নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্ব/ তাৎপর্য ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো / what were causes of Indigo cultivation in Bengal in 1859?
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দশম শ্রেনীর তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্ব/ তাৎপর্য ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো|(what were causes of Indigo cultivation in Bengal in 1859) 8 নম্বরের প্রশ্ন ও উত্তর With PDF Download| তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে দশম শ্রেনী তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে ইতিহাস ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর (Class 10 History 3rd Chapter 8 Marks Question Answers) মাধ্যমিক তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে নীল বিদ্রোহের কারন গুলি আলোচনা করা হয়েছে।|তোমরা এই অধ্যায়ের অর্থাৎ 'প্রতিরোধ ও বিদ্রোহ থেকে ১ নম্বরের প্রশ্ন ও উত্তর' |(Madhyamik History 3rd Chapter Suggestion,' প্রতিরোধ ও বিদ্রোহ থেকে ২ নম্বরের প্রশ্ন ও উত্তর'|'প্রতিরোধ ও বিদ্রোহ থেকে ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর' 'প্রতিরোধ ও বিদ্রোহ থেকে ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর' পেয়ে যাবে।|এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।| তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে দশম শ্রেনীর তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্ব/ তাৎপর্য ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো, এই প্রশ্নটির উত্তর দেওয়া আছে।|তো তো বন্ধুরা আমাদের আসা এই প্রশ্নের উত্তরটি তোমাদের ফাইনাল পরিক্ষায় খুবই কাজে আসবে।
নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্ব/ তাৎপর্য ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো / what were causes of Indigo cultivation in Bengal in 1859?
উত্তর- নীল চাষ ভারতের একটি প্রাচীন চাষ। বাংলার নীলচাষিরা ১৮৫৯ খ্রিস্টাব্দে নীলচাষ তথা নীলকর সাহেবদের যে বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, তা ‘নীল বিদ্রোহ’ নামে পরিচিত।
নীল বিদ্রোহের কারণ: নীল বিদ্রোহের পিছনে একাধিক কারণ সক্রিয় ছিল। যথা—
i) নীলকরদের অত্যাচার: নীলকররা নীলচাষিদের নানাভাবে অত্যাচার করে নীলচাষ করতে বাধ্য করত। অনিচ্ছুক চাষিদের প্রহার করা, আটকে রাখা, স্ত্রী-কন্যার সম্মানহানি করা, চাষের সরঞ্জাম লুঠ করা, ঘরে আগুন লাগিয়ে দেওয়া প্রভৃতি নানাভাবে চাষিদের অত্যাচার করত।
ii) দাদন প্রথা : নীলকররা চাষিদের দাদন বা অগ্রিম অর্থ দিত। অভাবের সময় চাষিরা অগ্রিম নিত। প্রতি বিঘায় ২ টাকা অগ্রিম দিয়ে চাষির সবচেয়ে ভালো জমিতে নীলচাষ করাতে বাধ্য করত। একবার কেউ দাদন নিলে সে আর নীলচাষের ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে পারত না।
আরও পড়ুন......
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
iii) প্রতারণা ও কারচুপি: নীলকররা নীলচাষিদের বিভিন্নভাবে প্রতারিত করত। নীল কেনার সময় নীলের ওজন কম দেখাত, কম দামে নীল বিক্রি করতে বাধ্য করত; তা ছাড়া জোর করে বিভিন্নভাবে অর্থ আদায় করত।
iv) পঞ্চম আইন : ১৮৩০ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক পঞম আইন পাস করে ঘোষণা করেন যে, কোনো চাষি দাদন নিয়ে নীলচাষ না করলে তাকে গ্রেফতার করা হবে ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর ফলে নীলচাষিদের উপর অত্যাচার অনেক বেড়েছিল।
v)অবিচার : অত্যাচারিত নীলচাষিরা আদালতে গিয়েও সুবিচার পেত না। আইন ছিল নীলকরদের স্বার্থরক্ষার জন্য, চাষিদের জন্য নয়। তাছাড়া পুলিশ, প্রশাসন সবই ছিল নীলকরদের পক্ষে।
vi) পত্রপত্রিকার প্রভাব : নীলচাষিদের উপর নীলকরদের অবর্ণনীয় অত্যাচারের কথা সে সময়কার বিভিন্ন পত্রপত্রিকায় ও লেখায় প্রকাশিত হয়েছে। হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এবং দীনবন্ধু মিত্রের নীলদর্পণ' নাটক-এ বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন......
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
উপরোক্ত কারণগুলির ফলস্বরূপ নীলচাষিরা বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। নীল বিদ্রোহের প্রথম সূচনা হয় তৎকালীন নদিয়া জেলার চৌগাছা গ্রামে। ক্রমে এই বিদ্রোহ বর্ধমান, বাঁকুড়া, মালদা, মুরশিদাবাদ, দিনাজপুর, পাবনা, ফরিদপুর, খুলনা প্রভৃতি অঞলে ছড়িয়ে পড়ে।
নীল বিদ্রোহের ফলাফল/তাৎপর্য/গুরুত্বঃ
i) এই বিদ্রোহের ফলে সরকার 1860 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর নীল তদন্ত কমিশন গঠিত হয়।
ii) কমিশনের সুপারিশ অনুযায়ী 1868 খ্রিস্টাব্দে নীল চুক্তি আইন’রদ করা এবং নীলচাষ সম্পূর্ন চাষীদের ইচ্ছাধীন হয়। নীলকররা এখানে নীলচাষে অর্থ বিনিয়োগ বন্ধ করে বিহার ও পার্বত্য এলাকায় চা শিল্পে বিনিয়োগ করতে শুর করে।
iii) নীল বিদ্রোহের সাফল্য বাঙালি জাতীয়তাবাদ প্রসারে সহায়তা করেছিল। শিশির কুমার ঘোষ লিখেছেন,“নীল বিদ্রোহই সর্বপ্রথম - ভারতবাসীকে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল”।
এই বিদ্রোহে এমন কয়েকটি বৈশিষ্ট্য ছিল যা অন্যান্য বিদ্রোহগুলিতে ছিল না।
নীল বিদ্রোহের বৈশিষ্ট্য :
i)নীলকরবিরোধী বিদ্রোহ: নীল বিদ্রোহ ছিল নীলকরবিরোধী বিদ্রোহ এটি অন্যান্য বিদ্রোহের মতো জমিদার বা মহাজনবিরোধী বিদ্রোহ ছিল না। নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার ও জোরজবরদস্তির বিরুদ্ধে নীলচাষিরা সংঘবদ্ধ হয়েছিল। তাদের লক্ষ্য ছিল নীলচাষ প্রথার পুরোপুরি অবসান ঘটানো
ii) কৃষকদের কঠোর মনোভাব : নীল বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষকদের কঠোর মনোভাব। এই বিদ্রোহে কৃষকরা দৃঢ়তার সঙ্গে মনস্থির করেছিল যে, মরব তবু নীলচাষ করবনা। শেষপর্যন্ত বিদ্রোহী কৃষকরা বাংলা থেকে নীলচাষ বন্ধ করেছিল।
iii)আন্দোলনে প্রথম ধর্মঘটের প্রয়োগ : এল নটরাজন বলেছেন, নীলচাষ করতে অস্বীকার করে বাংলার কৃষকরা ভারতের ইতিহাসে প্রথম ধর্মঘটের নজির সৃষ্টি করে। ভারতে কৃষক বিদ্রোহের ইতিহাসে এই ঘটনা ছিল অভিনব।
iv) ধর্মনিরপেক্ষ বিদ্রোহ: ওয়াহাবি, ফরাজি, সাঁওতাল, মুণ্ডা প্রভৃতি বিদ্রোহের অন্যতম প্রধান চালিকাশক্তি ছিল ধর্ম। কিন্তু নীল বিদ্রোহে তা ছিল না।নীল বিদ্রোহ ছিল মূলত কৃষকদের অধিকার রক্ষার বিদ্রোহ। নীল বিদ্রোহে হিন্দু-মুসলমান সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হয়েছিল।
v) বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের সমর্থন : নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিরা বিদ্রোহীদের সমর্থন করেছিল। তারা নীলচাষিদের উপর নীলকরদের অত্যাচারের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিল। জেমস লঙ নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এজন্য তাঁকে জেলেও যেতে হয়েছিল।
আরও পড়ুন......
- মাধ্যমিক চতুর্থ অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক চতুর্থ অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক চতুর্থ অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক চতুর্থ অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
- বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য Click Here
File Details |
|
File Name/Book Name | নীল বিদ্রোহের কারণ ফলাফল/গুরুত্ব/ তাৎপর্য ও বৈশিষ্ট্য |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 88 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
এই নোট টা আমার পরীক্ষায় কাজে লেগেছে। ধন্যবাদ।
উত্তরমুছুনএই ধরনের feedback আমাদের গ্রুপকে আরও এই ধরনের পোস্ট লিখতে উৎসাহিত করবে…………
উত্তরমুছুনThanks, very good post. Rashtrakutas
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুননীল বিদ্রোহ
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনঅসাধারণ নোট। আমি খুব উপকৃত হলাম
Thank you
উত্তরমুছুনTnx for taking these steps
উত্তরমুছুনsupar
উত্তরমুছুনNice not thanks bro
উত্তরমুছুনGood amar ata taxta kaja lagacha.thank you.
উত্তরমুছুনExcellent
উত্তরমুছুনtnx vi ji......
উত্তরমুছুনit is very easy and nice answe....
ধন্যবাদ
উত্তরমুছুনThanks.you are great.
উত্তরমুছুনclass 10 এর সমস্ত প্রশ্ন ও উত্তর তৈরীর কাজ সম্পূর্ন হয়ে গেছে তোমরা Category option-এ গিয়ে আটটি অধ্যায়ের ১,২ ,৪ ও ৮ নম্বরের সমস্ত প্রশ্ন ও উত্তর দেখে নিতে পারবে
উত্তরমুছুনCategory Option লিঙ্ক নিচে দেওয়া হল-
https://history4u3.blogspot.com/search/label/%E0%A6%A6%E0%A6%B6%E0%A6%AE%20%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%80%2FClass%20Ten
যিনি দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ
উত্তরমুছুনআপনার এই নোট দ্বারা খুবই উপকৃত হয়েছি।
Thank you so much
Tnx
উত্তরমুছুনThanks
উত্তরমুছুনঅনেক উপকৃত হলাম ধন্যবাদ
উত্তরমুছুনছবি কোথায়
উত্তরমুছুন