অষ্টম শ্রেণি পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ

dream
0

অষ্টম শ্রেণি পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ 

অষ্টম শ্রেণি পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর 


প্রিয় বন্ধুরা, 

আজকে আলোচনা করব অষ্টম শ্রেণি পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ|তোমরা West Bengal Class 8 History পেয়ে যাবে|অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|West Bengal Class 8th Eight|Class 8 History Question and Answer|Class 8 History 5th chapter Suggestion WBBSE|Class 8 History 5th chapter Notes WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| ইতিহাস মক টেস্ট|itihas proshno o uttor| History Mock Test


এছাড়াও তোমরা পাবে পঞ্চম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions, Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VIII History Examin -ation এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা অষ্টম শ্রেণী ইতিহাস (পঞ্চম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ) ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


অষ্টম শ্রেণি পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ

1. ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

উঃ- 1885 খ্রিস্টাব্দে


2. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উঃ- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়


3. ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি ?

উঃ- বঙ্গভাষা প্রকাশিকা সভা


4. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় ?

উঃ- 1836 খ্রিস্টাব্দে


5. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ?

উঃ- জমিদার সভা


6. কোন সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয় ?

উঃ- 1857 থেকে 1885 খ্রিস্টাব্দ সময়কালকে


7. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিস্থিত হয় ?

উঃ- 1875 খ্রিস্টাব্দে


9. কার উদ্যোগে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা হয় ?

উঃ-  শিশির কুমার ঘোষের


10. কর্নাল অলকট ও মাদাম ব্লাভাটস্কির কোন সংগঠনের সঙ্গে যুক্ত হয় ?

উঃ- থিওসফিক্যাল সোসাইটির


11. কত খ্রিস্টাব্দে ভারত সভা গঠিত হয় ?

উঃ- 1876 খ্রিস্টাব্দে


12. ভারত সভা অপর কি নামে পরিচিত ?

উঃ- কলকাতায়


13. ভারত সভার উদ্যোগে সর্বভারতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

উঃ- রামতনু লাহিড়ী


14. সি পি ইলবার্ট কে ছিলেন?

উঃ- গর্ভনর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য


15. অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনীকার কে?

উঃ- উইলিয়াম ওয়েডারবার্ন


16. কত খ্রিস্টাব্দে উইলিয়ম ওয়েডারবার্ন হিউমের জীবনী গ্রন্থ লেখেন?

উঃ- 1913 খ্রিস্টাব্দের


17. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে ভারতের বড়োলোক কে ছিলেন?

উঃ- লর্ড ডাফরিন


18. হিউম -ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কে প্রকাশ করেন ?

উঃ- উইলিয়াম ওয়েডারবার্ন


19. কংগ্রেসকে ‘সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি বলে ব্যঙ্গ করেছেন?  

উঃ- লর্ড ডাফরিন


20.জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদান -কারী প্রতিনিধির সংখ্যা কত ছিল?

উঃ- ৭২ জন


21. কত খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয়?

উঃ- 1876 খ্রিস্টাব্দে


22. কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন ?

উঃ- লর্ড নর্থব্রুক


23. দেশীয় মুদ্রণ আইন জারি করেন?

উঃ- লর্ড লিটন


24. কত খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন বাতিল করা হয় ?

উঃ- 1881 খিস্টাব্দে


25. কে ‘দেশীয় মুদ্রণ আইন বাতিল করেন ?

উঃ-  লর্ড রিপন


26. অস্ত্র আইন কে জারি করেন?

উঃ- লর্ড লিটন


27. প্রতিষ্ঠার প্রথম দু-দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদিপর্বের কী বলা হয়?

উঃ- নরমপন্থী


28. সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স কত করতে হবে বলে নরমপন্থীরা দাবি করেন?

উঃ- ২৩ বছর


29.ভারতের আর্থিক দুরবস্থায় ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থীরা প্রকাশ্যে সমালোচনা করেছিলেন, এই প্রক্রিয়া কী নামে পরিচিত?

উঃ- অর্থনৈতিক জাতীয়তাবাদ


30. একজন অর্থনৈতিক জাতীয়তাবাদীর নাম লেখো।

উঃ- দাদাভাই নৌরোজি / রমেশচন্দ্র দত্ত


31. কারা অর্থনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করেছিলেন?

উঃ- নরমপন্থীরা


32. কোন্ পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হত?

উঃ- নরমপন্থীদের আবেদন-নিবেদন পদ্ধতিকে


33. কংগ্রেসের অভ্যন্তরে চরমপন্থার সমর্থকরা কী নামে পরিচিত?

উঃ- চরমপন্থী


34. বাংলায় অন্যতম চরমপন্থী নেতা কে ছিলেন?

উঃ- বিপিনচন্দ্র পাল


35. মহারাষ্ট্রের অন্যতম চরমপন্থী নেতা কে ছিলেন?

উঃ- বাল গঙ্গাধর তিলক


36. পুনা সার্বজনিক সভার নিয়ন্ত্রণ নিয়ে নরমপন্থী গোখলের সঙ্গে কার দ্বন্দ্ব বেধেছিল ?

উঃ- বাল গঙ্গাধর তিলকের


37. কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়?

উঃ- 19০8 খ্রিস্টাব্দে


3৪. কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়গুলির উপর নজরদারি আরও কঠোর করা হয়েছিল?

উঃ- 1908 খ্রিস্টাব্দে


39. আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য কী ছিল ?

উঃ- স্বরাজ অর্জন করা


40. বিপিনচন্দ্র পাল স্বরাজ বলতে কী মনে করতেন? কোন্ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে?

উঃ- চূড়ান্ত স্বাধীনতা


41.কোন চরমপন্থী নেতা এলাহাবাদ অধিবেশন আহ্বান করেন ?

উঃ- সুরাট অধিবেশনের


42. কোন্ অধিবেশনে স্বরাজ, স্বদেশি, বয়কট ও জাতীয় শিক্ষা এই চারটি প্রস্তাব গৃহীত হয় ?

উঃ- কলকাতা অধিবেশনে 1906 খ্রিস্টাব্দে


43. কত খ্রিস্টাব্দে আসামকে পৃথক অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয় ?

উঃ- 1874 খ্রিস্টাব্দে


44. কবে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়?

উঃ- 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই


45. কত খ্রিস্টাব্দে বঙ্গলক্ষ্মী কটন মিলস চালু হয় ?

উঃ- 1906 খ্রিস্টাব্দে


46. বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- আচার্য প্রফুল্ল রায়


47. কত খ্রিস্টাব্দ নাগাদ স্বদেশি আন্দোলন সামাজিক ভাবে দুর্বল হয়ে পড়েছিল ?

উঃ- 1905 খ্রিস্টাব্দে নাগাদ


48. বাসুদেও বলবন্ত ফাদকে কে ছিলেন ?

উঃ- মহারাষ্ট্রের একজন বিপ্লবী


49. ‘অনুশীলন সমিতি’কে প্রতিষ্ঠা করেন ?

উঃ-  সতীশ চন্দ্র বসু


50. ‘ঢাকা অনুশীলন সমিতি’কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- পুলিনবিহারী দাস


51. কত খ্রিস্টাব্দে ‘ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ?

উঃ-1906 খ্রিস্টাব্দে


52. কত খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন ?

উঃ- 1925 খ্রিস্টাব্দে 30 এপ্রিল


53. কিংসফোর্ড কে ছিলেন ?

উঃ- বাংলা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট


54. আর্ল অফ মিন্টো কে ছিলেন ?

উঃ- ভারতের বড়লাট


55. জন মর্লে কে ছিলেন ?

উঃ- ভারতসচিব


56. কোন্ সংস্কার আইনে মুসলিমদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার প্রদান করা হয় ?

উঃ- র্মলো মিন্টো সংস্কার আইন 1909 খ্রিস্টাব্দে


57. কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় ?

উঃ- 1911 খ্রিস্টাব্দে


58.উত্তর ভারতে কোন্ দলের উদ্যোগে বিপ্লবী কার্যকলাপ চলতে থাকে ?

উঃ- গদর দল


59. বাঘা যতীন’ নামে কে পরিচিত ?

উঃ- যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়



আরও পড়ুন......

আরও পড়ুন......
আরও পড়ুন......
আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

অষ্টম শ্রেণি পঞ্চম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ 

File Format

PDF

File Language

Bengali

File Size

93 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top