ABTA MADHYAMIK TEST PAPER LIFE SCIENCE PAGE NO-138 2021-2022// Madhyamik Life Science Final Suggestion with answers

dream
0

 ABTA MADHYAMIK TEST PAPER LIFE SCIENCE PAGE NO-138 2021-2022// Madhyamik Life Science Final Suggestion with answers

ABTA MADHYAMIK TEST PAPER LIFE SCIENCE PAGE NO-138



বিভাগ-ক

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :             ১X১৫=১৫

1.1 আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমােনটি হল-

(a) 1PA

(b) 1BA

(c) 2,4D

(d) 1AA।

1.2 সম্পর্ক নির্ধারণ করাে : অমুকুলের বৃদ্ধি অক্সিন : পার্শ্বমুকুলের বৃদ্ধি: সাইটোকাইনিন

1.3 বিসদৃশ শব্দটি চিহ্নিত করাে

 দ্বিবিভাজন,

বহুবিভাজন,

উগ্যামি,

পুনরুৎপাদন।

1.4 মানুষের একটি অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রােগ হল –

(a) হিমােফিলিয়া

(b) থ্যালাসেমিয়া

(c) বর্ণান্ধতা

(d) রাতকানা।

1.5 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বের করাে :

হাঁচি,

কাশি,

খাদ্য গলাধঃকরণ,

সহজাত প্রতিবর্ত ক্রিয়া।

1.6 সত্য/মিথ্যা নিরুপণ করাে :

গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে তিনটি হাইড্রোজেন বন্ধনী থাকে। সত্য

1.7 নীচের ক্রশগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রশ?

(a) TTxTT

(b) TTxtt

(c) Ttxtt

(d) ttxtt

1.8 অ্যান্টিডায়াবেটিক হরমােন নামে কোনটি পরিচিত?

(a) থাইরক্সিন

(b) অ্যাড্রিনালিন

(c) ইনসুলিন

(d) টেস্টোস্টেরন।

1.9 তুমি একটি কোশ বিভাজনের সময় কোনাে বেমতন্তু তৈরি হতে দেখলে না, এই ধরনের কোশবিভাজনকে বলে-

(a) অ্যামাইটোসিস

(b) প্রথম মিয়ােটিক বিভাজন

(c) দ্বিতীয় মিয়ােটিক বিভাজন

d) মাইটোসিস।

1.10 সপুষ্পক উদ্ভিদের সস্য হল

(a) n

(b) 2n

(c) 3n

(d) 4n

1.11 কোন জোড়টি সঠিক নয়?

(a) জোড়কলম- আম

(b) রাঙা আলু- রসালাে মূল

(c) পাথরকুচি- খর্ব ধাবক

(d) চুপড়ি আলু- বুলবিল।

1.12 কিছু ফুল (যেমনসূর্যমুখী, পদ্ম) সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হল-

(a) ফোটোন্যাস্টি

(b) সিসমেন্যাস্টি

(c) কেমেন্যাস্টি

(d) থার্মোন্যাস্টি।

1.13 সপুষ্পর্ক উদ্ভিদের ডিম্বক নিষেকের পরে পরিণত হয়-

(a) জীণে  

(b) বীজে

(c) ফলত্বকে

(d) সস্যে।

1.14 কোন ক্রোমােজোম স্ত্রী ও পুরুষ উভয়ের দেহেই থাকে?

(a) XX

(b) XY

(c) X

(d) y।

1.15 একজন বর্ণান্ধ বাহক স্বাভাবিক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনটি সঠিক?

(a) সকল কন্যা বর্ণান্ধ

(b) সকল পুত্র বর্ণান্ধ

(c) সকল পুত্র স্বাভাবিক

(d) সকল কন্যা স্বাভাবিক হবে  

বিভাগ-‘খ’

2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখাে: ১x২১=২১

2.1 ডাবের জলে বা নারিকেলের তরল সস্যে      সাইটোকাইনিন     হরমােন পাওয়া যায়।

2.2 স্নায়ুকোষের সেন্ট্রোজোম      নিষ্ক্রিয়     অবস্থায় থাকে, তাই এটি বিভাজিত হয় না।

2.3 মটর গাছের ভিন্ন ভিন্ন    জিনোটাইপ    একই ফিনােটাইপ দেখাতে পারে।

2.4 হােলানড্রিক জিন অবস্থান করে      Y    ক্রোমােমােজোমে।

2.5 মাইটোসিস   কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে।

2.6 রেটিনার     পীত      বিন্দুতে সব থেকে ভালাে প্রতিবিম্ব গঠিত হয়।

নীচের বাক্যগুলির সত্য/মিথ্যা নিরূপণ করা (যে কোন ৫টি) : ১x৫=৫

2.7 অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরােদগমে সাহায্য করে। - মিথ্যা

2.8 সুষুম্নাকাণ্ডের গহ্বরকে নিউরােসিল বলে। - সত্য

2.9 সিলিয়া হল প্যারামেশিয়ামের গমন অঙ্গ। - সত্য

2.10 মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমােজোম সংখ্যা 23টি।– সত্য

2.11 মেন্ডেল এক সংকর জমন থেকে পৃথকীকরণ সূত্র রচনা করেন। - সত্য

2.12 সমসংস্থ ক্রোমােজোমের সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়।- মিথ্যা

A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখাে (যে কোনাে ৫টি) : ১x৫=৫

A স্তম্ভ

B-স্তম্ভ

(২.১৩) যৌন জননের একক

(ঙ) গ্যামেট

(২.১৪) সাইটোকাইনেসিস

(চ) কোশ পাত গঠন।

(২.১৫) অসম্পূর্ণ প্রকটতা

(ক) সন্ধ্যা মালতী

(২.১৬) বংশগতির প্রথম সূত্র

(খ) পৃথকীভবনের সূত্র

(২.১৭) অটোজোমবাহিত রােগ

(গ) থ্যালাসেমিয়া

(২.১৮) DNA

(ঘ) দ্বিতন্ত্রী

 

(ছ) রেণু

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনাে ৬টি) ১X৬=৬

2.19 সম্পূর্ণ নাম লেখাে - ADH – Anti- di uretic Hormone

2.20 সম্পর্ক নির্ধারণ করাে – গােরু : একনেত্র দৃষ্টি ::মানুষ : দ্বিনেত্র দৃষ্টি।

2.21 RNA-এর পিরিমিডিন বেসগুলি কী কী? – গুয়ানিন, সাইটোসিন,আডোনিন ও ইউরাসিল 

2.22 মেন্ডেলের : ২য় সূত্রটি কী নামে পরিচিত?- স্বাধীন বিন্যাসের সূত্র

2.23 বিসদৃশ শব্দটি চিহ্নিত করাে : হিমােফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, মায়ােপিয়া।

2.24 যে প্রক্রিয়ায় রানি মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয়, তাকে কী বলে?- পার্থেনোজেনেসিস

2.25 ইন্টারফেজের যে কোনাে দুটি দশার নাম লেখাে৷- G1,S,G2

2.26 ইস্ট্রোজেন কোন অংশ থেকে ক্ষরিত হয়।– ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল

বিভাগ-‘গ’

3. নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনাে ১২ টি প্রশ্নের উত্তর দুই-তিন বাক্যে লেখাে। ২x১২

3.1 নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতি ক্রিয়া তা তালিকাভুক্ত করাে

(a) সদ্যোজাতের স্তন্যপানের ইচ্ছা

(b) সাইকে চালানাে

(c) হাঁচি

(d) উইকেট কিপারের বল ধরা।

3.2 পীতবিন্দু কাকে বলে? এর কাণ্ড কী?

3.3 দ্বিসংকর জনন পরীক্ষায় F, জমুতে উৎপন্ন সংকর উদ্ভিদ Y R থেকে সঙ্গ সম্ভাব্য গ্যামেটগুলি কী কী হতে পারে?

3.4 দুটি বংশগত রােগের নাম লেখাে যা সেন ক্রোমােজোম বাহিত।

3.5 কোশচক্রের S-দশার গুরুত্ব লেখাে।

3.6 অঙ্গজ জনরে সুবিধা ও অসুবিধা লেখাে।

3.7 কোন কোন বাহক প্রদত্ত উদ্ভিদগুলিতে পরাগযােগ সম্পন্ন করে -

(a) ধান

(b) পাতাঝাঁঝি

(c) শিমূল

(d) আম।

3.8 থ্যালাসেমিয়া কয় প্রকার ও কী কী?

3.9 ফিনােটাইপ ও জিনােটাইপের মধ্যে পার্থক্য কী?

3.10 ব্যাক ক্র কী?

3.11 একটি প্রাণীকোষের বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কী ঘটবে?

3.12 দ্বিনিষেক কাকে বলে?

3.13 টীকা লেখাে- খণ্ডীভবন।

3.14 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F, জনুতে ফিনােটাইপ ও জিনােটাইপের অনুপাত কী হবে?

3.15 DNA ও RNA-এর গঠনগত ও কার্যগত পার্থক্য লেখাে।

3.16 সহপ্রকটতা কাকে বলে? উদাহরণ দাও।

3.17 স্ত্রীলােককে হােমােগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?

বিভাগ-‘ঘ’

4. নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখাে : ৫x৬=৩০

4.1 মানবদেহের একটি আদর্শ নিউরােনের বিজ্ঞানসম্মত রেখাচিত্র আঁকো এবং নীড়ে

অংশগুলি চিহ্নিত করাে।

(a) রানভিয়ারের পর্ব

(b) অ্যাক্সন

(c) স্বােয়ান কোষ

(d) নিউক্লিয়াস

(e) প্রান্তকুরুশ

(f) ডেনড্রন

(g) মায়ােলিন আবরনী।

অথবা, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে গ্রাহক অঙ্গ, কারক অঙ্গ, বেদ নিউরােন ও চেষ্টীয় নিউরােনের চিহ্নিত করাে এবং তিরচিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপথ নির্দেশ করাে।

4.2 চলন ও গমনের পার্থক্য লেখাে মাছের গনে বিভিন্ন পাখনার ভূমিকা লেখাে। অথবা, অ্যামিবার গমনের সংক্ষিপ্ত বিবরণ দাও। চলন ছাড়া গমন সম্ভব নয় কেন? তা ব্যাখ্যা করাে।

4.3 সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমােজোমের প্রকারভেদগুলি বর্ণনা করাে। মিয়ােসিস কোষ বিভাজনের ফলে কিভাবে প্রজাতির সংখ্যা ধ্রুবক থাকে? অথবা, “মিয়ােসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক”- তুমি কিভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে। কোশ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হবে?

4.4 বিশুদ্ধ কালাে

(BB) এবং বিশুদ্ধ সাদা

(bb) গিনিপিগের এক সংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। হােমােজাইগাস ও হেটেরােজাইগাসের দুটি পার্থক্য লেখাে। অথবা গিনিপিগের দ্বিসংকর জনন চেকার বাের্ডের সাহায্যে উল্লেখ করে সূত্রটি উল্লেখ করাে।

4.5 থ্যালাসেমিয়া রােগে মানবদেহের কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? জেনেটিক কাউন্সেলিং-এর গুরুত্ব লেখাে। অথবা, হিমােফিলিয়া রােগের দুটি জিনগত কারণ লেখাে। একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমােফিলিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ক্ষেত্রে যে ফল প্রকাশ পাবে তা চেকার বাের্ড বা ছকের সাহায্যে দেখাও।

4.6 টীকা লেখাে : বুলবিল ও অস্থানিক মুকুল অথবা, অযৌন ও যৌন জননের পার্থক্য লেখাে। উদাহরণসহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখাে।

You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here


You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here

Click Here to get Life science ABTA Solution page no-44

Click Here to get Life science ABTA Solution page no-84

Click Here to get Life science ABTA Solution page no-112

Click Here to get Life science ABTA Solution page no-138


You Can Also Get Class 10 All History ABTA Answers Here

 Click Here to get History ABTA Solution page no-52

 Click Here to get History ABTA Solution page no-87

 Click Here to get History ABTA Solution page no-115

 Click Here to get History ABTA Solution page no-141

 Click Here to get Histroy ABTA Solution page no-163

 Click Here to get History  ABTA Solution page no-185

 Click Here to get History  ABTA Solution page no-206

 Click Here to get History ABTA Solution page no-228

Click Here to get History ABTA Solution page no-249


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top