Historiography বা ইতিহাসতত্ত্ব

0
 আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্য







বনবাসী আদিম মানুষের সঙ্গে আধুনিক যুগের মানুষের পার্থক্য গড়ে উঠেছে এক দীর্ঘ বিবর্তনের মাধ্যমে।
আহার, বাসস্থান, পোশাক থেকে শুরু করে রাজনীতি ও বিনোদন পর্যন্ত সব ক-টি ক্ষেত্রই বিবর্তনের মধ্য দিয়ে চলেছে।
ফলে এই সব ক্ষেত্ৰই আধুনিক ঐতিহাসিকদের আগ্রহের বিষয়, যা আধুনিক ইতিহাসচর্চাকে বৈচিত্র্যপূর্ণ করে তোলে।


Historiography বা ইতিহাসতত্ত্ব ও

                                                                                কোনো বিষয় নিয়ে ইতিহাস রচনার সময় ইতিহাসবিদগণ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। একে মেথডোলজিও বলা হয়। কোন ইতিহাসবিদ কী ধরণের পদ্ধতি ব্যবহার করবেন, তা নির্ভর করে আলোচ্য বিষয়টির ওপর এবং সেই ইতিহাসবিদের নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপর। ইতিহাসের যে ধারা ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি, ইতিহাসবিদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয় পর্যালোচনা করে, তাকে Historiography বা ইতিহাসতত্ত্ব বলা হয়।






 ****যদি আপনাদের পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের পড়ার সু্যোগ করেদিন।****ধন্যবাদ*****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top