ষষ্ঠ শ্রেণী ইতিহাস নবম অধ্যায় |১ নম্বরের প্রশ্ন ও উত্তর| নবম অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব|ষষ্ঠ শ্রেণির ইতিহাস নবম অধ্যায় |History Chapter 9 1 Mark Question and Answers | Class 6 History Varot O Somokalin Bohir Biswa Question- Answers

0

ষষ্ঠ শ্রেণী ইতিহাস নবম অধ্যায় |১ নম্বরের প্রশ্ন ও উত্তর| নবম অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব|ষষ্ঠ শ্রেণির ইতিহাস নবম অধ্যায় |History 9th Chapter 1 Mark Question and Answers | Class 6 History Varot O Somokalin Bohir Biswa Question- Answers

ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর



প্রিয় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ষষ্ঠ শ্রেণী ইতিহাস নবম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারত ও সমকালীন বহির্বিশ্ব|History 9th Chapter 1 Mark Question and Answers |Class 6 History Varot O Somokalin Bohir Biswa Question- Answers|6th History 9th Chapter 1 Mark Question and Answers|Class 6 short Question|ইতিহাস প্রশ্নত্তোর|History Question and Answer|ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায় ইতিহাস|ইতিহাস ক্লাস সিক্স|Class VI History chapter 9th question answer|History Mock Test|ষষ্ঠ শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|6th History Examination|ইতিহাস মক টেস্ট|


এই ওয়েব সাইটে ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 6 Itihas proshno uttor|ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। Six History Examination- Class Six এছাড়াও তোমরা ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায়  ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে



তো বন্ধুরা ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায়  থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer | তোমাদের এই পোস্টের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব থেকে এক নম্বরের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।

ষষ্ঠ শ্রেণী ইতিহাস নবম অধ্যায় |১ নম্বরের প্রশ্ন ও উত্তর| নবম অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব|ষষ্ঠ শ্রেণির ইতিহাস নবম অধ্যায়

দু-এককথায় উত্তর দাও :-

. ফ্যারায়ো কাদের বলা হত?

উত্তর :- মিশরের রাজাদের।

২. বারুদের ব্যবহার প্রথম কোথায় হয়?

উত্তর :- চিনে।

৩. ‘পিরামিডের দেশ’ বলা হয় কাকে?

উত্তর :- মিশরকে।

৪. ‘ভারতের অ্যাটিলা’ কাকে বলা হয়?

উত্তর :- হুন নেতা মিহিরকুল-কে।

৫. সুমেরীয়রা খেজুর গাছকে কী বলত?

উত্তর :- জীবনবৃক্ষ।

. পারস্য সম্রাট প্রথম দরায়বৌষের কাহিনি কোন লেখতে বর্ণনা করা হয়েছে?

উত্তর :- নকস-ই-রুস্তম' লেখতে।

৭. মিনান্দার কে ছিলেন?

উত্তর :- একজন ইন্দো-গ্রিক শাসক।

৮. মিনান্দারের রাজধানী কোথায় ছিল?

উত্তর :- সাকল বা শিয়ালকোট।

৯. ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মাঝখানে কোন্ সভ্যতা গড়ে উঠেছিল?

উত্তর :- মেসোপটেমিয়া।

১০. কোন সময় থেকে ভারতে বুদ্ধের মুর্তি পুজোর প্রচলন শুরু হয়?

উত্তর :- কুষাণ যুগ থেকে।

১০. স্কাইথিয়রা আর কী নামে পরিচিত ছিল?

উত্তর :- শক।

১১. অ্যান্টিয়োকস কে ছিলেন?

উত্তর :- সিরিয়ার শাসক।

১২. কাদের পহ্লব বলা হত?

উত্তর :- পার্থীয়দের।

১৩. মেসোপটেমিয়া কথার অর্থ কী?

উত্তর :- দুই নদীর মধ্যবর্তী স্থল।

১৪. সুমেরের লিপিকে ইংরেজিতে কী বলে?

উত্তর :- কিউনিফর্ম বা কিলকাকৃতি লিপি।

 ১৫. মিশরকে ‘নীলনদের দান’ কে বলেছেন?

উত্তর :- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

 ১৬. ব্যাবিলনে কে প্রথম লিখিত আইন চালু করেছিলেন?

উত্তর :- হামুরাবি।

১৭. ডায়ামাকাস কে ছিলেন?

উত্তর :- সেলুকাসের দূত।

১৮. গন্ডোফারনেস কে ছিলেন ?

উত্তর :- পহ্লব শাসক।

১৯. ডায়োনিসিয়াস কে ছিলেন?

উত্তর :- মিশরের রাজা টলেমির দূত।

২০. চন্দ্রগুপ্তের রাজসভায় কোন গ্রিক দূত এসেছিলেন ?

উত্তর :- মেগাস্থিনিস।

 ২১. কাবেরী বদ্বীপ এলাকায় কোন্ বন্দর অবস্থিত?

উত্তর :- কাবেরীপট্টিনম।

২২. মিশরের শাসক টলেমি কাকে দূত হিসেবে মৌর্য রাজদরবারে পাঠিয়েছিলেন?

উত্তর :- ডায়োনিসিয়াস।

 ২৩. পারসিক সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?

উত্তর :- প্রথম দরায়বৌষ।

২৪. চিনের প্রাচীর কে নির্মাণ করেন?

উত্তর :- শি-হুয়াং-তি।

 ২৫. কাকে ভারতের রক্ষাকারী বলা হয় ?

উত্তর :- গুপ্তরাজ স্কন্দগুপ্তকে।

২৬. ভূগুচ্ছ বন্দর কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

উত্তর :- নর্মদা নদীর তীরে।

২৭. কোন্ ধর্মকে ঘিরে গন্ধার শিল্প গড়ে উঠেছিল?

উত্তর :- বৌদ্ধধর্মকে।

২৮. ‘গিলগামেশ’ মহাকাব্য কোন সভ্যতার অবদান?

উত্তর :- সুমেরীয় সভ্যতার।

২৯. স্যাট্রপ কথার অর্থ কী?

উত্তর :- পারসিক সাম্রাজ্যের প্রদেশ।

৩০. কোন্ গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন?

উত্তর :- স্কন্দগুপ্ত।

৩১. জুনাগড় লিপি কোন্ ভাষায় লেখা?

উত্তর :- সংস্কৃত ভাষায়।

৩২. ‘মিলিন্দহো কার লেখা?

উত্তর :- বৌদ্ধপণ্ডিত নাগসেন-এর।

৩৩. পঞ্চসিদ্ধান্তিকা কার লেখা?

উত্তর :- বরাহমিহিরের।

৩৪. বুদ্ধযশ কে ছিলেন?

উত্তর :- একজন, বৌদ্ধ পণ্ডিত।

৩৫. জুনাগড় প্রশস্তি কে রচনা করেন?

উত্তর :- রুদ্রদামন।

৩৬. সুয়ান জাং কোন পণ্ডিতের কাছে বৌদ্ধ শিক্ষালাভ করেন?

উত্তর :- পণ্ডিত শীলভদ্র।

৩৭ ফাসিয়ান কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?

উত্তর :- ৩৯৯ খ্রিস্টাব্দে।

৩৮. ফাসিয়ান কোন দেশের লোক ছিলেন?

উত্তর :- চিনের।

৩৯. ফো-কুয়ো-কি গ্রন্থের লেখক কে?

উত্তর :- ফাসিয়ান।

৪০. কোন্ গ্রিক শাসক ভারত অভিযানে আসেন?

উত্তর :- আলেকজান্ডা

৪১. হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে কোন্ সভ্যতা গড়ে ওঠে?

উত্তর :- চিন সভ্যতা।

৪২. গ্রিসের একটি নগর-রাষ্ট্রের নাম কী?

উত্তর :- এথেন্স।

৪৩. খরোষ্ঠী লিপির সৃষ্টি হয় কোন্ লিপি থেকে?

উত্তর :- অ্যারামীয় লিপি থেকে।

৪৪. চিন থেকে রোম সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত পথের নাম কী ?

উত্তর :- রেশমপথ।

৪৫. জিশু খ্রিস্টকে কোথায় ক্রুশবিদ্ধ করা হয়েছিল?

উত্তর :- জেরুজালেমে।

৪৬. আলেকজান্ডার ভারত আক্রমণকালে কোন ভারতীয় রাজার সাহায্য পেয়েছিলেন?

উত্তর :- তক্ষশিলার রাজা অম্ভির।

৪৭. শিয়ালকোট বর্তমানে কোথায় অবস্থিত?

উত্তর :- পাকিস্তানে।

৪৮. সুয়ান জাং কবে উপমহাদেশে আসেন?

উত্তর :- ৬৩০ খ্রিস্টাব্দে।

৪৯. কবে পদুব রাজা গন্ডোফারনেস শাসন শুরু করেন?

উত্তর :- আনুমানিক ২০ বা ২১ খ্রিস্টাব্দে।

৫০. একজন হুন নেতার নাম লেখো।

উত্তর :- মিহিরকুল।

৫১. গন্ডোফারনেস নিজের মুদ্রায় কী উপাধি ব্যবহার করেছিলেন?

উত্তর :- রাজাধিরাজ।

৫২. টলেমি কে ছিলেন?

উত্তর :- মিশরের রাজা।

৫৩. ফাসিয়ান কত বছর তাম্রলিপ্ততে ছিলেন?

উত্তর :- দু-বছর।

৫৪. ফাসিয়ান ভারতে আসার সময় সঙ্গে, কে ছিলেন?

উত্তর :- পাঁচজন সন্ন্যাসী ।

৫৫. যবন কাদের বলা হয়?

উত্তর :- গ্রিকদের।




আরও পড়ুন......



File Details

 

File Name/Book Name

ষষ্ঠ শ্রেণী ইতিহাস নবম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

198 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top