ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-228 2021-2022// Madhyamik History Final Suggestion with answers

dream
0

ABTA MADHYAMIK TEST PAPER HISTORY PAGE NO-228 2021-2022// Madhyamik History Final Suggestion with answers



বিভাগ-‘ক

১। সঠিক উত্তরটি নির্বাচন করাে :                                                                                             ২০x১=২০

১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন-

(ক) রােমিলা থাপার

(খ) সুশােভন সরকার

(গ) সুমিত সরকার

(ঘ) রণজিৎ গুহ।

১.২ ‘কেকেরদেশ’ বলা হয়-

(ক) স্কটল্যান্ডকে

(খ) আয়ারল্যান্ডকে

(গ) পর্তুগালকে

(ঘ) ইংল্যান্ডকে।

১.৩ বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

(ক) বিপিনচন্দ্র পাল

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী।

১.৪ ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র-

(ক) বিল্বমঙ্গল

(খ) জামাইষষ্ঠী

(গ) আলম আরা

(ঘ) রাজা হরিশচন্দ্র।

১.৫ বামাবােধিনী বামা’ হলেন আসলে-

(ক) বিধবারা

(খ) বালিকারা

(গ) নব-বিবাহিতারা

(ঘ) সমগ্র নারীজাতি।

১.৬ শব্দকল্পদ্রুম’ গ্রন্থ রচনা করেন-

(ক) রামমােহন রায়

(খ) রাধাকান্ত দেব

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) স্বামী বিবেকানন্দ।

১.৭ “জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম-

(ক) স্কটিশ চার্চ কলেজ

(খ) বিদ্যাসাগর কলেজ

(গ) প্রেসিডেন্সি কলেজ

(ঘ) চিত্তরঞ্জন কলেজ

১.৮ ‘বাউল গানের প্রবর্তক হলেন-

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) লালন ফকির

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) অ্যালেনগিনস বার্গ।

১.৯ প্রথম ভারতীয় অরণ্য” আইন পাশ হয়েছিল-

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।

১১০ পাবনা কৃষক বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন-

(ক) আবু তােরাফ চৌধুরী

(খ) দূর্জন সিংহ

(গ) ঈশানচন্দ্র রায়

(ঘ) নরুলউদ্দিন।

১.১১ ভিল বিদ্রোহ হয়েছিল-

(ক) মৈমন সিংহ

(খ) রংপুর

(গ) খান্দেশে

(ঘ) মালদহে।

১.১২ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সূচনা হয়েছিল

(ক) ঢাকাতে

(খ) মেদিনীপুরে

(গ) বারাসতে

(ঘ) মুর্শিদাবাদে।

১.১৩ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রথম শহীদ হলেন-

(ক) ঈশ্বরী পাণ্ডে

(খ) মঙ্গল পাণ্ডে

(গ) নানাসাহেব

(ঘ) কনওয়ার সিংহ।

১.১৪ “বঙ্গভাষা প্রকাশিকা সভা” কে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বলেছিলেন-

(ক) প্রসন্নকুমার ঠাকুর

(খ) দ্বারকানাথ ঠাকুর

(গ) কালীনাথ রায়চৌধুরী

(ঘ) যােগেশচন্দ্র বাগল।

১.১৫ নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয়-

(ক) নন্দলাল বসুকে

(খ) রামকিঙ্কর বেইজকে

(গ) গগনেন্দ্রনাথ ঠাকুরকে

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুরকে।

১.১৬ জমিদার সভা স্থাপিত হয়-

(ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩৭ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৩৯ খ্রিস্টাব্দে।

১.১৭ ভারতে সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে-

(ক) ইংরেজরা

(খ) ফরাসিরা

(গ) ওলন্দাজরা

(ঘ) পর্তুগীজরা।

১১৮ ‘বিদ্যাবণিক বলা হয় –

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

(খ) গঙ্গাকিশাের ভট্টাচার্যকে

(গ) উইলিয়াম কেরিকে

(ঘ) উপেন্দ্রকিশাের রায়চৌধুরীকে।

১.১৯ প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়

(ক) গােলকচন্দ্রকে

(খ) শিবচন্দ্র নন্দীকে

(গ) মহেন্দ্রলাল সরকারকে

(ঘ) শিশিরকুমার মিত্রকে।

১.২০ পদাধিকার বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য হন-

(ক) ভারতের রাষ্ট্রপতি

(খ) ভারতের প্রধানমন্ত্রী

(গ) পশ্চিমবঙ্গের রাজ্যপাল

(ঘ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বিভাগ-‘খ’

২। যে কোনাে যােলােটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অনন্ত একটি প্রশ্নের উত্তর দাও) : ১৬X১=১৬

উপবিভাগ :২.১ একটি বাক্যে উত্তর দাও :

(২.১.১) সত্তর বৎসর কার আত্মজীবনী।– বিপিনচন্দ্র পালের আত্মজীবনী

(২.১.২) ‘গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা কোথা থেকে প্রকাশিত হত?- বাংলার কুষ্ঠিয়া জেলা থেকে

(২.১.৩) ব্রহ্মানন্দ’ কার উপাধি ছিল? - ব্রহ্মানন্দ উপাধি হল কেশবচন্দ্র সেনের

(২.১.৪) “হিন্দুমেলার অপর নাম কী?- মিত্রমেলা

উপবিভাগ :২.২ ঠিক বা ভুল নির্ণয় করাে :

(২.২.১) মেধা পাটকর “নর্মদা বাঁচাও” আন্দোলনের বিরােধী ছিলেন? - মিথ্যা

(২.২.২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। -সত্য

(২.২.৩) আরবি ভাষায় ‘ফরাজি’ শব্দের অর্থ হল “ইসলামের নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য- সত্য

(২.২.৪) ঐতিহাসিক আর জি প্রধান ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন স্বামী বিবেকানন্দকে।-সত্য

উপবিভাগ : ২.৩ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

(২.৩.১) যত মত তত পথ

৪(ক) গগনেন্দ্রনাথ ঠাকুর

(২.৩.২) দাদাসাহেব ফালকে

১(খ) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস

(২.৩.৩) “আনন্দমঠ’

২(গ) চলচ্চিত্র

(২.৩.৪) ব্যঙ্গ চিত্র

৩(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উপবিভাগ :২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করাে :

(২.৪.১) যেখানে ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত।

(২.৪.২) মুণ্ডা বিদ্রোহের এলাকা।

(২.৪.৩) ১৮৫৭-র বিদ্রোহের কেন্দ্র বারাকপুর।

(২.৪.৪) শ্রীরামপুর।

উপবিভাগ : ২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করাে ।

(২.৫.১) বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আইন পাশ করে।

ব্যাখ্যা ১: এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমান-খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।

ব্যাখ্যা ২: এই আইনের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক সামাজিক সংস্কৃতিক উন্নতি সাধন করা।

ব্যাখ্যা ৩: এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবাবিবাহ আইন সিদ্ধ করা। (২.৫.২) বিবৃতি: বাংলায় ওয়াহাবি আন্দোলন ছিল ধর্ম সংস্কার আন্দোলন।

ব্যাখ্যা ১: ইসলাম ধর্মের সংস্কার করাই ছিল এই আন্দোলনের উদ্দেশ্য।

ব্যাখ্যা ২: এই আন্দোলন ছিল হিন্দুধর্ম বিরােধী।

ব্যাখ্যা ৩: আন্দোলনের নেতারা অ-মুসলিমদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত করতে চেয়েছিল।

(২.৫.৩) বিবৃতি: অবনীন্দ্রনাথের অমর সৃষ্টি হল ‘ভারতমাতা’।

ব্যাখ্যা ১: এটি একটি সাদা-কালাে ছবি।

ব্যাখ্যা ২: স্বদেশি যুগে স্বদেশপ্রীতি জাগানাের মতাে।

ব্যাখ্যা ৩: তাঁর শ্রেষ্ঠ জল রং ছবি।

(২.৫.৪) বিবৃতি :১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।

ব্যাখ্যা ১: বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।

ব্যাখ্যা ২: কারিগরি শিক্ষার উন্নতির জন্য।

ব্যাখ্যা ৩: জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

বিভাগ-‘গ’

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনাে ১১টি) : ১১x২=২২

৩.১ স্থানীয় ইতিহাসের গুরুত্ব কী?

৩.২ আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ইন্টারনেটের দু’টি সুবিধা এবং দু’টি অসুবিধা লেখাে।

৩.৩ ‘হুতােম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন কলকাতার বাবু সমাজের কী চিত্র পাওয়া যায়?

৩.৪ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড় হেয়ার তিনটি গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করাে।

৩.৫ নব্যবঙ্গ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল?

৩.৬ ‘নব্যবেদান্তবাদ’ কী?

৩.৭ বিদ্রোহ এবং বিপ্লবের মধ্যে মূল পার্থক্য কী?

৩.৮ মুণ্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?

৩.৯ কত খ্রিস্টাব্দে, কোন আইন দ্বারা ভারতে ইংরেজ ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

৩.১০ ভারত সভার দু’টি উদ্দেশ্য লেখাে।

৩.১১ ‘সভা-সমিতির যুগ কোন সময়কালকে বলা হয়?

৩.১২ “বর্তমান ভারত” গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এই গ্রন্থে স্বামীজী কাদের জাগরণের কথা বলেছেন?

৩.১৩ চার্লস উইলকিনস্ বিখ্যাত কেন?

৩.১৪ শ্রীরামপুর ত্রয়ী কারা?

৩.১৫ কলকাতা বিশ্ববিদ্যালয়কে জাতীয় নেতৃবৃন্দ কেন ‘ গােলদিঘির গােলমখান’ বলে ব্যঙ্গ করেছিলেন?

৩.১৬ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে দু’টি সম্পর্ক লেখাে।

বিভাগ-‘ঘ’

৪। সাতটি বা আটটি বাক্যে যে কোনাে ছটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত্য১ টি করে প্রশ্নের উত্তর দিতে হবে) ৬x৪=২৪

উপবিভাগ-ঘ.১

৪.১ টীকা লেখাে : প্রাচ্য-পাশ্চাত্য বিতর্ক বা দ্বন্দ্ব।

৪.২ নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখাে।

উপবিভাগ-ঘ.২

৪.৩ উনিশ শতকে বাংলায় কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণগুলি আলােচনা করাে।

৪.৪ নীল বিদ্রোহে বাংলার বুদ্ধিজীবীদের ভূমিকা আলােচনা করাে।

উপবিভাগ-ঘ.৩

৪.৫ টীকা লেখাে : ইলবার্ট বিল বিতর্ক।

৪.৬ রবীন্দ্রনাথ ঠাকুর ‘গােরা' উপন্যাসের মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়ে ছিল তা লেখাে। উপবিভাগ-ঘ.৪

৪.৭ বাংলায় মুদ্রণ শিল্প বিকাশে গঙ্গাকিশাের ভট্টাচার্যের অবদান আলােচনা করাে।

৪.৮ আধুনিক বিজ্ঞান চর্চার প্রসারে ‘বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখাে।

বিভাগ-“ঙ’

৫ পনেরাে বা যােলােটি বাক্যে যে কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৮x১=৮

 

৫১ সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখাে।

৫.২ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলােচনা করাে।

৫.৩ বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও।

You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here


You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here

Click Here to get Life science ABTA Solution page no-44

Click Here to get Life science ABTA Solution page no-84

Click Here to get Life science ABTA Solution page no-112

Click Here to get Life science ABTA Solution page no-138


You Can Also Get Class 10 All History ABTA Answers Here

 Click Here to get History ABTA Solution page no-52

 Click Here to get History ABTA Solution page no-87

 Click Here to get History ABTA Solution page no-115

 Click Here to get History ABTA Solution page no-141

 Click Here to get Histroy ABTA Solution page no-163

 Click Here to get History  ABTA Solution page no-185

 Click Here to get History  ABTA Solution page no-206

 Click Here to get History ABTA Solution page no-228

Click Here to get History ABTA Solution page no-249



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top