অষ্টম শ্রেণি পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ
আজকে আলোচনা করব অষ্টম শ্রেণি পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ|তোমরা West Bengal Class 8 History পেয়ে যাবে|অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|West Bengal Class 8th Eight|Class 8 History Question and Answer|Class 8 History 5th chapter Suggestion WBBSE|Class 8 History 5th chapter Notes WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| ইতিহাস মক টেস্ট|itihas proshno o uttor| History Mock Test
এছাড়াও তোমরা পাবে পঞ্চম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions, Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VIII History Examin -ation এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা অষ্টম শ্রেণী ইতিহাস (পঞ্চম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ) ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।
অষ্টম শ্রেণি পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ
1. ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উঃ- 1885 খ্রিস্টাব্দে
2. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উঃ- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
3. ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি ?
উঃ- বঙ্গভাষা প্রকাশিকা সভা
4. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় ?
উঃ- 1836 খ্রিস্টাব্দে
5. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ?
উঃ- জমিদার সভা
6. কোন সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয় ?
উঃ- 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ সময়কালকে
7. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিস্থিত হয় ?
উঃ- 1875 খ্রিস্টাব্দে
9. কার উদ্যোগে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হয় ?
উঃ- শিশির কুমার ঘোষের
10. কর্নাল অলকট ও মাদাম ব্লাভাটস্কির কোন সংগঠনের সঙ্গে যুক্ত হয় ?
উঃ- থিওসফিক্যাল সোসাইটির
11. কত খ্রিস্টাব্দে ভারত সভা গঠিত হয় ?
উঃ- 1876 খ্রিস্টাব্দে
12. ভারত সভা অপর কি নামে পরিচিত ?
উঃ- কলকাতায়
13. ভারত সভার উদ্যোগে সর্বভারতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
উঃ- রামতনু লাহিড়ী
14. সি পি ইলবার্ট কে ছিলেন?
উঃ- গর্ভনর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য
15. অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীকার কে?
উঃ- উইলিয়াম ওয়েডারবার্ন
16. কত খ্রিস্টাব্দে উইলিয়ম ওয়েডারবার্ন হিউমের জীবনী গ্রন্থ লেখেন?
উঃ- 1913 খ্রিস্টাব্দের
17. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে ভারতের বড়োলোক কে ছিলেন?
উঃ- লর্ড ডাফরিন
18. হিউম -ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কে প্রকাশ করেন ?
উঃ- উইলিয়াম ওয়েডারবার্ন
19. কংগ্রেসকে ‘সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি বলে ব্যঙ্গ করেছেন?
উঃ- লর্ড ডাফরিন
20.জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদান -কারী প্রতিনিধির সংখ্যা কত ছিল?
উঃ- ৭২ জন
21. কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয়?
উঃ- 1876 খ্রিস্টাব্দে
22. কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন ?
উঃ- লর্ড নর্থব্রুক
23. দেশীয় মুদ্রণ আইন জারি করেন?
উঃ- লর্ড লিটন
24. কত খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন বাতিল করা হয় ?
উঃ- 1881 খিস্টাব্দে
25. কে ‘দেশীয় মুদ্রণ আইন বাতিল করেন ?
উঃ- লর্ড রিপন
26. অস্ত্র আইন কে জারি করেন?
উঃ- লর্ড লিটন
27. প্রতিষ্ঠার প্রথম দু-দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদিপর্বের কী বলা হয়?
উঃ- নরমপন্থী
28. সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স কত করতে হবে বলে নরমপন্থীরা দাবি করেন?
উঃ- ২৩ বছর
29.ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থীরা প্রকাশ্যে সমালোচনা করেছিলেন, এই প্রক্রিয়া কী নামে পরিচিত?
উঃ- অর্থনৈতিক জাতীয়তাবাদ
30. একজন অর্থনৈতিক জাতীয়তাবাদীর নাম লেখো।
উঃ- দাদাভাই নৌরোজি / রমেশচন্দ্র দত্ত
31. কারা অর্থনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করেছিলেন?
উঃ- নরমপন্থীরা
32. কোন্ পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হত?
উঃ- নরমপন্থীদের আবেদন-নিবেদন পদ্ধতিকে
33. কংগ্রেসের অভ্যন্তরে চরমপন্থার সমর্থকরা কী নামে পরিচিত?
উঃ- চরমপন্থী
34. বাংলায় অন্যতম চরমপন্থী নেতা কে ছিলেন?
উঃ- বিপিনচন্দ্র পাল
35. মহারাষ্ট্রের অন্যতম চরমপন্থী নেতা কে ছিলেন?
উঃ- বাল গঙ্গাধর তিলক
36. পুনা সার্বজনিক সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে কার দ্বন্দ্ব বেধেছিল ?
উঃ- বাল গঙ্গাধর তিলকের
37. কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়?
উঃ- 19০8 খ্রিস্টাব্দে
3৪. কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়গুলির উপর নজরদারি আরও কঠোর করা হয়েছিল?
উঃ- 1908 খ্রিস্টাব্দে
39. আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য কী ছিল ?
উঃ- স্বরাজ অর্জন করা
40. বিপিনচন্দ্র পাল স্বরাজ বলতে কী মনে করতেন? কোন্ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে?
উঃ- চূড়ান্ত স্বাধীনতা
41.কোন চরমপন্থী নেতা এলাহাবাদ অধিবেশন আহ্বান করেন ?
উঃ- সুরাট অধিবেশনের
42. কোন্ অধিবেশনে স্বরাজ, স্বদেশি, বয়কট ও জাতীয় শিক্ষা এই চারটি প্রস্তাব গৃহীত হয় ?
উঃ- কলকাতা অধিবেশনে 1906 খ্রিস্টাব্দে
43. কত খ্রিস্টাব্দে আসামকে পৃথক অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয় ?
উঃ- 1874 খ্রিস্টাব্দে
44. কবে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়?
উঃ- 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই
45. কত খ্রিস্টাব্দে বঙ্গলক্ষ্মী কটন মিলস চালু হয় ?
উঃ- 1906 খ্রিস্টাব্দে
46. বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন ?
উঃ- আচার্য প্রফুল্ল রায়
47. কত খ্রিস্টাব্দ নাগাদ স্বদেশি আন্দোলন সামাজিক ভাবে দুর্বল হয়ে পড়েছিল ?
উঃ- 1905 খ্রিস্টাব্দে নাগাদ
48. বাসুদেও বলবন্ত ফাদকে কে ছিলেন ?
উঃ- মহারাষ্ট্রের একজন বিপ্লবী
49. ‘অনুশীলন সমিতি’কে প্রতিষ্ঠা করেন ?
উঃ- সতীশ চন্দ্র বসু
50. ‘ঢাকা অনুশীলন সমিতি’কে প্রতিষ্ঠা করেন ?
উঃ- পুলিনবিহারী দাস
51. কত খ্রিস্টাব্দে ‘ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ?
উঃ-1906 খ্রিস্টাব্দে
52. কত খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন ?
উঃ- 1925 খ্রিস্টাব্দে 30 এপ্রিল
53. কিংসফোর্ড কে ছিলেন ?
উঃ- বাংলা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট
54. আর্ল অফ মিন্টো কে ছিলেন ?
উঃ- ভারতের বড়লাট
55. জন মর্লে কে ছিলেন ?
উঃ- ভারতসচিব
56. কোন্ সংস্কার আইনে মুসলিমদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার প্রদান করা হয় ?
উঃ- র্মলো মিন্টো সংস্কার আইন 1909 খ্রিস্টাব্দে
57. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় ?
উঃ- 1911 খ্রিস্টাব্দে
58.উত্তর ভারতে কোন্ দলের উদ্যোগে বিপ্লবী কার্যকলাপ চলতে থাকে ?
উঃ- গদর দল
59. বাঘা যতীন’ নামে কে পরিচিত ?
উঃ- যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
- মুঘল সাম্রজ্যের পতনের কারনগুলি আলোচনা কর
- বক্সার যুদ্ধের কারনগুলি আলোচনা কর
- পলাশির যুদ্ধের কারনগুলি আলোচনা কর
আরও পড়ুন......- অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়
- উপনিবেশিক অর্থনীতি চরিত্র
১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
আরও পড়ুন......- অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায়
- উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ
১ নম্বরের প্রশ্ন এবং উত্তর- অষ্টম শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
আরও পড়ুন......
- অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়
- উপনিবেশিক অর্থনীতি চরিত্র ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায়
- উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
File Details |
|
File Name/Book Name | অষ্টম শ্রেণি পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 93 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |