[January 2022 ] Class 5 All Subject Model Activity Task Answer With Pdf

dream
0

January 2022 Class 5 All Subject Model Activity Task Answer With Pdf


January 2022 Class 5 All Subject Model Activity Task


BENGALI

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

১.১ ‘গল্পবুড়াে কবিতায় গল্পবুড়াে এসেছেন-

(ক) শরৎকালে

(খ) শীতকালে

(গ) বর্ষাকালে

(ঘ) গ্রীষ্মকালে

১.২ ‘দেখবি যদি জলদি আয়।' ‘জলদি শব্দের অর্থ-

(ক) ভােরবেলায়

(খ) তাড়াতাড়ি

(গ) ছুটে

(ঘ) ঘুম থেকে উঠে

১.৩ ‘প্রখর প্রত্যুষে। প্রখর শব্দের অর্থ –

(ক) কনকনে

(খ) অসহ্য

(গ) তীব্র

(ঘ) আরামদায়ক

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

২.১ গল্পবুড়াের তল্পিটি কোথায় রয়েছে ?

২.২ গল্পবুড়াের ঝােলায় কোন্ পাহাড়ের গল্প আছে ?

২.৩ ‘এই থলেতে বন্দিনি। —থলেতে কে ‘বন্দিনি অবস্থায় আছে ?

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ গল্পবুড়ে দিনের কোন সময়ে গল্প শােনাতে আসেন ?

৩.২ গল্পবুড়াের মুখে ব্যথা হয়েছে কেন?

৩.৩ ‘বলব নাকো রূপকথা। —গল্পবুড়াে কাদের রূপকথা শােনাবে না ?

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :

গল্পবুড়াের ঝােলায় কী কী ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলােচনা করাে।


ENGLISH

Activity-1

Fill in the table appropriately:

Masculine Gender

Feminine Gender

Ox

 

 

Queen

Man

 

Activity-2

Change the Singular numbers to Plural numbers of the following words:

a) baby :

b) mosquito :

c) dog :

Activity-3

Identify the subject and the predicate of the following sentences and write them in table given below:

(i) Her hair was grey.

(ii) She went near the teacher and touched his feet.

(iii) This coin is worth much more than those thousands.

Subject

Predicate

 

 

 

 

 

 

Activity-4

Suppose you have seen a magic show. Write three sentences about the show.

Students will write answers to these activity tasks in subject-specific exercise books at home, and submit the exercise books to respective subject teachers after schools reopen. Under no circumstance, students will go out of home.

 

HEALTH AND PHYSCAL

[ অনুকরণ জাতীয় খেলাকৃষিকাজ ]

১. শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে :

(ক)                      বাঙালির প্রিয় চাল থেকে হয় ভাত

                          চাষ করে খাটে জানি দিন রাত।

(খ) শুকনাে যে আছে                 চাষিরা তাে নেমে পড়ে

                ব্যবহারে মাটি উর্বর করে।

(গ) সারাদিন কত কাজ নেই তার ঘুম                  এই বুঝি শুরু হয়

                          মরশুম।

(ঘ) ওইতাে                     নামে টাপুর টুপুর টুপ, চাষিরা কি তার ঘরে এখনও থাকবে

                       

(চ)                       বােনা হল শুরু মাঠখানা ঘুরে ঘুরে, বীজ                         কাজ সারা হল মাঠ জুড়ে।

বর্ষার বৃষ্টিতে মাটিখানা গেল                        জমি হল                       ? চাষি ভাই করে কী যে!

(ছ) মাটির হবে                     ধান রােপণের কাজ, বড়াে ব্যস্ততা তার নাওয়া                             নেই আজ।

(জ) ঝলমলে সােনা                     আকাশটা ঝলমল, সােনালি ধানের                      আজ বড়াে অঞ্চল।        (ঞ)                   এসেছে মাঠে খুশিতে আত্মহারা, আনন্দে মেতে ওঠে এই পাড়া ওই                  

নেই

(ট) চাষিরা যে কত খুশিতে               ভরেছে মন  দুমুঠো জুটবে ভাত ভাবছে                 

শব্দঝুড়ি : ভাত, কৃষকেরা, চোখে, বর্ষার, বীজ, ছড়ানাের, গর্ভে, খাওয়া, রােদে, খেত, চাষিরা, পাড়া, খুশি, সারাক্ষণ, ধানকাটা, কৃষকের, উঠোনের,ঝাড়াইয়ের, ঝেড়ে, সােনা, মাঠ, লাঙলের, বৃষ্টি, চুপ, ভিজে, উর্বরা, চাষিরা, চাল, চাষি, এল, ধান, পরিশ্রম, ভাঙানাের।


 MATH

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক) ৩১৮ সংখ্যাটিতে-

(a) এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের ৩ গুণ

(b) শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে ৩ বেশি

(c) শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের ৮ গুণ

(d) এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে ৫ বেশি

(খ) ৫২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান

(a) ০

(b) ১০

(c) ১০০

(d) ১০০০

(গ) ১৩২ সংখ্যাটিকে কার্ড দিয়ে প্রকাশ করলে পাবাে-

(a) ২টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড

(b) ৩টে ১-এর কার্ড, ১টি ১০ কার্ড ২টি ১০০-এর কার্ড

(c) ৩টি ১০০-এর কার্ড, ২টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড

(d) ১টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড, ২টি ১-এর কার্ড

২. সত্য/মিথ্যা লেখাে :

(ক) ৩৯৯ সংখ্যাটির ১ বেশি সংখ্যাটি ৪ অঙ্কবিশিষ্ট।

(খ) ২৭ সংখ্যাটিকে, ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে ২ কম হবে।

(গ) ২-এর গুণিতক সর্বদা ৩ দ্বারা বিভাজ্য।

৩. স্তম্ভ মেলাও (যে কোনাে তিনটি) :



 


PORIBESH

১. ঠিক বাক্যের পাশে চিহ্ন CSCSC.PNG  আর ভুল বাক্যের পাশে ‘x'চিহ্ন দাও:

১.১ ত্বকে রােদ লাগলে ভিটামিন C তৈরি হয়।

১.২ নার্ভ, পেশি, শিরা ও ধমনিকে রক্ষা করে চামড়া।

১.৩ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে ৩০০টি হাড় থাকে।

২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

২.১ মেলানিন

ক) হাতের হাড়

২.২ হিউমেরাস

খ) লিগামেন্ট

২.৩ ফিমার

গ) ত্বক

 

ঘ) পায়ের হাড়

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তাদের নাম লেখাে।

৩.২ পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যেকোনাে দুটো কাজের উল্লেখ করাে।

৩.৩ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়ােজনীয়তা কী?

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

হাড়ের জোড় না থাকলে আমাদের কী কী অসুবিধা হত?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top