ABTA MADHYAMIK TEST PAPER GEOGRAPHY PAGE NO-121 2021-2022// Madhyamik Geography Final Suggestion with answers
ABTA MADHYAMIK TEST PAPER GEOGRAPHY PAGE NO-121 |
বিভাগ-‘ক’
১. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে
:
১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক
শক্তি ভূ-পৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ভূঘটায় তাকে বলে-
(ক) বৰ্হিজাত প্রক্রিয়া
(খ)
অন্তর্জাত প্রক্রিয়া
(গ)
গিরিজনি আলােড়ন
(ঘ)
মহিভাবক আলােড়ন।
১.২ ক্যানিয়ন I আকৃতি হওয়ার প্রধান
কারণ হল –
(ক) নদীর নিম্নক্ষয়
(খ)
ভূমির খাড়া ঢাল
(গ)
বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল
(ঘ)
নদীর পার্শ্বক্ষয়।
১.৩ বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকণ্ঠ
একটি –
(ক)
এরিটি
(খ) পিরামিড চূড়া
(গ)
সার্ক
(ঘ)
ঝুলন্ত উপত্যকা।
১.৪ তরবারির ন্যায় বালির শৈলশিরাকে
বলে-
(ক)
বাখান
(খ)
অ্যাকলে
(গ) সিফ্
(ঘ)
প্রিয়ান।
১.৫ নীলনদের ব-দ্বীপটির আকৃতি-
(ক) ধনুকাকৃতি
(খ)
খাঁড়ীয়
(গ)
করাতের দাঁতের মতাে
(ঘ)
কোনােটিই নয়।
১.৬ ট্রান্স বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ
শৃঙ্গটি হল –
(ক)
সান্দাকফু
(খ)
লিওপারগেল
(গ)
হিমরেখা
(ঘ) গড উইন অস্টিন।
১.৭ ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী
সীমান্তরেখা হল।
(ক)
র্যাডক্লিফ লাইন
(খ)
ম্যাকমােহন লাইন
(গ)
LOC
(ঘ) ডুরান্ড লাইন।
১.৮ লােকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত
তা হল –
(ক)
ওড়িশা
(খ)
রাজস্থান
(গ)
তামিলনাড়ু
(ঘ) মণিপুর।
১.৯ ভারতে, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত
অঞ্চলটি হল –
(ক)
চণ্ডীগড়
(খ) লাক্ষাদ্বীপ
(গ)
পুদুচেরী
(ঘ)
দমন ও দিউ।
১.১০ পূর্ব হিমালয়ের একটি গিরিপথের
নাম –
(ক)
নাথুলা
(খ)
জোজিলা
(গ)
মানা
(ঘ) জেলেপলা।
১.১১ পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা
হয়-
(ক)
তাল
(খ)
ধান্দ
(গ) কয়াল
(ঘ)
প্লায়া।
১.১২ ধুয়াধর জলপ্রপাতটি অবস্থিত-
(ক) নর্মদা
(খ)
মহান
(গ)
তাপ্তি
(ঘ)
শােন নদীতে।
১.১৩ কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে-
(ক)
গ্রানাইট
(খ)
৯ টি
(গ) ব্যাসল্ট
(ঘ)
বেলেপাথর শিলা থেকে।
১.১৪ চন্দন গাছ জন্মায়–
(ক)
শুষ্ক পর্ণমে
(খ) আর্দ্র পর্ণমােচী
(গ)
সরলবর্গীয়
(ঘ) চিরহরিৎ অরণ্যে।
বিভাগ-‘খ’
২.১
নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু এবং অশুদ্ধ হলে ‘অ লেখে (যে কোনাে ছটি)১X৬=৬
২.১.১ নিউমুর দ্বীপটি
হলদি নদীর মােহনায় অবস্থিত।- অশুদ্ধ
২.১.২ দু’টি কেটলের মধ্যবর্তী
উঁচু অংশকে বলে নব। - শুদ্ধ
২.১.৩ আশ্বিনের ঝড় দেখা
যায় অক্টোবর-নভেম্বর মাসে। - শুদ্ধ
২.১২ বিহার ও ছত্তিশগড়
রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।- অশুদ্ধ
২.১.৫ দুর্গাপুর স্টিল
প্ল্যান্টের প্রয়ােজনীয় চুনাপাথর আসে রানীগঞ্জ থেকে। - অশুদ্ধ
২.১.৬ পেট্রোরসায়ন শিল্পকে
‘আধুনিক শিল্পদানব বলা হয়।- শুদ্ধ
২.১.৭ Namma Metro হায়দ্রাবাদে
দেখা যায়।- অশুদ্ধ
২.২
শূন্যস্থান পূরণ করাে (যে কোনাে ছটি) :
২.২.১
দু’টি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয়
জলবিভাজিকা ।
২.২.২
গ্রাবরেখায় গঠিত আঁকাবাঁকা সংকীর্ন উচ্চভূমিকে এসকার
বলে।
২.২.৩
হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় প্যাটার্ন
স্টার হ্রদ।
২.২.৪
আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশিখর
।
২.২.৫
কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলা হয় ।
২.২.৬
ভারতের সর্বনিম্ন সাক্ষরতা বিহার
রাজ্যে।
২.২.৭
পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্রটি হল কোলকাতার সল্টলেক ,
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও
(যে কোনাে ছটি) : ৬X১=৬
২.৩.১
শুষ্ক অঞ্চলের গিরিখাতগুলিকে কী বলে?- ক্যানিয়ন
২.৩.২
বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে? - ভ্যালিট্রেন
২.৩.৩
ভারতে কত বছর অন্তর জনগণনা হয়?- ১০ বছর
২.৩.৪
কোন্ সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে।– সোনালি চতুর্ভূজ
২.৩.৫
ভারতের একমাত্র উপকূলের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কী?- বিশাখাপত্তনম
২.৩.৬
শিকড় আলগা শিল্প কাকে বলে? - কার্পাস বয়ন
শিল্পকে
২.৩.৭
পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?- কোলকাতায়
বামদিক |
ডানদিক |
(২.৪.১)
লােকটাক |
(২)
মণিপুর |
(২.৪.২)
বিশাখাপত্তনম |
(১)
বন্দর শহর |
(২.৪.৩)
আঁধি |
(8)
রাজস্থান |
(২.৪.৪)
ইসরো |
(৩)
ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা |
বিভাগ-‘গ’
৩.নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2X৬=১২
৩.১
জলচক্র কাকে বলে? অথবা, ক্যানিয়ন কাকে বলে?
৩.২ যষ্ঠ খাতের সূত্রটি কী? অথবা, পর্যায়ন কাকে বলে?
৩.৩ জীবিকাসত্তা ভিত্তিক কৃষির সংজ্ঞা দাও। অথবা, ‘শিল্পে রুগ্নতা’ বলতে কী বােঝায়?
৩.৪ অনুসারী শিল্প’ বলতে কী বােঝ? অথবা, ধারণযােগ্য উন্নয়ন বলতে কী বােঝায়?
৩.৫ ‘সােনালী চতুর্ভুজ’ কাকে বলে? অথবা, আউটসাের্সিং কী?
৩.৬
‘সবুজ বিপ্লব’ কী? অথবা, অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে?
বিভাগ-‘ঘ’
৪.
নীচেরগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ৩x৪=১২
৪.১
লােয়েস সমভূমি কী? অথবা, ইয়াদাঙ ও জিউগেনের মধ্যে পার্থক্য কী?
৪.২
জলপ্রপাতের পশ্চাৎ অপসরণ হয় কেন? অথবা, মহাদেশীয় হিমবাহ ও পার্বত্য হিমবাহের পার্থক্যগুলি
লেখাে।
৪.৩
পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে তিনটি বৈশিষ্ট্যমূলক পার্থক্য লেখাে। অথবা, সামাজিক
বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে তিনটি পার্থক্য লেখাে।
৪.৪
বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর অগ্রগতির তিনটি কারণ লেখাে। অথবা, রাজস্থানে মরু সম্প্রসারণ
প্রতিরােধের উপায়গুলি লেখাে।
বিভাগ-‘ঙ’
৫.১
যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও : ৫X২=১০
৫.১.১
বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সচিত্র ব্যাখ্যা করাে।
৫.১.২
হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র ব্যাখ্যা করাে। ৫.১.৩
ব-দ্বীপ গঠনের পাঁচটি অনুকূল ভৌগােলিক পরিবেশ বর্ণনা করাে।
৫.১.৪
নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত প্রধান তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও।
৫.২
যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও : ২x৫=১০
৫.২.১
ভারতের পশ্চিম হিমালয়ের ভূ-প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
৫.২.২
ভারতের জলবায়ুর উল্লেখযােগ্য পাঁচটি নিয়ন্ত্রক ব্যাখ্যা করাে।
৫.২.৩
মৃত্তিকা সংরক্ষণ ও অরণ্য সংরক্ষণের দু’টি করে পদ্ধতি ব্যাখ্যা করাে।
৫.২.৪ পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্পের একদেশীভবনের কারণগুলি ব্যাখ্যা করাে।
বিভাগ-‘চ’
৬.
প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ
চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১০×১=১০
৬.১
নীলগিরি পর্বত।
৬.২
মহানদী।
৬.৩
বছরে দু বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল।
৬.৪
পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল।
৬.৫
ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল।
৬.৬ ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র।
৬.৭
ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল।
৬.৮
ভারতের হাইটেক বন্দর।
৬.৯
পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমান বন্দর।
৬.১০
ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র।
You Can Also Get Class 10 All Geography ABTA Answers Here
You Can Also Get Class 10 All Life Science ABTA Answers Here
Click Here to get Life science ABTA Solution page no-44
Click Here to get Life science ABTA Solution page no-84
Click Here to get Life science ABTA Solution page no-112
Click Here to get Life science ABTA Solution page no-138
You Can Also Get Class 10 All History ABTA Answers Here
Click Here to get History ABTA Solution page no-87
Click Here to get History ABTA Solution page no-115
Click Here to get History ABTA Solution page no-141
Click Here to get Histroy ABTA Solution page no-163
Click Here to get History ABTA Solution page no-185
Click Here to get History ABTA Solution page no-206