ষষ্ঠ শ্রেণী ইতিহাস অষ্টম অধ্যায় | ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক

0

ষষ্ঠ শ্রেণী ইতিহাস অষ্টম অধ্যায় |১ নম্বরের প্রশ্ন ও উত্তর| অষ্টম অধ্যায়  প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানা দিক|ষষ্ঠ শ্রেণির ইতিহাস অষ্টম অধ্যায়|ষষ্ঠ শ্রেণির ইতিহাস অষ্টম অধ্যায় |অষ্টম অধ্যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানা দিক|History 8th Chapter 1 Mark Question and Answers | Class 6 History Pracin Vartio upomahadeser sanskriti chorchar nana dik Question- Answers


ষষ্ঠ শ্রেণী ইতিহাস অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর



প্রিয় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ষষ্ঠ শ্রেণী ইতিহাস অষ্টম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক|ষষ্ঠ শ্রেণির ইতিহাস অষ্টম অধ্যায়|History 8th Chapter 1 Mark Question and Answers |Class 6 History Pracin Vartio upomahadeser sanskriti chorchar nana dik Question- Answers|6th History 8th Chapter 1 Mark Question and Answers| Class 6 short Question|ইতিহাস প্রশ্নত্তোর|History Question and Answer|ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় অধ্যায় ইতিহাস|ইতিহাস ক্লাস সিক্স|Class VI History chapter 8th question answer| History Mock Test|ষষ্ঠ শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|6th History Examination|ইতিহাস মক টেস্ট|


এই ওয়েব সাইটে ষষ্ঠ শ্রেণী অষ্টম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণী অষ্টম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 6 Itihas proshno uttor|ষষ্ঠ শ্রেণী অষ্টম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। Six History Examination- Class Six এছাড়াও তোমরা ষষ্ঠ শ্রেণী অষ্টম অধ্যায়  ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে



তো বন্ধুরা ষষ্ঠ শ্রেণী অষ্টম অধ্যায়  থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer | তোমাদের এই পোস্টের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী অষ্টম অধ্যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানা দিক থেকে এক নম্বরের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


ষষ্ঠ শ্রেণী ইতিহাস অষ্টম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক


'দু-এককথায় উত্তর দাও :-

১. সম্রাট অশোকের শিলালেখতে কোন্ লিপির ব্যবহার দেখা যায় ?

উত্তর :- ব্রাম্মীলিপি।

. ভারতের প্রাচীন লিপি কী ?

উত্তর :- সিধুলিপি।

৩. রামায়ণে মোট ক-টি শ্লোক রয়েছে?

উত্তর :- চব্বিশ হাজার।

৪. পমবেদ কাকে বলা হত ?

উত্তর :- মহাভারতকে।

. অশ্বঘোষ কে ছিলেন?

উত্তর :- কনিষ্কের সভাকবি।

৬. সংস্কৃত ভাষায় পুনরুত্থানের যুগ বলা হয় কোন সময় কে?

উত্তর :- গুপ্ত যুগ-কে।

৭. গন্ধার শিল্প কোন সময়ে গড়ে ওঠে?

উত্তর :- কুষাণ যুগে।

. প্রাচীন ভারতে বৌদ্ধরা কোথায় কোখাপড়া শিখত?

উত্তর :- বিহার বা সংঘে।

৯. গোপুরম কোন্ শিল্পরীতির অন্তর্গত?

উত্তর :- চোল স্থাপত্য শিল্পের।

১০. সূর্যসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে?

উত্তর :- আর্যভট্ট।

১১. ধন্বন্তরী কে ছিলেন?

উত্তর :- গুপ্ত যুগের খ্যাতনামা চিকিৎসক

১২. অশোকের লিপি কে পাঠোদ্ধার করেন?

উত্তর :- স্যার প্রিন্সেপ, ১৮৩৭ খ্রিস্টাব্দে।

১৩. মোগলমারি বৌদ্ধবিহারটি কে আবিষ্কার করেন?

উত্তর :- ড. অশোক দত্ত।


১৪. গাথা সপ্তশতী কার লেখা?

উত্তর :- সাতবাহন রাজা হাল-এর।

১৫. চিকিৎসাবিষয়ক একটি গ্রন্থ কী?

উত্তর :- চরক সংহিতা।

১৬. অষ্টাধ্যায়ী কার লেখা?

উত্তর :- পাণিনি।

১৭. মহাভারতের আদিনাম কী ছিল?

উত্তর :- জয়কাব্য।

১৮. সম্রাট অশোকের লিপিগুলি কোন্ ভাষায় লেখা?

উত্তর :- প্রাকৃত।

১৯. রামায়ণ কে রচনা করেন?

উত্তর :- বাল্মীকি।

২০. মৃচ্ছকটিকম নাটকটি কে রচনা করেন?

উত্তর :- শূদ্রক।

২১. দেবীচন্দ্রগুপ্তম কার লেখা?

উত্তর :- বিশাখাদত্তের।

২২. গন্ধার মহাজনপদের রাজধানীর নাম কী ?

উত্তর :- তক্ষশিলা।

২৩. রত্নাবলী নাটকটি কার লেখা?

উত্তর :- হর্ষবর্ধনের।

২৪. মেঘদূতম কে রচনা করেন?

উত্তর :- কালিদাস।

 

২৫. কালিদাস কে ছিলেন?

উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি।

২৬. অর্থশাস্ত্র কে রচনা করেন?

উত্তর :- কৌটিল্য বা চাণক্য।

২৭. জীবক কে ছিলেন ?

উত্তর :- বুদ্ধের সময়কালের একজন প্রখ্যাত চিকিৎসক ।

 ২৮. পঞ্চতন্ত্র কে রচনা করেন ?

উত্তর :- বিষ্ণুশর্মা ।

২৯. সুশ্রুত সংহিতা কে রচনা করেন?

উত্তর :- সুশ্রুত।

৩০. সূর্যসিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর :- বরাহমিহির।

৩১. ব্রহ্মসিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর :- ব্রহ্মগুপ্ত ।

৩২. মহাভাষ্য কার লেখা?

উত্তর :- পতঞ্জলির।

৩৩. পুরাণের সংখ্যা ক-টি?

উত্তর :- ১৮টি।

৩৪. মাধ্যমিক সূত্র-র রচয়িতা কে?

উত্তর :- বিজ্ঞানী নাগার্জুন।


৩৫. চন্দ্রকেতুগড়ে কোন আমলের পোড়ামাটির ভাস্কর্য পাওয়া গেছে?

উত্তর :- শুঙ্গ আমলের।

৩৬. আচার্য কাদের বলা হয় ?

উত্তর :- বৈদিক যুগের শিক্ষকদের।

৩৭. সপ্তম শতকে ভারতের একটি বৌদ্ধ মহাবিহারের নাম লেখো।

উত্তর :- নালন্দা।

৩৮. বুদ্ধচরিত কার লেখা?

উত্তর :- অশ্বঘোষের।

৩৯. চাণক্য কোন মহাবিহারের ছাত্র ছিলেন?

উত্তর :- তক্ষশিলা।

৪০. ‘ফ্রেসকো’ কথার অর্থ কী?

উত্তর :- দেয়াল চিত্র।

৪১. ভারতের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়?

উত্তর :- কোনারকের সূর্যমন্দিরকে।

 ৪২. ‘সপ্ত প্যাগোডা’ কী?

উত্তর :- পল্লব রাজত্বে মহাবলীপুরমে নির্মিত ৭টি মন্দির।

৪৩. ভারতের মন্দির নগরী বলা হয় কোন শহরকে?

উত্তর :- ভুবনেশ্বর-কে।

 



আরও পড়ুন......



File Details

 

File Name/Book Name

ষষ্ঠ শ্রেণী ইতিহাস অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

316 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top