1857 সালের সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা কর।
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাধ্যমিক চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষন থেকে 1857 সালের সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা কর।|The Nature and Characteristics of the Revolt of 1857 সেই সম্পর্কে আলোচনা পাবে|দশম শ্রেনীর চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষন থেকে সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি পেয়ে যাবে|এছাড়াও তোমরা মাধ্যমিক চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক চতুর্থ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর মাধ্যমিক চতুর্থ অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক চতুর্থ অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|পেয়ে যাবে এগুলি তোমাদের যে পরিক্ষা শুরু হতে যাচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাসের 1857 সালের সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নটি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
1857 সালের সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা কর।
ভূমিকাঃ- 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ইতিহাসে সিপাহি বিদ্রোহ, মহাবিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত। বিভিন্ন ঐতিহাসিক এ ব্যাপারে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ যুক্তি সহকারে তুলে ধরার চেষ্টা করেছেন। সিপাহি বিদ্রোহের প্রকৃতি নিয়ে বিভিন্ন ঐতিহাসিকের মতামত বিশ্লেষণ করলে যে দৃষ্টিকোণগুলি সামনে আসে সেগুলি নীচে আলোচনা করা হল-
এই বিদ্রোহকে সিপাহি বিদ্রোহ বলার কারনঃ-
বেশকিছু ঐতিহাসিক ও চিন্তাশীল ব্যক্তিবর্গ মনে করেন যে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল নিছক সিপাহিদের বিদ্রোহ। রবার্টস, জন কে, জন সিলি এবং দাদাভাই নওরোজি, রাজনারায়ণ বসু, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ আহমেদ খান প্রমুখ এই মতের সমর্থক। ড. রমেশচন্দ্র মজুমদার ‘History of Freedom Movement in India” গ্রন্থে অনুরূপ মন্তব্য করেছেন। কিশোরী চাদ মিত্র বলেছেন “এই বিদ্রোহ ছিল একান্তভাবেই সিপাহিদের অভুখান। এতে গণ আন্দোলনের কোনো উপাদান ছিল না।”
তাদের মতে-
১)1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সিপাহিদের জন্য এবং সিপাহিদের দ্বারা সংঘটিত হয়েছিল।
২)দেশীয় রাজশক্তির অধিকাংশই হয় এই বিদ্রোহে নিরপেক্ষ ছিল নতুবা সিপাহিদের বিরুদ্ধাচরণ করেছিল।
3)শিক্ষিত ও সাধারণ মানুষ এই বিদ্রোহ থেকে দূরে ছিল। সুতরাং এই বিদ্রোহ ছিল সিপাহি বিদ্রোহ।
আরও পড়ুন......
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার কারনঃ
অনেকর মতে এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করা যুক্তি সঙ্গত নয়। ঐতিহাসিক হোমস ডাফ ম্যালেসন জে.বি নর্টন আউট্রাম এবং ডিসরেলি এই বিদ্রোহকে ‘জাতীয় বিদ্রোহ’ বলে অবিহিত করেছেন। সমাজতন্ত্রবাদের জনক কার্ল মার্কসও একে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন।
তাদের মতে,
১) এই বিদ্রোহ সিপাহিরা শুরু করলেও অচিরেই বিভিন্ন স্থানের অসামরিক ব্যক্তিবর্গ এতে যোগ দিয়েছিল।
২) বিদ্রোহীরা সিংহাসনচ্যুত শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট বলে ঘোষণা করে বিদ্রোহে ঝাপিয়ে পড়েছিল।
৩) সিপাহি বিদ্রোহে প্রায় সমগ্র ভারতবাসী ব্রিটিশ শোষণ থেকে ভারতকে মুক্ত করার জন্য যোগ দিয়েছিল। তাই একে জাতীয় বিদ্রোহ বলাই যুক্তিযুক্ত।
১৮৫৭ সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলার কারনঃ
বিনায়ক দামোদর সাভারকার তার ‘Indian War of Independence’ গ্রন্থে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন।
তার মতে,
(১) ইংরেজ কোম্পানির দীর্ঘকালের শোষণ ও শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহ ছিল ভারতবর্ষের বুকে জনগণের জ্বলন্ত প্রতিবাদ।
(২) বিদ্রোহীরা ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে চেয়েছিল।
(৩)১৮৫৭-সালের বিদ্রোহ সমগ্র ভারতে না হলেও এমনকি এর কোনো সুস্পষ্ট পরিকল্পনা ও উদ্দেশ্য না থাকলেও অধিকাংশ ভারতীয়ই মনেপ্রাণে ইংরেজদের বিতাড়ন চেয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক এক সঙ্গে লড়েছিল এবং দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট করেছিল।
(৪)ইংরেজ-বিরোধী এত ব্যাপক আন্দোলন ভারতে আর হয়নি। তাই গতানুগতিক বিচার না করে এই অভূখানকে ভারতের স্বাধীনতার সংগ্রাম বলাই যুক্তিযুক্ত।
আরও পড়ুন......
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
উপসংহারঃ- উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, ১৮৫৭ সালের বিদ্রোহকে সিপাহি বিদ্রোহ,সামন্ত বিদ্রোহ বা সনাতনপন্থীদের বিদ্রোহ বলে অভিহিত করা ঠিক হবে না। কেবল ধর্মীয় কারণ বা এনফিল্ড রাইফেলের টোটার জন্যই এই বিদ্রোহ সংঘটিত হয়নি। এই বিদ্রোহ হল মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত বিক্ষোভের বহিঃপ্রকাশ। বিদ্রোহে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল সাধারণ মানুষ। বাহাদুর শাহ,নানাসাহেব, লক্ষ্মীবাঈ প্রমুখ নেতৃবৃন্দকে তারা বিদ্রোহে যোগ দিতে বাধ্য করে। নানা ত্রুটি, নানা গোলযোগ, নানা বিদ্বেষ সত্ত্বেও এই বিদ্রোহের গণ-চরিত্রকে কখনই অস্বীকার করা যায় না বা একে স্বাধীনতা সংগ্রাম বললেও অত্যুক্তি হয় না। যাইহোক এই বিদ্রোহকে কোনো বিশেষ একটি মত দিয়ে বিশ্লেষণ করলে এর সঠিক চরিত্র বোঝা যাবে না,তাই কোনো একটি বিশেষ মত যেমন পুরোপুরি গ্রহণযোগ্য নয়, তেমনি আবার ভিত্তিহীনও নয়। প্রত্যেক মতামতের পেছনে কিছু না কিছু সত্য লুকিয়ে আছে।
FAQs
১) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে
উঃ- মঙ্গল পান্ডে
২) The Sepoy Mutiny and the Revolt of 1857- গ্রন্থটির লেখক কে?
উঃ- হলেন ড. রমেশচন্দ্র মজুমদার।
৩) এইটিন ফিফটি সেভেন গ্রন্থটি লেখক কে?
উঃ- সুরেন্দ্রনাথ সেন
৪) সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল
উঃ- 1857 খ্রিস্টাব্দের 29 শে মার্চ।
৫) উঃ- ব্যারাকপুর সেনানিবাসে কে কবে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন?
উঃ-মঙ্গল পান্ডে(1857 খ্রিস্টাব্দের 29 শে মার্চ)
৫) মিরাটে কবে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল?-
উঃ -১০ই মে ১৮৫৭ সালে
আরও পড়ুন......
File Details |
|
File Name/Book Name | 1857 সালের সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা কর। |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 144 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link | Click Here to Download PDF File |
To the point answer . Pora khub valo laglo
উত্তরমুছুনThank you for your complement.....
মুছুনThank you for your feedback..... Your Feedback is valuable for me to write more posts........
উত্তরমুছুনএটা খুবই উপকারী একটি উত্তর
উত্তরমুছুনধন্যবাদ ………এই ধরনের feedback আরও নতুন নতুন post লিখার ক্ষেত্রে প্রেরনা জুগায় …………
উত্তরমুছুন8/8
মুছুনসিপাহীরা কেন এই বিদ্রোহে পরাজিত হয়েছিল?
উত্তরমুছুনkhub valo laglo pore
উত্তরমুছুনসত্যি খুব ভাল উত্তর। এটা পরে অনেক তথ্য জানতে পারলাম
উত্তরমুছুনthanks
উত্তরমুছুনThanks
মুছুনThanks
মুছুনSir khob sundor
উত্তরমুছুনখুব ভাল উত্তর
উত্তরমুছুন2020 te madhyamic... Khub upokar holo Sir ...THANK YOU SIR .
উত্তরমুছুন8 marks hobe ata
উত্তরমুছুনঅবশ্যই হবে।
মুছুনআরেকটু উত্তরটা ভালো হওয়া দরকার
মুছুনRecent historian er Debate gulo dite parbena ektu please
উত্তরমুছুনNot best but good
উত্তরমুছুনclass 10 এর সমস্ত প্রশ্ন ও উত্তর তৈরীর কাজ সম্পূর্ন হয়ে গেছে তোমরা Category option-এ গিয়ে আটটি অধ্যায়ের ১,২ ,৪ ও ৮ নম্বরের সমস্ত প্রশ্ন ও উত্তর দেখে নিতে পারবে
উত্তরমুছুনCategory Option লিঙ্ক নিচে দেওয়া হল-
https://history4u3.blogspot.com/search/label/%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%AE%20%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%80%2FClass%20Ten
Sir ata kato mark ar jonno? 8 mark?
উত্তরমুছুনKhub sondur Tobe ar akta point...,
উত্তরমুছুনProtyekta point khub sundor bhasay lekha..., ❣
উত্তরমুছুনসিপাহী বিদ্রোহ কী ?
উত্তরমুছুন