ষষ্ঠ শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় | ১ নম্বরের প্রশ্ন ও উত্তর | খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ

ষষ্ঠ শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর| খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ| ষষ্ঠ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়|ষষ্ঠ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়|খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ| History 5th Chapter 1 Mark Question and Answers | khristopurbo sastha sataker Varotio upamahadesh Question- Answers



ষষ্ঠ শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর 



প্রিয় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ষষ্ঠ শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ|ষষ্ঠ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়|ষষ্ঠ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়|History 6th Chapter 5 1 Mark Question and Answers|khristopurbo sastha sataker Varotio upamahadesh Question- Answers|History 5th Chapter 1 Mark Question and Answers| Class 6 short Question|ইতিহাস প্রশ্নত্তোর|History Question and Answer|ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় ইতিহাস|ইতিহাস ক্লাস সিক্স|Class VI History chapter 4 question answer|History Mock Test|ষষ্ঠ শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|6th History Examination|ইতিহাস মক টেস্ট|


এই ওয়েব সাইটে ষষ্ঠ শ্রেণী পঞ্চম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণী চতুর্থ  অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Class 6 Itihas proshno uttor|ষষ্ঠ শ্রেণী পঞ্চম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। Six History Examination- Class Six এছাড়াও তোমরা ষষ্ঠ শ্রেণী চতুর্থ  অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে



তো বন্ধুরা ষষ্ঠ  শ্রেণী চতুর্থ  অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer | তোমাদের এই পোস্টের মাধ্যমে ষষ্ঠ শ্রেণী চতুর্থ  অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ থেকে এক নম্বরের প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


ষষ্ঠ শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর| খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ


দু-এককথায় উত্তর দাও :-

. জৈন ও বৌদ্ধদের আগে ব্রাক্ষ্মণদের ও ব্রাত্মণ্য ধর্মের বিরোধিতা করেছিলেন কারা?

উত্তর :- চার্বাক ও আজীবিক গোষ্ঠী।

 ২. কত খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেবের মৃত্যু হয়?

উত্তর :- ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে।

 ৩. বজ্জিদের রাজধানীর নাম কী ছিল?

উত্তর :- বৈশালী।

 ৪. জনপদগুলির মধ্যে লড়াই-ঝগড়া কীসের ক্ষতি করেছিল?

উত্তর :- বাণিজ্যের।

 ৫. জনপদ কথার অর্থ কী?

উত্তর :- জনগণ যেখানে পদ বা পা রেখেছে।

৬. মল্লদের রাজ্য দুটির নাম কী ?

উত্তর :- পাবা ও কুশিনারা।

. আজীবিক গোষ্ঠী কে তৈরি করেছিলেন?

উত্তর :- মংখলিপুত্র গোসাল।

. বৌদ্ধরা হীনযান ও মহাযানে বিভক্ত হওয়ার আগেও দু-ভাগে বিভক্ত হয়েছে। সেই ভাগগুলি কী কী? উত্তর :- থেরবাদী ও মহাসাংঘিক।

 ৯. মহাবীরের কত বছর আগে পার্শ্বনাথ জন্মগ্রহণ করেন?

উত্তর :- প্রায় আটশো বছর আগে।

১০. শেষ জৈন তীর্থংকরের নাম কী ?

উত্তর :- মহাবীর।

 ১১. পার্শ্বনাথ কে ছিলেন?

উত্তর :- ২৩-তম তীর্থংকর।

১২. কোমৌর্যসম্রাট শেষ জীবনেজৈন ধর্মগ্রহণ করেছিলেন?

উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য।

 ১৩. ধর্মপ্রচারের পূর্বে মহাবীর কী করেছিলেন?

উত্তর :- কঠোর তপস্যা।

১৪. ভারতীয় উপমহাদেশে কবে মহাজনপদের সৃষ্টি হয়েছিল?

উত্তর :- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে।

১৫. ভারতে কটি মহাজনপদের অস্তিত্বের কথা জানা যায়?

উত্তর :- ১৬টি।

১৬. মগধ শক্তিশালী জনপদে পরিণত হওয়ার একটি কারণ উল্লেখ করো।

উত্তর :- মগধের ভৌগোলিক অবস্থান।

১৭. কোন পথে মগধের বাণিজ্য চলত?

উত্তর :- জল ও স্থলপথে।

১৮. বেশিরভাগ মহাজনপদগুলি ভারতের কোন দিকে অবস্থিত ছিল?

উত্তর :- উত্তর দিকে।

 ১৯. ষোড়শ মহাজনপদ কমে কোন চারটি মহাজনপদ অস্তিত্ব টিকিয়ে রেখেছিল ?

উত্তর :- অবন্তি, বৎস, কোশল, মগধ ।

২০. সাধারণ মানুষ কোন ধর্মের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ?

উত্তর :- বৈদিক ধর্ম।

২১. মহাজনপদগুলির কথা কী থেকে জানা যায়?

উত্তর :- বৌদ্ধ ও জৈন সাহিত্য থেকে।

 ২২. জন কী?

উত্তর :- গ্রামের থেকে বড়ো অঞ্চল।

 ২৩. মহাবীর কোথায় দেহত্যাগ করেন ?

উত্তর :- পাবা নগরে।

 ২৪. “জিন’ শব্দের অর্থ কী?

উত্তর :- রিপুজয়ী বা জিতেন্দ্রিয়।

 ২৫. জনপদগুলি কীভাবে পরিচিত হত ?

উত্তর :- শাসক বংশের নামে।

২৬. জনপদগুলি কীসে পরিণত হয় ?

উত্তর :- মহাজনপদে।

২৭. ত্রিপিটকের গল্পগুলিকে কী বলা হয়?

উত্তর :- জাতক।

২৮. সেরিবান ও সেরিবা গল্পটি কোন্ জাতক থেকে পাওয়া যায়?

উত্তর :- সেরিবানিজ-জাতক থেকে।২

 ২৯.মগধ বলতে এখনকার কোন অঞ্চলকে বোঝায়?

উত্তর :- গয়া ও পাটনা জেলা।

৩০. বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর :- কপিলাবস্তুতে।

৩১. মানুষ বৈদিক ধর্মের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটি কারণ উল্লেখ করো।

উত্তর :- জাতিভেদপ্রথার জন্য।

৩২. বুদ্ধদেব কোন বংশে জন্মগ্রহণ করেন ?

উত্তর :- শাক্য বংশে।

৩৩. কত খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেবের জন্ম হয় ?

উত্তর :- ৫৬৬ খ্রিস্টপূর্বাব্দে।

৩৪. গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন?

উত্তর :- কুশিনগরে।

৩৫. কল্পসূত্র’ কার রচনা?

উত্তর :- জৈন শ্ৰমণ ভদ্রবাহুর।

৩৬. কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়?

উত্তর :- বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপের।

৩৭. চতুর্যামে ক-টি মূলনীতি ?

উত্তর :- চারটি।

৩৮. উত্তর ভারতে জৈনদের নেতা কে ছিলেন?

উত্তর :- স্থুলভদ্র।

৩৯. সিদ্ধার্থের নাম বুদ্ধ হয় কেন?

উত্তর :- বোধিলাভ করার জন্য।

৪০. জৈনরা কীসের ওপর জোর দিতেন?

উত্তর :- ত্রিরত্নের ওপর।

৪১. যে-গাছের নীচে বুদ্ধ তপস্যা করেছিলেন, সেই গাছকে কী বলা হয় ?

উত্তর :- বোধিবৃক্ষ।

৪২. বুদ্ধ কোথায় মারা যান ?

উত্তর :- কুশিনগরে।

৪৩. বৌদ্ধদের দুটি গাোষ্ঠীর নাম কী ?

উত্তর :- হীনযান ও মহাযান।

৪৪. সিদ্ধার্থ কোন গাছের নীচে বসে তপস্যা করেছিলেন?

উত্তর :- পিপুল গাছের নীচে।

৪৫. সিদ্ধার্থ কত বছর তপস্যা করেন ?

উত্তর :- প্রায় ছ-বছর।

৪৬. সুদ নেওয়া কোন্ ধর্মে নিন্দার বিষয় ছিল?

উত্তর :- ব্রাত্মণ্য ধর্মে।

৪৭. প্রাকৃত ভাষা ও সাহিত্য কীভাবে উন্নত হয়েছিল ?

উত্তর :- জৈন ধর্মের হাত ধরে।

৪৮. প্রথম বৌদ্ধ সংগীতিতে কে সভাপতিত্ব করেন?

উত্তর :- মহাকাশ্যপ।

৪৯. তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?

উত্তর :- পাটলিপুত্রে।

৫০. মহাবীর কোন বংশের সন্তান ছিলেন?

উত্তর :- লিচ্ছবি বংশের।

৫১. কত বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন?

উত্তর :-  মাত্র উনিশ বছর বয়সে।

৫২. ত্রিপিটক কী ?

উত্তর :- বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ।

৫৩. জৈনদের দুটি সম্প্রদায় কী ?

উত্তর :- শ্বেতাম্বর ও দিগম্বর।

৫৪. ত্রিপিটককে ক-টি ভাগে ভাগ করা যায় ?

উত্তর :- তিন ভাগে।

৫৫. চতুর্যাম মেনে চলার নির্দেশ কে দিয়েছিলেন?

উত্তর :- পার্শ্বনাথ।

৫৬. মগধ জনপদে মোট কতকগুলি রাজবংশ শাসন করেছিল?

উত্তর :- তিনটি রাজবংশ।

৫৭. বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?

উত্তর :- গৌতম বুদ্ধ।

 ৫৮. তথাগত শব্দের অর্থ কী?

উত্তর :- যিনি সত্যের সন্ধান পেয়েছেন।

 ৫৯. জৈন ধর্মের মোট কতজন তীর্থংকর ছিল?

উত্তর :- চব্বিশ জন।

৬০. ‘বুদ্ধ’ কথার অর্থ কী?

উত্তর :- জ্ঞানী।

৬১. জৈন ধর্মের প্রথম তীর্থংকরের নাম কী ?

উত্তর :- ঋষভনাথ বা আদিনাথ।

৬২. কোশল রাজ্যে গৌতম বুদ্ধ কত বছর ছিলেন?

উত্তর :- ২১ বছর।

৬২. জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?

উত্তর :- দ্বাদশ অঙ্গ।

৬৩. পঞ্চমহাব্রত কে প্রবর্তন করেন ?

উত্তর :- মহাবীর।

৬৪. অধিকাংশ মহাজনপদে কী ধরনের শাসন ছিল?

উত্তর :- রাজতান্ত্রিক শাসন।

৬৫. শাক্য সিংহ কে ছিলেন?

উত্তর :- বুদ্ধদেব।

৬৬. বুদ্ধের পূর্ব জীবনের কাহিনি সংবলিত গ্রন্থের নাম কী?

উত্তর :- জাতক।

 

৬৭. ত্রিপিটক কোন্ ভাষায় লেখা?

উত্তর :- পালি ভাষায়।

৬৭. ধর্মচক্র প্রবর্তন কী ?

উত্তর :- বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচারের ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত।

 ৬৮. মহাভিনিষ্ক্রমণ কী?

উত্তর :- বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত।

 ৬৯. দক্ষিণ ভারতে কোন মহাজনপদ অবস্থিত ছিল?

উত্তর :- অস্মক।

৭০. শেষ পর্যন্ত কোন মহাজনপদ শক্তিশালী হয়ে ওঠে?

উত্তর :- মগধ।

৭১. বৌদ্ধ ধর্মের প্রধান লক্ষ্য কী?

উত্তর :- নির্বাণলাভ করা।

 ৭২. সিদ্ধার্থের পূর্ব নাম কী ছিল?

উত্তর :- গৌতম।

৭৩. মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেন?

উত্তর :- লিচ্ছবি বংশে।

 

৭৪. বুদ্ধদেব যেখানে সিদ্ধিলাভ করেন তার নাম কী?

উত্তর :- বুদ্ধগয়া (গাছটি বোধিবৃক্ষ নামে পরিচিত)।

৭৫. গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর :- কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে।

৭৬. মহাপরিনির্বাণ কী?

উত্তর :- বুদ্ধের দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলে


আরও পড়ুন......



File Details

 

File Name/Book Name

ষষ্ঠ শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

306 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

 






Next Post Previous Post
2 Comments
  • নামহীন
    নামহীন ২৯ আগস্ট, ২০২২ এ ৮:৪১ PM

    Good Question and good answer

  • নামহীন
    নামহীন ২ সেপ্টেম্বর, ২০২২ এ ১১:১১ PM

    ভূগোল প্রশ্ন উত্তর দেন।

Add Comment
comment url