সপ্তম শ্রেনী ইতিহাস|চতূর্থ অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মুঘল সাম্রাজ্য

0

সপ্তম শ্রেনী ইতিহাস|চতূর্থ অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মুঘল সাম্রাজ্য

সপ্তম শ্রেনী ইতিহাস চতূর্থ অধ্যায় ১ নম্বরের উত্তর



প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব সপ্তম শ্রেনী ইতিহাস|চতূর্থ অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মুঘল সাম্রাজ্য|তোমরা West Bengal Class 7 History পেয়ে যাবে|সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|Class 7 History 4th chapter Suggestion WBBSE| ইতহাস প্রশ্নোত্তর|West Ben -gal Class Seven |Class 7 History Question and Answer| itihas proshno o uttor|Class 7 History 4th chapter Notes WBBSE|ইতিহাস মক টেস্ট|History Mock Test 


এছাড়াও তোমরা পাবে সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় মুঘল সাম্রাজ্য থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions, Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VII History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা সপ্তম শ্রেণী ইতিহাস (মুঘল সাম্রাজ্য) ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


সপ্তম শ্রেনী ইতিহাস|চতূর্থ অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মুঘল সাম্রাজ্য

1.ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ কে ছিলেন ?

উ:- বাবর

2.জহিরউদ্দিন মহম্মদ বাবর ‘বাবর’ শব্দের অর্থ কী

উ:- বাঘ/সিংহ

3.বাবরের আত্মজীবনীর নাম কী? ‘

উ:- বাবরনামা’

4.মোগলরা সার্বভৌম শাসক হিসেবে কোন শব্দটি ব্যবহার করত?

উ:- বাদশাহ/পাদশাহ

5.খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উ:-১৫২৬ খ্রিস্টাব্দে

6.খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?

উ:- মেবারের রানা

7.সংগ্রাম সিংহ নসরৎ শাহ কোথাকার শাসক ছিলেন?

উ:- বাংলার

8.হুমায়ুন কথার অর্থ কী?

উ:- সৌভাগ্যবান

9.চোসার যুদ্ধে (১৫৩৯ খ্রিস্টাব্দ) কে পরাজিত হয়েছিলেন?

উ:- হুমায়ুন

10.দিল্লিতে শূর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উ:- শেরশাহ

11.শের খানের প্রকৃত নাম কী ?

উ:- ফরিদ খা

12.শেরশাহ দিল্লিতে কত বছর রাজত্ব করেছিলেন?

উ:- পাঁচ বছর (১৫৪০-১৫৪৫ খ্রিস্টাব্দ)

13.সড়ক-ই-আজম’ কে নির্মাণ করেছিলেন?

উ:- শেরশাহ।

14.কে ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার সূচনা করেছিলেন?

উ:- শেরশাহ।

15.দিল্লির পুরোনো কেল্লা কে নির্মাণ করেন?

উ:- শেরশাহ

16.শেরশাহের রুপোর মুদ্রাকে কী বলা হয়?

উ:- রুপি আকবর

17.ব্লগ্নজিৎ গৌড় কে ছিলেন?

উ:- শেরশাহের সেনাপতি

18.আকবরের অভিভাবক কে ছিলেন?

উ:- আবদুল রহিম খান

19.হিমু বা হেমচন্দ্র পানিপতের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?

উ:- ১৫৫৬ খ্রিস্টাব্দে আকবর মেবারের রানা প্রতাপ সিংহ।

20.হলদিঘাটির যুদ্ধ কবে হয়েছিল?

উ:- ১৫৭৬ খ্রিস্টাব্দে

21.মানসিংহ মেবারের রাজধানী কোথায় ছিল?

উ:- চিতরো

22.আকবরের রাজসভার বিশিষ্ট মানুষদের মধ্যে ন-জনকে একত্রে কী বলা হত ?

উ:- নবরত্ন

23.বীরবল-এর প্রকৃত নাম কী?

উ:- মহেশ দাস

24.বীরবল কে ছিলেন?

উ:- আকবরের রাজসভায় হাস্যরসিক “

25.আকবরের জোনাথান কাকে বলা হত?

উ:- আবুল ফজল আল্লামকে ‘

26.আকবরনামা' কে রচনা করেন?

উ:- আবুল ফজল আল্লামি ‘

27.হুমায়ুননামা' কে রচনা করেন?

উ:- বাবর কন্যা গুলবদন বেগম ‘

28.পাদশাহনামা' কে রচনা করেন?

উ:- আবদুল হামিদ

29.লাহোরি ‘শাহজাহাননামা' কে রচনা করেন?

উ:- এনায়েত খান ‘

30.তুজুক-ই-জাহাঙ্গিরি’ কে রচনা করেন?

উ:- জাহাঙ্গির

31.ক্যাপ্টনে হকিন্স  আকবরের মৃত্যু কবে হয়েছিল?

উ:- ১৬০৫ খ্রিস্টাব্দে

32.প্রতাপাদিত্য কে ছিলেন?

উ:- বাংলার একজন হিন্দু জমিদার

33.মিয়া তানসেন কে ছিলেন?

উ:- আকবরের দরবারী সঙ্গীতজ্ঞ

34.তানসেনের প্রকৃত নাম কী ?

উ:- রামতনু পান্ডে

35.নূরজাহান কে ছিলেন?

উ:- জাহাঙ্গিরের প্রিয়তমা পত্নী

36.নূরজাহানের পূর্বনাম কী ছিল?

উ:- মেহেরুন নেসা

37.মেহে্রুননেসা পূর্বনাম কী ছিল?

উ:- খুররম

38.নূরজাহান কথার অর্থ কী?

উ:- জগতের আলো

39.আলমগীর উপাধি কে ধারণ করেন?

উ:- ঔরঙ্গজেব   

40.জিন্দাপির নামে পরিচিত ছিলেন?  

উ:- ঔরঙ্গজেব

41.সুনামি বিদ্রোহ কোথায় হয়েছিল?

উ:- হরিয়ানায়।

42.শায়েস্তা খাঁ কে ছিলেন?

উ:- ঔরঙ্গজেবের সেনাপতি

43.বাবা মা মোগলরা চট্টগ্রাম বন্দর থেকে কাদেরকে বিতাড়িত করে

উ:- পোর্তুগিজ জলদস্যুদের

44.রাজা জয়সিংহ কোথাকার রাজা ছিলেন?

উ:- অম্বরের

45.আকবরের শেষ রাজ্যজয় কোনটি?

উ:- অসিরগড় দুর্গ

46.মালিক 'অম্বর কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন?

উ:- আহম্মদনগর রাজ্যের  

47.ঔরঙ্গজেবের সময় মোট কতকগুলি সুব্য ছিল?  

উ:- ২১টি

48.ছত্রপতি উপাধি কে গ্রহণ করেছিলেন?

উ:-শিবাজি 

49.গো-ব্রাহ্ণ পালক’ কার উপাধি?

উ:- শিবাজির

50.শিবাজিকে ‘রাজা’ উপাধি কে দিয়েছিলেন?

উ:- ঔরঙ্গজেব

51.ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়েছিল?

উ:-১৭০৭ খ্রিস্টাব্দে

52.দীন-ই-কে প্রবর্তন করেন?

উ:- আকবর

53.মোগল আমলে প্রদেশগুলিকে কী বলা হত

উ:- সুবা

54.আকবরের আমলে মোট ক-টি সুবা ছিল?

উ:- ১৫ টি

55.মনসব কথাটির অর্থ কী?

উ:- পদমর্যাদা

56.মনসব পদাধিকারীকে কী বলা হত?

উ:- মনসবদার

57.উচ্চপদস্থ মনসবদারদের কী বলা হত?

উ:- আমির

58.জাবতিপ্রথা কে প্রবর্তন করেছিলেন?

উ:- আকবর

59.আকবরের রাজস্বমন্ত্রী কে ছিলেন?

উ:- টোডরমল

60.দহশালা ব্যবস্থা কে চালু করেছিলেন?

উ:- জাহাঙ্গিরের

 

আরও পড়ুন......


আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

সপ্তম শ্রেনী ইতিহাস|চতূর্থ অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|মুঘল সাম্রাজ্য 

File Format

PDF

File Language

Bengali

File Size

47 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top