ষষ্ঠ শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় | ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | সাম্রাজ্য বিস্তার ও শাসন | ষষ্ঠ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় | ষষ্ঠ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায় ইতিহাসের ধারণা |History 6th Chapter 1 Mark Question and Answers| Itihaser dharona Question - Answers
প্রিয় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ষষ্ঠ শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় | সাম্রাজ্য বিস্তার ও শাসন|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়| ষষ্ঠ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা|History 6th Chapter 1 Mark Question and Answers|samrajjo bistar o shason Question- Answers |Class 6 short Question|ইতিহাস প্রশ্নত্তোর|History Question and Answer|ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ইতিহাস|ইতিহাস ক্লাস সিক্স|Class VI History chapter 6 question answer|History Mock Test|ষষ্ঠ শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|6th History Examination|ইতিহাস মক টেস্ট|
এই ওয়েব সাইটে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 6 Itihas proshno uttor|ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। Six History Examination- Class Six এছাড়াও তোমরা ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে
তো বন্ধুরা ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answe|তোমাদের এই পোস্টের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় ইতিহাসের অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্ন উত্তর সে সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
ষষ্ঠ শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় | সাম্রাজ্য বিস্তার ও শাসন|১ নম্বরের প্রশ্ন ও উত্তর
দু-এককথায় উত্তর দাও :-
১. সম্রাট অশোক কবে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর :- খ্রিস্টপূর্ব ২৭৩ অব্দে।
২. মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর :- বিম্বিসার।
৩. ‘কুনিক’ উপাধি কে গ্রহণ করেন?
উত্তর :- অজাতশত্রু। ?
৪. চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে ধ্বংস করতে কোন বিদেশি শাসকের শরণাপন্ন হয়?
উত্তর :- আলেকজান্ডার।
৫. অশোক স্তম্ভটি কোথায় আবিষ্কৃত হয়েছে ?
উত্তর :- সারনাথে।
৬. ‘অমিত্রঘাত’ উপাধি কে গ্রহণ করেন?
উত্তর :- সম্রাট বিন্দুসার।
৭. আলেকজান্ডার করে ভারতবর্ষ আক্রমণ করেন?
উত্তর :- ৩২৭ খ্রিস্টাব্দে।
৮. সেলুকাস কে ছিলেন?
উত্তর :- আলেকজান্ডারের সেনাপতি ।
৯. মেগাস্থিনিস কে ছিলেন?
উত্তর :- সেলুকাসের দূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে আসেন।
১০. ইন্ডিকা গ্রন্থটি কার লেখা?
উত্তর :- মেগাস্থিনিসের।
১১. ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য কোনটি ?
উত্তর :- মগধ সাম্রাজ্য।
১২. অশোক কবে কলিঙ্গরাজ্য আক্রমণ করেন?
উত্তর :- খ্রিস্টপূর্ব ২৬১ অব্দে।
১৩. ভারতের জাতীয় প্রতীক কী?
উত্তর :- অশোক চক্র।
১৪. পাটলিপুত্রের বর্তমান নাম কী?
উত্তর :- পাটনা।
১৫. মহাস্থানগড় কী?
উত্তর :- বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল।
১৬. হাতিগুম্ফা শিলালেখ কে উৎকীর্ণ করেন?
উত্তর :- কলিঙ্গরাজ খারবেল।
১৭. মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা কে ছিলেন?
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য।
১৮. খারবেল কে ছিলেন?
উত্তর :- কলিগের শ্রেষ্ঠ শাসক।
১৯. কুষাণরা কোন জাতির বংশধর?
উত্তর :- ইউয়ে-বিন গোষ্ঠীর।
২০. কুষাণ বংশের প্রথম রাজা কে ছিলেন?
উত্তর :- প্রথম কদফিসেস।
২১. কে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ?
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য ।
২২. কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর :- প্রথম কনিষ্ক।
২৩. কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর :- পুরুষপুর।
২৪. ভারতের দ্বিতীয় অশোক কাকে বলা হয়?
উত্তর :- প্রথম কনিষ্ককে।
২৫. কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
উত্তর :- ৭৮ খ্রিস্টাব্দে।
২৬. এজেসিলাস কে ছিলেন?
উত্তর :- কনিষ্কের রাজদরবারের গ্রিক স্থপতি।
২৭. কনিষ্ক যে-অব্দের প্রচলন করেন তার নাম কী?
উত্তর :- শকাব্দ।
২৮. সাতবাহন রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম শাসক কে ছিলেন?
উত্তর :- সিমুক।
২৯. সাতবাহন রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
উত্তর :- গৌতমীপুত্র সাতকর্ণি।
৩০. কুষাণ যুগে প্রাদেশিক শাসনকর্তাদের কী বলা হত?
উত্তর :- ক্ষত্রপ।
৩১. ‘শ্রেণিক’ উপাধি কে ধারণ করেছিলেন?
উত্তর :- বিম্বিসার।
৩২. ‘ত্রি-সমুদ্র-তোয়া-পীতবাহন’ উপাধি কে ধারণ করেন?
উত্তর :- গৌতমীপুত্র সাতকর্ণি।
৩৩. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর :- শ্রীগুপ্ত।
৩৪. গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর :- প্রথম চন্দ্রগুপ্ত।
৩৫. কোন বছর থেকে গুপ্তা চালু হয়?
উত্তর :- ৩২০ খ্রিস্টাব্দ থেকে।
৩৬. প্রথম গুপ্তাব্দ কে চালু করেন?
উত্তর :- প্রথম চন্দ্রগুপ্ত।
৩৭. সমুদ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
উত্তর :- ৩৩৫ খ্রিস্টাব্দে।
৩৮. ‘লিচ্ছবি দৌহিত্র’ কাকে বলা হয়?
উত্তর :- সমুদ্রগুপ্তকে।
৩৯. অশোক স্তম্ভটি কবে ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়?
উত্তর :- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি।
৪০. মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন
উত্তর :- সম্রাট অশোক।
৪১. ‘দমঅর্ত’ উপাধি কে ধারণ করেন ?
উত্তর :- বিম কদফিসেস।
৪২. ধম্ম কথাটি অশোক কোন্ লেখতে ব্যবহার করেন?
উত্তর :- মাস্কি লেখতে।
৪৩. এলাহাবাদ প্রশস্তিতে উল্লেখিত “দৈবপুত্র-শাহি-শাহানুশাহি’ কোন্ রাজ্যকে বোঝায়?
উত্তর :- উত্তর-পশ্চিম কুষাণ রাজ্যকে।
৪৪. এলাহাবাদ প্রশস্তির রচনাকার কে ?
উত্তর :- হরিষেণ (সমুদ্রগুপ্তের সভাপতি)।
৪৫. ভারতের নেপোলিয়ন’ কাকে বলা হয় ?
উত্তর :- সমুদ্রগুপ্তকে।
৪৬. প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত’ কাকে বলা হয়?
উত্তর :- সমুদ্রগুপ্তকে।
৪৭. মগধের রাজধানী কোথায় ছিল?
উত্তর :- পাটলিপুত্র।
৪৮. সমুদ্রগুপ্তের মাতার নাম কী?
উত্তর :- কুমারদেবী।
৪৯. দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর :- ৩৭৬ খ্রিস্টাব্দে।
৫০. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চিনা পর্যটক ভারতে আসেন?
উত্তর :- ফাহিয়েন।
৫১. কোন গুপ্ত সম্রাটকে ভারতের রক্ষাকারী’ বলা হয়?
উত্তর :- সম্রাট স্কন্দগুপ্তকে।
৫২. ভারতের মেকিয়াভেলি বলা হয় কাকে?
উত্তর :- কৌটিল্যকে।
৫৩. ভারতের অ্যাটিলা’ বলা হয় কাকে?
উত্তর :- মিহিরকুলকে।
৫৪. ফাহিয়েনের ভারত বিষয়ক ভ্রমণ বৃত্তান্তটির নাম কী?
উত্তর :- ফো-কুয়ো-কি।
১৪. মৌর্যরাজ বংশের পূর্বে মগধে কোন্ রাজবংশ রাজত্ব করত ?
উত্তর :- নন্দ রাজবংশ।
৫৫. ‘দেবানংপিয়’ বা প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেন?
উত্তর :- সম্রাট অশোক।
৫৬. দ্বিতীয় চন্দ্রগুপ্তকে ‘শকারি’ বলা হয় কেন?
উত্তর :- তিনি শকরাজ তৃতীয় রুদ্রদামনকে পরাজিত করেছিলেন।
৫৭. বিক্রমসঙ্গং’-এর প্রবর্তক কে?
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
৫৮. দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি ধারণ করেন?
উত্তর :- বিক্রমাদিত্য।
৫৯. কোন গুপ্তরাঞ্জ ‘পরম ভাগ’ উপাধি গ্রহণ করেন?
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
৬০. বীরসেন কে ছিলেন?
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী।
৬১. মহাকবি কালিদাস কোন গুপ্তসম্রাটের রাজসভা অলংকৃত করেছিলেন?
উত্তর :- দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
৬২. নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর :- প্রথম কুমারগুপ্ত।
৬৩. ‘হর্ষচরিত' কে রচনা করেন ?
উত্তর :- হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট ।
৬৪. গুপ্ত বংশের শেষ নৃপতি কে ছিলেন?
উত্তর :- জীবিতগুপ্ত।
৬৫. নন্দবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর :- মহাপদ্মনন্দ।
৬৬. অর্থশাস্ত্র কার লেখা?
উত্তর :- কৌটিল্যের।
৬৭. পুষ্যভূতি বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল?
উত্তর :- থানেশ্বরে।
৬৮. কৌটিল্যের প্রকৃত নাম কী?
উত্তর :- বিষ্ণুগুপ্ত।
৬৯. ‘মানবজাতির প্রথম ধর্মগুরু কাকে বলা হয়?
উত্তর :- সম্রাট অশোককে।
৭০. ভদ্রশালক কে ছিলেন?
উত্তর :- ধননন্দের সেনাপতি।
৭১. হর্ষবর্ধন কী উপাধি গ্রহণ করেন ?
উত্তর :- শিলাদিত্য।
৭২. মৈত্ৰক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর :- দ্বিতীয় ধ্রুবসেন।
৭৩. দ্বিতীয় রুদ্রসেন কে ছিলেন?
উত্তর :- বাকাটক বংশীয় রাজা।
৭৪. কোন সময় হিউয়েন সাঙ ভারতে আসেন?
উত্তর :- ৬৩০ খ্রিস্টাব্দে।
৭৫. মৌখরি বংশ ভারতের কোথায় রাজত্ব করত?
উত্তর :- কনৌজে।
৭৬. গ্রহবর্মন কে ছিলেন?
উত্তর :- মৌখুরি বংশের শেষ স্বাধীন রাজা।
৭৭. হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
উত্তর :- ৬০৬ খ্রিস্টাব্দে।
৭৮. ‘হর্ষাব্দ’ বা ‘হর্ষসম্বৎ’ কবে চালু হয়?
উত্তর :- ৬০৬ খ্রিস্টাব্দে।
৭৯. শশাঙ্কের প্রকৃত নাম কী ছিল?
উত্তর :- নরেন্দ্রাদিত্য।
৮০. দক্ষিণ ভারতের যে-রাজার কাছে হর্ষবর্ধন পরাজিত হন তাঁর নাম কী?
উত্তর :- চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি।
৮১. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর :- কর্ণসুবর্ণে।
৮২. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন্ চিনা পর্যটক ভারতে আসেন?
উত্তর :- হিউয়েন সাঙ ।
৮৩. ‘ভরতবর্ষ' বা ভারতবর্ষ নামটি কোন লেখতে উল্লেখিত হয়েছে?
উত্তর :- হাতিগুম্ফা শিলালেখতে।
আরও পড়ুন......
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (প্রথম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (তৃতীয় অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (চতুর্থ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (পঞ্চম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (সপ্তম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (অষ্টম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
- ষষ্ঠ শ্রেণি ইতিহাস (নবম অধ্যায়) ১ নম্বরের প্রশ্ন উত্তর
File Details |
|
File Name/Book Name | ষষ্ঠ শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 97 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
খুব ভালো লাগলো
উত্তরমুছুন