উনবিংশ শতকের বাংলায় নব বঙ্গ আন্দোলনের ভূমিকা কি ছিল? || নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ কর? || অথবা নব্য বঙ্গ আন্দোলনের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো আলোচনা কর?||The role of Young Bengal Movement in case of social reformation movement||Positive and negative sides of The Young Bengal Movement
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো উনবিংশ শতকের বাংলায় নব বঙ্গ আন্দোলনের ভূমিকা কি ছিল? |নব্য বঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ কর|নব্য বঙ্গ আন্দোলনের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো আলোচনা|মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়|সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা||৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|Young Bengal Movement|Positive and negative sides of The Young Bengal Movement|10th History Examination– দশম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|এছাড়াও তোমরা মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination - মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|Madhyamik History Question and Answer|মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর|
উনবিংশ শতকের বাংলায় নব বঙ্গ আন্দোলনের ভূমিকা কি ছিল?
ভূমিকা : হিন্দু কলেজের তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, যা ‘নব্যবঙ্গ আন্দোলন’ নামে অভিহিত করা হয় এবং তাঁর অনুগামীরা ‘ইয়ং বেঙ্গল’ (Young Bengal) বা ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ নামে পরিচিত।
ডিরোজিও ১৮০৯ খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছেলেবেলায় স্কটিশ সাহেব ডেভিড ডুমন্ড প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষালাভ করেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। তার দেশপ্রেম, যুক্তিবাদ, সত্যের প্রতি নিষ্ঠা তার প্রতি ছাত্রদের আকৃষ্ট করেছিল। তার আকর্ষণে হিন্দু কলেজের অনেক ছাত্র তাঁর অনুগামী হয়ে উঠেছিল। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামতনু লাহিড়ি, রামগোপাল ঘোষ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, রাধানাথ শিকদার প্রমুখ।
কার্যকলাপ : ডিরোজিও ১৮২৮ খ্রিস্টাব্দে ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ নামে একটি সমিতি গঠন করে হিন্দুসমাজের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলনের অনুগামী যারা তাদের উৎসাহিত করতেন। তিনি ‘পার্থেনন’ পত্রিকার মাধ্যমে সমিতির মতামত প্রচার করেন। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার অনুগামীরা নিম্নলিখিত বিষয়গুলোর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে ছিলেন-
ক) ইতিবাচক দিকসমূহঃ
১) নব্যবঙ্গ গোষ্ঠী জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের তীব্র সমালোচনা করে।
২) তারা হিন্দুসমাজের রক্ষণশীলতাকে আক্রমণ করার জন্য প্রকাশ্যে ব্রাত্মণের পৈতা ছিড়ে দিতেন, এমনকি নিষিদ্ধ মাংসও খেতেন।
৩) তবে তারা কেবলমাত্র অশ্রদ্ধা ও ঘৃণা প্রকাশ করেই তাদের কাজ শেষ করেননি। তারা সমসাময়িক নানা বিষয়ে তাদের সুচিন্তিত মতামতও প্রকাশ করেছেন।
নব্য বঙ্গ আন্দোলনের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো আলোচনা
খ) নেতিবাচক দিকসমূহ / সীমাবদ্ধতাঃ ডিরোজিও এবং তার অনুগামীরা তৎকালীন সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে যে আন্দোলন চালিয়েছিল তার মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল-
১) শহর কেন্দ্রিক আন্দোলনঃ নববঙ্গ আন্দোলনের সঙ্গে সমাজের সাধারণ মানুষের যোগ ছিল না বললেই চলে ।এই আন্দোলন সীমাবদ্ধ ছিল শহর কেন্দ্রিক সমাজের উপর উপরতলার শিক্ষিত ও সম্ভ্রান্ত মানুষের মধ্যে।
২) ব্রিটিশ বিরোধী মনোভাবের অভাবঃ নব্যবঙ্গীয়রা এদেশের মানুষের প্রতি ব্রিটিশ সরকারের শোষণের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি,কৃষকরা যখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে,তখন নব্যবঙ্গীয়রা শিক্ষকদের আন্দোলন সম্পর্কে উদাসীন ছিলেন।
৩)পাশ্চাত্য সংস্কৃতির প্রতি অন্ধ বিশ্বাসঃ এই আন্দোলনের নেতৃত্ববৃন্ধ পাশ্চাত্য সংস্কৃতিকে অন্ধের মতো অনুসরণ করেছিল, তাদের কাছে প্রাচ্যের সবকিছুই ছিল খারাপ।এই জন্য ডঃ অমলেশ ত্রিপাঠী তাদের ‘নকল নবীশের দল’ বলে ব্যঙ্গ করেছেন।
নব্য বঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণগুলি উল্লেখ কর
নববঙ্গ গোষ্ঠীর কার্যকলাপ হিন্দু সমাজে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে, তবে তাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি ডিরোজিও-এর মৃত্যুর কিছুকাল কিছুকাল পরে আন্দোলন স্তিমিত হয়ে পড়ে।তাই পরিশেষে বলা যায় যে, দারুন উম্মাদনা নিয়ে নব্য বঙ্গ আন্দোলন শুরু হলেও এই সমস্ত সীমাবদ্ধতা বা নেতিবাচক দিকগুলো কারণে নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়ে গিয়েছিল। তাসত্ত্বেও একথা অনস্বীকার্য যে,তাদের খাদহীন স্বদেশপ্রেম ও কুসংস্কার বিরোধী মনোভাব ভারতীয় সমাজকে অনেকটাই অনুপ্রাণিত করেছিল।
আরও পড়ুন......
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সংস্কার,বৈশিষ্ট্য ও পর্যালোচনা ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
- বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য Click Here
সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো Click Here
File Details |
|
File Name / Book Name | উনবিংশ শতকের বাংলায় নব বঙ্গ আন্দোলনের ভূমিকা কি ছিল? |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 73 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
Sir pls apnar sathe ki vabe contact korbo janben plssss
উত্তরমুছুনTelegram Channel & Group -এ Join হতে পার । আমাদের Telegram Channel Link website site এ দেওয়া আছে আর group-এ Join হওয়ার জন্য Telegram -এ গিয়ে search কর "Hstory4u3 Group for question & Query" আমাদের লোগো দেখতে সব কিছুর উত্তর দেওয়া হবে।
উত্তরমুছুন