অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার

dream
0

অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার

অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর

প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার|তোমরা West Bengal Class 8 History পেয়ে যাবে|অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|West Bengal Class 8th Eight| Class 8 History Question and Answer|Class 8 History 8th chapter Suggestion WBBSE| Class 8 History 8th chapter Notes WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| ইতিহাস মক টেস্ট| itihas proshno o uttor|History Mock Test 


এছাড়াও তোমরা পাবে সপ্তম অধ্যায় ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসং -ক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions, Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VIII History Exam -ination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা অষ্টম শ্রেণী ইতিহাস অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার


1. ভারতীয় সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয়?

উ:- 1987 খ্রিস্টাব্দে 15 আগস্ট


2. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করে?

উ:- 1946 খ্রিস্টাব্দে


3. সংবিধান সভার কাজ কী ছিল?

উ:- ভারতের জন্য সংবিধান রচনা করা


4. কে ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ?

উ:- ডাক্তার রাজেন্দ্র প্রসাদ


5. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?

উ:- বি আর আম্বেদকর


6. কোন্ দিনটিতে ভারতে সাধারণতন্ত্র দিবস পালিত হয়?

উ:- 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি


7. পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি ?

উ:- ভারতীয় সংবিধান


9. কাকে সংবিধানের বিবেক বলা হয় ?

উ:- প্রস্তাবনাকে


10. সংবিধানের আত্মা কাকে বলা হয়?

উ:- প্রস্তাবনাকে


11. ভারত অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে ভারতকে কী বলা হয়?

উ:- সার্বভৌম


12. সমাজতন্ত্রে উৎপাদনের উপকরণের উপর কার মালিকানা থাকে?

উ:- রাষ্ট্র বা সমাজের


13. ভারত কোন ধরনের অর্থনীতির দেশ?

উ:- মিশ্র অর্থনীতি


14. ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে কী বোঝানো হয়েছে?

উ:- প্রাপ্তবয়স্কের ভোটাধিকার


15. সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রের উৎস ও রক্ষক কে ছিলেন?

উ:- ভারতীয় জনগণ


16.আইন ও তত্ত্বগত দিক থেকে বিচার করলে ভারতে কেন্দ্রীয় শাসনবিভাগের প্রধান কে?

উ:- রাষ্ট্রপতি


17.রাষ্ট্রপতি ভারতীয় জনগণের দ্বারা কীভাবে নির্বাচিত হন?

উ:- পরোক্ষভাবে


18. বাস্তবে কার নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ দ্বারা রাষ্ট্রপতির নামে শাসনকার্য পরিচালিত হয়?

উ:- প্রধানমন্ত্রীরা


19. রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন?

উ:- 5 বছরের জন্য


20. রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?

উ:- 35 বছর


21. পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরেই কার থান?

উ:- উপরাষ্ট্রপতি


22. উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?

উ:- 35 বছর


23. উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর?

উ:- 5 বছর


24. ভারতে কেন্দ্রীয় আইনসভা কী নামে পরিচিত?

উ:- সংসদ বা পার্লামেন্ট


25. ভারতের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?

উ:- দুই কক্ষ বিশিষ্ট


26.ভারতীয় কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম কী?

উ:- রাজ্যসভা


27. রাজ্যসভার সদস্য হিসেবে বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে কত জনকে রাষ্ট্রপতি নিয়োগ করেন?

উ:- 12 জনকে


28. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?

উ:- 6 বছরের


29. ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কী ?

উ:- লোকসভা


30.লোকসভার সদস্যপদে প্রার্থী হওয়ার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?

উ:- 25 বছর


31. লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?

উ:- 5 বছরের


32. স্পিকারের অবর্তমানে কে লোকসভার কাজ পরিচালনা করেন?

উ:- ডেপুটি স্পিকার


33. প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?

উ:- রাষ্ট্রপতি


34. রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কী?

উ:- বিধান পরিষদ


35. রাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম কী ?

উ:- বিধানসভা


36. রাজ্যপালকে কে নিয়োগ করেন ?

উ:- রাষ্ট্রপতি


37. রাজ্যপাল পদে নিযুক্ত হতে গেলে প্রার্থীকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে?

উ:- 35 বছর


38. মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?

উ:- রাজ্যপাল


39. বিধানসভার সব সদস্য এবং বিধায়কগণ কীসের ভিত্তিতে নির্বাচিত হন?

উ:- প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের


40. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?

উ:- প্রফুল্ল ঘোষ


41. পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা কী নামে পরিচিত?

উ:- পঞ্চায়েত ব্যবস্থা


42.ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের উপরে কী রয়েছে?


উ:- পঞ্চায়েত সমিতি


43. পায়েতের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?

উ:- পাঁচ বছরে


44.কীসের ভিত্তিতে পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয় ?

উ:-  ব্লকের নাম অনুসারে


45.পঞ্চায়েত আইনে কত মাস অন্তর পঞ্চায়েত সমিতির সভা ডাকার কথা বলা আছে?

উ:- 3 মাস


46. জেলা পরিষদের কার্যকাল কত বছর?

উ:- 5 বছর


47. পৌরসভার সদস্যদের কী বলা হয়?

উ:- কাউন্সিলর


48.পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে তৈরি কাউন্সিলর পরিষদকে কী বলা ?

উ:- পৌরসভা


49. ভারতে পৌরশাসন ব্যবস্থা কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল ?

উ:- 1882 খ্রিস্টাব্দে


50.কত খ্রিস্টাব্দে সংবিধানগতভাবে জমি ও সম্পত্তির অধিকার রক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের সমান দেওয়া হয়েছে?

উ:- 2005 খ্রিস্টাব্দে


51.পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনায় নিপীড়নের শিকার হন তাহলে তিনি কোন্ সুরক্ষা পেতে পারেন?

উ:- পারিবারিক হিংসা রধ আইন


52. গান্ধিজি ও বি আর আম্বেদকরের মধ্যে যে চুক্তি হয়েছিল, তা কী নামে পরিচিত?

উ:-  পুনা চুক্তি




আরও পড়ুন......

আরও পড়ুন......
আরও পড়ুন......
আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার

File Format

PDF

File Language

Bengali

File Size

165 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top