ষষ্ঠ শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর| অর্থনীতি ও জীবনযাত্রা | ষষ্ঠ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় অধ্যায়|ষষ্ঠ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়|সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা |History 7th Chapter 1 Mark Question and Answers | Class 6 History orthoniti O jibonjatra Question- Answers
ষষ্ঠ শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |
প্রিয় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ষষ্ঠ শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা |ষষ্ঠ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায় অধ্যায়|History 6th Chapter 5th 1 Mark Question and Answers | Class 6 History orthoniti O jibonjatra Question- Answers |History 7th Chapter 1 Mark Question and Answers|Class 6 short Question|ইতিহাস প্রশ্নত্তোর|History Question and Answer|ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায় অধ্যায় ইতিহাস|ইতিহাস ক্লাস সিক্স |Class VI History chapter 7th question answer|History Mock Test|ষষ্ঠ শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর |6th History Examination|ইতিহাস মক টেস্ট|
এই ওয়েব সাইটে ষষ্ঠ শ্রেণী সপ্তম অধ্যায় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণী সপ্তম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 6 Itihas proshno uttor|ষষ্ঠ শ্রেণী সপ্তম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। Six History Examination- Class Six এছাড়াও তোমরা ষষ্ঠ শ্রেণী সপ্তম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে
তো বন্ধুরা ষষ্ঠ শ্রেণী সপ্তম অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer | তোমাদের এই পোস্টের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা থেকে এক নম্বরের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
ষষ্ঠ শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা
দু-এককথায় উত্তর দাও :-
১. সুদর্শন হ্রদ কে নির্মাণ করেন?
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য।
২. আঢ় রূপ ও দ্রোণবাপ কী?
উত্তর :- কৃষিজমি মাপের একক।
৩. কার্যাপণ কী ?
উত্তর :- এক ধরনের মুদ্রা।
৪. কোথায় তুলোর চাষ বেশি হত?
উত্তর :- দাক্ষিণাত্যের কালোমাটিতে।
৫. কুষাণ আমলে গোলমরিচ কোথায় পাওয়া যেত?
উত্তর :- কেরালায় (কেরল)।
৬. প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়কে কী বলা হত ?
উত্তর :- মসলিন।
৭. কুষাণ আমলে সমাজজীবনের ভিত্তি কী ছিল?
উত্তর :- পরিবার।
৮. আহার্যদক কী?
উত্তর :- কৃত্রিম জলসেচ পদ্ধতি।
৯. গুপ্ত আমলে কোন জমিকে বাস্তুজমি ও অরণ্য থেকে আলাদা করা হত ?
উত্তর :- আবাদি জমিকে।
১০. কোন্ বংশের শাসকদের নামের সঙ্গে মায়ের নাম যুক্ত হত?
উত্তর :- সাতবাহন বংশের ।
১১. গাথা সপ্তশতী কে সংকলন করেন?
উত্তর :- সাতবাহন সম্রাট হাল।
১২. কোন সময়ে ভারতে প্রথম নগরায়ণ ঘটে?
উত্তর :- আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে।
১৩. ‘সিল্ক রুট’ বা ‘রেশমপথ’ কোন যুগে গড়ে ওঠে?
উত্তর :- কুষাণ যুগে।
১৪. মহাজনপদের আমলে প্রধান জীবিকা কী ছিল?
উত্তর :- কৃষিকাজ।
১৫. ব্ল্যাক গোল্ড কাকে বলা হয় ?
উত্তর :- গোলমরিচকে।
১৬. গুপ্ত আমলে প্রধান জীবিকা কী ছিল?
উত্তর :- কৃষি।
১৭. গুপ্ত আমলে প্রধান ফসল, কী ছিল?
উত্তর :- ধান।
১৮. গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমি দান করার রীতিকে কী বলা হত?
উত্তর :- অগ্রহার ব্যবস্থা।
১৯. কী কারণে গুপ্ত আমলে বৈদেশিক বাণিজ্যে ভাটা পড়ে?
উত্তর :- হুন আক্রমণের ফলে।
২০. প্রথম নগর কোন্ সভ্যতায় দেখা গিয়েছিল?
উত্তর :- হরপ্পা সভ্যতায়।
২১. গুপ্ত আমলে প্রচলিত সোনার মুদ্রাকে কী বলা হত?
উত্তর :- দিনার ও সুবর্ণ।
২২. কৃষির জন্য কী ধরনের পশুর প্রয়োজন হত?
উত্তর :- গবাদি পশুর।
২৩. রুপক’ কোন যুগের মুদ্রা?
উত্তর :- গুপ্ত যুগের।
২৪. প্রাটীনকালে কী ধরনের খাওয়াদাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হত?
উত্তর :- নিরামিষ খাওয়াদাওয়ার ওপর।
২৫. কোন বংশের রাজারা কোনো মুদ্রার প্রচলন করেননি?
উত্তর :- বাকাটক বংশের।
২৬. সুয়ান জাং-এর লেখায় ভারতবর্ষ কী নামে পরিচিত?
উত্তর :- 'ইনতু' নামে।
২৭. মৌর্য যুগে রাজার খাস জমিকে কী বলা হত?
উত্তর :- সীতা।
২৮. ফাসিয়ান কে?
উত্তর :- একজন চিনা পর্যটক।
২৯. সুদর্শন হ্রদটি কোন যুগের?
উত্তর :- মৌর্য যুগের।
৩০. ফাসিয়ান কার রাজত্বকালে ভারতে আসেন?
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
৩১. ভারতবর্ষকে কে একটি গরমের দেশ বলেছেন?
উত্তর :- সুয়ান জাং।
৩২. জনপদ বলতে কোন্ অঞ্চলকে বোঝায়?
উত্তর :- কৃষিভিত্তিক গ্রামীণ অলকে।
৩৩. মৌর্য আমলের অর্থনীতি কীসের ওপর নির্ভর ছিল?
উত্তর :- কৃষির ওপর।
৩৪. ইণ্ডিকায় ভারতীয় জনসমাজকে ক-টি ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর :- ৭টি ।
৩৫. ভারতে অগ্রহার ব্যবস্থা কোন যুগে গড়ে ওঠে?
উত্তর :- গুপ্ত যুগে।
৩৬. কুষাণ যুগে জলসেচ প্রকল্পকে কী বলা হত?
উত্তর সেতু।
আরও পড়ুন......
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (প্রথম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (তৃতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (চতুর্থ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (পঞ্চম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (সপ্তম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (অষ্টম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (নবম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
আরও পড়ুন......
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (প্রথম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (তৃতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (চতুর্থ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (পঞ্চম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (সপ্তম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (অষ্টম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (নবম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
File Details |
|
File Name/Book Name | ষষ্ঠ শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 285 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |