ABTA MADHYAMIK TEST PAPER LIFE SCIENCE PAGE NO-84 2021-2022// Madhyamik Life Science Final Suggestion with answers
Life Science
বিভাগ-‘ক’
1. সঠিক উত্তর নির্বাচন করাে : 1x15=15
1.1 ‘নিদ্রা চলন দেখা যায়-
(a)
সন্ধ্যামালতীর পাতায়
(b) তেঁতুল গাছের পাতায়
(c)
আমগাছের পাতায়
(d)
কচু গাছের পাতায়।
1.2 ‘দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি
হল-
(a)
থ্যালামাস
(b)
লঘু মস্তিষ্ক
(c) হাইপােথ্যালামাস
(d)
সুষুম্মাশীৰ্ষক।
1.3 নিম্নলিখিত জোড়গুলির মধ্যে কোনটি
ক্যাটেকোলামাইন-
(a)
ADH ও STH
(b)
ইনসুলিন-অ্যাড্রিনালিন
(c) অ্যাড্রিনালিন-নর অ্যাড্রিনালিন
(d)
FSH ও LH।
1.4 কোন বক্তব্যটি সঠিক নয়-
(a)
হাইপােথ্যালামাস রিলেস্টেশন হিসেবে কাজ করে।
(b) থ্যালামাস রিলেসেন্টার হিসেবে কাজ
করে।
(c)
প্রতিবর্ত চাপের অন্তবর্তী স্নায়ুটি সংজ্ঞাবহ
(d)
পনস পশ্চাদ মস্তিষ্কের অংশ।
1.5 অ্যান্টিকিটোজেনিক হরমােন বলা হয়-
(a)
থাইরক্সিনকে
(b) ইনসুলিনকে
(c)
গ্লকাগনকে
(d)
অ্যাড্রিনালিনকে।
1.6 মানুষের ক্রোমােজোমে টেলােমিয়ারের বেস মজ্জাটি হল-
(a) TTAGGG
(b)
AATGGG
(c)
TATAAT
(d)
ATCGAT
1.7 সংযুক্তি পদ্ধতিতে জনন ঘটে এমন
উদ্ভিদ হল-
(a) স্পাইরােগাইরা
(b)
মস
(c)
অ্যাগারিকাস
(d)
ফার্ন।
1.8 সপুষ্পক উদ্ভিদের ভ্রূনস্থলীতে কোশের
বিন্যাস প্রকৃতি হল-
(a)
2+3+2
(b) 3+1+3
(c)
3+2+2
(d)
3+3+1
1.9 তুমি মাইটোসিস কোলবিভাজনের একটি
দশায় দেখলে যে ক্রোমােজোমগুলিকে ।, J, V, U ও L এর মতাে দেখতে দশাটি হল-
(a)
প্রফেজ
(b)
মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d)
টেলােফেজ।
1.10 কোনাে একটি DNA খণ্ডে A (অ্যাডিনিন)
যদি 30% হয় তাহলে G, C ও T এর শতকরা মান হয় যথাক্রমে-
(a)
20%, 20%, 20%
(b)
30°e. 30%, 30%
(c) 20%, 20%, 30%
(d)
30%, 20%, 20%
1.11 Sony শব্দের প্রবক্ত হলেন –
(a)
মেন্ডেল
(b)
বেটিসন
(c) জোহানসেন
(d)
মরগ্যান।
1.12 একজন মহিলা বর্ণান্ধ হলে কোনটি
সঠিক তা নির্ণয় করাে –
(a)
মহিলার মাতা বর্ণান্ধ
(b)
মহিলার পিতা বর্ণান্ধ
(c)
মহিলার মাতা বর্ণান্ধ পিতা স্বাভাবিক
(d) মহিলার মাতা ও পিতা উভয়েই বর্ণান্ধ।
1.13 কোন রােগটিকে রয়্যাল ডিজিজ বলা
হয়-
(a)
থ্যালাসেমিয়া
(b)
বর্ণান্ধতাকে
(c) হিমােফিলিয়াকে
(d)
ক্যান্সারকে।
1.14 AaBbCc জিনােটাইপ থেকে কয়প্রকার
গ্যামেট উৎপন্ন হতে পারে-
(a)
ছয়টি
(b)
চারটি
(c) আটটি
(d)
দশাট।
1.15 কোনটি ‘X' ক্রোমােজোমাল প্রচ্ছন্নধর্মী
রােগ নয়-
(a)
হিমােফিলিয়া
(b)
বর্ণান্ধতা
(c) থ্যালাসেমিয়া
(d)
ক্রিস্টমাস রােগ। - -
বিভাগ-‘খ
2. নীচের ২৬টি প্রশ্ন থেকে যে কোনাে
২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখাে: 1x21=21
নিচের বাক্যগুলি তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান গুলি পূরণ করা (যেকোনো পাঁচটি)
2.1
সাইনােভিয়াল গহ্বর অঞ্চলটিতে সাইনোভিয়াল তরল পদার্থ পূর্ণ থাকে।
2.2
মা বর্ণান্ধ হলে পুত্র বর্ণান্ধ হবে।
2.3
DNA প্রতিলিপিকরণ সম্পন্ন হয় কোশচক্রের S দশায়।
2.4
মানব বিকাশের শৈশব ও পরিণত দশার মধ্যবর্তী সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে।
2.5
লিঙ্গ নির্ধারণে সাহায্য করে Y
ক্রোমােজোম।
2.6
এক সংকর জননের টেস্ট ক্রশের অনুপাত হয় 1:1 ।
নীচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা
নিরূপণ কর (যে কোন পাঁচটি) : 1x5=5
2.7
মানুষের একনেত্র দৃষ্টি দেখা যায়।(মিথ্যা)
2.8
ফ্ল্যাজেলা হল প্যারামিসিয়ামের গমন অঙ্গ। (মিথ্যা)
2.9
অ্যামাইটোসিসে বেম তন্তু গঠিত হয়। (মিথ্যা)
2.10
গর্ভযন্ত্র ডিম্বানু ও সহকারী কোষ নিয়ে গঠিত। (সত্য)
2.11
আধুনিক জিনতত্ত্বের জনক হলেন মেন্ডেল। (মিথ্যা)
2.12
পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা হল একটি।(মিথ্যা)
A-স্তম্ভে দেওয়া শব্দের সাথে B-স্তম্ভে
দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ
সঠিক জোড়াটি পুনরায় লেখাে (যে কোন পাঁচটি) : 1x5=5
A স্তম্ভ |
B স্তম্ভ |
(2.13)
22A+Y |
(c)
শুক্রানুর ক্যারিওটাইপ |
(2.14)
2, 4-D |
(f)
আগাছানাশক |
(2.15)
3F. Hormone |
(e)
অ্যাড্রিনালিন |
(2.16)
Dryopteris |
(d)
ইনসুলিন |
(2.17)
Daltonism |
(a)
জনুক্রম |
(2.18)
Ribose |
(b)
পেন্টোজ শর্করা |
|
(g)
বর্ণান্ধতা |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোন ছটি) : 1x6=6
2.19
বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখাে : ACTH, GTH, ADH, TSH৷
2.20
B.M.R বৃদ্ধিতে কোন হরমােন সাহায্য করে?- থাইরক্সিন
2.21
অনুবিস্তারণের একটি তাৎপর্য লেখাে।– উন্নতমানের
বীগ উৎপাদন করা
2.22
কোন বিজ্ঞানী ক্রোমােজোম শণাক্তকরণ করেন? -
2.23 নীচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
একসংকর জনন : পৃথকীভবনের সূত্র :: দ্বিসংকর
জনন: স্বাধীন বিন্যাসের সূত্র।
2.24
B থ্যালাসেমিয়ার কারণ লেখাে। -11 নং ক্রোমোজোমে
অবস্থিত একটি বা দুটি β Globigene এর
ক্ষয়ের ফলে সৃষ্টি হয়।
2.25
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করাে
এবং লেখাে - অডিটরি নার্ভ,ভেগাস নার্ভ, করােটি নার্ভ, অপটিক নার্ভ।– করোটি নার্ভ
2.26
পায়রার কোন পালক র্যাডার রূপে, কাজ করে?- পুচ্ছ
পালক
বিভাগ-‘গ’
3.
নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোন ১২ টি প্রশ্নের উত্তর দু-তিনটি বাক্যে লেখাে : 2x12=24
3.1
ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখাে।
3.2
ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের জন্য কোন হরমােনগুলি দায়ী?
3.3
প্রতিবর্ত চাপের অংশগুলির নাম লেখাে।
3.4
নিজল দানা কোথায় থাকে? এর কাজ কি?
3.5
উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস না ঘটলে কি হবে?
3.6
সিস্টার ক্রোমাটিড ও নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পার্থক্য লেখাে।
3.7
প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখাে।
3.৪
নন হিস্টোন প্রােটিন কেন আম্লিক হয়?
3.9
ফ্লেকসন ও এক্সটেনশন উদাহরণ সহ পার্থক্য লেখাে।
3.10
একটি উদ্ভিদের দেহকোশে কোমােজোম সংখ্যা হল ২০। তাহলে ঐ উদ্ভিদের রেণুতে, শস্যে, পাতায়
ও ডিম্বানুতে ক্রোমােজোম সংখ্যা কি হবে?
3.11
নন জেনেটিক RNA গুলির নাম ও কাজ লেখাে।
3.12
'Triple fusion বলিতে কি বােঝ?
3.13
স্বপরাগযােগ ও ইতর পরাগযােগের একটি করে সুবিধা ও অসুবিধা লেখাে।
3.14
Terminal Meiosis কাকে বলে? ইহা কোথায় ঘটে?
3.15
'ব্যাকক্রশ মাত্রই টেস্ট ক্রশ নয়’ – ব্যাখ্যা করাে।
3.16
কোশচক্রের চেক পয়েন্টের দুটি গুরুত্ব লেখাে।
3.17
‘ফিনােটাইপ জিনােটাইপের ওপর নির্ভরশীল’ – ব্যাখ্যা করাে।
বিভাগ-‘ঘ’
4.
নীচের ছয়টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখাে : 5x6=30
4.1
একটি আদর্শ নিউরােনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে
–
(a)
মায়ােলিন আবরণী
(b)
অ্যাক্সন হিলক
(c)
প্রান্ত বুরুশ
(d)
ডেনড্রাইট।
অথবা,
প্রাণী মাইটোসিস কোশবিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি
চিহ্নিত করাে –
(a)
বেম তন্তু
(b)
ক্রোমােজোম
(c)
মেটাফেজ প্লেট
(d)
সেন্ট্রোজোম।
4.2
অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বিষয়ভিত্তিক পার্থক্য লেখাে।
(a)
জনিতৃ জীবের সংখ্যা।
(b)
অপত্য জীবের প্রকৃতি।
(c)
প্রকরণ সৃষ্টি।
(d)
পতঙ্গ পরাগী ও জল পরাগী উদ্ভিদের নাম লেখ।
অথবা,
জনুক্রম কাকে বলে? রেখাচিত্রের সাহায্যে ফার্নের জীবনচক্রে জনুক্রম বুঝিয়ে দাও।
4.3 নিউরােন, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর আন্তঃসম্পর্ক আলােচনা করাে। নিউ রােট্রান্সমিটার
এর কাজ কি? অথবা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লকাগণের ভূমিকা লেখাে। গমনে
চালিকাশক্তিগুলি সম্বন্ধে যা জান লেখাে।
4.4
ক্রোমােজোমের রাসায়নিক গঠন ছকের মাধ্যমে উপস্থাপন করাে। মাইটোসিস ও মিয়ােসিসের নিম্নলিখিত
বিষয়ভিত্তিক পার্থক্য লেখাে।
(a)
সংঘটনস্থল
(b)
ক্রোমােজোম
(c)
অপত্য কোষের সংখ্যা।
অথবা,
B-DNA এর গঠন লেখাে। DNA এর কাজ লেখাে।
4.5
সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়ার বর্ণনা দাও। অনুবিস্তারণ কি? অথবা,“প্রফেজ
ও টেলােফেজ পরস্পর বিপরীতধর্মী ঘটনা”-ব্যাখ্যা করাে। অটোজোম ও অ্যালােজোম কী?
4.6
মেন্ডেলের একসংকর জনন পরীক্ষাটির বর্ণনা দাও। ইহা থেকে প্রাপ্ত সিদ্ধান্তটি লেখাে।
অথবা, জেনেটিক কাউনসেলিং এর তিনটি গুরুত্ব মহিলাদের তুলনায় পুরুষরা কেন বেশি হিমােফিলিয়ায়
আক্রান্ত হয়?
You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here
You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here
Click Here to get Life science ABTA Solution page no-44
Click Here to get Life science ABTA Solution page no-84
Click Here to get Life science ABTA Solution page no-112
Click Here to get Life science ABTA Solution page no-138
You Can Also Get Class 10 All History ABTA Answers Here
Click Here to get History ABTA Solution page no-87
Click Here to get History ABTA Solution page no-115
Click Here to get History ABTA Solution page no-141
Click Here to get Histroy ABTA Solution page no-163
Click Here to get History ABTA Solution page no-185
Click Here to get History ABTA Solution page no-206
Click Here to get History ABTA Solution page no-228