CLASS 3 Poribesh O Biggan Compilation 2021 MODEL ACTIVITY TASK // তৃতীয় শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক compilation
১.১ কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তা হলাে –
(ক) চামড়া
(খ) চোখ
(গ) কান
(ঘ) জিভ
১.২ পুষ্টিকর নয় এমন একটি খাবার হলাে –
(ক) মাছ
(খ) ডিম
(গ) সবজি
(ঘ) চিপস
১.৩ মাটির নীচের একটি আনাজ হলাে –
(ক) তেঁড়শ
(খ) ঝিঙে
(গ) আলু
(ঘ) কুমড়াে
১.৪ আগেকার দিনের মানুষ পােশাক তৈরির জন্য ব্যবহার করতাে –
ক) সুতাে
খ) পশম
গ) সিন্থেটিক উল
ঘ) গাছের ছাল
১.৫ তােমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলাে—
ক) পুরুলিয়া
খ) পূর্ব মেদিনীপুর
গ) কালিম্পং
ঘ) উত্তর ২৪ পরগনা
১.৬ পিনকোড হলাে—
ক) বাড়ির নম্বর
খ) রাস্তার নম্বর
গ) টেলিফোন নম্বর
ঘ) পােস্ট অফিসের নম্বর
২. শূন্যস্থান পূরণ করাে :
২.১ শােধন করা _____খনিজ_______ তেল থেকে কোনাে কোনাে সুতাে তৈরির উপাদান পাওয়া যায় ।
২.২ বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানাে যায় এমন একটি জিনিস হলাে _____বাঁশ_______ ।
২.৩ তােমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তােমার ____জেঠিমা________ হন ।
৩. ঠিক বাক্যের পাশে ‘✓’ আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :
৩.১ স্কিপিং-এ হাতের কবজির কোনাে কাজ হয় না।
উ:- ‘x’
৩.২ পেঁয়াজ হলাে গাছের মূল।
উ:- ‘x’
৩.৩ সয়াবিন একটি প্রাণীজ খাবার।
উ:- ‘x’
৩.৪ শীতকালে পায়ের গােড়ালি ফেটে যায়।
উ:- ✓
৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
৪.১ পালকির বেহারা |
(খ) লুপ্ত জীবিকা |
৪.২ ডাক্তার |
(গ) অ্যাপন |
৪.৩ রাজমিস্ত্রি |
(ক) বাড়ি-ঘর তৈরি |
|
(ঘ) খাকি রঙের পােশাক |
৫. একটি বাক্যে উত্তর দাও:
৫.১ শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কীভাবে ব্যবহার করে?
উ:- শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে ।
৫.২ পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখাে।
উ:- পাকা বাড়ির দেয়াল তৈরির কাজে লাগে এমন একটি উপাদানের নাম হলো — ইট ।
৫.৩ পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখাে।
উ:- পারিবারিক জীবিকার একটি উদাহরণ হল কর্মকার / কুম্ভকার / কৃ
৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৬.১ কেন চোখের যত্ন নেওয়া প্রয়ােজন?
উ:- চোখ আমাদের সবকিছু দেখতে শেখায় , চিনতে শেখায় , শিখতে সাহায্য করে । তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন ৷
৬.২ এমন দুটি ফলের নাম লেখাে যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য।
উ:- আম এবং কাঁঠাল হলো এমন দুটি ফল যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য ।
৬.৩ মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি কেন পরেন?
উ:- মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি পড়েন । এর কারণ হলো এই শাড়ি তাড়াতাড়ি শুকোয় এবং কাচলে কোঁচকায় না ।
৬.৪ কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে?
উ:- নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে । যেমন :
( i ) জীবিকা নির্বাহের কোনো ভালো উপায়ের সন্ধানে ।
( ii ) চাকরির সূত্রে ।
( iii ) যেখানে বন্যা , ভূমিকম্প হয় সেখানকার মানুষ বাসস্থান পরিবর্তন করে ।
৬.৫ পােষা গােরুদের চটের জামা কেন পরানাে হয়?
উ:- পোষা গোরুদের চটের জামা পরানো হয় যাতে তাদের শীত না লাগে । শীত ছাড়াও মশা আছে । গোরু লেজ দিয়ে মশা তাড়ালেও সারা শরীরে লেজ পৌঁছোয় না । তাই চটের জামা পড়ালে তেমন মশা কামড়াতে পারে না ।
৬.৬ “ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ইট-সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালাে”—এ বিষয়ে তােমার মতামত লেখাে।
উ:- ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ইট – সিমেন্টের বাড়ি থাকলে ভূমিকম্পে সেই বাড়ি ফেটে যায় এবং নষ্ট হয়ে যায় । তাই যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি তৈরি করলে কিছুটা সুবিধা হয় । চালটা টিনের হলে ভালো । সেই কাঠ আর টিন দিয়ে আবার নতুন বাড়ি তৈরি করে নেওয়া যায় ।
৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৭.১ কীভাবে নানারকম খাবার দেশে-বিদেশে ছড়িয়ে পড়লাে ?
উ:- আগে স্থলভাগে শুধু বন ছিল । বনের ফলমূলের কোনটা খাদ্য তা খেয়ে দেখে বুঝত লোকেরা । নানা জায়গার লোক নানা রকম খাদ্য চিনেছিল । দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না । মাঝে ছিল সাগর । অথই জল । অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখল মানুষ । তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারল এবং সেইসঙ্গে নানা রকম খাবার ও ছড়িয়ে পড়ল দেশে – বিদেশে ।
৭.২ বড়াে রাস্তার পাশে বাড়ি থাকলে কী কী অসুবিধা হতে পারে?
উ:- বড়ো রাস্তার পাশে বাড়ি থাকলে অনেক অসুবিধা হতে পারে । যেমন :
( ১ ) যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে ।
( ২ ) ঘরবাড়ি ধুলো – বালিতে ভরে যায় ।
( ৩ ) ভারী যান চলাচলের কম্পনে বাড়ির কাঠামোর ক্ষতি হতে পারে ।
( ৪ ) বাড়িতে ছোট বাচ্চা থাকলে হঠাৎ বাড়ির বাইরে চলে এলে দুর্ঘটনাও ঘটে যেতে পারে ।
৭.৩ বাড়ির বিভিন্ন কাজে তােমার পরিবারের অন্য সদস্যদের তুমি কীভাবে সাহায্য করাে?
Class 5 Math Compilation Model Activity Task Click Here
Class 5 Bengali Compilation Model Activity Task Click Here
Class 5 Sastho O sorir Shikkha Compilation Model Activity Task Click Here
Class 5 Poribesh O Biggan Compilation Model Activity Task Click Here
Class 6 Math Compilation Model Activity Task Click Here
Class 6 Geography Compilation Model Activity Task Click Here
Class 6 Bengali Compilation Model Activity Task Click Here
Class 6 Sastho O sorir Shikkha Compilation Model Activity Task Click Here
Class 6 Poribesh O Biggan Compilation Model Activity Task Click Here
Class 6 English Compilation Model Activity Task Click Here
Class 7 Math Compilation Model Activity Task Click Here
Class 7 Geography Compilation Model Activity Task Click Here
Class 7 Bengali Compilation Model Activity Task Click Here
Class 7 Sastho O sorir Shikkha Compilation Model Activity Task Click Here
Class 7 Poribesh O Biggan Compilation Model Activity Task Click Here
Class 7 English Compilation Model Activity Task Click Here
Class 8 Math Compilation Model Activity Task Click Here
Class 8 Geography Compilation Model Activity Task Click Here
Class 8 Bengali Compilation Model Activity Task Click Here
Class 8 Sastho O sorir Shikkha Compilation Model Activity Task Click Here
Class 8 Poribesh O Biggan Compilation Model Activity Task Click Here
Class 8 English Compilation Model Activity Task Click Here