দস্তক কী? ইংরেজদের সঙ্গে সিরাজ-উদ-দৌলার বিরোধের কারণ কী? অথবা, নবাব সিরাজউদ-দৌলার সঙ্গে ইংরেজ কোম্পানির বিরোধের দুটি কারণ উল্লেখ করো। ‘পলাশি লুন্ঠন’ কাকে বলে?

দস্তক কি দস্তক কথার অর্থ কি |ইংরেজদের সঙ্গে সিরাজ-উদ-দৌলার বিরোধের কারণ কী|নবাব সিরাজউদ-দৌলার সঙ্গে ইংরেজ কোম্পানির বিরোধের দুটি কারণ উল্লেখ করো|পলাশীর যুদ্ধের কারনগুলি আলোচন কর


পলাশীর যুদ্ধের কারন



প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দস্তক কি দস্তক কথার অর্থ কি|ইংরেজদের সঙ্গে সিরাজ-উদ-দৌলার বিরোধের কারণ কী|নবাব সিরাজউদ-দৌলার সঙ্গে ইংরেজ কোম্পানির বিরোধের দুটি কারণ উল্লেখ করো|পলাশীর যুদ্ধের কারনগুলি আলোচন কর |দস্তক কি দস্তক কথার অর্থ কি |‘পলাশি লুন্ঠন’ কাকে বলে?|দস্তকের অপব্যবহার|দস্তকের অপব্যবহার কি|দস্তক প্রথা কে নিষিদ্ধ করেন|দস্তক শব্দের অর্থ কি|দস্তক টিকা|সিরাজ উদ দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ|পলাশীর যুদ্ধের কারণ ও গুরুত্ব|পলাশীর যুদ্ধ প্রশ্নোত্তর|পলাশীর যুদ্ধের দুটি কারণ|পলাশীর যুদ্ধ কেন হয়েছিল|পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল|পলাশীর যুদ্ধ কোথায় হয়েছিল |পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা|পলাশীর যুদ্ধ কাব্যের প্রকাশ সাল|পলাশীর যুদ্ধের ফলাফল|পলাশীর যুদ্ধের ৪ টি কারণ|পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ ও ফলাফল|পলাশীর যুদ্ধ প্রশ্নোত্তর


দস্তক কি দস্তক কথার অর্থ কি | ইংরেজদের সঙ্গে সিরাজ-উদ-দৌলার বিরোধের কারণ কী|নবাব সিরাজউদ-দৌলার সঙ্গে ইংরেজ কোম্পানির বিরোধের দুটি কারণ উল্লেখ করো|পলাশীর যুদ্ধের কারনগুলি আলোচন কর


দস্তক কি  | দস্তক কথার অর্থ কি | দস্তক শব্দের অর্থ কি |দস্তক টিকা


দস্তকঃ- দস্তক কথার অর্থ হল ছাড়পত্র, বস্তুত ১৭১৭ খ্রিস্টাব্দে দিল্লীর মোঘল সম্রাট ফারুকশিয়র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক ৩ হাজার টাকার বিনিময়ে বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করার যে অধিকার দেন, সেই অধিকারকে এককথায় দস্তক বলা হয়।


ইংরেজদের সঙ্গে সিরাজ-উদ-দৌলার বিরোধের কারণ কী? |পলাশীর যুদ্ধের কারনগুলি আলোচন কর

ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধের কারণ 

আলিবর্দির মৃত্যুর পর তাঁর কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। মসনদে বসার পর থেকেই সিরাজের সঙ্গে ইংরেজদের নানা কারণে বিরোধের সৃষ্টি হয়, যেমন :

নজরানা বা উপঢৌকন না দেওয়া


সিরাজ সিংহাসনে বসার সময় ইংরেজরা প্রথাগত নিয়ম অনুযায়ী কোনো উপঢৌকন পাঠাননি, এতে সিরাজ ঘোরতর অসন্তুষ্ট হয়েছিলেন। এই অবস্থায় ইংরেজদের কঠোর শাস্তি দেওয়ার জন্য সিরাজ কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়ম দুর্গসহ কলকাতা দখল করে নেন (২০শে জুন, ১৭৫৬ খ্রিস্টাব্দ) এবং আলিবর্দির নাম অনুসারে এই শহরের নতুন নাম রাখেন আলিনগর।


গৃহশত্রু ও পলাশীর ষড়যন্ত্র 

বাংলার সিংহাসনে সিরাজ-উদ-দ্দৌলা উপবিষ্ট হলে তার মাস ঘষেটি বেগম ও তার পুত্র সৌকত জঙ ষড়যন্ত্র শুরু করে এবং তাদের সঙ্গে ইংরেজরাও যোগ দেয়। এই সংবাদ নবাবের কাছে পোছালে তিনি দারুন ভাবে ক্ষুব্ধ হন।


কৃষ্ণদাসকে প্রত্যাবর্তন না করা

সিরাজ ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ আনেন। রাজবল্লভ তাঁর পুত্র কৃষ্ণদাসকে সময়মতো ধনদৌলতসহ কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পাঠিয়ে দেন। সিরাজ কলকাতার গভর্নর ড্রেককে নির্দেশ দেন তাঁর পলাতক কর্মচারী কৃষ্ণদাসকে যেন ফিরিয়ে দেওয়া হয়। ড্রেক এই নির্দেশ প্রত্যাখ্যান করায় সিরাজ অত্যন্ত ক্ষুব্ধ হন।

দুর্গ নির্মাণ

এই সময় দক্ষিণ ভারতে ইঙ্গ-ফরাসি যুদ্ধের অজুহাতে ইংরেজ ও ফরাসিরা যথাক্রমে কলকাতা ও চন্দননগরে দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজ তাঁর আধিপত্য বজায় রাখার জন্য ইংরেজ ও ফরাসিদের দুর্গ নির্মাণ বন্ধ রাখার আদেশ দেন। ফরাসিরা তা মেনে নেয়, কিন্তু ইংরেজরা তা অগ্রাহ্য করে। এর ফলে নবাব সিরাজের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

দস্তকের অপব্যবহার

ইংরেজ কোম্পানি বাংলায় বিনা শুল্কে যে বাণিজ্যিক অধিকার লাভ করেছিল তা কোম্পানির কর্মচারীদের ব্যবহার করতে দিলে তারা তার অপব্যবহার শুরু করে। এর ফলে দেশীয় ব্যবসায়ীরা ও নবাব অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হন। সিরাজ কোম্পানির কাছ থেকে এই মর্মে প্রতিশ্রুতি দাবি করেন যে, কোম্পানি দস্তকের অপব্যবহার করবে না। কিন্তু কোম্পানি এই প্রতিশ্রুতি দিতে নারাজ হয়। ফলে সিরাজ-উদ-দৌলা ইংরেজদের প্রতি আরও রুষ্ট হন এবং তিনি রেগে দেশীয় বণিকদের ওপর থেকেও  কর তুলে দেন হয়। এর ফলস্বরূপ শুরু হয় পলাশীর যুদ্ধ ।




পলাশির লন্ঠন কিঃ


পলাশীর লুণ্ঠনঃ- পলাশির যুদ্ধের পর বাংলার নবাবকে বিভিন্ন খাতে ইংরেজ কোম্পানি ও ইংরেজ কর্মচারীদের প্রচুর অর্থ পুরস্কার দিতে বাধ্য করা হয়। পলাশির পরবর্তীকালে কোম্পানি বাংলায় যে অর্থ আদায়। করতে থাকে তা ‘পলাশির লুণ্ঠন’ (Plassey plunder) নামে পরিচিত। এর ফলে বাংলার অর্থনৈতিক কাঠামো বিধ্বস্ত হয়ে পড়ে, দেশীয় বণিকদের সর্বনাশ হয় এবং বাংলার ব্যাবসাবাণিজ্যে ইংরেজ কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব স্থাপিত হয়।

 

FAQs

 

দস্তক কথার অর্থ কি?|দস্তক শব্দের অর্থ কি?

উঃ- ছাড়পত্র

দস্তক প্রথা কে নিষিদ্ধ করেন?

উঃ- মুর্শিদকুলি খাঁ ১৭১৩ খ্রিস্টাব্দে 

পলাশীর যুদ্ধের দুটি কারণ

উঃ- দস্তকের অপব্যবহার ও নজরানা বা উপঢৌকন না দেওয়া

পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উঃ- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাব সিরাজউদ্দৌলার মধ্যে 

পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?

উঃ- ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ শে জুন 

পলাশীর যুদ্ধ কোথায় হয়েছিল?

উঃ- মুর্শিদাবাদ থেকে ২৩ মাইল দূরে পলাশীর প্রান্তরে

পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?

উঃ- লর্ড ক্লাইভ 

পলাশীর আম্রকানন কোথায় অবস্থিত?

উঃ- কলকাতা থেকে ১৫০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের দক্ষিনে হুগলি নদীর তীরে পলাশীর প্রান্তরে অবস্থিত পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা

পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?

উঃ- হুগলি নদীর তীরে 

পলাশীর যুদ্ধ কাব্যের লেখক ও প্রকাশের সাল?

উঃ- নবীনচন্দ্র সেন ১৮৭৫ সালে  পলাশীর যুদ্ধ কাব্যটি লেখেন 




File Details

 

File Name/Book Name

দস্তক কী? ইংরেজদের সঙ্গে সিরাজ-উদ-দৌলার বিরোধের কারণ কী?

File Format

PDF

File Language

Bengali

File Size

118 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members

Next Post Previous Post
2 Comments
  • Mojaffar Ahamed
    Mojaffar Ahamed ২৯ জানুয়ারী, ২০২০ এ ৯:৪৮ AM

    বণিকের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হল?

    • DREAM NOTES
      DREAM NOTES ৩১ জানুয়ারী, ২০২০ এ ১১:১৫ AM

      এই উত্তরটা দেওয়া হয়েছে।

Add Comment
comment url