West Bengal Board দশম শ্রেনী/Class Ten ইতিহাস Chapter-1

21
দশম শ্রেনী/Class Ten ইতিহাস
WEST BENGAL BOARD(CLASS-X)
SUGGESTION AND NOTES
PART-1/Chapter-1


দশম শ্রেনী/Class Ten

(নীচে দশম শ্রেনীর ইতিহাস বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে সাজেসান ভিত্তিক প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল( প্রতিটি অধ্যায় থেকে  Blue/ নীল-এর রং করা যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলির  উত্তর এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বা Upload-করা হয়েছ(click করলেই উত্তর পেজ-এ চলে যাবে) আর বাকি গুলির কাজ চলছে-প্রিয় ছাত্র ছাত্রিদের কথা ভেবেই এই ধরনের ব্যবস্থা গ্রহন করলাম ) তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর আগেই প্রয়োজন হয়, তাহলে আমাকে comment -এ প্রশ্নটি লিখে দিলে খুব শীঘ্রই  সেটি দেওয়ার ব্যবস্থা করা হবে  ..............ধন্যবাদ সবাইকে)




প্রথম অধ্যায়
ইতিহাসের ধারণা
MARKS-4
  ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গুরুত্ব লেখ ?



  সামগ্রিক ইতিহাস রচনার ক্ষেত্রে খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?




 নারী ইতিহাসের উপর একটি টীকা লিখ


 ইন্দ্রাকে লিখা জহরলাল নেহেরুর চিঠি থেকে কিভাবে আধুনিক ভারতের                    ইতিহাসের উপাদান পাওয়া যায় ? ইতিহাসের উপাদান হিসাবে ইন্টারনেটের               সুবিধা অসুবিধা আলোচনা কর.(4+4)

 আধুনিক ভারত ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী স্মৃতিকথা গুরুত্ব               আলোচনা কর
 আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা কর।


                           প্রশ্ন                                                                                         উত্তর
1)      হিট্রো-গ্রাফি কথার অর্থ কি                                   ইতিহাস চর্চা
2)      ইতিহাসের জনক কাকে বলে                                  হেরোডোটাস কে
3)      অ্যানাল পত্রিকা গোষ্ঠী কোথায় গড়ে উঠেছিল                   ফ্রান্সে
4)      আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়                  লিওপোল্ড ভন র‍্যাংকে কে

5)      অ্যানাল পত্রিকা গোষ্ঠী কবে প্রকাশিত হয়  ১৯২৯ খ্রিস্টাব্দে    ......................................................      

আরও ১ মার্কের উত্তর পাওয়ার জন্য নিচে ডাউনলড বাটন-এ ক্লিক করুন




(নীচের প্রশ্ন এবং উত্তরগুলি হল দশম শ্রেনীর প্রতিটি অধ্যায়ের দুই/2 নম্বরের জন্য এখান থেকে ১০০ % কমন আসবেই)




Ø খুৎকাঠি প্রথা কি

Ø দাদন প্রথা বলতে কী বোঝো 

Ø এশিয়াটিক সোসাইটি কে কবে কেন স্থাপন করেন

Ø ভারতমাতা চিত্রের গুরুত্ব কি 

Ø সতীদাহ প্রথা কে কবে নিষিদ্ধ করেন 

Ø উডের ডেসপ্যাচ কি 

Ø শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়

Ø বারাসাত বিদ্রোহ স্মরণীয় কেন
IN ARTICLE-2
Ø বুদ্ধ ভগৎ কে ছিলেন দামিন--কোহ শব্দের অর্থ কি 

Ø নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো 

Ø চুইয়ে পড়া নীতি কী

Ø ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য কি ছিল


Ø অরণ্য আইন প্রবর্তন করা হয়েছিল কেন

Ø নব্য বঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন

Ø বিপ্লব বলতে কি বোঝো 

Ø 1813 সালের সনদ আইন এর দুটি গুরুত্ব আলোচনা করো

Ø নব্য বঙ্গ কারা 

Ø মিরাট ষড়যন্ত্র মামলা কি 

Ø শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল 

Ø জাতীয় শিক্ষা পরিষদ কী উদ্দেশ্যে গঠন করা হয়

Ø ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল 

Ø মোপালা বিদ্রোহ কি 

Ø হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল

Ø চম্পারন আন্দোলন কি 

Ø বসু বিজ্ঞান মন্দির কেন প্রতিষ্ঠিত হয়

Ø কবে কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়

Ø কবে কাদের মধ্যে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 

Ø বাবা রামচন্দ্র কেন বিখ্যাত 

Ø নারী ইতিহাস চর্চার গুরুত্ব নির্ণয় করা

Ø তদন্ত বলতে কি বোঝো 

Ø মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল

Ø নীল কমিশন কবে গঠিত হয়

Ø কাকে কেন বিদ্যাবনিক বলা হয়

Ø সুভাষচন্দ্র বসু কেন কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করে 

Ø প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন 

Ø উদ্বাস্তু কাদের বলা হয় 

Ø দেশীয় রাজ্য বলতে কি বোঝো

Ø বিরসা মুন্ডা স্মরণীয় কেন

Ø হিন্দু মেলার অপর নাম কি এর উদ্দেশ্য কি ছিল

Ø রশিদ আলী দিবস কেন স্মরনীয় 

Ø দলিত কাদের বলা হয় 

Ø গান্ধীজী লবন আইন ভঙ্গ করেন কেন 

Ø কোমা গাতা মারু ঘটনা কী?

Ø বিরসা মুন্ডার উলঘুলানো  বলতে কী বোঝো 

Ø আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে

Ø মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন

Ø কবেকার উদ্যোগে ওয়ার্কার্স এন্ড প্রেজেন্ট পার্টি গঠিত হয় 

Ø ফিল্ট্রেশন থেওরি বা চুইয়েপড়া নীতি কি

Ø দলিল সম্পর্কে গান্ধীজীর মত কি ছিল 

Ø নমঃশূদ্র আন্দোলন কি

Ø প্রথম ভাষা কমিশন কবে কী উদ্দেশ্যে গঠিত হয়

Ø ইউরোপীয়রা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেন 

Ø তিন কাঠিয়া প্রথা কী?

Ø অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো

Ø ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে

Ø ওয়াহাবি কথার অর্থ কি ভারতে কে এই আন্দোলনের সূচনা করেন

Ø ফরাজী কথার অর্থ কি ভারতে কে এই আন্দোলনের সূচনা করেন

Ø জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন এর উদ্দেশ্য কি ছিল

Ø জাতীয়তাবাদ বলতে কি বোঝো 

Ø কে কবে সতীদাহ প্রথা রদ করেন 

Ø ফোর্ট উইলিয়াম কলেজ কবে কেন প্রতিষ্ঠিত হয়

Ø ছাপাখানা শিক্ষা বিস্তারে কি ভূমিকা নিয়েছিল 

Ø সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কি বোঝো

Ø স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি

Ø রাজাকার কাদের বলা হয়

Ø ফরাজি আন্দোলন কেন হয়েছিল

Ø সাঁওতাল বিদ্রোহের দুটি গুরুত্ব লেখ 

Ø ছাপাখানা বিস্তারে ইউ এন রায় এন্ড সন্স এর ভূমিকা লেখ

Ø দিল্লি চুক্তি কি 

Ø দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝ

Ø ভাবনার দিঘির মাঠ স্মরণীয় কেন 

Ø গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সাম্রাজ্যের সমালোচনা করেছেন

Ø অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়

Ø পুনা চুক্তি কি 

Ø চুয়াড় বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখ 

Ø কে কবে সত্যশোধক সমাজ গঠন করেন

Ø পেপসু কী

Ø জনশিক্ষা কমিটি কেন গঠিত হয়

Ø কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় 

Ø বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকেরা কেন যোগদান করেননি?

Ø অপারেশন পোলো কি

Ø লীলা নাগ কেন স্মরনীয় 

Ø বিদ্রোহ বিপ্লবের মধ্যে পার্থক্য কি

Ø ইতিহাস চর্চা বলতে কী বোঝো

Ø সদ্য স্বাধীন ভারতের প্রধান সমস্যা গুলি কি ছিল

Ø কবে কি উদ্দেশ্যে সরকারি ভাষা কমিশন গঠিত হয়

Ø সংবাদপত্র হিসাবের সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা কর

Ø বীণা দাস কেন বিখ্যাত

Ø পট্টি শ্রীরামালু বিখ্যাত কেন

Ø বাঁশের কেল্লা কি 

Ø








****যদি আপনাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরপড়ার সু্যোগ করেদিন।ধন্যবাদ*****


একটি মন্তব্য পোস্ট করুন

21 মন্তব্যসমূহ
  1. ইতিহাস চর্চা হিসেবে ইন্টারনেট এর সুবিধা ও অসুবিধা লেখ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. 🖋️📜ইন্টাৱনেটেৱ সুবিধা:
      ১) তথ্যের সহজলভ্যতা।
      ২) সময় সাশ্ৰয়।
      ৩) স্বল্প অর্থব্যয়।
      ৪) দূর্লভ তথ্যপ্ৰাপ্তি।
      ৫) সহজে প্ৰশ্নেৱ উওৱ লাভ।

      🖋️📜ইন্টাৱনেটেৱ অসুবিধা:
      ১) নিভৱৱ যোগ্যতার অভাব।
      ২) গবেষনার মান হ্ৰাস।
      ৩) মনগড়া তথ্য।
      ৪) তথ্যের অসম্পূর্ণতা।


      ----- উপৱেৱ পয়েন্ট গুলিৱ উপৱ আলোচনা কৱলেই উওৱ হয়ে যাবে।

      মুছুন
  2. দয়া করে তাড়াতাড়ি পাঠান।

    উত্তরমুছুন
  3. ইতিহাস চর্চা হিসেবে ইন্টারনেট এর সুবিধা ও অসুবিধা লেখ
    এই প্রশ্নটির উত্তর পাওয়ার জন্য নীচের দেওয়া লিংটায় ক্লিক কর

    https://history4u3.blogspot.com/2019/10/merit-and-demerit-of-internet-in-using.html

    উত্তরমুছুন
  4. উত্তরগুলি
    1. ব্রাহ্ম সমাজের নেতৃত্ববৃন্দের আন্দোলনের ফলে বিশেষ করে কেশবচন্দ্রের উদ্যোগে ১৮৭২ সালে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ , বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে এবং বিধবাবিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেয়। যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার এই ঘােষণা জারি করে তাকে ' তিন আইন ' বলে ।

      মুছুন
  5. স্মৃতি কথা কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার হতে পারে উদাহরণ সহ আলোচনা করো।

    উত্তরমুছুন
  6. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান বিশ্লেষণ করো।

    উত্তরমুছুন
  7. উত্তরগুলি
    1. তিন কাঠিয়া প্রথা কি?
      বিহারের চম্পারণে নীলকর সাহেবরা চাষিদের জমিতে বিঘাপ্রতি (20 কাঠায় এক বিঘা) তিন কাঠা জমিতে নীল চাষ করতে বাধ্য করতো। অর্থাৎ, চাষিরা 20 কাঠা জমির মধ্যে তিন কাঠা জমিতে নীল উৎপাদন করতে বাধ্য হত। শুধু উৎপাদন নয়, উৎপাদিত নীল নীলকর সাহেবদের কাছে নির্দিষ্ট দামে বিক্রি করতে বাধ্য থাকত। এই ব্যবস্থা ‘তিন কাঠিয়া’ প্রথা নামে পরিচিত।

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top