Madhyamik Test Paper 2022 Part-4(PAGE NO-141)

dream
0

Madhyamik Test Paper 2022 Part-4

Madhyamik Test Paper 2022


History

বিভাগ-‘

১। সঠিক উত্তরটি নির্বাচন করাে। ২০x=২০  

. বিপিনচন্দ্র পাল লিখেছেন-

() সত্তর বৎসর

() জীবন স্মৃতি

() জীবনের ঝরাপাতা

() আনন্দমঠ।

. নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয়-

() ১৯৪০ খ্রিস্টাব্দে

() ১৯৫০ খ্রিস্টাব্দে

() ১৯৮০ খ্রিস্টাব্দে

() ১৯৬০ খ্রিস্টাব্দে।

. ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হল-

() চন্ডীদাস

() দেনা পাওনা

() জামাই ষষ্ঠী

() রাজা হরিশ্চন্দ্র।

. ‘Historiography' কথাটির অর্থ-

() ইতিহাসের উপাদান

() ইতিহাস চর্চা

() ঐতিহাসিক তথ্য

() ইতিহাসের রূপ।

. ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন-

() মেকলে

() প্রিন্সেপ

() কোলক

() উইলসন।

. ব্রাহ্মসমাজের মুখপত্র ছিল

() সংবাদ কৌমুদি

() সমাচারদর্পন

() বঙ্গদর্শন

() তত্ত্ববােধিনী পত্রিকা।

.বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন

() সুভাষচন্দ্র বসু

() সত্যেন্দ্রনাথ বসু

() জগদীশচন্দ্র বসু

() চন্দ্রমুখী বসু।

. বাংলায় নারীশিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন-

() ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

() রাজা রামমােহন রায়

() ডেভিড হেয়ার

() কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।

. চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন-

() গঙ্গানারায়ণ সিংহ

() সুজন সিংহ

() দুর্জন সিংহ

() সিংগরাই।

.১০দামিন--শেহতে বসবাস করত

() ওয়াহাবিরা

() ফরাজিরা

() সাঁওতালরা

() কোলরা।

.১১হুলশব্দের অর্থ

() বিদ্রোহ

() বিপ্লব

() ধারালাে

() ঠাণ্ডা।

.১২খুঁৎকাঠিকথার অর্থ-

() বিদ্রোহ

() একক মালিকানা

() যৌথ মালিকানা

() বেগার শ্রম।

.১৩ ‘Eighteen Fifty Seven' গ্রন্থটির রচয়িতা-

() রমেশচন্দ্র মজুমদার

() তারাচাঁদ

() সুরেন্দ্রনাথ সেন

() শশীভূষণ চৌধুরী।

.১৪বঙ্গভাষা প্রকাশিকা সভাপ্রতিষ্ঠিত হয়-

() ১৮২৮ খ্রিস্টাব্দে

() ১৮২৯ খ্রিস্টাব্দে

() ১৮৩৬ খ্রিস্টাব্দে

() ১৮৫৬ খ্রিস্টাব্দে।

.১৫বন্দেমাতরমসঙ্গীতটি আছে-

() “গােরাউপন্যাসে

() “আনন্দমঠ উপন্যাসে

() ‘বর্তমান ভারতগ্রন্থে

() “পথের দাবিগ্রন্থে।

.১৬ভারতমাতাচিত্রটি আঁকেন-

() অবনীন্দ্রনাথ ঠাকুর

() রবীন্দ্রনাথ ঠাকুর

() নন্দলাল বসু

() গগনেন্দ্রনাথ ঠাকুর।

.১৭ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন-

() রবীন্দ্রনাথ ঠাকুর

() রথীন্দ্রনাথ ঠাকুর

() গগনেন্দ্রনাথ ঠাকুর

() অবনীন্দ্রনাথ ঠাকুর।

.১৮ বাংলার প্রথম সংবাদপত্র হল-

() সমাচার দর্পন

() ক্যালকাটা গেজেট

() বেঙ্গল গেজেট

() ইন্ডিয়া গেজেট।

.১৯ ভারতেহাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন,

() উপেন্দ্রকিশাের রায়চৌধুরী

() সুকুমার রায়

() পঞ্চানন কর্মকার

() চার্লস উইলকিন্স।

.২০ শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন-

() উইলিয়াম উডবার

() উইলিয়াম কেরি

() পঞ্চানন কর্মকার

() কৃষ্ণদাস মিস্ত্রি।

বিভাগ-‘

২। যে কোনাে মােলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে) : ১৬x=১৬

 (2.1.1) ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছেন?- মুন্সি প্রেমচাঁদ

(2.1.2) হুতােম প্যাঁচাকার ছদ্মনাম ছিল? - কালীপ্রসন্ন সিংহ

(২১.) আরবি ভাষায়ফরাজিশব্দের অর্থ কী?- ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।

(..) বর্তমানে পশ্চিমবঙ্গেজঙ্গলমহলবলতে কোন অংশকে বােঝায়?- বর্তমান পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ছোটোনাগপুর মালভূমির বন পর্বতময় অংশটিকে

 

উপবিভাগ : . ঠিক বা ভুল নির্ণয় করা :

(..) ১৯১১ সালে মােহনবাগান দল ইংরেজদের হারিয়ে আই.এফ. শিল্ড জয় করে। -সত্য

(..) “বামাবােধিনী পত্রিকা সম্পাদনা করতেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। -মিথ্যা

(..) ওয়ারেন হেস্টিংস ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।-মিথ্যা

(..) “সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় ১৮৫৭ খ্রিস্টাব্দে।সত্য

উপবিভাগ :,স্তম্ভের সঙ্গেস্তম্ভ মেলাও

স্তম্ভ

স্তম্ভ

(..) বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক

() প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী

(..) এশিয়াটিক সােসাইটি

() থুকিডিডিস

(.৩৩) মধুসূদন গুপ্ত

() উইলিয়াম জোন্স

(..) শিক্ষার হেরফের

() রবীন্দ্রনাথ ঠাকুর

 

 উপবিভাগ : . প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করাে :

(..) শ্রীরামপুর কলেজ

(..) বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র

(..) ১৮৫৭-এর মহাবিদ্রোহের কেন্দ্র

(..) সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা।

উপবিভাগ ; . নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে :

(.৫১) বিবৃতি : উনিশ শতকে বাংলার সমাজে নারীরা ছিল অর্থনৈতিকভাবে পরাধীন।

ব্যাখ্যা ; শুধুমাত্র স্ত্রীধনের ওপর নারীদের অধিকার ছিল।

ব্যাখ্যা : স্ত্রীধন ব্যতীত সম্পত্তির ওপর নারীর অধিকার ছিল না।

ব্যাখ্যা : অর্থনৈতিকভাবে নারীরা ছিল পুরুষদের ওপর নির্ভরশীল।

(..) বিবৃতি : ‘হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ছিল খুব গুরুত্বপূর্ণ।

ব্যাখ্যা : নীলকর সাহেবদের অত্যাচারের কথা তুলে ধরেছিল।

ব্যাখ্যা : তরুণ সমাজকে ব্রিটিশ বিরােধী আন্দোলনে সজাগ করে তুলেছিল।

ব্যাখ্যা : শ্রমিক আন্দোলনকে পাদপ্রদীপের আলােয় নিয়ে এসেছিল।

(..) বিবৃতি : রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন

ব্যাখ্যা : চৌরিচৌরা ঘটনার প্রতিবাদে।

ব্যাখ্যা : আইন অমান্য আন্দোলনে ইংরেজ সরকারের নিষ্ঠুর দমন নীতির প্রতিবাদে।

ব্যাখ্যা : জালিয়ান ওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে।

(..) বিবৃতি : ১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভাপ্রতিষ্ঠা করেন।

ব্যাখ্যা : ইংরেজ বিরােধী আন্দোলনে জড়িয়ে নিজের সুখ্যাতি অর্জন করার জন্য।

ব্যাখ্যা : ইংরেজ শোষণের বিরুদ্ধে সমস্ত জাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য।

ব্যাখ্যা : ইলবার্ট বিলের স্বপক্ষে জনমত গড়ে তােলার জন্য।

বিভাগ-

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:১১x=২২

. ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখাে।

. নব্যবঙ্গ কাদের বলা হত?

. হিন্দুমেলার উদ্দেশ্য কী ছিল?

. মহারানীর ঘােষণাপত্র কী?

. নারী শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করেছিলেন?

. নীলবিদ্রোহের ক্ষেত্রে কোন পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল?

. ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি উল্লেখ করাে।

. তিতুমির কেন বিখ্যাত?

. ভারতে জাতীয়তাবােধের বিকাশে পাশ্চাত্য শিক্ষার প্রভাব আলােচনা করাে।

.১০ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির বৈশিষ্ট্য কী কী?

.১১ বাংলাদেশে ছাপাখানা প্রসারের কারণ কী?

.১২ ভারত সভা প্রতিষ্ঠার প্রধান কারণ কী ছিল?

.১৩ ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল?

.১৪ মুন্ডা উলগুলান কী?

.১৫ অক্ষয়কুমার দত্ত-এর বিজ্ঞান মনস্কতার পরিচয় দাও?

.১৬ কে,কবে IACS প্রতিষ্ঠা করেন?

বিভাগ-‘

৪। সাত/আটটি বাক্যে যে কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দাও : x=২৪

 

উপবিভাগ : .

. 'হুতােম প্যাঁচার নকশাগ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায়?

. বিধবা বিবাহ আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলােচনা করাে।

উপবিভাগ : .

. ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে আদিবাসীদের প্রতিক্রিয়া সংক্ষেপে আলােচনা করাে।

. সাঁওতাল বিদ্রোহ কী অনির্বায ছিল? তােমার মতামত জানাও।

উপবিভাগ : .

.৫ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনােভাব কেমন ছিল?

. উনিশ শতকে ভারতে কয়েকটি রাজনৈতিক সভাসমিতির বিবরণ দাও।

উপবিভাগ : .

. উনিশ শতকে ভারতের জাতীয়তাবাদী চেতনার ইউরােপীয় প্রেক্ষিত বর্ণনা করাে।

. বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তার পরিচয় দাও।

 

বিভাগ-‘

৫। পনেরাে ষােলটি বাক্যে যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : X=

. বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা আলােচনা করাে।

. উনিশ শতকের বাংলার নবজাগরণের প্রকৃতি বিশ্লেষণ করাে।

, নীলবিদ্রোহ কবে এবং কাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল? বিদ্রোহটির বৈশিষ্ট্য আলােচনা করাে।



You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here


You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here

Click Here to get Life science ABTA Solution page no-44

Click Here to get Life science ABTA Solution page no-84

Click Here to get Life science ABTA Solution page no-112

Click Here to get Life science ABTA Solution page no-138


You Can Also Get Class 10 All History ABTA Answers Here

 Click Here to get History ABTA Solution page no-52

 Click Here to get History ABTA Solution page no-87

 Click Here to get History ABTA Solution page no-115

 Click Here to get History ABTA Solution page no-141

 Click Here to get Histroy ABTA Solution page no-163

 Click Here to get History  ABTA Solution page no-185

 Click Here to get History  ABTA Solution page no-206

 Click Here to get History ABTA Solution page no-228

Click Here to get History ABTA Solution page no-249

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top