ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় | ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন

0

ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন | ষষ্ঠ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় | ষষ্ঠ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় | ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন | History 2nd Chapter 1 Mark Question and Answers | Varotio upomahadesher Adim Manush Question- Answers


ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর




প্রিয় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ষষ্ঠ শ্রেণী  ইতিহাস দ্বিতীয়  অধ্যায়|ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়|ষষ্ঠ শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন|History 2nd Chapter 1 Mark Question and Answers|Varotio upomahadesher Adim Manush Question-Question Answers|Class 6 short Question|ইতিহাস প্রশ্নত্তোর|History Question and Answer|ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ইতিহাস|ইতিহাস ক্লাস সিক্স|Class VI History chapter 2 question answer|History Mock Test|ষষ্ঠ শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|6th History Examination|ইতিহাস মক টেস্ট|


এই ওয়েব সাইটে ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 6 Itihas proshno uttor|ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। Six History Examination- Class Six এছাড়াও তোমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে



তো বন্ধুরা ষষ্ঠ  শ্রেণী দ্বিতীয় অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer | তোমাদের এই পোস্টের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন থেকে এক নম্বরের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন




দু-এককথায় উত্তর দাও :-

১.‘হোমো স্যাপিয়েন্স’ কথার মানে কী ?

উত্তর :- বুদ্ধিমান মানুষ ।

২.কবে, কোনোক্রমে দাঁড়াতে সক্ষম মানুষের আবির্ভাব হয়েছিল ?

উত্তর :- আনুমানিক ৪০—৩০ লক্ষ বছর আগে ।

৩. প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কোন্ প্রাচীন মানব গোষ্ঠী ?

উত্তর :- হোমো ইরেকটাস ।

৪. হোমো হাবিলিস ও হোমো স্যাপিয়েন্স-র মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো ।

উত্তর :- হোমো স্যাপিয়েন্সের মস্তিষ্কের আকার হোমো হাবিলিসের তুলনায় বড়ো ছিল ।

৫. কোন্ মানব প্রজাতিকে আধুনিক মানুষের পূর্বপুরুষ বলা হয়?

উত্তর :- অস্ট্রালোপিথেকাসকে ।

৬. অট্রালোপিথেকাস প্রজাতির নিদর্শন কোথায় পাওয়া গেছে ?

উত্তর :- ইথিয়োপিয়ায় ।

৭. ইথিয়োপিয়ায় যে-মেয়ে কঙ্কালটি পাওয়া গেছে তার নাম কী ?

উত্তর :- লুসি।

৮. কীসের ভিত্তিতে আদিম মানুষের মধ্যে ভেদাভেদ করা হয় ?

উত্তর :- মস্তিষ্কের আকারের ভিত্তিতে ।

৯. পুরোনো পাথরের যুগে মানুষ কোথায় থাকত ?

উত্তর :- খোলা আকাশের নীচে কিংবা গুহায় ।

১০. নতুন পাথরের যুগের উল্লেখযোগ্য আবিষ্কার কী ?

উত্তর :- কৃষিকাজ।

১১. পূর্ব আফ্রিকার কেনিয়ার কোথায় সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে?

উত্তর :- ওলডুভাই গিরিখাতে 

১২. কোন যুগে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে ?

উত্তর :- নতুন পাথরের যুগে ।

১৩. কোন্ যুগে মানুষ বনের ফলমূল জোগাড় করে খেত ?

উত্তর :- পুরোনো পাথরের যুগে। 

১৪. কোন যুগে মানুষ ছোটো ছোটো বসতি বানানো শুরু করে ?

উত্তর :- মাঝের পাথরের যুগে ।

১৫. হাদার কোথায় অবস্থিত ?

উত্তর :- ইথিয়োপিয়ায়।

১৬. কোন্ যুগে মানুষ কৃষিকাজ করতে শেখে ?

উত্তর :- নতুন পাথরের যুগে ।

১৭. কোন জিনিসের ব্যবহার আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে দিয়েছিল ?

উত্তর :- আগুনের ব্যবহার ।

১৮. আদিম মানুষের প্রথম গৃহপালিত পশুর নাম করো ।

উত্তর :- কুকুর।

১৯. আদিম মানুষের সর্বশেষ গৃহপালিত পশুর নাম করো ।

উত্তর :- ঘোড়া ।

২০. বাগোড় অঞ্চলের আদিম মানুষের জীবিকা কী ছিল ?

উত্তর :- শিকার ও পশুপালন ।

২১. একটি এপ শ্রেণিভুক্ত প্রাণীর নাম করো ।

উত্তর :- শিম্পাঞ্জি।

২২. প্রথমে মানুষ আগুন জ্বালাত কীভাবে ?

উত্তর :- চকমকি পাথর ঠুকে।

২৩. পুরোনো পাথরের যুগের সঙ্গে নতুন পাথরের যুগের একটি পার্থক্য উল্লেখ করো ।

উত্তর :- পুরোনো পাথরের যুগের তুলনায় নতুন পাথরের যুগের অস্ত্রগুলি ছিল হালকা ও ধারালো ।

২৪. কোন যুগে মানুষ যাযাবর জীবন ছেড়ে দেয় ?

উত্তর :- নতুন পাথরের যুগে ।

২৫. ভারতীয় উপমহাদেশের মানুষ কোথা থেকে এসেছিল ?

উত্তর :- আফ্রিকা মহাদেশ ।

২৬. ভারতীয় উপমহাদেশের কোথায় পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে ?

উত্তর :- কাশ্মীরের সোয়ান উপত্যকায় ।

২৭. উত্তরপ্রদেশের কোথায় হাড়ের তৈরি তিরের ফলা পাওয়া গেছে ?

উত্তর :- সরাই নহর রাই-তে ।

২৮. অস্ট্রালোপিথেকাসদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

উত্তর :- এদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত ।

২৯. প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল কোন প্রাচীন মানবগোষ্ঠী ?

উত্তর :- হোমো হাবিলিস ।

৩০. কবে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায় ?

উত্তর :- ১৯৫৭ খ্রিস্টাব্দে ।

৩১. বাগোড় কোথায় অবস্থিতৎ ?

উত্তর :- রাজস্থানে ।

৩২. উত্তরপ্রদেশের কোথায় মাঝের পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে ?

উত্তর :- মহাদহাতে ।

৩৩. পাকিস্তানের কোথায় প্রাকৃতিক গুহা রয়েছে ?

উত্তর :- সাংঘাওতে।

৩৪. হলগি উপত্যকা কোথায় অবস্থিত ?

উত্তর :- কর্ণাটকে  

৩৫. দুলগি উপত্যকা দিয়ে প্রবাহিত খালটির নাম কী ?

উত্তর :- হাল্লা খাল।

৩৬. আলতামিরা গুহা কোথায় অবস্থিত ?

উত্তর :- স্পেনে ।

৩৭. ট্যরো কথার অর্থ কী ?

উত্তর :- ষাঁড় 

৩৮. আলতামিরা গুহার ছাদে কোন্ পশুর ছবি রয়েছে ?

উত্তর :- ষাঁড়ের ।

৩৯. পুরোনো পাথরের যুগের মাঝের পর্বের প্রধান হাতিয়ার কী ছিল ?

উত্তর :- ছুরি ।

৪০. ভারতের কোথায় জাতার মতো যন্ত্র দেখা গেছে ?

উত্তর :- সরাই নহর রাই-তে ।

৪১. আট হাজার বছরের পুরোনো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে ?

উত্তর :- আদমগড়ে ।

৪২. প্রাচীন মানব পরিবার কী নামে পরিচিত ছিল ?

উত্তর :- হোমিনিড  

৪৩. এপ গোষ্ঠীভুক্ত প্রাণীরা একসময় গাছ থেকে মাটিতে নেমে এসেছিল কেন ?

উত্তর :- খাবারের সন্ধানে ।

৪৪. হুন্সগি উপত্যকার হাতিয়ারগুলি কত বছর আগেকার ?

উত্তর :- প্রায় ছয় লক্ষ বছর আগেকার ।

৪৫. ভীমবেটকা গুহার ছবিতে মানুষের সঙ্গে কোন্ পশুকে দেখা যায় ?

উত্তর :- কুকুরকে ।

৪৬. কোন্ যুগে মানুষ স্থায়ীভাবে বসতি নির্মাণ করেছিল ?

উত্তর :- গাছের ছাল ।

৪৭. কবে হুন্সগি উপত্যকা থেকে পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে ?

উত্তর :- ১৯৮৩ খ্রিস্টাব্দে ।

৪৮. লুসির কঙ্কাল কত বছরের পুরোনো ?

উত্তর :- প্রায় ৩২ লক্ষ বছরের।

৪৯. মধ্যপ্রদেশের কোথায় মাঝের পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে ?

উত্তর :- আদমগড়ে ।





আরও পড়ুন......



File Details

 

File Name/Book Name

ষষ্ঠ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

291 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top