৃকোশ
(b)
অগ্র মুকুল কোশ
(c)
পরিণত পাতার কোশ
(d)
মূলের কোশ।
1.8 শালুক পরাগী ফুল হল –
(a)
পদ্ম
(b) কচু
(c)
লিচু
(d)
আকন্দ।
1.9 নীচের কোন জোড়টি DNA তে দেখা যায়,
-
(a)
A=U
(b)
A=G
(c)
A=C
(d) A=T
1.10 গেইটোনােগ্যামী হল-
(a) একই গাছের দুটি – ভিন্ন একলিঙ্গ
বা উভলিঙ্গ ফুলের পরাগযােগ
(b)
একটি ফুলে পরাগযােগ
(c)
একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলৈর ভেতর পরাগযােগ
(d)
দুটি আলাদা প্রজাতির ফুলের মধ্যে পরাগযােগ
1.11 মানুষের অটোজোমাল বিশৃঙ্খলাজনিত
রােগ হল-
(a) থ্যালাসেমিয়া
(b)
বর্ণান্ধতা
(c)
হিমােফিলিয়া
(d)
টাক পড়া।
1.12 যে ব্যবস্থায় রােগের জন্য দায়ী
জিনের প্রকৃতি ও পরবর্তী প্রজন্মে রােগ প্রকাশের সম্ভাবনা নির্ণয় করা হয় তাকে বলে-
(a)
জিন থেরাপি
(b) জেনেটিক কাউনসেলিং
(c)
অ্যালােজোম
(d)
বিটা-গ্লোবিন মেথড।
1.13 BB এবং Bb জিনােটাইপযুক্ত দুটি
গিনিপিগের সংকরায়ণে প্রথম অপত্য জনুতে কত শতাংশ সাদা গিনিপিগ পাওয়া যাবে?
(a) 0%
(b)
25%
(c)
50%
(d)
100%
1.14 বংশগতির একক হল-
(a)
ক্রোমােজোম
(b)
ক্রোমােটিড
(c)
DNA
(d) জিন।
1.15 নিম্নোক্ত কোন অণু DNA থেকে সরাসরি
তৈরি হয় না?
(a) প্রােটিন
(b)
m-RNA
(c)
t-RNA
(d)
r-RNA
বিভাগ-‘খ
2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের
উত্তর নির্দেশ অনুসারে লেখাে : 2x12=12
নিচের বাক্যগুলি শূন্যস্থান গুলিতে
উপযুক্ত শব্দ বসাও (যেকোনো পাঁচটি) 1x5=5
2.1 বয়স বাড়লে লেন্স অসচ্ছ হয়ে যায়। একে …ছানি পড়া…… বলে।
2.2
মায়ােটোম পেশি থাকে মাছের মেরুদন্ডের
দু’ পাশে।
2.3
কলাকৰ্ষণ পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার পদ্ধতিকে মাইক্রোপগেশন বা অনুবিস্তারণ বলে।
2.4
একটি পরাগনালীতে পুংগ্যামেটে সংখ্যা ২ টি।
2.5
মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হল অসম্পূর্ণ প্রকটতা ।
2.6
জীবনের 2 মাস থেকে 10 বছর অবধি সময়কালকে,
শৈশবকাল বলে।
নীচের বাক্যগুলাে সত্য অথবা মিথ্যা
নিরূপণ করাে (যে কোন পাঁচটি) : 1x5=5
2.7
অক্সিন হরমােন অ্যাসিটাইল Co-A দ্বারা সংশ্লেষিত হয়।- মিথ্যা
2.৪
শিশু অবস্থায় TSH হরমােনের কম ক্ষরণে ক্রেটিনিজম রােগ হয়। - সত্য
2.9
মিয়ােসিস-11-তে সমসংস্থ ক্রোমােজোমের পৃথককরণ ঘটে। - মিথ্যা
2.10
প্রােক্যারিওটিক কোশে DNA দেখা যায়।- সত্য
2.11
মেন্ডেলের পৃথকভবনের সূত্রটি সর্বদাই অভ্রান্ত।- মিথ্যা
2.12
হেটারােজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না।– সত্য
A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে
দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ
সহ সঠিক জোড়টি পুনরায় লেখাে (যে কোন 1x5=5 পাঁচটি)
A- স্তম্ভ |
B- স্তম্ভ |
2.13
বল ও সকেট সন্ধি |
(e)
কাঁধের অস্থিসন্ধি |
2.14
কোশপর্দার ভেদ্যতা গ্লুকোজের জন্য বাড়িয়ে তােলে |
(f)
ইনসুলিন |
2.15
cdk |
(a)
কোশচক্রের নিয়ন্ত্রক পদার্থ |
2.16
ক্রসিংওভার |
(d)
নন সিস্টার ক্রোমােটিড |
2.17
ইতর পরাগ যােগ |
(g)
বাহকের উপর নির্ভরশীল |
2.18
ক্রিস্টমাস রােগ |
(c)
হিমােফিলিয়া B |
|
(b)
গ্লকাগন |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও
(যে কোন ছটি) : 1x6=6
2.19
মাছের কোন কোন পাখনা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে।– বক্ষ ও শ্রেণী পাখনা
2.20
চোখে কীসের অনুপস্থিতিতে বর্ণান্ধতা রােগ হয়
?- কোন কোশের অনুপস্থিতিতে
2.21
বিসদৃশ শব্দটি বেছে লেখাে: থাইরক্সিন, অক্সিন,
ইনস্যুলিন, অ্যাড্রিনালিন।- অক্সিন
2.22
পুরুষকে হেটারােগ্যামেটিক বলা হয় কেন?- কারণ
পুরুষের দুই ধরনের Sex Chromosome থাকে।
2.23
সুস্পষ্ট জনুক্রম দেখা যায় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও।– মস এবং ফার্ণ
2.24
মাইটোটিক মেটাফেজের প্রেক্ষিতে অ্যানাফেজে ক্রোমােটিডের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে
মাইটোসিস হ্রাস বিভাজন নয় কেন?- কারণ মাইটোসিস
কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার এর বিভাজনের ফলে ক্রোমাটিড আলাদা হয় কিন্তু
ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় না
2.25
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করাে
এবং লেখাে:- এক সংকর জনন, সংকরায়ন, দ্বিসংকর
জনন, অসম্পূর্ণ প্রকটতা।- সংকরায়ন
2.26
Tt সংকেত দ্বারা মটর গাছের কী বােঝানাে হয়? – Tt দ্বারা সংকর লম্বা বোঝান হয়।
বিভাগ-‘গ’
3. নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোন ১২
টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখাে : 2x12=24
3.1
চা গাছের পাশ্মীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন?
3.2
বনচাঁড়াল উদ্ভিদের পাতার ত্রিফলকের পার্শ্বপত্রক দুটি পর্যায়ক্রমে ওঠা-নামা করে
– এর কারণ কী?
3.3
অনেক সময় সূর্য ওঠার পর পুকুরের জল সবুজ হয় এবং পড়ন্ত বিকেলে সূর্য ডােবার পর জল
স্বচ্ছ হয়ে যায়। এর কারণ কী?
3.4
উল্লেখিত দুটি রােগের কারণ লেখাে-
(i)
ডায়াবেটিস ইনসিপিডাস
(ii)
ডায়াবেটিস মেলিটাস।
3.5
পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা লেখাে।
3.6
একটি টবের লম্বা সােজা একক বিটপযুক্ত উদ্ভিদকে ভূমির সমান্তরাল অবস্থায় সাতদিন রাখা
হল। সাতদিন পর উদ্ভিদটির বিটপ অংশ বেঁকে ভূমির সঙ্গে লম্বভাবে সােজা হয়ে দেখা যাবে
এর কারণ উল্লেখ করাে।
3.7
সঙ্কটকালীন সময়ে অ্যাড্রিনালিন হরমােন শ্বসনতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্রের উপর কীভাবে
প্রভাব বিস্তার করে? 3.8 নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ
বিভাজনের পার্থক্য নিরূপণ করাে।
(i)
নিউক্লিয়াস বিভাজন
(ii)
উৎপন্ন অপত্য কোশের সংখ্যা।
3.9
মানুষের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটি ছকের সাহায্যে দেখাও।
3.10.
সপুষ্পক উদ্ভিদের নিষেককে ‘দ্বিনিষেক’ বলে কেন?
3.11
ম্যালিগন্যান্ট টিউমারের উৎপত্তির কারণ উল্লেখ করাে।
3.12
জীবের প্রকরণ সৃষ্টিতে মিয়ােসিসের গুরুত্ব উল্লেখ করাে।
3.13
বায়ুপরাগী, জলপরাগী, পতঙ্গপরাগী, বাদুড়পরাগী ফুলের একটি করে উদাহরণ দাও।
3.14
বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক লেখাে।
3.15
হিমােফিলিয়া রােগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন?
3.16
“বেঁটে মটরগাছগুলি সবসময় খাঁটি” – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করাে।
3.17
পুংজনন অঙ্গচ্ছেদ বা ইমাসকুলেশন বলতে কী বােঝায়? এটি কখন করা হয়।
বিভাগ-‘ঘ’
4.
নীচের ছয়টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখাে: 5x6=30
4.1
নং প্রশ্নের পরিবর্তে
4.1.(A)
নং প্রশ্নের উত্তর করতে হবে।
4.1
একটি আদর্শ নিউরােনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে।
(i)
অ্যাক্সন
(ii)
ডেনড্রাইট
(iii)
রানভিয়ারের পর্ব
(iv)
নিউরােলেমা অথবা, একটি ইউক্যারিওটিক ক্রোমােজোমের অঙ্গসংস্থানিক চিত্র অঙ্কন করে নিম্নলিখিত
অংশগুলি চিহ্নিত করাে।
(i)
ক্রোমােমেয়ার
(ii)
মুখ্য খাঁজ
(iii)
স্যাট বডি
(iv)
নিউক্লিয়ার অর্গানাইজার
4.1
(A) (কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য) প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ
দশার তিনটি এবং অ্যানাফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখাে। অথবা, নিউরােনের অ্যাক্সন ও ডেনড্রনের
গঠন ও কাজ লেখাে।
4.2
সংবেদনশীলতা কী? স্নায়ুতন্ত্র না থাকা সত্ত্বেও উদ্ভিদদেহে অঙ্গ ও তন্ত্রের বিভিন্ন
কাজের মধ্যে কীভাবে সমন্বয় ঘটে। অথবা, হরমােন ও নাৰ্ভতন্ত্রের কাজের মধ্যে একটি ঐক্য
এবং দুটি পার্থক্য উল্লেখ করাে। GTH-এর ক্ষরণস্থল ও কাজ উল্লেখ করাে।
4.3
একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য লেখাে। অধিকাংশ ক্ষেত্রে উদ্ভিদদেহে গমন
দেখা যায় না কেন? অথবা, একটি সরল দ্বিসন্ধি প্রতিবর্ত চাপের অংশগুলি কী কী? প্রত্যেকের
কাজ উল্লেখ করাে।
4.4
ইউক্রোমােটিন ও হেটারােক্রোমােটিন কী? DNA ও RNA-এর মধ্যে পার্থক্য করাে। অথবা, উদ্ভিদ
ও প্রাণী সাইটোকাইনেসিসের দুটি পার্থক্য লেখাে। মাইক্রোপ্রােপাগেশনের গুরুত্ব লেখাে।
4.5
যৌন ও অযৌন জননের পার্থক্য লেখাে। বুলবুল কী? অথবা, কোশ বিভাজনের গুরুত্ব কী? DNA এর
রাসায়নিক গঠন ছকের সাহায্যে দেখাও।
4.6
“গর্ভস্থ জ্বণের লিঙ্গ নির্ধারণে ডিম্বানুর কোন ভূমিকা নেই”
– ব্যাখ্যা করাে, অটোজোমাল ক্রোমােজোমঘটিত রােগ প্রতিরােধে জেনেটিক কাউন্সেলিং-এর গুরুত্ব
কী? অথবা, পিতা স্বাভাবিক ও মাতা হিমােফিলিক হলে সন্তানেরা কিভাবে সন্তানের লিঙ্গ নির্ধারিত
হয় তা একটি ক্রশের মাধ্যমে দেখাও। ক্রিস-ক্রস উত্তরাধিকার কী?
You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here
You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here
Click Here to get Life science ABTA Solution page no-44
Click Here to get Life science ABTA Solution page no-84
Click Here to get Life science ABTA Solution page no-112
Click Here to get Life science ABTA Solution page no-138
You Can Also Get Class 10 All History ABTA Answers Here
Click Here to get History ABTA Solution page no-87
Click Here to get History ABTA Solution page no-115
Click Here to get History ABTA Solution page no-141
Click Here to get Histroy ABTA Solution page no-163
Click Here to get History ABTA Solution page no-185
Click Here to get History ABTA Solution page no-206
Click Here to get History ABTA Solution page no-228