ষষ্ঠ শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় | ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়

1

ষষ্ঠ শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়|ষষ্ঠ শ্রেণির ইতিহাস চতুর্থ  অধ্যায়|ষষ্ঠ শ্রেণির ইতিহাস চতুর্থ  অধ্যায়|ভারতীয় ইতিহাসের প্রাচীন ইতিহাসের ধারা|History 4th Chapter 1 Mark Question and Answers | Varotio itihaser prachin itihaser dhara Question- Answers



ষষ্ঠ শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর



প্রিয় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ষষ্ঠ শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়|ষষ্ঠ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়|ষষ্ঠ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়|||History 4th Chapter 1 Mark Question and Answers|Varotio itihaser prachin itihaser dhara Question- Answers|History 4th Chapter 1 Mark Question and Answers| Varotio itihaser prachin itihaser dhara Question Answers|Class 6 short Question|ইতিহাস প্রশ্নত্তোর|History Question and Answer|ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় ইতিহাস|ইতিহাস ক্লাস সিক্স|Class VI History chapter 4 question answer|History Mock Test|ষষ্ঠ শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|6th History Examination|ইতিহাস মক টেস্ট|


এই ওয়েব সাইটে ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণী চতুর্থ  অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 6 Itihas proshno uttor|ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। Six History Examination- Class Six এছাড়াও তোমরা ষষ্ঠ শ্রেণী চতুর্থ  অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে



তো বন্ধুরা ষষ্ঠ  শ্রেণী চতুর্থ  অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা থেকে এক নম্বরের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


ষষ্ঠ শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়

দু-এককথায় উত্তর দাও :-

১. জেন্দ অবস্তায় কাকে শ্রেষ্ঠ দেবতা বলা হয়েছে।

উত্তর :- অহুরকে।

. কোন্ শব্দের সঙ্গে roaming শব্দের মিল খুঁজে পাওয়া যায়?

উত্তর :- রাম শব্দের সঙ্গে। উত্তর একটি ভাষা-পরিবার।

৩. ইতিহাসের দিক থেকে রামায়ণ প্রকৃতপক্ষে কী?

উত্তর :- আর্যদের সঙ্গে অনার্যদের যুদ্ধের কাহিনি।

 ৪. ভারতে বৈদিক সভ্যতার জন্মদাতা কারা ?

উত্তর :- আর্যরা।

৫. ইন্দো-ইউরোপীয় কী?

উত্তর :- একটি ভাষা-পরিবার।

৬. রাম-রাবণের যুদ্ধ নিয়ে যে-মহাকাব্য রচিত হয়েছে, তার নাম কী?

উত্তর :- রামায়ণ।

৭. শব্দের ব্যবহার থেকে আর কোন্ এলাকার মানুষ ছিল বলে মনে হয়?

উত্তর :- তৃণভূমি এলাকার।

৮. বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল?

উত্তর :- গোরু ছিল প্রধান মাধ্যম।

. 'আর্য’ কি জাতি ?

উত্তর :- না, আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। ।

১০. সমস্ত বৈদিক সাহিত্য ক - ভাগে বিভক্ত ?

উত্তর :- চার ভাগে বিভক্ত।

১১. আদি বৈদিক যুগের বসতি কোথায় ছিল?

উত্তর :- নদীর কাছাকাছি এলাকাতে।

১২. বৈদিক যুগে ঘোড়া কী ছিল?

উত্তর :- অন্যতম পালিত পশু।

১৩. মহাকাব্য কোন্ সাহিত্যের অংশ?

উত্তর :- পরবর্তী বৈদিক সাহিত্যের।

১৪. ইন্দো-ইউরোপীয় ভাষা কী?

উত্তর :- ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের এক নির্ভরযোগ্য সদস্য।

১৫. ভারতের দুটি মহাকাব্যের নাম কী?

উত্তর :- রামায়ণ ও মহাভারত।

১৬. রামায়ণে রাবণকে দসু বলা হয়েছে কেন?

উত্তর :- অনার্য রাবণ যুদ্ধে হেরে গিয়েছিল, সেই কারণে দস্যু বা রাক্ষস বলা হয়েছে।

১৭. রামায়ণে ভারতের কোন দিকে আবসতির বিস্তারের কাহিনি বর্ণিত হয়েছে ?

উত্তর :- দক্ষিণ দিকে।

১৮. অত্রঞ্চিখেরায় কী পাওয়া গেছে?

উত্তর :- মাটির বাসন ও লোহা ব্যবহারের প্রমাণ।

১৯. ইন্দো-আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যগ্রন্থ কোনটি?

উত্তর :- ঋগবেদ। 

২০. সুদাস কোন্ গোষ্ঠীর রাজা ছিলেন?

উত্তর :- ভরত গোষ্ঠীর।

২১. দেবতারা কাকে প্রথম রাজা নির্বাচন করেন?

উত্তর :- ইন্দ্রকে।

২২. রাজারা যেসব যজ্ঞ পালন করতেন, তার যে-কোন একটির উল্লেখ করো।

উত্তর :- বাজপেয় যজ্ঞ।

২৩. ইন্দো-আর্য কারা?

উত্তর :- ভারতে বসতি স্থাপন করা আর্যরা।

২৪. ইংরেজিতে roaming শব্দটির মানে কী?

উত্তর :- ঘোরা।


২৫. আদিবৈদিক সমাজে কোন্ শিল্পের চল কম ছিল?

উত্তর :- কারিগরি শিল্পের।

২৬. ঋগবেদে কোন্ ধাতুর উল্লেখ নেই?

উত্তর :- লোহার।

২৭. কারা মূলত শূদ্র ছিল?

উত্তর :- যুদ্ধবন্দি দাসরা।

২৮. ভারতীয় উপমহাদেশে কোন্ ভাষা-গোষ্ঠী ছড়িয়ে পড়েছিল?

উত্তর :- ইন্দো-ইরানীয় ভাষা।

২৯. ঋগবেদ ও জেন্দ অবেস্তায় কোন্ ভাষার প্রভাব দেখা যায়?

উত্তর :- এর ইন্দো-ইরানীয় ভাষার।

৩০. আর্যসভ্যতা বা বৈদিক সভ্যতার কথা কীসের থেকে জানা যায়?

উত্তর :- বেদ থেকে।

৩১. কয়েকটি ভাষা পরিবারের নাম লেখো।

উত্তর :- ইন্দো-ইউরোপীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোট চিনীয়।

৩২. জাতিভেদপ্রথা কঠোর হওয়ার ক্ষেত্রে কীসের জরুরি ভূমিকা ছিল?

উত্তর :- গোত্রের।

৩৩. বৈদিক যুগে সভা ও সমিতিতে কোন্ খেলা হত?

উত্তর :- পাশাখেলা।

৩৪. যজ্ঞে কোন্ কোন্ পশু বলি দেওয়া হত ?

উত্তর :- গোরু ও ঘোড়া।

৩৫. কোন্ দেবতার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল?

উত্তর :- সূর্যদেবতা সবিতৃ-র উদ্দেশ্যে।

 

৩৬. কোন সময় থেকে উপনয়ন শিক্ষার সঙ্গে যুক্ত হয়?

উত্তর :- পরবর্তী বৈদিক যুগ থেকে।

 ৩৭. বৈদিক যুগে জীবনযাপনের তৃতীয় পর্যায়কে কী ?

উত্তর :- বাণপ্রথা।

৩৮. ঋগবেদে জমি দখলের কথা বিশেষ নেই কেন?

উত্তর :- জমি তখন সম্পদ হয়ে ওঠেনি।

৩৯. মহর্ষি আয়োদধৌম্য কে ছিলেন?

উত্তর :- একজন আদর্শ গুরু।

৪০. গোপতি কথার অর্থ কী?

উত্তর :- গবাদি পশুর প্রভু।

৪১. বৈদিক সাহিত্যে ‘অসুর’ কীভাবে পরিচিত?

উত্তর :- অসুর খারাপ বলে পরিচিত।

৪২. বৈদিক যুগে ‘শাসনের কাজে সাহায্য করতেন তাদের কী বলা হত ?

উত্তর :- রত্নিন।

৪৩. দ্রোণাচার্যের কথা কোন্ গ্রন্থ থেকে জানা যায়?

উত্তর :- মহাভারত থেকে।

৪৪. ঋগবেদের বর্ণাশ্রম আর কী নামে পরিচিত ছিল?

উত্তর :- চতুবর্ণ প্রথা।

৪৫. সমাবর্তনে ছাত্রদের কী বলা হত ?

উত্তর :- স্নাতক।

৪৬. পরবর্তীবৈদিক যুগে কোকোপেশার কথা জানা যায়?

উত্তর :- কুমোর, কামার, রাখাল, চিকিৎসক প্রভৃতি।

 ৪৭. বৈদিক যুগের একটি সমাধি ক্ষেত্রের নাম লেখো।

উত্তর :- মেগালিথ।

৪৮. ইনামগাঁও কোন্ রাজ্যে অবস্থিত?

উত্তর :- মহারাষ্ট্রে।

৪৯. বৈদিক যুগে ছাত্রদের থাকা-খাওয়ার দায়িত্ব কে নিত?

উত্তর :- গুরু বা আচার্যদেব।

৫০. ‘গানের কথা সংহিতার, কোন্ ভাগে আছে?

উত্তর :- সামবেদে।

 ৫১. বৈদিক যুগের একটি জনপ্রিয় খেলার নাম করো।

উত্তর :- পাশাখেলা।


 


আরও পড়ুন......



File Details

 

File Name/Book Name

ষষ্ঠ শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

298 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top