ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-249 2021-2022// Madhyamik History Final Suggestion with answers

dream
0

 ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-249 2021-2022// Madhyamik History Final Suggestion with answers

ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-249

বিভাগ-‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করাে :                                                                                 ২০x১=20

১.১ ‘বিশ্ব নারী দিবস' হিসেবে পালিত হয়-

(ক) ৫ মার্চ

(খ) ৫ জুলাই

(গ) ৮ মার্চ

(ঘ) ৮ জুলাই।

১.২ ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল-

(ক) ভরতনাট্যম

(খ) কথাকলি

(গ) মণিপুরি

(ঘ) কথক।

১.৩ ‘দ্য সি অ্যারাউন্ড আস’ বইটির লেখক হলেন-

(ক) র‍্যাচেল কারসন

(খ) আলফ্রেড ক্রসবি

(গ) জে ডি কর্নাল

(ঘ) রিচার্ড গ্রোভ।

১.৪ প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল-

(ক) বঙ্গদর্শন

(খ) সােমপ্রকাশ

(গ) সুধাকর

(ঘ) দিগদর্শন।

১.৫ ‘Calcutta Journal of Medicine সম্পাদনা করেন-

(ক) উইলিয়াম কেরি

(খ) জগদীশচন্দ্র বসু

(গ) মহেন্দ্রলাল সরকার

(ঘ) রামতনু লাহিড়ী।

১.৬ পাশ্চাত্য শিক্ষা সরকারি শিক্ষানীতি রূপে ঘােষিত হয়-

(ক) ১৮০০ খ্রিস্টাব্দে

(খ) ১৮২০ খ্রিস্টাব্দে

(গ) ১৮২৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৪ খ্রিস্টাব্দে।

১.৭ বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরােধিতা করেন যে পত্রিকায়-

(ক) জ্ঞানান্বেষণ

(খ) সর্বশুভকারী

(গ) সুলভ সমাচার

(ঘ) পরিচারিকা।

১.৮ ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম হল-

(ক) চন্দ্রমুখী বােস

(খ) কাদম্বিনী গাঙ্গুলী

(গ) সরলা৯ে চৌধুরানী

(ঘ) সরােজিনী নাইডু।

১.৯ ‘অরণ্য আইন আনুষ্ঠানিকভাবে প্রবর্তন

(ক) রিচার্ড গ্রোভ

(খ) ডেইট্রিক ব্রান্ডিস

(গ) রামচন্দ্র গুহ

(ঘ) র‍্যাচেল কারসন।

১.১০ গােবর্ধন দিকপতি যে বিদ্রোহের নেতৃত্ব দেন তা হল-

(ক) কোল বিদ্রোহ

(খ) চুয়াড় বিদ্রোহ

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) মুন্ডা বিদ্রোহ।

১.১১ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের উল্লেখ আছে যে উপন্যাসে তা হল-

(ক) কমলাকান্তের দপ্তর

(খ) পথের দাবী

(গ) বৈকুণে। উইল

(ঘ) আনন্দমঠ।

১.১২ ১৮৫৯ খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল- 

(ক) নদীয়ায়

(খ) বীরভূমে

(গ) বর্ধমানে

(ঘ) মালদহে।

১.১৩ ভারতে ইংরেজ , ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়েছিল-

(ক) মহারানীর ঘােষণাপত্র

(খ) চার্ট আইন

(গ) ইন্ডিয়ান কাউন্সিল আইন

(ঘ) উন্নততর ভারত শাসন আইন।

১.১৪ ‘ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন-

(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(খ) আনন্দমােহন বসু

(গ) কৃষ্ণমােহন বন্দ্যোপাধ্যায়

(ঘ) শিবনাথ শাস্ত্রী।

১.১৫ আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল-

(ক) সােমপ্রকাশ পত্রিকায়

(খ) অমৃতবাজার পত্রিকায়।

(গ) বামাবােধিনী পত্রিকায়

(ঘ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়।

১.১৬ ‘ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলা হয়-

(ক) ঋষি অরবিন্দকে

(খ) স্বামী বিবেকানন্দকে

(গ) ক্ষুদিরাম বসুকে

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।

১১৭ দক্ষিণ এশিয়ার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছাপার কৃতিত্ব-

(ক) হিন্দুস্থান প্রেসের

(খ) হিকির প্রেসের

(গ) ইউ রায় অ্যান্ড সন্স এর

(ঘ) অনারেবল প্রেস কোম্পানি।

১.১৮ শিবপুর বােটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা হলেন-

(ক) কর্নেল রবার্ট কিড

(খ) ড. উইলিয়াম রক্সবার্গ

(গ) জেমস রেনেল

(ঘ) জন ম্যাক।

১.১৯ ‘জাতীয় প্রযুক্তিবিদ্যার জনক’ বলা হয়-

(ক) রাজেন্দ্রলাল মিত্রকে

(খ) নবগােপাল মিত্রকে

(গ) সি ভি রমনকে

(ঘ) মেঘনাদ সাহাকে।

১.২০ ‘বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন-

(ক) নন্দলাল বসু

(খ) ব্রজেন্দ্রনাথ শীল

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) রামমােহন রায়।

বিভাগ-‘খ’

২। যে কোনাে ষােলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দাও) : ১৬×১=১৬

উপবিভাগ :২১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? -দিল্লীতে

(২.১.২) সতীদাহ প্রথা কোন আইন দ্বারা রদ হয়েছিল? –সপ্তাদশ আইন দ্বারা

(২.১.৩) কোলদের জন্য কবে ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠন করা হয়? -১৮৩৪ সালে

(২.১.৪) কোন গ্রন্থ ছাপার জন্য বাংলা হরফের প্রয়ােজন হয়?- 'A Grammar of the Bengal Language' 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করাে :

(২.২.১) খেলার ইতিহাস চর্চা হয় চিন দেশে। -মিথ্যা

(২.২.২) ‘মেকলে মিনিট লর্ড বেন্টিঙ্কের আমলে প্রকাশিত হয়।–সত্য

(২.২.৩) হিন্দুমেলার অপর নাম চৈত্র মেলা-সত্য

(২.২.৪) শান্তিনিকেতন আশ্রম প্রথম তৈরী করেন রবীন্দ্রনাথ ঠাকুর। মিথ্যা

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

(২.৩.১) কথাকলি

৩(১) দূর্জন সিংহ

(২.৩.২) সীতার বনবাস

৪(২) ডেভিড হেয়ার

(২.৩.৩) চুয়াড় বিদ্রোহ

১(৩) কেরালা

(2.3.4) স্কুল বুক সােসাইটি

২(৪) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 

 

উপবিভাগ : ২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করাে :

(২.৪.১) বঙ্গীয় নবজাগরণের কেন্দ্র কোলকাতা

(২.৪.২) মুণ্ডবিদ্রোহের এলাকা রাঁচি

(২.৪.৩) মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট

(২.4.4) ব্যাপটিস্ট মিশনের কেন্দ্র - শ্রীরামপুর

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে :

(২.৫.১) বিবৃতি : সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন।

ব্যাখ্যা ১: স্বদেশীয়ানা জনপ্রিয় করতে।

ব্যাখ্যা ২: দরিদ্রকে দান করতে।

ব্যাখ্যা ৩:লক্ষ্মী পূজার আয়ােজন করতে।

(২.৫.২) বিবৃতি : সরকার ‘জঙ্গলমহল’ নামে একটি পৃথক জেলা গঠন করে।

ব্যাখ্যা ১: বনাঞ্চলের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গলমহল জেলা গঠিত হয়।

ব্যাখ্যা ২: আদিবাসীদের সুরক্ষার উদ্দেশ্যে জঙ্গল জেলা গঠিত হয়।

ব্যাখ্যা ৩: চুয়াড় বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়।

(২.৫.৩) বিবৃতি : ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।

ব্যাখ্যা ১: বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।

ব্যাখ্যা ২: কারিগরি শিক্ষার উন্নতির জন্য।  

ব্যাখ্যা ৩: জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

(২.৫.৪) বিবৃতি : শিক্ষিত বাঙালি সমাজ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি।

ব্যাখ্যা ১: বিদ্রোহীরা সাধারণ মানুষের উপর অত্যাচার করত।

ব্যাখ্যা ২: শিক্ষিতরা নিজেদের সিপাহীদের হাত থেকে বাঁচাতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩: শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ ব্রিটিশ শাসনকে কল্যাণকর বলে মনে করত।

বিভাগ-‘গ’

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনাে ১১টি) :      ১১x২=২২

৩.১ নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বােঝাে?

৩.২ ইতিহাসের তথ্যসংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী?

৩.৩ ভারতের শিক্ষার ইতিহাসে ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কী?

৩.৪ গ্রামবার্তা প্রকাশিকা' কেন ব্যতিক্রমী ছিল?

৩.৫ র্যালে কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করাে।

৩.৬ স্ত্রীশিক্ষা বিস্তারে বিদেশিরা কী ভূমিকা নিয়েছিল?

৩.৭ ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল?

৩.৮ ‘তিন কাঠিয়া প্রথা’ বলতে কী বােঝ?

৩.৯ স্বামী বিবেকানন্দের ‘নব্যবেদান্ত’বাদ কী?

৩.১০ ইলবার্ট বিল বিতর্ক কী ছিল?

৩.১১ ‘বঙ্গভাষা প্রকাশিকা সভার সীমাবদ্ধতাগুলি কী ছিল?

৩.১২ বঙ্কিমচন্দ্রের ‘ভারতমাতা’ ও অবনীন্দ্রনাথের ‘ভারতমাতা’র মধ্যে পার্থক্য কোথায়?

৩.১৩ রাধানাথ শিকদার কী কারণে স্মরণীয়?

৩.১৪ রবীন্দ্রনাথ ঠাকুর কেন শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন?

৩.১৫ জাতীয় শিক্ষাপরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল?

৩.১৬ কুলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় তারকনাথ পালিতের ভূমিকা কী ছিল?

বিভাগ-‘ঘ’

৪। সাতটি বা আটটি বাক্যে যে কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে প্রশ্নের উত্তর দিতে হবে) : ৬x৪=২৪

উপবিভাগ : ঘ.১

৪.১ নারী সমাজের উন্নতির লক্ষে বামাবােধিনী পত্রিকার গুরুত্ব আলােচনা করাে।

৪.২ বাংলায় পাশ্চাত্য শিক্ষাবিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা উল্লেখ করাে।

উপবিভাগ : ঘ.২

৪.৩ ব্রিটিশ শাসনকালে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের প্রধান কারণ কী ছিল?

৪.৪ নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীদের কী ভূমিকা ছিল?

উপবিভাগ: ঘ.৩

৪.৫ মহারানীর ঘােষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল?

৪.৬ ‘গােরা’ উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ভারতীয় জাতীয়তাবাদ তুলে ধরেছিলেন?

উপবিভাগ : ঘ.৪

৪.৭ বাংলায় শিশুশিক্ষার প্রসারে ছাপাখানা কী ভূমিকা গ্রহণ করেছিল?

৪.৮ বাংলায় আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতা বিজ্ঞান কলেজের কী ভূমিকা ছিল?

বিভাগ-‘ঙ’

৫।১৫টি বা ১৬টি বাক্যে যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৮x১=৮

৫.১ উনিশ শতকে বাংলার নবজাগরণের কারণ ও এর সীমাবদ্ধতা সম্পর্কে কী জান?

৫.২ কোন সময়কে ভারতের ‘সভা-সমিতির যুগ বলা হয়? ভারতের জাতীয় রাজনীতি তথা আন্দোলনে এই সভাগুলির অবদান কী ছিল?

৫.৩ বাংলার মুদ্ৰনশিল্পের অগ্রগতিতে উপেন্দ্রকিশাের রায়চৌধুরীর অবদান কী ছিল? উপেন্দ্রকিশােরের সাহিত্য প্রতিভা সম্পর্কে সংক্ষেপে লেখাে।


You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here


You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here

Click Here to get Life science ABTA Solution page no-44

Click Here to get Life science ABTA Solution page no-84

Click Here to get Life science ABTA Solution page no-112

Click Here to get Life science ABTA Solution page no-138


You Can Also Get Class 10 All History ABTA Answers Here

 Click Here to get History ABTA Solution page no-52

 Click Here to get History ABTA Solution page no-87

 Click Here to get History ABTA Solution page no-115

 Click Here to get History ABTA Solution page no-141

 Click Here to get Histroy ABTA Solution page no-163

 Click Here to get History  ABTA Solution page no-185

 Click Here to get History  ABTA Solution page no-206

 Click Here to get History ABTA Solution page no-228

Click Here to get History ABTA Solution page no-249

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top