দলিত সম্প্রদায় সম্পর্কে গান্ধীজীর মত কি?
Gandhi-Ambedkar Debate |
উত্তরঃ গান্ধীজী দলিতদের নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছেন। তবে বিশেষ করে দলিত বিষয় নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্কের সময় আমরা দলিত সম্পর্কে গান্ধীজীর মতামত জানতে পারি।গান্ধীজীর কাছে দলিতরা ছিল হরিজন বা ঈশ্বরের সন্তান।তিনি দলিত সম্প্রদায়কে পূর্ণ অধিকা্রে প্রতিষ্ঠা করতে সচেষ্ট ছিলেন।তার উদ্যোগেই কংগ্রেস প্রথম দলিল সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছিলেন। তিনি চাইতেন বর্ণাশ্রম ব্যবস্থাকে অপূর্ণ রেখে অস্পৃশ্যতা দূরীকরণ ও দলিত সম্প্রদায় কল্যাণ।
প্রথম ভাষা কমিশন কবে , কোন উদ্দেশ্যে গঠিত হয়?
FIRST STATE RE-ORGANIZATION COMMISSION |
উত্তরঃ স্বাধীনতাত্তোর ভারতে যে সমস্ত সমস্যা দেখা দিয়েছিল তার মধ্যে একটি অন্যতম হল ভাষা ভিত্তিক রাজ্য গঠনের দাবি।এই জন্য এই সময় ভাষা ভিত্তিক রাজ্য গঠন করাযুক্তিসঙ্গত হবে কিনা তা বিচারের উদ্দেশ্যে ভারতের সংবিধান সভা ভাষা কমিশন গঠন করার নির্দেশ দেয়।এর ফলস্বরূপ 1948 খ্রিস্টাব্দে বিচারপতি এস কে ধার এর নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়।যেটিই ধার কমিশন নামেও পরিচিত।এ কমিশন জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হবে বলে, সুস্পষ্টভাবে ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করেছিল।
****যদি আপনাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের পড়ার সু্যোগ করেদিন।****ধন্যবাদ***** |