অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপনিবেশিক অর্থনীতি চরিত্র

অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপনিবেশিক অর্থনীতি চরিত্র

অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর


অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপনিবেশিক অর্থনীতি চরিত্র নিয়ে প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করা হবে। তোমরা  West Bengal Class 8 History |অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 8 History Question and Answer |Class 8 History 3rd chapter Suggestion WBBSE |Class 8 History 3rd chapter Notes WBBSE|West Bengal Class 8th Eight|তৃতীয় অধ্যায় উপনিবেশিক অর্থনীতি চরিত্র থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর এছাড়াও MCQ Question,Very Short Question, Short Question,Descriptive Question and Answer

এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VIII History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্নে এবং তোমরা যারা অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপনিবেশিক অর্থনীতি চরিত্র চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্ন-উত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।

অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর উপনিবেশিক অর্থনীতি চরিত্র


1. কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?

উ:-  লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে


2. কোন্ কোন্ অঞলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়?

উ:-  বাংলা-বিহার-উরিষ্যা


3. বন্দোবস্তের সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত তা আদায়ের জন্য যে বেআইনি কর আর করা হত, তার নাম কী?

উ:-আব ওয়াব


4.মাদ্রাজ অঞলে কোম্পানির প্রবর্তিত ভূমি বন্দোব -স্তের নাম কী ছিল?

উ:-  রায়তওয়ারি বন্দোবস্ত


5. রায়তওয়ারি বন্দোবস্তের অন্যতম রূপকার কে ছিলেন?

উ:-  থমাস মানরে


6. রাতওয়ারি বন্দোবস্তের প্রধান শর্ত কী ছিল?

উ:-  নির্দিষ্ট সময়ে রাইট ওকে ভূমি রাজস্ব জমা দিতে হবে


7. মহলওয়ারি বন্দোবস্ত কোন কোন অঞলে প্রবর্তিত হয় ?

উ:- উত্তর ও উত্তর পশ্চিম ভারতে


8. মহলওয়ারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় ?

উ:-১৮২২ খ্রিস্টাব্দে


9.রেলপথ বসানাো পণ্য রপ্তানির হার বৃদ্ধি এবং কৃষির বাণিজ্যিকরণ প্রক্রিয়াকে একত্র কী বলা হয় ?

উ:-অর্থনীতির আধুনিককরন


10. বাণিজ্যিকীকরণের ফলে কোন কোন ফসলের চাষের প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছিল?

উ:- চা, পাট, নীল, কারাপাস ও তুলো


11. ঔপনিবেশিক কারণে দুর্ভিক্ষের প্রধান কারণ কী ছিল ?

উ:-জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রয়োজনীয় খাদ্য শস্য উপাদান বৃদ্ধি না পাব না


12. নীলচাষের জন্য বাংলার কৃষকদের যে অগ্রিম টাকা দিত নীলকররা, তাকে কী বলা হত ?

উ:-দাদন


13. প্রথম কবে দশজন বাংলার কৃষককে দাদন দিয়ে নীলচাষ করানো হয় ?

উ:-১৭৮৮  খ্রিস্টাব্দে


14.  নীলচাষের মাত্রা কোন বিশেষ কারণে বৃদ্ধি করা হয়েছিল ?

উ:-ইংল্যান্ডের কাপড় কোলে নিলে চাহিদা বৃদ্ধির জন্য


15. উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের কোন্ কোন অণ্ডলে চা-বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল?

উ:- আসাম বাংলা দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে


16. আসামের চা বাগানের কলি-শ্রমিকদের অধিকার নিয়ে কোন ব্রাহ্মনেতা পত্রিকায় লেখালেখি করেন

উ:-  দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়


17. দাক্ষিণাত্য হাঙ্গামা কোন সময়ে সংঘটিত হয়?

উ:-১৮৭৫ খ্রিস্টাব্দে


18.দাক্ষিণাত্য হাঙ্গামার মাোকাবিলার জন্য কোন আইন প্রণয়ন করে ব্রিটিশ সরকার ?

উ:-  Agriculuturits Relief Act (1879)


19. কত খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয় ?

উ:-1720  খ্রিস্টাব্দে


20. বাংলায় কৃষকদের জমিদারি শাোষণ থেকে রক্ষা করতে কত খ্রিস্টাব্দে Tenancy Act প্রণয়ন করে ব্রিটিশ প্রশাসন।

উ:-  1885  খ্রিস্টাব্দে


21. কোন্ সনদ আইনের দ্বারা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক আধিপত বিলুপ্ত হয়

উ:-1813  খ্রিস্টাব্দে


22. অবশিল্পায়নের ফলে কোন্ কোন্ কুটিরশিল্পের সর্বাধিক ক্ষতি হয় ?

উ:-  তাঁত শিল্প কার্ড শিল্প এবং চর্ম শিল্প


23.বস্ত্রশিল্পের অবনমনের ফলে ভারতের কোন্ কোন্ শহর শ্রীহীন হয়ে পড়ে?

উ:-  মুর্শিদাবাদ ঢাকা সুরাট প্রভৃতি


24. কবে, কোথায় ভারতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা গড়ে ওঠে?

উ:-1853 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের


25. বাংলার কোথায় কবে প্রথম পাটকল স্থাপিত হয় ?

উ:- হুগলি রিশ্রা 1855 খ্রিস্টাব্দে


26. রেলপথ ব্যবস্থার পরিকল্পনা কে করেন? 

উ:-  লর্ড ডালহৌসি


27. ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন হয় ?

উ:-  1851 খ্রিস্টাব্দে


28. ভারতে ডাকবিভাগের জনক কে ছিলেন?

উ:- লর্ড ডালহৌসি


29. ১৮৫৬ খ্রিস্টাব্দের মধ্যে কতখানি এলাকা টেলিগ্রাফ ব্যবস্থার আওতায় আসে?

উ:-প্রায় 4 হাজার 250 মাইলের বেশি এলাকা


30. কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ-বার্মা যুদ্ধ সংগঠিত হয়?

উ:-1852 খ্রিস্টাব্দে


31.ঔপনিবেশিক শাসনে কোন তিনটি বিষয়কে কেন্দ্র করে ভারতীয় অর্থনীতিতে বিতর্কের সৃষ্টি হয়

উ:-সম্পদের নির্গমন অবশিল্পায়ন এবং দ্বিতীয় জনগণের দারিদ্র


32. সম্পদের নির্গমন কী ?

উ:-ভারত থেকে বৃটেনের সম্পদের নিরন্তর চলে যাবে 


33. সম্পদ নির্গমনের তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন?

উ:- দাদাভাই নওরোজি




আরও পড়ুন......

আরও পড়ুন......
আরও পড়ুন......
আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা

File Format

PDF

File Language

Bengali

File Size

165 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url