অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা

অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা

অষ্টম শ্রেণী ইতিহাস ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর

অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করা হবে। তোমরা  West Bengal Class 8 History |অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 8 History Question and Answer |Class 8  History 2nd chapter Suggestion WBBSE | Class 8 History 2nd chapter Notes WBBSE|West Bengal Class 8th Eight|দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর এছাড়াও MCQ Question,Very Short Question, Short Question,Descriptive Question and Answer

এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VIII History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্নে এবং তোমরা যারা অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্ন-উত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।

অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা

1.ব্রিটিশরা কত খ্রিস্টাব্দে মুসলিম পর্ট নামে ঘাঁটি তৈরি করে?

উ:- 1611 খ্রিস্টাব্দে


2. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে কত খ্রিস্টাব্দে ঘাঁটি তৈরি করে ?

উ:- 1612 খ্রিস্টাব্দে


3.কেরালা ও অন্ত্রপ্রদেশের বেশ কিছু অঞ্চল, কর্ণাটক ও দক্ষিণ উড়িষ্যার বিভিন্ন অঞ্চল কোন্ প্রেসিডেন্সির অন্তর্গত ছিল ?

উ:- মাদ্রাজ প্রেসিডেন্সি


4. মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র কোনটি ছিল ?

উ:-ওটাকামুন্দ


5.প্রথমদিকে বোম্বাই প্রেসিডেন্সি কী নামে পরিচিত ছিল?

উ:-পশ্চিম প্রেসিডেন্সি


6. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার পায় ?

উ:- 1765 খ্রিস্টাব্দে


7.বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে যে প্রেসিডেন্সি গড়ে উঠেছিল, তার নাম কী ?

উ:-বাংলা প্রেসিডেন্সি


8. বাংলা প্রেসিডেন্সি অপর কী নামে পরিচিত ছিল ?

উ:-ফোর্ট উইলিয়াম দুর্গ


9. কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়?

উ:-১৭৭৩ খ্রিস্টাব্দে


10.রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেল পদের মেয়াদ ছিল কত বছর?

উ:-৫ বছর


11.কত খ্রিস্টাব্দেমির জাফর কোম্পানির কাছ থেকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত ২৪টি পরগনার জমিদ পায়?

উ:- 1757 খ্রিস্টাব্দের


12. রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলা গভর্নর পদ পরিবর্তিত হয়ে কী হয়?

উ:-  গর্ভনর জেনারেল


13.ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পিট প্রণীত আইন মোতাবেক কী গঠিত হয়?

উ:- বোর্ড অফ কন্ট্রোল


14.কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে নতুন বিচারব্যবস্থা চালু করা হয়?

উ:- ১৭৭২ খ্রিস্টাব্দে


15. প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?

উ:- স্যার এলিজা ইম্পে


16. কত খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পিরিয়াল কোর্ট তৈরি হয়?

উ:- 1778 খ্রিস্টাব্দে


17.কত খ্রিস্টাব্দে সুপ্রিমকোর্টের বিচারকের সংখ্যা চারজনের বদলে তিনজন করা হয় ?

উ:- 1792 খ্রিস্টাব্দে


18.বোম্বাইতে কত খ্রিস্টাব্দে সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয়?

উ:- 1823 খ্রিস্টাব্দে


19.গোটা ভারত জুড়ে মোট কটি সুপ্রিমকোর্ট তৈরি করেছিল ব্রিটিশ কোম্পানি?

উ:- ৩ টি


20.কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয়?

উ:- 1778 খ্রিস্টাব্দে


21. ‘কর্নওয়ালিস কোড’ কত খ্রিস্টাব্দে চালু হয়? উ:- 1793 খ্রিস্টাব্দে


22. কে বন্দোবস্ত ব্যাবস্থা চালু করেছিলেন

উ:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক


23.কে ঠগি দস্যুদের দমনে সক্রিয় ভূমিকা নিয়েছি -লেন?

উ:-কর্নেল স্লিম্যান


24. ঠগি দস্যু দমনে কে বিশেষ বিভাগ তৈরি করেন ?

উ:- উইলিয়াম বেন্টিঙ্ক


25.কোন আইনের দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ সুদৃঢ় হয়েছিল ?

উ:- ১৭৮৪ পিটের ভারত শাসন আইন


26.কত খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলি দেখা -শোনা করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন ?

উ:- ১৭৯৩ খ্রিস্টাব্দে


27. প্রতিটি থানায় দারোগাদের নিয়ন্ত্রণ করত কারা ?

উ:- ম্যাজিস্ট্রেটরা


28.১৮১২ খ্রিস্টাব্দের পরে গ্রামের দেখাশোনার দায়িত্ব কাকে দেওয়া হয় ?

উ:- ক্যারেক্টারকে


29. কত খ্রিস্টাব্দে সিন্ধুপ্রদেশে নতুন ধরনের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয় ?

উ:-  1842 খ্রিস্টাব্দে


30.ভারতে সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা কে চালু করেন ?

উ:-  লর্ড কর্নওয়ালিস


31. কে ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?

উ:- লর্ড ওয়েলেসলি


32. কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয়?

উ:-  1882 খ্রিস্টাব্দে


33.দফতরের কাজের সুবিধার্থে হিন্দু ও মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করানােনেন কে?

উ:- ওয়ারেন হেস্টিংস


34. কত খ্রিস্টাব্দে জোনাথন ডানকান এলিজা ইম্পের আইনগুলির অনুবাদ করেন?

উ:- 1783 খ্রিস্টাব্দে


35. কে বেনারসে ‘হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

উ:- জেনাথান ডানকান


36. হেস্টিংস কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?

উ:- ১৭৮১  খ্রিস্টাব্দে


37. ওয়ারেন হেস্টিংস-এর হিন্দু আইন সংকলনের অনুবাদ করেন কে?

উ:- নাথানিয়েল ব্রাসি হলেট


38. A Grammar of the Bengal Language' গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয়?

উ:- 1778 খ্রিস্টাব্দে


39. কোন্ বই ছাপার ক্ষেত্রে প্রথম বিচল বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল?

উ:- A GRAMMAR OF THE BENGALI LANGUAGE


40. বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ বই কোনটি?

উ:- জেনাথান ডানকান এর অনূদিত আইনের


41. কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়?

উ:-  1784 খ্রিস্টাব্দে


42.শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কে ছিলেন?

উ:- উইলিয়ম করি


43. আলেকজান্ডার ডাফ কে ছিলেন?

উ:-স্কটিশ মিশনারি


44. কার উদ্যোগে সংস্কৃত কলেজে পঠনপাঠন শুরু হয়?

উ:- হেম্যান হোরাস উইলসন


45.কত খ্রিস্টাব্দে কলকাতার সংস্কৃত কলেজে পঠনপাঠন শুরু হয়?

উ:- 1824 খ্রিস্টাব্দে


46. কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়?

উ:- 1817 খ্রিস্টাব্দে


47.কত খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজি ভাষানির্ভর পাশ্চাত্য শিক্ষার দ্রুত বিস্তার ঘটতে থাকে?

উ:- 1835 খ্রিস্টাব্দে  2 ফেব্রুয়ারি


48. জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন - এর সভাপতি কে ছিলেন?

উ:- টমাস ব্যাবিংটন মেকলে


49. কত খ্রিস্টাব্দে ‘মেকলে মিনিটস’ পেশ করা হয়?

উ:- 1835 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি


50. চার্লস উড কে ছিলেন?

উ:-বোর্ড অফ কন্ট্রোল এর সভাপতি


51. খ্রিস্টাব্দে ‘উডের নির্দেশনামা পেশ করা হয়?

উ:- 1858 খ্রিস্টাব্দের


52.কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল ?

উ:-  1857 খ্রিস্টাব্দের


53.মাদ্রাজ প্রেসিডেন্সিতে কাদের উদ্যোগে শিক্ষার প্রসার ঘটেছিল ?

উ:- খ্রিস্টান মিশনারীদের


54. বেথুনের স্কুল কার উদ্যোগে তৈরি হয়?

উ:-খ্রিস্টান মিশনারীদের



আরও পড়ুন......

আরও পড়ুন......
আরও পড়ুন......
আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা

File Format

PDF

File Language

Bengali

File Size

177 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url