সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা
প্রিয় বন্ধুরা
আজকে আলোচনা করব সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা|তোমরা West Bengal Class 7 History পেয়ে যাবে| সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|Class 7 History 1st chapter Suggestion WBBSE| ইতহাস প্রশ্নোত্তর|West Bengal Class Seven |Class 7 History Question and Answer| itihas proshno o uttor|Class 7 History 1st chapter Notes WBBSE | ইতিহাস মক টেস্ট| History Mock Test
এছাড়াও তোমরা পাবে সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসং -ক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions, Descr -iptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VII History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা সপ্তম শ্রেণী ইতিহাস (প্রথম অধ্যায় ভারতের রাজনৈ -তিক ইতিহাসের কয়েকটি ধারা) ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।
সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা
1.বঙ্গ নামটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায় ?
উঃ- ঋগবেদ-এর ঐতরেয় আরণ্যক
2. অর্থশাস্ত্র কে রচনা করেন?
উঃ- কৌটিল্য
3. রঘুবংশম কাব্যগ্রন্থটি কার রচনা?
উঃ- কালিদাস-এর
4. “আইন-ই-আকবরি’ গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- আবুল ফজল
5. ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা বাংলার কী নাম দিয়েছিলেন?
উঃ- বেঙ্গালা
6.কবে, বাংলার পশ্চিমভাগের নাম পশ্চিমবঙ্গ হয় ?
উঃ- ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের সময়
7.বাংলাদেশ কবে স্বাধীন হয়?
উঃ- ১৯৭১ খ্রিস্টাব্দে ৮. ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকা কী নামে পরিচিত ছিল
8.একজন চিনা পর্যটক শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?
উঃ- বরেন্দ্র
9.পালবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ- গোপাল
10.পালবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ- দেবপাল
11.ধর্মপাল কী উপাধি গ্রহণ করেছিলেন?
উঃ- পরমেশ্বর/পরমভট্টারক/মহারাজাধিরাজ
12.কোন পালরাজার আমলে কৈবর্ত বিদ্রোহ শর হয়েছিল?
উঃ- রামপাল-এর আমলে
রামচরিত কে রচনা করেন?
উঃ- সন্ধ্যাকর নন্দী
13.কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উঃ- ভীম
14.গুজরাট ও রাজস্থানে কারা শাসন করতেন?
উঃ- গুর্জর
15.প্রতিহার রাজারা রামপালের রাজধানী কোথায় ছিল ?
রামাবতীনগরে
16.কনোজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল ?
উঃ- প্রায় দুশ বছর
17.সেন বংশের প্রথম রাজা কে ছিলেন?
উঃ- সামন্ত সেন
18.কৌলীন্যপ্রথা কে প্রবর্তন করেন?
উঃ- বল্লাল সেন
19.তুর্কি আক্রমণ যতইল?
উঃ- ১২০৪-১২০৫ খ্রিস্টাব্দে
20.চোল রাজা কে প্রতিষ্ঠা করেন?
উঃ- বিজয়ালয়
21.চোল রাজাদের রাজধানী কোথায় ছিল?
উঃ- তাঞ্জাভুর বা তাঞ্জোর
22.প্রথম রাজেন্দ্র আরবের দুটি গুরুত্বপূর্ণ শহরের নামা করো।
উঃ- মক্কা ও মদিনা
23.আরবের যাযাবর মানুষদের কী বলা হয় ?
উঃ- বেদুইন
24. জমজম কী ?
উঃ- মক্কার একটি পবিত্র কূপ
25.জরত মহম্মদ প্রবর্তিত ধর্মের নাম কী?
উঃ- ইসলাম
26. ধর্ম হজরত মহম্মদ কবে জাগ্রহণ করেন?
উঃ- ৫৭০ খ্রিস্টাব্দে
27.হজরত মহম্মদ কোন বংশে জন্মগ্রহণ করেন?
উঃ- কুরেশি বা কোরায়েশ বংশে
28.হজরত মহম্মদ কবে আল্লাহ-র দূত মনোনীত হন?
উঃ- ৬১০ খ্রিস্টাব্দে
29.হজরত মহম্মদ কার কাছে লালিতপালিত হন?
উঃ- কাকা আবু তালিবের কাছে
30.স্বর্গীয় দূত জিব্রাইলের মাধ্যমে হজরত মহম্মদের গন ধমে কে এখন বিশ্বাস স্থাপন করেন?
উঃ- স্ত্রী খাদিজা।
31.কার একটি পবিত্র কালো পাথর মুহাজির কথার অর্থ কী?
উঃ- বাস্তুত্যাগী
32.আনসার কথার অর্থ কী?
উঃ- সাহায্যকারী
33.ইসলাম শব্দের অর্থ কী?
উঃ- শান্তি (অন্য অর্থে আত্মসমর্পণ)
34.খলিফা শব্দের অর্থ কী?
উঃ- প্রতিনিধি বা উত্তরাধিকারী
35.মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী ?
উঃ- কোরান।
36.প্রথম খলিফা কে ছিলেন?
উঃ- হজরত আবুবকর (৬৩২-৬৩৪ খ্রিস্টাব্দ)
37.গজাইকোচোল উপাধি কে গ্রহন করেছিলেন?
উঃ- প্রথম রাজেন্দ্র
38.হুজরত মহম্মদ কার মাধ্যমে আল্লাহর বাণী লাভ করেছিলেন?
উঃ- স্বর্গীয় দূত জিব্রাইলের মাধ্যমে
39.খলিফার অধিকারের তল কী নামে পরিচিত?
উঃ- খিলাফত
40.আরবরা কবে সিন্ধুপ্রদেশে এসে পৌঁছেন ?
উঃ- ৭১২ খ্রিস্টাব্দে
41.ভারতে প্রথম মুসলিম আক্রমণ কবে হয়?
41.উঃ- ৭১২ খ্রিস্টাব্দে
42.সুলতান মাহমদ কোথাকার শাসক ছিলেন?
উঃ- গজনির
43.মহম্মদ ঘুরির পুরো নাম কী?
উঃ-মুইজউদ্দিনমহম্মদ-বিন সাম
44.মহম্মদ ঘুরি কোথাকার শাসক ছিলেন ?
উঃ- ঘুর-এর (গজনি ও হিরাটের মধ্যবর্তী রাজ্যের)
45.সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন?
উঃ- 17 বার
46.দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল?
উঃ- ১১৯২ খ্রিস্টাব্দে কোন তুর্কি সেনাপতি নদিয়া দখল করেছিলেন? ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি
47.তবকাত-ই-নাসিরি কে রচনা করেন?
উঃ- ঐতিহাসিক মিনহাজ-উস-সিরাজ
48.তুর্কি অভিযানের সময় বাংলার রাজা কে ছিলেন?
উঃ- লক্ষ্মণ সেন
49.বাংলায় কার নেতৃত্বে তুর্কি অভিযান হয়েছিল?
উঃ- বখতিয়ার খলজির নেতৃত্বে
50.হিন্দুস্থানের খলিফা” কাকে বলা হয়?
উঃ-লক্ষ্মণ সেনকে
51.হলায়ুধ কে ছিলেন?
উঃ-লক্ষ্মণ সেনের মন্ত্রী
আরও পড়ুন......
আরও পড়ুন......
File Details
File Name/Book Name
সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|
File Format
PDF
File Language
Bengali
File Size
79 KB
File Location
GOOGLE DRIVE
Download Link
Join Telegram... Members
File Details |
|
File Name/Book Name | সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর| |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 79 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |