সপ্তম শ্রেনী ইতিহাস| অষ্টম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|আজকের ভারত সরকার গণতন্ত্র ও স্বায়ত্তশাসন

1

সপ্তম শ্রেনী ইতিহাস| অষ্টম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|আজকের ভারত সরকার গণতন্ত্র ও স্বায়ত্তশাসন

সপ্তম শ্রেনী ইতিহাস অষ্টম অধ্যায় ১ নম্বরের উত্তর


প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব সপ্তম শ্রেনী ইতিহাস| অষ্টম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|আজকের ভারত সরকার গণতন্ত্র ও স্বায়ত্তশাসন|তোমরা West Bengal Class 7 History পেয়ে যাবে| সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|Class 7 History 8th chapter Suggestion WBBSE |ইতহাস প্রশ্নোত্তর|West Bengal Class Seven |Class 7 History Question and Answer |itihas proshno uttor|Class 7 History 8th chapter Notes WBBSE| ইতিহাস মক টেস্ট| History Mock Test 


এছাড়াও তোমরা পাবে সপ্তম শ্রেণী অষ্টম অধ্যায় আজকের ভারত সরকার গণতন্ত্র ও স্বায়ত্তশাসন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ Very Short Question Short Questions Descrip -tive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VII History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা সপ্তম শ্রেণী ইতিহাস (আজকের ভারত সরকার গণতন্ত্র ও স্বায়ত্তশাসন) ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


সপ্তম শ্রেনী ইতিহাস| অষ্টম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|আজকের ভারত সরকার গণতন্ত্র ও স্বায়ত্তশাসন

1.স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয়?

উ:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি

2.ভারতীয় সংবিধানের খসড়া’ গণপরিষদ কর্তৃক অনুমোদিত হয় কবে?

উ:- ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর

3.কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ?

উ:- ড, বি আর আম্বেদকরকে

4.সরকার’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উ:- ফারসি

5.পৃথিবীর সবচেয়ে বৃহৎ সংবিধান কোন দেশের?

উ:- ভারতের

6.কত বছর অন্তর ভারত সরকার বদল হয় ?

উ:- ৫ বছর অন্তর

7.ভারতীয়রা কত বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় অথবা, ভোটাধিকার লাভ করে?

উ:- ১৮ বছর

8.কবে, স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয়?

উ:- ১৯৫১-১৯৫২ খ্রিস্টাব্দে

9.ক্ষমতা বিভাজন তত্ত্ব প্রথম কে ঘোষণা করেন?

উ:- মন্তেস্কু

10.গণতন্ত্র কথাটি প্রথম কোথায় উৎপত্তি হয়?

উ:- এথেন্সে (গ্রিস)

11.ভারতের লোকসভার সাংসদদের কারানির্বাচন করে?

উ:- দেশের জনগণ।

12.প্রাচীন ভারতের একজন জনগণ  রাজার নাম কী ?

উ:- গোপাল

13.ভারতের একটি স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের নাম করো ।

উ:- পুরসভা

14.আমরাকোন্‌দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালনকরি?

উ:- ২৬ জানুয়ারি

15.‘গভর্নর’ কথার অর্থ কী?

উ:- শাসন করা

16পুরসভার প্রধানকে কী বলা হয়?

উ:- পৌরপ্রধান


আরও পড়ুন......


আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

সপ্তম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|

File Format

PDF

File Language

Bengali

File Size

67 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members






একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top