সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা

সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা


প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা|তোমরা West Bengal Class 7 History পেয়ে যাবে| সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|Class 7 History 1st chapter Suggestion WBBSE| ইতহাস প্রশ্নোত্তর|West Bengal Class Seven |Class 7 History Question and Answer| itihas proshno o uttor|Class 7 History 1st chapter Notes WBBSE | ইতিহাস মক টেস্ট| History Mock Test 


এছাড়াও তোমরা পাবে সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসং -ক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions, Descr -iptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VII History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা সপ্তম শ্রেণী ইতিহাস (প্রথম অধ্যায় ভারতের রাজনৈ -তিক ইতিহাসের কয়েকটি ধারা) ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা

1.বঙ্গ নামটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায় ?

উঃ- ঋগবেদ-এর ঐতরেয় আরণ্যক

2. অর্থশাস্ত্র কে রচনা করেন?

উঃ-  কৌটিল্য

3. রঘুবংশম কাব্যগ্রন্থটি কার রচনা?

উঃ-  কালিদাস-এর

4. “আইন-ই-আকবরি’ গ্রন্থটি কে রচনা করেন?

উঃ- আবুল ফজল

5. ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা বাংলার কী নাম দিয়েছিলেন?

উঃ- বেঙ্গালা

6.কবে, বাংলার পশ্চিমভাগের নাম পশ্চিমবঙ্গ হয় ?

উঃ-  ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের সময়

7.বাংলাদেশ কবে স্বাধীন হয়?

উঃ-  ১৯৭১ খ্রিস্টাব্দে ৮. ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকা কী নামে পরিচিত ছিল

8.একজন চিনা পর্যটক শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?

উঃ-  বরেন্দ্র

9.পালবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ- গোপাল

10.পালবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উঃ- দেবপাল

11.ধর্মপাল কী উপাধি গ্রহণ করেছিলেন?

উঃ- পরমেশ্বর/পরমভট্টারক/মহারাজাধিরাজ

12.কোন পালরাজার আমলে কৈবর্ত বিদ্রোহ শর হয়েছিল?

উঃ- রামপাল-এর আমলে

রামচরিত কে রচনা করেন?

উঃ- সন্ধ্যাকর নন্দী

13.কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো।

উঃ- ভীম

14.গুজরাট ও রাজস্থানে কারা শাসন করতেন?

উঃ- গুর্জর

15.প্রতিহার রাজারা রামপালের রাজধানী কোথায় ছিল ?

রামাবতীনগরে

16.কনোজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল ?

উঃ- প্রায় দুশ বছর

17.সেন বংশের প্রথম রাজা কে ছিলেন?

উঃ-  সামন্ত সেন

18.কৌলীন্যপ্রথা কে প্রবর্তন করেন?

উঃ- বল্লাল সেন

19.তুর্কি আক্রমণ যতইল?

উঃ- ১২০৪-১২০৫ খ্রিস্টাব্দে

20.চোল রাজা কে প্রতিষ্ঠা করেন?

উঃ- বিজয়ালয়

21.চোল রাজাদের রাজধানী কোথায় ছিল?

উঃ- তাঞ্জাভুর বা তাঞ্জোর

22.প্রথম রাজেন্দ্র আরবের দুটি গুরুত্বপূর্ণ শহরের নামা করো।

উঃ- মক্কা ও মদিনা

  23.আরবের যাযাবর মানুষদের কী বলা হয় ?

উঃ- বেদুইন   

24. জমজম কী ?

উঃ- মক্কার একটি পবিত্র কূপ

25.জরত মহম্মদ প্রবর্তিত ধর্মের নাম কী?

উঃ- ইসলাম

26. ধর্ম হজরত মহম্মদ কবে জাগ্রহণ করেন?

উঃ- ৫৭০ খ্রিস্টাব্দে

27.হজরত মহম্মদ কোন বংশে জন্মগ্রহণ করেন?

উঃ- কুরেশি বা কোরায়েশ বংশে

28.হজরত মহম্মদ কবে আল্লাহ-র দূত মনোনীত হন?

উঃ- ৬১০ খ্রিস্টাব্দে

29.হজরত মহম্মদ কার কাছে লালিতপালিত হন?

উঃ- কাকা আবু তালিবের কাছে

30.স্বর্গীয় দূত জিব্রাইলের মাধ্যমে হজরত মহম্মদের গন ধমে কে এখন বিশ্বাস স্থাপন করেন?

উঃ- স্ত্রী খাদিজা।

31.কার একটি পবিত্র কালো পাথর মুহাজির কথার অর্থ কী?

 উঃ- বাস্তুত্যাগী

32.আনসার কথার অর্থ কী?

উঃ- সাহায্যকারী

33.ইসলাম শব্দের অর্থ কী?

উঃ-  শান্তি (অন্য অর্থে আত্মসমর্পণ)

34.খলিফা শব্দের অর্থ কী?

উঃ- প্রতিনিধি বা উত্তরাধিকারী

35.মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী ?

উঃ- কোরান।

36.প্রথম খলিফা কে ছিলেন?

উঃ- হজরত আবুবকর (৬৩২-৬৩৪ খ্রিস্টাব্দ)

37.গজাইকোচোল উপাধি কে গ্রহন করেছিলেন?

উঃ- প্রথম রাজেন্দ্র

38.হুজরত মহম্মদ কার মাধ্যমে আল্লাহর বাণী লাভ করেছিলেন?

উঃ- স্বর্গীয় দূত জিব্রাইলের মাধ্যমে

39.খলিফার অধিকারের তল কী নামে পরিচিত?

উঃ- খিলাফত

40.আরবরা কবে সিন্ধুপ্রদেশে এসে পৌঁছেন ?

উঃ- ৭১২ খ্রিস্টাব্দে

41.ভারতে প্রথম মুসলিম আক্রমণ কবে হয়?

41.উঃ- ৭১২ খ্রিস্টাব্দে

42.সুলতান মাহমদ কোথাকার শাসক ছিলেন?

উঃ- গজনির

43.মহম্মদ ঘুরির পুরো নাম কী?

উঃ-মুইজউদ্দিনমহম্মদ-বিন সাম                                      

44.মহম্মদ ঘুরি কোথাকার শাসক ছিলেন ?

উঃ- ঘুর-এর (গজনি ও হিরাটের মধ্যবর্তী রাজ্যের)

45.সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন?

উঃ- 17 বার

46.দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল?

 উঃ- ১১৯২ খ্রিস্টাব্দে কোন তুর্কি সেনাপতি নদিয়া দখল করেছিলেন? ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি

47.তবকাত-ই-নাসিরি কে রচনা করেন?

উঃ- ঐতিহাসিক মিনহাজ-উস-সিরাজ

48.তুর্কি অভিযানের সময় বাংলার রাজা কে ছিলেন?

উঃ- লক্ষ্মণ সেন

49.বাংলায় কার নেতৃত্বে তুর্কি অভিযান হয়েছিল?  

উঃ- বখতিয়ার খলজির নেতৃত্বে

50.হিন্দুস্থানের খলিফা” কাকে বলা হয়?

উঃ-লক্ষ্মণ সেনকে

51.হলায়ুধ কে ছিলেন?

উঃ-লক্ষ্মণ সেনের মন্ত্রী


আরও পড়ুন......


আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|

File Format

PDF

File Language

Bengali

File Size

79 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url