CLASS 4 Poribesh O Biggan Compilation 2021 MODEL ACTIVITY TASK // চতুর্থ শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান অ্যাক্টিভিটি টাস্ক compilation
CLASS 4 Poribesh O Biggan |
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলাে –
(ক) বট
(খ) পলাশ
(গ) ফণীমনসা
(ঘ) আম
১.২ উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলাে –
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নিষ্ক্রিয় গ্যাস
(ঘ) কার্বন ডাইঅক্সাইড
১.৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলাে –
(ক) গন্ডার
(খ) ডােডাে
(গ) কুমির
(ঘ) হরিণ
১.৪ চাঁদ পৃথিবীর চারদিকে অনবরত ঘুরছে –
(ক) উত্তর থেকে দক্ষিণ দিকে
(খ) দক্ষিণ থেকে উত্তর দিকে
(গ) পূর্ব থেকে পশ্চিম দিকে
(ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে
১.৫ ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলাে –
(ক) লােহা আর টিন
(খ) তামা আর টিন
(গ) লােহা আর তামা
(ঘ) তামা আর সােনা
১.৬ টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলাে –
(ক) চৈত্র
(খ) বৈশাখ
(গ) শ্রাবণ
(ঘ) পৌষ
২. শূন্যস্থান পূরণ করাে :
২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলাে ____জোড়া_______ ।
২.২ বাটখারা দিয়ে কোনাে জিনিসের ____ওজন_______ মাপা হয়।
২.৩ ____লালাগ্রন্থি_______ থেকে বেরােয় লালারস।
২.৪ পৃথিবীর _____উপগ্রহ______ হলাে চাঁদ।
৩. ঠিক বাক্যের পাশে ‘✔’ আর ভুল বাক্যের পাশে ‘X’ চিহ্ন দাও :
৩.১ কেঁচোর শিরদাঁড়া আছে।
উ:- ‘X’
৩.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাত।
উ:- ‘✔’
৩.৩ আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকত।
উ:- ‘✔’
৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :
উ:-
বাম
স্তম্ভ |
ডান
স্তম্ভ |
৪.১
মৃৎশিল্প |
(গ)
কৃষ্ণনগর |
৪.২
ছৌ নাচ |
(ক)
পুরুলিয়া |
৪.৩
সিল্কের শাড়ি |
(ঘ)
বিষ্ণুপুর |
৫. একটি বাক্যে উত্তর দাও :
৫.১ ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায়?
উ:- ধ্রুবতারাকে আকাশের উত্তর দিকে দেখা যায় ।
৫.২ এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখাে যা সহজে মাটিতে মিশে যায় না।
উ:- প্লাস্টিক হলো এমন একটি বর্জ্য পদার্থ যা সহজে মাটিতে মিশে যায় না ।
৫.৩ পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
উ:- পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন -এ রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ।
৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৬.১ কী করে চাল থেকে ধানের খােসাকে আলাদা করবে?
উ:- ঢেঁকি বা হলারমেশিন ব্যবহার করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করব ।
৬.২ ফুসফুস ভালাে রাখার উপায় কী কী?
উ:- ফুসফুস ভালো রাখার উপায় গুলি হল
i ) নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে ।
ii ) ধোঁয়া ও ধুলোবালি থেকে দূরে থাকতে হবে ।
iii ) অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার যেমন- আঙ্গুর , আপেল , আনারস , খেতে হবে ।
৬.৩ কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে সাহায্য করে?
উ:- কৃত্রিম উপগ্রহগুলি থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই । তাছাড়া মোবাইল এ কথা বলা , টি ভি দেখা ও রেডিও শোনার পেছনেও এদের ভূমিকা রয়ছে ।
৬.৪ ডােকরার পুতুল কীভাবে বানানাে হয়?
উ:- মৌ – মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে ডোকরার পুতুল বানানো হয় ।
৬.৫ আগেকার দিনের মানুষ নানা পশুকে পােষ মানিয়েছিল কেন?
উ:- আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়ে ছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে পশুকে পোষ মানালে অনেক সুবিধা আছে । সারা বছর ধরে মাংস , দুধ , ডিম আর চামড়া পাওয়া যাবে । এছাড়াও মানুষ আত্মরক্ষার জন্য কুকুরকে পোষ মানাতে শিখেছিল ।
৬.৬ অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন?
উ:- আমরা সবাই জানি , চাদের নিজের কোনো আলো নেই । সূর্যের আলোকে চাদ প্রতিফলন করে উজ্জ্বল হয় কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর উপগ্রহ , তাই সে পৃথিবীর চারদিকেও ঘোরে । ফলে অমাবস্যার সময় যখন পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ এসে দাঁড়ায় । এই মুহুর্তে চাঁদের কোনো অংশ থেকে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে না । তাই অমাবস্যায় চাঁদকে দেখা যায় না ।
৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৭.১ “বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন” – কেন এমন হচ্ছে বলে তােমার মনে হয়?
উ:-
১ ) মানুষ জঙ্গল সব কেটে ফেলছে । প্রাণীদের খাবার ও জলের অভাব দেখা দিচ্ছে ।
২ ) মানুষ জলাভূমি বন্ধ করে ফেলছে ।
৩ ) বর্তমানে ফসলের জমিতে প্রচুর সার ও কীটনাশক ব্যবহৃত হয় এর ফলে বহু পাখি ও প্রাণী মারা যাচ্ছে ।
৪ ) এছাড়া বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রাণীদের বাসস্থান বিপন্ন হচ্ছে ।
৭.২ বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী কী করা উচিত বলে তােমার মনে হয়?
উ:- বিষাক্ত সাপ কামড়ালে
১. বিষদাত লেগে থাকলে তা তুলে ফেলতে হবে ।
২. ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুতে হবে ।
৩. হাতের বাহুতে / পায়ের উরুতে বাঁধন দিতে হবে । তবে এক – দেড় ঘন্টা অন্তর বাঁধন খুলে আবার হালকা ভাবে বাঁধতে হবে ।
৪. দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে ।
৫. রোগীকে সাহস দিতে হবে ।
৬ রোগী বমি করতে চাইলে তা করতে দিতে হবে ।
৭. স্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে স্বাস দিতে হবে ।
৭.৩ “বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে” – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করাে।
উ:- বাসস্থানের কাছাকাছি জল থাকার সুবিধাঃ
১ ) জলপথে আসা -যাওয়া করা যায় ।
২ ) মাছ চাষ ও মাছ ধরা যায় ।
৩ ) খুব সহজেই ক্ষেতের জলের প্রয়োজন মেটানো যায় ।
৪ ) তাছাড়াও রান্না করা , স্নান করা , কাপড় কাচা , ইত্যাদি কাজে প্রয়োজনীয় জলের যোগান পাওয়া যায়।
Class 5 Math Compilation Model Activity Task Click Here
Class 5 Bengali Compilation Model Activity Task Click Here
Class 5 Sastho O sorir Shikkha Compilation Model Activity Task Click Here
Class 5 Poribesh O Biggan Compilation Model Activity Task Click Here
Class 6 Math Compilation Model Activity Task Click Here
Class 6 Geography Compilation Model Activity Task Click Here
Class 6 Bengali Compilation Model Activity Task Click Here
Class 6 Sastho O sorir Shikkha Compilation Model Activity Task Click Here
Class 6 Poribesh O Biggan Compilation Model Activity Task Click Here
Class 6 English Compilation Model Activity Task Click Here
Class 7 Math Compilation Model Activity Task Click Here
Class 7 Geography Compilation Model Activity Task Click Here
Class 7 Bengali Compilation Model Activity Task Click Here
Class 7 Sastho O sorir Shikkha Compilation Model Activity Task Click Here
Class 7 Poribesh O Biggan Compilation Model Activity Task Click Here
Class 7 English Compilation Model Activity Task Click Here
Class 8 Math Compilation Model Activity Task Click Here
Class 8 Geography Compilation Model Activity Task Click Here
Class 8 Bengali Compilation Model Activity Task Click Here
Class 8 Sastho O sorir Shikkha Compilation Model Activity Task Click Here
Class 8 Poribesh O Biggan Compilation Model Activity Task Click Here
Class 8 English Compilation Model Activity Task Click Here