Advertisement

সপ্তম শ্রেনী ইতিহাস| দ্বিতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা

সপ্তম শ্রেনী ইতিহাস| দ্বিতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা


সপ্তম শ্রেনী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের উত্তর

প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব সপ্তম শ্রেনী ইতিহাস|দ্বিতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা| তোমরা West Bengal Class 7 History পেয়ে যাবে|সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|West Bengal Class Seven|Class 7 History 2nd chapter Notes WBBSE|Class 7 History Question and Answer|Class 7 History 2nd chapter Suggestion WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| ইতিহাস মক টেস্ট|itihas proshno o uttor| History Mock Test 


এছাড়াও তোমরা পাবে সপ্তম শ্রেণী দ্বিতীয় অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questi -ons, Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VII History Examin -ation এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা সপ্তম শ্রেণী ইতিহাস (দ্বিতীয় অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা) ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


সপ্তম শ্রেনী ইতিহাস| দ্বিতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা


1.চোলরাজ্যের প্রদেশগুলিকে কী বলা হত?

মণ্ডলম।

2.চোল যুগে গ্রামকে কে শাসন করত?

গ্রামপরিষদ বা উর

3.চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে কী গঠিত হত ?

নাড়ু

4.পাল ও সেন যুগে বাংলার প্রধান অর্থনীতি কী ছিল ?

 কৃষি

5.পাল ও সেন যুগে জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম কী ছিল?

 কড়ি

6.কোন যুগ বাংলা ভাষার উৎপত্তির সময়কাল ?

পাল যুগ

7.কোন ভাষা থেকে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়?

মাগধী, প্রাকৃত থেকে

8.কোন্ সময় থেকে চর্যাপদ লেখা শুরু হয়েছিল?

পাল যুগের শেষদিক থেকে। ‘

9.চিকিৎসাসংগ্রহ' গ্রন্থটি কে রচনা করেন?

চক্রপাণি দত্ত

10.পাল যুগের একজন চিকিৎসাবিজ্ঞানীর নাম লেখো।

চক্রপাণি দত্ত

’11.রামচরিত কাব্যটি কার রচনা?

সন্ধ্যাকর নন্দীর

12.কার শাসনকালে রামচরিত রচিত হয়েছিল ?

রামপালের ছেলে মদনপালের শাসনকালে।

13.কোন যুগে বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ ধর্মমতের জন্ম হয়েছিল ?

পাল যুগে

14.কাহ্নপাদ কে ছিলেন?

একজন বৌদ্ধ সিদ্ধাচার্য।

15.কে, চর্যাপদের পুথি উদ্ধার করেন?

আচার্য হরপ্রসাদ শাস্ত্রী

16.কার আমলে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল?

গুপ্ত সম্রাট

17.কুমারগুপ্ত-এর আমলে কোন্ সময়ে নালন্দায় বৌদ্ধবিহার তৈরি হয়েছিল ?

 খ্রিস্টীয় পঞ্চম শতকে

18.অষ্ট সহম্রিকা প্রজ্ঞাপারমিতা কোন্ যুগে রচিত হয়েছিল ?

পাল যুগে।

19.কে, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন?

পালরাজা ধর্মপাল

 

20.বিক্রমশীল মহাবিহারের মহাচার্য কে ছিলেন?

দীপঙ্কর-শ্রীজ্ঞান (অতীশ)

21.পাল যুগের শিল্পরীতিকে কী বলা হত ?

 প্রাচ্য শিল্পরীতি ‘

22.গীতগোবিন্দম কে রচনা করেন?

জয়দেব।

23.সদুক্তিকর্ণামৃত কে সংকলিত করেন?

শ্রীধর দাস।

24.দানসাগর কে রচনা করেন?

বল্লাল সেন

25.লক্ষ্মণ সেনের সভাপতি কে ছিলেন?

জয়দেব –

26.লক্ষ্মণ সেনের মন্ত্রী কে ছিলেন?

হলায়ুধ।

27.সেন যুগের অভিধান প্রণেতা কে ছিলেন?

সর্বানন্দ

28.বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন?

দীপঙ্কর-শ্রীজ্ঞান (অতীশ) ।

29.কার কাছে শ্রীজ্ঞান অতীশ দীক্ষা নেন?

ওদন্তপুরী বিহারের আচার্য শীলরক্ষিতের কাছে।

30.কার অনুরোধে অতীশ দীপঙ্কর তিব্বতে যান?

তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে

31.তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে কে পূজিত হন?

অতীশ দীপঙ্কর

32.পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধকেন্দ্র কোথায় রয়েছে ? |

ইন্দোনেশিয়ার বেরোবুদুরে

33.বৌদ্ধধর্মে ‘নির্বাণ কথার অর্থ কী?

মুক্তি বা মাখো

34.সপ্তম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন চিনা পরিব্রাজক শিক্ষালাভ করেন ?

 হিউয়েন সাঙ

35.বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন?

 ধর্মপাল

36.বিক্রমশীল মহাবিহারটি কাদের আক্রমণে ধ্বংসপ্রাপ্ত হয়?

তুর্কি আক্রমণে

37.লক্ষ্মণ সেনের সভা অলংকারকারী ব্যক্তিদের কী বলা হত?

পঞরত্ন

38.ব্রাহ্ণসর্বস্ব গ্রন্থের রচয়িতা কে?

হলায়ুধ

39.শীলরক্ষিত কোথাকার উপাচার্য ছিলেন?

ওদন্তপুরীর

40.বোবুদুরের মন্দিরটি বর্তমানে কোথায় অবস্থিত?

ইন্দোনেশিয়ায়

41.আঙ্কোরভাটের মন্দির কোথায় অবস্থিত ?

কম্বোডিয়ায়

42.কোন সময়কে ভারতের ‘সামন্ততন্ত্রের যুগ বলা হয় ?

ভারতের আদি-মধ্যযুগ (৩০০-৯০০ খ্রিস্টাব্দ)।

43.পাল যুগে অব্রাত্মণদের কী বলা হত ?

সংকর/শূদ্র পণ্ডিতের

44.ভারতে কোন সময় ব্ৰিহ্বাদেয় ব্যবস্থার উৎপত্তি হয়?

গুপ্ত যুগে

45.কোন বাঙালি পণ্ডিতের বাড়ি নাস্তিক ভিটা নামে পরিচিত ছিল ?

দীপঙ্কর-শ্রীজ্ঞান (অতীশ)-এর

46.পালরাজ রামপালের রাজধানী কোথায় ছিল?

রামাবতীতে



আরও পড়ুন......


আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

সপ্তম শ্রেনী ইতিহাস| দ্বিতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|

File Format

PDF

File Language

Bengali

File Size

79 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members

 



  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ