সপ্তম শ্রেনী ইতিহাস|তৃতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|দিল্লি সুলতানি-তুর্কো আফগান শাসন

0

সপ্তম শ্রেনী ইতিহাস|তৃতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|দিল্লি সুলতানি-তুর্কো আফগান শাসন

 সপ্তম শ্রেনী ইতিহাস তৃতীয় অধ্যায় ১ নম্বরের উত্তর

প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব সপ্তম শ্রেনী ইতিহাস|তৃতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|দিল্লি সুলতানি-তুর্কো আফগান শাসন|তোমরা West Bengal Class 7 History পেয়ে যাবে|সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|Class 7 Hist -ory 3rd chapter Suggestion WBBSE| ইতহাস প্রশ্নোত্তর|West Bengal Class Seven|Class 7 History Question and Answer|itihas prosh -no o uttor|Class 7 History 3rd chapter Notes WBBSE| ইতিহাস মক টেস্ট| History Mock Test 


এছাড়াও তোমরা পাবে সপ্তম শ্রেণী তৃতীয় অধ্যায় দিল্লি সুলতানি-তুর্কো আফগান শাসন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ Very Short Question Short Questions Descrip -tive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VII History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা সপ্তম শ্রেণী ইতিহাস (দিল্লি সুলতানি- তুর্কো আফগান শাসন) ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


সপ্তম শ্রেনী ইতিহাস|তৃতীয় অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|দিল্লি সুলতানি-তুর্কো আফগান শাসন

১. ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে ছিলেন?

উঃ- খলিফা

৪. দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম খলিফার অনুমোদনলাভ করেন?

উঃ- ইলতুৎমিশ

৫. সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন?

উঃ- সতেরো বার

৬. সুলতান মাহমুদের সঙ্গে কোন্ ঐতিহাসিক ভারতে আসেন?

উঃ- অলবিরুনি

৭. কত খ্রিস্টাব্দে আরবরা সিন্ধুদেশ জয় করে অথবা, ভারতবর্ষে কবে প্রথম মুসলমান আক্রমণ ঘটে?

উঃ-  ৭১২ খ্রিস্টাব্দে

১০. আরবরা যখন সিন্ধুদেশ আক্রমণ করে, তখন এর রাজা কে ছিলেন?

উঃ- সিন্ধরাজ দাহির

১১. সিরাজ দাহির কার নিকট পরাজিত হন?

উঃ- মহম্মদ-বিন-কাশিমের নিকট

১২. কোন সাহিত্যিক উপাদান থেকে আরবদের সি জয়ের কাহিনি জানা যায়?

উঃ- বালাজুরি লিখিত ‘চাচনামা’ গ্রন্থ                                                         

১৩. আরবদের পর কারা ভারতবর্ষ আক্রমণ করে?

উঃ- তুর্কিরা

১৪. কত খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ প্রথম ভারতবর্ষ আক্রমণ করে?

উঃ- ১০০০ খ্রিস্টাব্দে

১৫. সুলতান মাহমুদ কোথাকার শাসক ছিলেন?

উঃ- গজনির

১৬.. কত খ্রিস্টাব্দে ' ওয়েহিন্দের যুদ্ধ হয়?

উঃ- ১০০৮ খ্রিস্টাব্দে

১৭.কাদের মধ্যে ওয়েহিন্দেৰ যুদ্ধ সংঘটিত হয়?

উঃ- শাহি বংশীয় আনন্দপাল ও সুলতান মাহমুদের মধ্যে

১৮. ঐতিহাসিকগণ কাকে বাৎকিনি’ উপাধিতে ভূষিত করেছেন?       

উঃ- সুলতান মাহমুদকে

১৯.সুলতান মাহমুদের পর কে ভারতবর্ষ আক্রমণ করেন?

উঃ- মহম্মদ ঘুরি

২০.তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগটিত হয়?

উঃ- এর ১১৯২ খ্রিস্টাব্দে

২১.কুতুবউদ্দিন আইবক কবে, সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?

উঃ- ১২০৬ খ্রিস্টাব্দে

২২.কুতুবউদ্দিনের বংশকে কী বলা হয়?

উঃ- দাসবংশ বা মামেলুক

২৩.তাজউদ্দিন ইয়ালদুজ থাকার শাসক ছিলেন?

উঃ-  গজনির

২৪. দিল্লির সুলতানরা কার অনুমোদন প্রার্থনা করতেন?

উঃ- খলিফা-র

২৫. খুতবা কথাটির অর্থ কী?

উঃ-  ভাষণ

২৬. ইলতুৎমিশ কোন খলিফার অনুমোদন লাভ করেছিলেন ?

উঃ- আবু জাফর আল মুনতাসিব-এর

 ২৭. খিলাত' শব্দের অর্থ কী?

উঃ- আনুষ্ঠানিক পোশাক

২৮. ইলতুৎমিশ কবে খলিফার অনুমোদন পান?

উঃ- ১২২৯ খ্রিস্টাব্দে

২৯. কোন সুলতানকে লাখবক্স বলা হত?

উঃ- কুতুবউদ্দিন আইবককে

৩০. কোন সুলতান দু-বার খলিফার অনুমোদন পান।

 উঃ- ফিরোজশাহ তুঘলক

৩১. সুলতান-ই-আজম' উপাধি কে ধারণ করেন?

উঃ- ইলতুৎমিশ

৩২. ভারতে কে ইকতা প্রথা চালু করেন ?

উঃ- ইলতুৎমিশ উত্তর অর্পিত জমি বা জায়গির

৩৪. দিল্লির একমাত্র মহিলা সুলতান কে ছিলেন ?

উঃ- রাজিয়া

৩৫. তুকান-ই-চিহলগানি-কে গড়ে তোলেন?

উঃ- ইলতুৎমিশ

৩৬. তুর্কন-ই-চিহলগানি’-র অর্থ কী?

উঃ- চল্লিশজন তুর্কি বা পরিবার

৩৭. বান্দা মানে কী?

উঃ- সেবক

৩৮. গিয়াসউদ্দিন বলবনের পূর্ব নাম কী ছিল?

উঃ- উলুঘ খাঁ

৩৯. সিজদা ও পাইবসপ্রথা কে চালু করেন?

উঃ- গিয়াসউদ্দিন বলবন

৪০. গগা ও যমুনার মধ্যবর্তী অঞল কী নামে পরিচিত?

উঃ- দোয়াব অঞ্চল

৪০.দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারত অভিযান করেন ?

উঃ- আলাউদ্দিন খলজি

৪২. খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন

উঃ- জালালউদ্দিন খলজি

৪৩. দক্ষিণ ভারত অভিযানে আলাউদ্দিনের  কে ছিলেন?

উঃ- মালিক কাফুর

88. কোন্ সুলতানকে বলা হত সিকিন্দার-ই-মনি?

উঃ- আলাউদ্দিন খলজিকে

৪৫. দিল্লির কোন্ সুলতানকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়?

উঃ- আলাউদ্দিন খলজিকে

৪৬. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ- গাজি মালিক

৪৭. মহম্মদ-বিন-তুঘলকের পূর্বনাম কী ছিল?

উঃ- জুনা খা

৪৮. ‘অল রিহলা’ বা ‘ কিতাব-উর রিহলা কে রচনা করেন?

উঃ- ইবনবতুতা

৪৯. ইবনবতুতা কোন দেশের বাসিন্দা ছিলেন?

উঃ- মরক্কো দেশের তাঞ্জিয়ার

৫০. কাভি ঋণদান প্রকল্প কে চালু করেছিলেন?

উঃ- মহম্মদ-বিন-তুঘলক

৫১. কে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন?

উঃ- মহম্মদ-বিন-তুঘলক

 ৫২. মহম্মদ-বিন-তুঘলক দেবগিরির নতুন নাম কী রাখেন?

উঃ- দৌলতাবাদ

৫৩. দিল্লির কোন্ সুলতান প্রতীকী তামার মুদ্রা চালু করে?

উঃ- মহম্মদ-বিন-তুঘলক

৫৪. ভারতের ইতিহাসে কোন্ সুলতান ‘পাগলা রাজা নামে পরিচিত?

উঃ- মহম্মদ-বিন-তুঘলক

৫৫. কোন সুলতানকে সুলতানি যুগের আকবর’ বলা হয়?

উঃ- ফিরোজশাহ তুঘলককে

৫৬. তৈমুর লঙ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন?

উঃ- ১৩৯৮ খ্রিস্টাব্দে

৫৭. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ- খিজির খা

৫৮. লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ- বহলালো লোদি

৫৯।লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন?

উঃ- ইব্রাহিম লোদি

৬০. ভারতে কে প্রথম যুদ্ধে রুমি কৌশল ব্যবহার করেছিলেন?

উঃ-বাবর

৬১. পানিপতের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?

উঃ-  ইব্রাহিম লোদি

৬২. ইলতুৎমিশের রাজত্বকালে মঙ্গাোল আক্রমণকারী কে ছিলেন?

উঃ- চেঙ্গিজ খান

৬৩. মহম্মদ-বিন-তুঘলকের রাজত্বকালে মঙ্গাোল আক্রমণকারী কে ছিলেন?

উঃ- তরমাশিরিন

৬৪. সিরি শহরটি কার সময়কালে তৈরি হয়েছিল ?

উঃ- আলাউদ্দিন খলজির সময়কালে

৬৬. আরবি ভাষায় ‘আলিম’ মানে কী?

উঃ-জ্ঞানী

৬৭. ইকতার প্রধান শাসনকর্তাকে কী বলা হত?

উঃ-ইকতাদার বা মুকতি

৬৮. জিজিয়া কর কাদের কাছ থেকে আদায় করা হত?

উঃ- অ-মুসলমান প্রজাদের কাছ থেকে

৬৯. দিল্লির কোন সুলতান প্রথম বাজারদর নিয়ন্ত্রণকরেছিলেন?

উঃ- আলাউদ্দিন খলজি

৭০. দিল্লির কোন্ সুলতান প্রথম রেশন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন

উঃ- আলাউদ্দিন খলজি

৭১ কোন সুলতান প্রথম বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন?

উঃ- ফিরোজশাহ তুঘলক

৭২শাহি বংশের প্তিষ্ঠাতা কে ছিলেন?

উঃ-শামসউদ্দিন ইলিয়াস শাহি

৭৩, বাংলায় হোসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ- আলাউদ্দিন হোসেন শাহি

৭৪. একডালা দুর্গ কোথায় অবস্থিত ?

উঃ- বাংলার পাণ্ডুয়ায়

আরও পড়ুন......


আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

86 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members

 

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top