অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ

অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ

অষ্টম শ্রেণী ইতিহাস ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর

অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ নিয়ে প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করা হবে। তোমরা West Bengal Class 8 History |অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|Class 8 History Question and Answer |Class 8  History 4th chapter Suggestion WBBSE | Class 8 History 4th chapter Notes WBBSE|West Bengal Class 8th Eight|চতুর্থ অধ্যায় উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর

এছাড়াও MCQ Question,Very Short Question, Short Question,Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VIII History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ থেকে উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্ন-উত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।

অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ


1. ব্রিটিশ কোম্পানির আমলে কোন ভাষা শিখলে ভারতীয়রা মনে করতেন তাদের সন্তানদের ভবিষ্যং তৈরি হবে এবং চাকুরি পেতে সুবিধা হবে ?

উঃ- ইংরেজি


2. আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকতেন, তাদের সাধারণভাবে কী বলা হত ?

উঃ- মধ্যবিত্ত


3. কত খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেন ?

উঃ- 1780 খ্রিস্টাব্দে

4. বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী ?

উঃ- দিগদর্শন


5. বিদ্যাসাগর কোন্ কলেজে অধ্যাপনা করতেন ?

উঃ- সংস্কৃত কলেজে


6.কত খ্রিস্টাব্দে বিয়ুশাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গঠিত হয় ?

উঃ- 1866 খ্রিস্টাব্দের


7. প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উঃ- বোম্বাই


8. মহাদেব গোবিন্দ রানাডে কোন সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন ?

উঃ- প্রার্থনা সমাজের


9. কোন বিষয়ে শিক্ষালাভের জন্য রমাবাঈ ইংল্যান্ডে গিয়েছিলেন ?

উঃ- ডাক্তারি


10. মাদ্রাজ প্রেসিডেন্সিতে কে বিধবাবিবাহ আন্দোলন শুরু করেন ?

উঃ-  বীরেশলিঙ্গম পান্তুলু


11. কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় ?

উঃ- 1815 খ্রিস্টাব্দে


12. কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ?

উঃ- রাজা রামমোহন রায়


13. কত খ্রিস্টাব্দে আত্মীয় সভা থেকে ব্রাক্মসমাজ গড়ে ওঠে ?

উঃ- 1828 খ্রিস্টাব্দে


14. বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য এবং ব্রাত্য ধারণার মধ্যে কে সংযোগ তৈরি করেছিলেন ?

উঃ- বিজয় কৃষ্ণ গোস্বামী


15.জ্যোতিরাও ফুলে কোথায় সমাজসংস্কার আন্দো -লন শুরু করেন ?

উঃ- মহারাষ্ট্রে


16. কে ‘আর্য সমাজ’-এর প্রতিষ্ঠা করেন ?

উঃ- দয়া নন্দ সরস্বতী


17. কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় ?

উঃ- 1875 খ্রিস্টাব্দে


18. কে জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেছিলেন ?

উঃ- রাজনারায়ণ বসু


19. কৈ ‘জাতীয় মেলা’ প্রতিষ্ঠা করেছিলেন ?

উঃ- নবগোপাল মিত্র


20. কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ ‘ শিকাগো ধর্ম সম্মেলন’-এ যোগদান করেন?

উঃ- 1893 খ্রিস্টাব্দে


21. ‘মহামেডান লিটেরারি সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয়?

উঃ- কলকাতায়


22. মুসলমান সংস্কারকদের মধ্যে কে সবথেকে অগ্রগণ্য ছিলেন ?

উঃ-  স্যার সৈয়দ আহমদ খান


23. কত খ্রিস্টাব্দে ‘আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়?

উঃ- 1875 খ্রিস্টাব্দে


24.কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?

উঃ- স্যার সৈয়দ আহমদ খান


25. সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন জমিদারদের কি নামে অভিহিত করতো ?

উঃ- দিকু


26. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উঃ- হরিশচন্দ্র মুখোপাধ্যায়


27. মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল ?

উঃ- দক্ষিণ ভারতের মালাবার অঞ্চল


28. কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় ?

উঃ- আব্দুল ওয়াহাব


29. ভারতে ওয়াহাবি আন্দোলনের পরিচালক কে ছিলেন ?

উঃ- সৌয়দ আহমাদ


30. তিতুমিরের আসল নাম কি ?

উঃ- মির নিসার আলী


31. বারাসাত বিদ্রোহের সময় কে ‘বাদশাহ’ উপাধি নিয়েছিলেন ?

উঃ-  তিতুমীর


32. বাংলায় ওয়াহাবি আন্দোলনের অপর নাম কি ?

উঃ- বারাসত বিদ্রোহ


33.বাংলায় কে ফরাজি আন্দোলন গড়ে তুলেছিলেন ?

উঃ- হাজী শরীয়তউল্লা


34. ফরাজি আন্দোলন কতদিন পর্যন্ত চলেছিল ?

উঃ- উনবিংশ শতকের শেষ পর্যন্ত


35. কোন সময় কালের মধ্যে মুন্ডা বিদ্রোহ চলেছিল ?

উঃ- 1899 - 1900 খ্রিস্টাব্দে


36. বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয় ?

উঃ- 1859 খ্রিস্টাব্দে


37. নীলদর্পণ নাটকটি কে রচনা করেন ?

উঃ- দীনবন্ধু মিত্র


38.কোন কোন পত্রিকা নীল চাষীদের সমর্থন করেছিল ?

উঃ- হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ


39. কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শেষ হয়ে যায় ?

উঃ- 1863 খ্রিস্টাব্দে


40. কোন সময় থেকে ব্রিটিশ সেনাবাহিনীতে নানা সংস্কারকাজ হতে থাকে ?

উঃ- 1820 খ্রিস্টাব্দ থেকে


41.1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল ?

উঃ- মিরাটে


42. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কোথায় গণবিদ্রোহ আকার ধারণ করেছিল ?

উঃ- অযোধ্যায়


43. প্রধানত কোন আর্মির সেনারা বিদ্রোহ ঘোষণা করা হয়েছিল ?

উঃ- বেঙ্গল আর্মির


44. কোন কোন বাহিনীর সিপাহীরা বিদ্রোহ থেকে দূরে সরে ছিল ?

উঃ- মাদ্রাজ ও বোম্বাই


45. বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহি কোন অঞ্চলে বাসিন্দা ছিল ?

উঃ- অযোধ্যার


46. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ঘোষণা করে যে সিপাহীদের নিজের নিজের অঞ্চলে বাইরে গিয়ে কাজ করতে পারবে ?

উঃ- 1856 খ্রিস্টাব্দের


47. সিপাহী বিদ্রোহের সময় এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর আদান প্রদানের জন্য কি ব্যবহার করা হতো ?

উঃ- চাপাটি বা রুটি


48. মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর কে কোথায় নির্বাসন দেওয়া হয় ?

উঃ- রেঙ্গুনে


49. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল ?

উঃ- 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ


50. মহাবিদ্রোহের পরে র্গভনর জেনারেল পদের পরিবর্তে কোন পদ তৈরি করা হয় ?

উঃ- ভাইসরয়


51. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উঃ- লর্ড ক্যানিং


52. মহাবিদ্রোহের পরে ভারতে ব্রিটিশ কোম্পানির পরিবর্তে কারা শাসন  শুরু করে ?

উঃ- রানী ভিক্টোরিয়ার



আরও পড়ুন......

আরও পড়ুন......
আরও পড়ুন......
আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ

File Format

PDF

File Language

Bengali

File Size

93 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url