দশম শ্রেনী/Class Ten ইতিহাস
(HISTORY)
WEST BENGAL BOARD(CLASS-X)
SUGGESTION AND NOTES
PART-2/Chapter-2
দশম শ্রেনী/Class Ten |
(নীচে দশম শ্রেনীর ইতিহাস বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে সাজেসান ভিত্তিক প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল( প্রতিটি অধ্যায় থেকে Blue/ নীল-এর রং করা যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলির উত্তর এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বা Upload-করা হয়েছ(click করলেই উত্তর পেজ-এ চলে যাবে) আর বাকি গুলির কাজ চলছে-প্রিয় ছাত্র ছাত্রিদের কথা ভেবেই এই ধরনের ব্যবস্থা গ্রহন করলাম ) তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর আগেই প্রয়োজন হয়, তাহলে আমাকে comment -এ প্রশ্নটি লিখে দিলে খুব শীঘ্রই সেটি দেওয়ার ব্যবস্থা করা হবে ..............ধন্যবাদ সবাইকে)
দ্বিতীয় অধ্যায়
সংস্কার : বৈশিষ্ট্য ও মূল্যায়ন
MARKS-4
► পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ক্ষেত্রে ডেভিড হেয়ারের অবদান কি ছিল?
► উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব কী ছিল?
► নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর
অথবা সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর
► চার্লস উডের প্রতিবেদন সম্পর্কে একটি টীকা লিখ
► পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা
MARKS-8
► উনবিংশ শতকের বাংলায় নব বঙ্গ আন্দোলনের ভূমিকা কি ছিল? নব্য বঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ কর।
► প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষায়ক দ্বন্দ্ব সম্পর্কে কি জান? পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ক্ষেত্রে ডেভিড হেয়ারের অবদান কি ছিল?
► প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা কর,ভারতে কিভাবে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে।
1) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়
1) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়
উত্তর : 1853 খ্রিস্টাব্দে
2) নীলদর্পণ নাটকটি রচনা করেছেন
উত্তর : দীনবন্ধু মিত্র
3) কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন
উত্তর : ওয়ারেন হেস্টিং
4) স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি রচনা করেন
উত্তর : রাজা রাধাকান্ত দেব
5) ইয়ংবেঙ্গলদের অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রকাশিত হয় কত সালে ?