অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার
আজকে আলোচনা করব অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার|তোমরা West Bengal Class 8 History পেয়ে যাবে|অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|West Bengal Class 8th Eight| Class 8 History Question and Answer|Class 8 History 8th chapter Suggestion WBBSE| Class 8 History 8th chapter Notes WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| ইতিহাস মক টেস্ট| itihas proshno o uttor|History Mock Test
এছাড়াও তোমরা পাবে সপ্তম অধ্যায় ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসং -ক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions, Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VIII History Exam -ination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা অষ্টম শ্রেণী ইতিহাস অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।
অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার
1. ভারতীয় সংবিধানটি কবে গণপরিষদে গৃহীত হয়?
উ:- 1987 খ্রিস্টাব্দে 15 আগস্ট
2. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করে?
উ:- 1946 খ্রিস্টাব্দে
3. সংবিধান সভার কাজ কী ছিল?
উ:- ভারতের জন্য সংবিধান রচনা করা
4. কে ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ?
উ:- ডাক্তার রাজেন্দ্র প্রসাদ
5. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
উ:- বি আর আম্বেদকর
6. কোন্ দিনটিতে ভারতে সাধারণতন্ত্র দিবস পালিত হয়?
উ:- 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি
7. পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি ?
উ:- ভারতীয় সংবিধান
9. কাকে সংবিধানের বিবেক বলা হয় ?
উ:- প্রস্তাবনাকে
10. সংবিধানের আত্মা কাকে বলা হয়?
উ:- প্রস্তাবনাকে
11. ভারত অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলে ভারতকে কী বলা হয়?
উ:- সার্বভৌম
12. সমাজতন্ত্রে উৎপাদনের উপকরণের উপর কার মালিকানা থাকে?
উ:- রাষ্ট্র বা সমাজের
13. ভারত কোন ধরনের অর্থনীতির দেশ?
উ:- মিশ্র অর্থনীতি
14. ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে কী বোঝানো হয়েছে?
উ:- প্রাপ্তবয়স্কের ভোটাধিকার
15. সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রের উৎস ও রক্ষক কে ছিলেন?
উ:- ভারতীয় জনগণ
16.আইন ও তত্ত্বগত দিক থেকে বিচার করলে ভারতে কেন্দ্রীয় শাসনবিভাগের প্রধান কে?
উ:- রাষ্ট্রপতি
17.রাষ্ট্রপতি ভারতীয় জনগণের দ্বারা কীভাবে নির্বাচিত হন?
উ:- পরোক্ষভাবে
18. বাস্তবে কার নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ দ্বারা রাষ্ট্রপতির নামে শাসনকার্য পরিচালিত হয়?
উ:- প্রধানমন্ত্রীরা
19. রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন?
উ:- 5 বছরের জন্য
20. রাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?
উ:- 35 বছর
21. পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরেই কার থান?
উ:- উপরাষ্ট্রপতি
22. উপরাষ্ট্রপতি হতে গেলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?
উ:- 35 বছর
23. উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর?
উ:- 5 বছর
24. ভারতে কেন্দ্রীয় আইনসভা কী নামে পরিচিত?
উ:- সংসদ বা পার্লামেন্ট
25. ভারতের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
উ:- দুই কক্ষ বিশিষ্ট
26.ভারতীয় কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম কী?
উ:- রাজ্যসভা
27. রাজ্যসভার সদস্য হিসেবে বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে কত জনকে রাষ্ট্রপতি নিয়োগ করেন?
উ:- 12 জনকে
28. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উ:- 6 বছরের
29. ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কী ?
উ:- লোকসভা
30.লোকসভার সদস্যপদে প্রার্থী হওয়ার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?
উ:- 25 বছর
31. লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
উ:- 5 বছরের
32. স্পিকারের অবর্তমানে কে লোকসভার কাজ পরিচালনা করেন?
উ:- ডেপুটি স্পিকার
33. প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
উ:- রাষ্ট্রপতি
34. রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
উ:- বিধান পরিষদ
35. রাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম কী ?
উ:- বিধানসভা
36. রাজ্যপালকে কে নিয়োগ করেন ?
উ:- রাষ্ট্রপতি
37. রাজ্যপাল পদে নিযুক্ত হতে গেলে প্রার্থীকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে?
উ:- 35 বছর
38. মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?
উ:- রাজ্যপাল
39. বিধানসভার সব সদস্য এবং বিধায়কগণ কীসের ভিত্তিতে নির্বাচিত হন?
উ:- প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের
40. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
উ:- প্রফুল্ল ঘোষ
41. পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা কী নামে পরিচিত?
উ:- পঞ্চায়েত ব্যবস্থা
42.ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের উপরে কী রয়েছে?
উ:- পঞ্চায়েত সমিতি
43. পায়েতের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
উ:- পাঁচ বছরে
44.কীসের ভিত্তিতে পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয় ?
উ:- ব্লকের নাম অনুসারে
45.পঞ্চায়েত আইনে কত মাস অন্তর পঞ্চায়েত সমিতির সভা ডাকার কথা বলা আছে?
উ:- 3 মাস
46. জেলা পরিষদের কার্যকাল কত বছর?
উ:- 5 বছর
47. পৌরসভার সদস্যদের কী বলা হয়?
উ:- কাউন্সিলর
48.পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে তৈরি কাউন্সিলর পরিষদকে কী বলা ?
উ:- পৌরসভা
49. ভারতে পৌরশাসন ব্যবস্থা কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল ?
উ:- 1882 খ্রিস্টাব্দে
50.কত খ্রিস্টাব্দে সংবিধানগতভাবে জমি ও সম্পত্তির অধিকার রক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের সমান দেওয়া হয়েছে?
উ:- 2005 খ্রিস্টাব্দে
51.পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনায় নিপীড়নের শিকার হন তাহলে তিনি কোন্ সুরক্ষা পেতে পারেন?
উ:- পারিবারিক হিংসা রধ আইন
52. গান্ধিজি ও বি আর আম্বেদকরের মধ্যে যে চুক্তি হয়েছিল, তা কী নামে পরিচিত?
উ:- পুনা চুক্তি
- মুঘল সাম্রজ্যের পতনের কারনগুলি আলোচনা কর
- বক্সার যুদ্ধের কারনগুলি আলোচনা কর
- পলাশির যুদ্ধের কারনগুলি আলোচনা কর
আরও পড়ুন......- অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়
- উপনিবেশিক অর্থনীতি চরিত্র
১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
আরও পড়ুন......- অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায়
- উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ
১ নম্বরের প্রশ্ন এবং উত্তর- অষ্টম শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
আরও পড়ুন......
- অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়
- উপনিবেশিক অর্থনীতি চরিত্র ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায়
- উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
File Details |
|
File Name/Book Name | অষ্টম শ্রেণি অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 165 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |