নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? What is new Social History ? (Madhyamik/Class-10)

2
নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?

নতুন সামাজিক ইতিহাস

1960 ও 1970- এর দশকে নাগরিক অধিকার ও গণতান্ত্রিক, সাংবিধানিক আন্দোলনের কারণে অতীতের ঘটনাবলীর নতুন ব্যাখ্যা ও বিশ্লেষণ এর সূচনা হয়। একসময় ইতিহাস বলতে রাজা মহারাজাদের যুদ্ধ-বিগ্রহ ও তাদের কাজ কর্ম ছিল। কিন্তু বর্তমানে ইতিহাস হল একটা দেশ বা জাতির সামগ্রিক জীবনযাত্রা।
                                 পাশ্চাত্য দেশের সমাজের অবহেলিত দেশ গুলির উপর জোর দিয়ে ইতিহাস রচনা করা হতো। এইভাবে গড়ে উঠলো নতুন সামাজিক ইতিহাস সমাজের বিভিন্ন শ্রেণি ও তাদের জীবনযাপন,জাতি,বর্ণ ও জাতিবিদ্বেষ হিংসা ও সম্প্রীতি হয়ে উঠল নতুন সামাজিক ইতিহাস এর আলোচ্য বিষয়বস্তু।
যদি পোষ্টটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন




একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top