ষষ্ঠ শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা|ষষ্ঠ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়|ষষ্ঠ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়|ভারতীয় ইতিহাসের প্রাচীন ইতিহাসের ধারা|History 3rd Chapter 1 Mark Question and Answers | Varotio itihaser prachin itihaser dhara Question- Answers
ষষ্ঠ শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |
প্রিয় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ষষ্ঠ শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা|ষষ্ঠ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়|ষষ্ঠ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা|History 3rd Chapter 1 Mark Question and Answers |Varotio itihaser prachin itihaser dhara Question Answers|Class 6 short Question|ইতিহাস প্রশ্নত্তোর| History Question and Answer|ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় ইতিহাস|ইতিহাস ক্লাস সিক্স |Class VI History chapter 2 question answer|History Mock Test|ষষ্ঠ শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর| 6th History Examination|ইতিহাস মক টেস্ট|
এই ওয়েব সাইটে ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 6 Itihas proshno uttor|ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। Six History Examination- Class Six এছাড়াও তোমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে
তো বন্ধুরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা থেকে এক নম্বরের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
ষষ্ঠ শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা
দু-এককথায় উত্তর দাও :-
১ . সিন্ধু সভ্যতায় খরা হওয়ার কারণ কী ছিল বলে মনে করা হয় ?
উত্তর :- গাছকাটার ফলে।
২. কবে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল বলে মনে করা হয়?
উত্তর :- আনুমানিক ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে।
৩. সিন্ধু সভ্যতার মহেনজোদারো কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়?
উত্তর :- ১৯২২ খ্রিস্টাব্দে।
৪. সভ্যতা গড়ে ওঠার একটি শর্ত লেখো।
উত্তর :- সভ্যতা গড়ে উঠতে গেলে সেখানে শহর বা গ্রাম গড়ে উঠতে হবে।
৫. কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল ?
উত্তর :- ১৯৭৪ খ্রিস্টাব্দে।
৬. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন?
উত্তর :- ফরাসি প্রত্নবিদ জাঁ ফ্রাঁসোয়া জারিজ।
৭. মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব কোন সময়কালকে বলে?
উত্তর :- আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দ থেকে ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ।
৮. মেহেরগড় সভ্যতার কোন্ পর্বে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়েছিল?
উত্তর :- দ্বিতীয় পর্বে।
৯. সিন্ধু সভ্যতার খননকার্য কবে শুরু হয়?
উত্তর :- ১৯২০ খ্রিস্টাব্দে।
১০. সিন্ধু সভ্যতায় হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয় ?
উত্তর :- ১৯২১ খ্রিস্টাব্দে।
১১. সিন্ধু সভ্যতার আর-এক নাম কী?
উত্তর :- হরপ্পা।
১২. 'আলেকজান্ডার কানিংহাম নাম কোন সভ্যতার আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছে?
উত্তর :- সিধু সভ্যতা।
১৩. একটি তা-ব্রোঞ্জ যুগের ভারতীয় সভ্যতার নাম লেখো।
উত্তর :- সিন্ধু সভ্যতা।
১. আদিম মানুষ কীভাবে খাদ্য উৎপাদকে পরিণত হল ?
উত্তর :- কৃষিকাজ শিখে ।
১৪. ‘আলেকজান্ডার কানিংহাম কে ছিল?
উত্তর :- ব্রিটিশ ভারতের প্রত্নতত্ত বিভাগের প্রধান।
১৫. দক্ষিণ দিকে সিন্ধু সভ্যতা কতদূর পর্যন্ত গড়িয়ে পড়েছিল?
উত্তর :- গুজরাটের কচ্ছ অঞ্চল পর্যন্ত।
১৬. কতটা অঞ্চল জুড়ে সিন্ধু সভ্যতা বিস্তার লাভ করেছিল?
উত্তর :- প্রায় ৭ লক্ষ বর্গ কিলোমিটার।
১৭. মেহেরগড় সভ্যতায় মৃতদেহকে কোন রঙের কাপড় জড়িয়ে সমাধি দেওয়া হত?
উত্তর :- লাল রঙের।
১৮. সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা ?
উত্তর :- নগরকেন্দ্রিক সভ্যতা।
১৯. সিন্ধু সভ্যতার প্রতিটি বাড়িতে ক-টি করে রান্নাঘর থাকত?
উত্তর :- একটি করে ।
২০. ভারতীয় উপমহাদেশের প্রথম নগরায়ণ কোনটি?
উত্তর :- সিন্ধু সভ্যতা।
২১. “সিটাডেল” কথাটির মানে কী?
উত্তর :- উঁচু এলাকা।
২২. ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী ?
উত্তর :- মেহেরগড় সভ্যতা।
২৩. মহেন-জো-দারোর স্নানাগারটি কারা ব্যবহার করতেন?
উত্তর :- নগরের বিশিষ্ট ব্যক্তিরা।
২৪. সিন্ধু সভ্যতায় পাঁচিল দিয়ে ঘেরা উঁচু কক্ষগুলিকে কী বলা হত?
উত্তর :- সিটাডেল।
২৫. সিন্ধুর অধিবাসীরা কোন্ ধাতুর ব্যবহার জানত না?
উত্তর :- লোহার।
২৬. সিন্ধু সভ্যতার কোথায় স্নানাগার আবিষ্কার করা হয়েছে?
উত্তর :- মহেনজোদারো-তে।
২৭. কোন গাছকে সিন্ধুবাসীরা দেবতারূপে পুজো করত?
উত্তর :- অশ্বত্থা।
২৮. সিন্ধু সভ্যতার বড়ো শস্যাগার কোথায় ছিল?
উত্তর :- হরপ্পা ও মহেনজোদারো-তে।
২৯. ঢোলাবিরা বিখ্যাত কেন?
উত্তর :- সিন্ধু সভ্যতার একটি কেন্দ্র।
৩০. হরপ্পার প্রধান প্রশাসক কে ছিলেন বলে অনুমান করা হয়?
উত্তর :- একজন পুরোহিত-রাজা।
৩১. মেসোপটেমিয়ায় কতকগুলি হরপ্পার সিলমোহর পাওয়া গেছে ?
উত্তর :- ২৩টি।
৩২. মহেনজোদারোর স্নানাগারটির আয়তন উল্লেখ করো।
উত্তর :- ১৮০ফুট x ১০৮ ফুট ।
৩৩. হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন্ ধাতুর ব্যবহার জানত না ?
উত্তর :- লোহার।
৩৪. সিন্ধু সভ্যতার রাস্তাঘটিগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর :- পাকা, চওড়া ও সোজা।
৩৫. সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ধানের চিহ্ন পাওয়া গেছে?
উত্তর :- গুজরাটের রংপুর ও লোথালে।
৩৬. সিন্ধু সভ্যতার কোথায় লাঙলের ফলার দাগ পাওয়া গেছে ?
উত্তর :- রাজস্থানের কালিবঙ্গানে।
৩৭. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না?
উত্তর :- ঘোড়ার।
৩৮. সিন্ধুর অধিবাসীরা কোন কোন ধাতুর ব্যবহার জানত?
উত্তর :- তামা, কাঁসা, ব্রোঞ্জের।
৩৯. সিন্ধু সভ্যতায় কীসের তৈরি চিরুনি আবিষ্কৃত হয়েছে?
উত্তর :- হাতির দাঁতের।
৪০. হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন্ ফসলের চাষ জানত না?
উত্তর :- ধান (রংপুর ও লোথাল ছাড়া)।
৪১. হরপ্পার সিলমোহরগুলি থেকে কোন্ কোন্ বিষয় সম্পর্কে জানা যায়?
উত্তর :- অর্থনীতি, ব্যাবসা ও ধর্ম।
৪২. ‘লোথাল’ শব্দের অর্থ কী?
উত্তর :- গুজরাটি ভাষায় মৃতের স্থান।
৪৩. কৃষিকাজ আদিম মানুষের জীবনে কী পরিবর্তন এনেছিল ?
উত্তর :- স্থায়ীভাবে বসবাস করতে শিখিয়েছিল।
৪৪. সিসিন্ধু সভ্যতার সমসাময়িক দুটি সভ্যতার নাম বল
উত্তর :- মিশরীয় ও সুমেরীয়
৪৫. হরপ্পা সভ্যতার সঙ্গে জলপথে কোন্ সভ্যতার বাণিজ্য চলত ?
উত্তর :- মেসোপটেমিয়ার।
৪৬. সিন্ধু সভ্যতার একটি সামুদ্রিক বন্দরের নাম করো।
উত্তর :- লোথাল।
৪৭. পশু পরিবেষ্টিত যোগী মূর্তিটি কোন্ দেবতার বলে মনে করা হয়?
উত্তর :- শিবের আদিরূপ বলে মনে করা হয়।
৪৮. নতুন পাথরের যুগের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর :- নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ করতে শিখেছিল।
৪৯. ‘লোথাল’ কোথায় অবস্থিত?
উত্তর :- ভোগাবোর নদীর তীরে।
৫০. কবে মেসোপটেমিয়ার সঙ্গে সিন্ধু সভ্যতার বাণিজ্যে ভাটা পড়েছিল ?
উত্তর :- আনুমানিক ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের পর থেকে।
৫১. হরপ্পা নগরী কোন্ নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তর :- রাভি নদী।
৫২. হরপ্পা সভ্যতার লিপিতে কতকগুলি চিহ্ন ব্যবহার করা হত ?
উত্তর :- প্রায় ৩৭৫ থেকে ৪০০টি।
৫৩. সিন্ধুবাসীদের মাটির পাত্রগুলি কী রঙের হত?
উত্তর :- লাল ও কালো।
৫৪. কোন ভাষার সঙ্গে সিন্ধু সভ্যতার ভাষার মিল চালু করা যায় ?
উত্তর :- দ্রাবিড় ভাষার।
৫৫. সিধুলিপির পাঠোদ্ধার করা যায়নি কেন?
উত্তর :- সিধুলিপিতে বর্ণমালা ছিল না এবং তা ছিল সাংকেতিক।
৫৬. আধুনিক সাইনবোর্ডের মতো জিনিস সিন্ধু সভ্যতার কোথায় আবিষ্কৃত হয়েছে?
উত্তর :- ঢোলাবিরায়।
৫৭. সিন্ধুলিপি পাঠোদ্ধার সম্ভব হলে কী সুবিধা হতে পারে?
উত্তর :- ভারতীয় উপমহাদেশের এবং সিন্ধু সভ্যতার অনেক অজানা তথ্য জানা যাবে।
৫৮. মেহেরগড় সভ্যতা কী ধরনের সভ্যতা ছিল?
উত্তর :- গ্রামীণ সভ্যতা।
৫৯. লোথাল কথাটির মানে কী?
উত্তর :- মৃতের স্থান।
৬০. মেহেরগড় সভ্যতা কোন্ নদীকে ভিত্তি করে গড়ে উঠেছিল?
উত্তর :- বালুচিস্তান প্রদেশের ঝোব নদীকে।
৬১. আজ থেকে কত বছর আগে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর :- প্রায় পাঁচ হাজার।
৬২. কার নেতৃত্বে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা শুরু হয়েছিল?
উত্তর :- জন মার্শাল-এর নেতৃত্বে।
৬৩. কে প্রথম মহেনজোদারোতে খননকাজ শুরু করেন?
উত্তর :- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
৬৪. তৎকালীন (১৮৭২ খ্রিস্টাব্দ) ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান কে ছিলেন?
উত্তর :- আলেকজান্ডার কানিংহাম।
৬৫. হরপ্পা সভ্যতার কোথায় বোতাম আকারের সিলমোহর পাওয়া গেছে?
উত্তর :- লোথালে।
৬৬. মহেনজোদারোর সিলমোহরে যোগীর মূর্তিটি কোন দেবতার বলে কল্পনা করা হয়?
উত্তর :- পশুপতি শিবের।
৬৮. কে প্রথম সিন্ধু উপত্যকায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পান?
উত্তর :- চার্লস ম্যাসন।
৬৯. হরপ্পা কোথায় অবস্থিত?
উত্তর :- পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় (বর্তমানে পাকিস্তান)।
৭০. ‘হরপ্পা’ কথাটির মানে কী?
উত্তর :- পশুপাখির খাবার।
৭২. মহেনজোদারো কোথায় অবস্থিত?
উত্তর :- সিন্ধুপ্রদেশের লারকানা জেলায় (বর্তমানে পাকিস্তানে)।
৭৩. সিন্ধুলিপির একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর :- সিন্ধুলিপি ডানদিক থেকে বামদিকে লেখা হত।
৭৪. মহেনজোদারো কথাটির মানে কী ?
উত্তর :- মৃতের স্তূপ।
আরও পড়ুন......
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (প্রথম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (তৃতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (চতুর্থ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (পঞ্চম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (সপ্তম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (অষ্টম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (নবম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
File Details |
|
File Name/Book Name | ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 303 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
McQ
উত্তরমুছুন