CLASS 3 Bengali Compilation 2021 MODEL ACTIVITY TASK // তৃতীয় শ্রেনীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক compilation

dream
0

CLASS 3 Bengali Compilation 2021 MODEL ACTIVITY TASK // তৃতীয় শ্রেনীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক compilation

CLASS 3 Bengali Compilation




. নীচের বাঁ দিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে () চিহ্ন আর যেটা ভুল তার পাশে (×) চিহ্ন দাও :

.সত্যি সােনাগল্পে বুড়াে চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ। 

:- ×

 

.আমরা চাষ করি আনন্দে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 

:-

 

.আমাকে ক্ষমা করবেন।কথাটি বলেছেন কুলি হিসেবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 

:- ×

 

.দেয়ালের ছবিগল্পে বাঘকে শিকারি ললাটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল। 

:-

 

. সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নামকুসুমপুরের শালিক।

:-

 

. ফুলপরিরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল। 

:- ×

 

. একটি বাক্যে উত্তর দাও :

. সেটা বলব বলেই তাে ডেকেছি তােমায়।বক্তা কোন্ কথা বলবেন

:- বক্তা বুড়ো চাষি তার ছেলেকে বলবেন যে তার লুকোনো সোনা কোথায় রাখা আছে

 

 

.পুলকশব্দটি দিয়ে একটি বাক্য রচনা করাে। 

:- বেড়াতে যাওয়ার কথা শুনে অমিতের মনে পুলক জেগে উঠল

 

.নিজের হাতে নিজের কাজগল্পের ঘটনাটি কোথায় ঘটেছে

:-  ‘ নিজের হাতে নিজের কাজগল্পের ঘটনাটি ঘটেছে কারমাটার রেল স্টেশনে

 

.দুজনে রওনা দিল বনের পথে। কোন্ দুজনের কথা এখানে বলা হয়েছে

:-  এখানে শিকারি এবং বাঘএই দুজনের কথা বলা হয়েছে

 

.সারাদিনকবিতায় শিশুটি খাতার পাতায় কী কী আঁকে

:- সারাদিনকবিতায় শিশুটি খাতার পাতায় হাতি , ঘোড়া , গাছ , পাখি এবং আরও নানান ছবি আঁকে

 

.জীবনভরশব্দের অর্থ কী? শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করাে। 

:-  জীবনভর শব্দের অর্থ হলো সারাজীবন জীবনভর শব্দটি ব্যবহার করে একটি বাক্য হলোতিনি জীবনভর মানুষের উপকার করে গেছেন 

 

.আমি তবে একশােটা দাঁড় আঁটি,

পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা—’—কেন কথক এমনটি করতে চায়?

:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরনৌকাযাত্রাকবিতার কথক একটিবার সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে চায় তাই সে নৌকোয় একশোটি দাঁড় জুড়তে চারটেপাঁচটাছটা পাল তুলে দিতে চায়

 

.সেক্সটান্ট’-এর কাজ কী

:-  সেক্সটান্ট যন্ত্রের সাহায্যে সূর্য অন্যান্য নক্ষত্রের কৌণিক কাছে দিক নির্ণয়ের জন্য এটি উচ্চতা মাপা হয় অভিযাত্রীদের একটি অত্যাবশ্যকীয় যন্ত্র

 

.পর্যটনকবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায়

:-  ‘ পর্যটনকবিতায় মহেশ দাসের গন্তব্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহরসান্টা ফে

 

 .১০শানুর বাবাই বলছিল কথাটা।কথাটি কী

:-  কথাটি হলো মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে গাছপালা , পুকুরটুকুর কিছুই থাকবে না সব শহর হয়ে যাবে

 

. নিজের ভাষায় উত্তর দাও

.আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কীভাবে ফুটে উঠেছে

:-  ‘ আমরা চাষ করি আনন্দেকবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির এক অপরূপ ছবি তুলে ধরেছেন গ্রামবাংলার কৃষকরা রোদ বৃষ্টির মধ্যেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেন বাঁশের বনে হাওয়া লেগে পাতা নড়ে এবং চষা মাটির গন্ধে বাতাস ভরপুর হয়ে ওঠে অঘ্রানের সোনার রোদে , পূর্ণিমার চাঁদের আলোয় ধানের শিষে পুলক ছোটে এবং সমগ্র পৃথিবী হেসে ওঠে

 

.আমি আর কখনও নিজের কাজ নিজের হাতে করতে সঙ্কুচিত হব না।’ – ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞা করার কারণ কী

:-  ‘ নিজের হাতে নিজের কাজগল্পে দেখা যায় কারমাটার রেল স্টেশনে এক বাঙালি ডাক্তারবাবু নামার পর নিজের ব্যাগ বয়ে নিয়ে যেতে লজ্জা বোধ করছিলেন তাই তিনি কুলি ডাকেন এবং কুলি তার ব্যাগ বয়ে নিয়ে যায় এরপর পারিশ্রমিক দিতে গিয়ে তিনি জানতে পারেন যে , যিনি ব্যাগ বয়ে নিয়ে এলেন তিনি কোনো কুলি নন , তিনি হলেন ঈশ্বর চন্দ্র শর্মা এই ঘটনায় ডাক্তারবাবু খুব লজ্জিত হন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত 

হবেন না

 

.তােমরা কী? মানুষ না পিশাচ?’—সােনার একথা বলার কারণ কী

:- গৌরী ধর্মপালের লেখাসোনাগল্পে সোনা নামের মেয়েটি এই কথাটি বলেছিল তাদের উদ্দেশ্যে যারা নদীকে নোংরা করে তার কারণ হলো নদী আমাদের বিভিন্নভাবে উপকার করে , কিন্তু মানুষ সেই নদীকেই বিভিন্নভাবে দূষিত করে তোলে

 

.আমরা শুধু যাব মা’, তিনজনে’ ‘তিনজনকে কে? তারা কোথায় যেতে চায়

:-  রবীন্দ্রনাথ ঠাকুরেরনৌকাযাত্রাকবিতায় তিনজন বলতে কবিতার শিশুটি , আশু আর শ্যামের কথা বলা হয়েছে 9 তারা সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যেতে চায়

 

.সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা।কেন তিনি এমন নাম রেখেছেন

:-  ‘ সোনাগল্পে সোনা যখন পাঠশালার উঁচু ক্লাসে পড়ে তখন সংস্কৃতের দিদিমণি তার নাম রেখেছেন নদীমাতৃকা অর্থাৎ নদী যার কাছে মা বা মায়ের মতো ছোটবেলায় সেই নদী সোনার সারা শরীরে সোনা পরিয়ে দিয়েছিল সোনা সবসময় নজর রাখে যাতে কেউ নদীর জল নোংরা করতে না পারে নদীর প্রতি তাঁর এই ভালোবাসার জন্য দিদিমণি তার নাম নদীমাতৃকা রেখেছেন

 

.ভালাে তাে নয় বাঁকা / সােজা সহজ পথের থেকে।কথাটির তাৎপর্য কী

:-  কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁরনদীকবিতায় বলেছেন যে নদী যদি বাঁকা পথ ছেড়ে সোজা পথে যেত , তাহলে তিনিও নদীর সঙ্গে সারাজীবন সোজা পথে চলতে পারতেন কিন্তু পথঘাটের দশজনে কবিকে নিষেধ করে বাঁকা পথে চলতে আসলে সোজাসহজ পথই জীবনের সেরা পথ তাই সোজা পথ ছেড়ে বাঁকা পথে পা বাড়ানো একদম উচিত নয়

 

.তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। সেই সময়ের কথাগাছেরা কেন চলাফেরা করে নাগল্পে কীভাবে ফুটে উঠেছে

:-  ‘ গাছেরা কেন চলাফেরা করে নাপ্রচলিত গল্প অনেক বছর আগের এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন গাছেরা চলাফেরা করতে পারত গাছ মানুষ ছিল দুজনের বন্ধু তারা একে অপরের উপকারী সাথি বলে মনে করত সেই সময় কোনো যানবাহন না থাকায় মানুষেরা গাছের ডালে তাদের পোশাক , বাক্স , থলি ঝুলিয়ে দিত এবং গাছেরাই নির্দিষ্ট স্থানে সেগুলি পৌঁছে দিত এমনকি বুড়ো লোকদেরও গাছেরা তাদের ডালে বসিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত

 

. শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করাে :

. প্র তি _________ 

:- .  প্র তি   ______জ্ঞা____ l

 

. _________ ঙ্গল

:- _______    ঙ্গল l


 . নীচের বাক্যগুলাের শব্দ কীভাবে তৈরি লেখাে:

. ধানের শিষে পুলক ছােটে।

:- 

ধানের = ধ্ + + ন্ + + র্ 

শিষে = শ্ + + ষ্ +  

পুলক = প্ + + ল্ + + ক্ 

ছোটে = ছ্ + + ট্ +  

 

. ছছাটো দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকল। 

:- 

ছোটো = ছ্ + + ট্ +  

দাওয়া = দ্ + + + য়্ +  

পেরিয়ে = প্ + + র্ + + য়্ +  

তারা = ত্ + + র্ +   

ঘরে = ঘ্ + + র্ +   

ঢুকল = ট্ + + ক্ + ল্ +  

 

. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

. বাংলা ভাষায় স্বরবর্ণ কী কী?

:-  বাংলা ভাষায় স্বরবর্ণগুলি হলো

, , , , , , , , , ,  

 

.দ্বিস্বরকাদের বলা হয়

:-  ‘ এবং ‘ -এর ভিতর দুটো করে স্বরধ্বনি রয়ে গেছে তাই এদের দ্বিস্বর বলা হয়

= +  

= +

 

. বর্ণবিশ্লেষণ করাে

. আকাঙ্ক্ষা 

:- আকাঙ্ক্ষা = + ক্ + + ঙ্ + ক্ + ষ্ +

 

. স্বাধীনতা 

:-  

স্বাধীনতা স্ + ব্ + + ধ্ + + ন্ + + ত্ +

 

. নীচের শব্দগুলাে কী কী বর্ণ দিয়ে তৈরি?

. অসাবধানি 

:- অসাবধানি = + স্ + + ব্ + ধ্ + + ন্ +

 

. বিপর্যস্ত

:-  বিপর্যস্ত = ব্ + + প্ + + র্ + য্  + + স্ + ত্ +



You Can Also Read ...........CLASS-3 All Subject




 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top