বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
বিশ্বভারতী |
বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
উত্তরঃ রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল শিক্ষা ও জীবন যাপন যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে। এই কারণেই তপবন এর আদর্শে বিশ্বাসী হয়েও তিনি পাশ্চাত্যের জড় সভ্যতাকে অশ্রদ্ধা্র চোখে দেখেননি।রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা বিশেষ কোন দেশ বা কালের গণ্ডির মধ্যে আবদ্ধ নয়।তার শিক্ষাদর্শে প্রাচ্য ও প্রতীচ্যের চিন্তাধারার সমন্বয় দেখা যায়। তিনি বলেছেন যে, পূর্ব ও পশ্চিমের চিত্ত যদি বিচ্ছিন্ন হয় তাহলে উভয়েই ব্যর্থ হবে।বাস্তবে ঘটেছেও তাই।এই মিলনের অভাবে পূর্বদেশ দৈন্য পিড়িত ও নির্জীব এবং পশ্চিম অশান্তি দ্বারা ক্ষুব্দ এবং নিরানন্দ।এই কারণেই তিনি 1921 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী।
****যদি আপনাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের পড়ার সু্যোগ করেদিন।****ধন্যবাদ***** |
তার শিক্ষাদর্শে প্রাচ্য ও প্রতীচ্যের চিন্তাধারার সমন্বয় দেখা যায়। এখানে 'প্রতীচ্যের' শব্দটার বদলে পাশ্চাত্যের শব্দটা হবে বলে আমার মনে হয়। তবে লেখাটা দারুন ছিল।
উত্তরমুছুন