অষ্টম শ্রেণি ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন

অষ্টম শ্রেণি ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন

অষ্টম শ্রেণি ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর

প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী ইতিহাস|ষষ্ঠ অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন|তোমরা West Bengal Class 8 History পেয়ে যাবে|অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|West Bengal Class 8th Eight|Class 8 History Question and Answer|Class 8  History 6th chapter Suggestion WBBSE| Class 8 History 5th chapter Notes WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| ইতিহাস মক টেস্ট|itihas proshno o uttor| History Mock Test


এছাড়াও তোমরা পাবে ষষ্ঠ অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions, Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VIII History Examin -ation এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্নে এবং তোমরা যারা অষ্টম শ্রেণী ইতিহাস (ষষ্ঠ অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন) ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


অষ্টম শ্রেণি ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন


1. ১৯১৯ খ্রিস্টাব্দ থেকে কেভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধানতম কাণ্ডারী হয়ে ওঠেন?

উ:- মোহনদাস করমচাঁদ গান্ধী


2. গান্ধিজি কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?

উ:- 1915 খ্রিস্টাব্দে


3.কোন্ আন্দোলন গান্ধিবাদী সত্যাগ্রহের আদর্শ গঠনে মুখ্য ভূমিকা নিয়েছিল ?

উ:- দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম বিরোধী আন্দোলন


4. প্রথম বিশ্বযুদ্ধে সহায়তার পুরস্কার স্বরূপ যেসব দাবিদাওয়া ভারতীয় রাজনীতিবিদরা করেছিলেন সেগুলি পূরণ না হলে ভারতে কোন আন্দোলন শুরু হয়?

উ:- স্বশাসনের আন্দোলন বা হোমরুল আন্দোলন


5. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে পাস করা হয়?

উ:- ১৯১৯ খ্রিস্টাব্দে


6. গান্ধিজির মতে মানবজীবনের চূড়ান্ত লক্ষ্য কী হওয়া উচিত?

উ:- সত্যানুসন্ধান বা সৎ এর খোঁজ করা


7. গান্ধিজির স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলির কথা তার কোন্ প্রবন্ধ থেকে জানা যায় ?

উ:- হিন্দ স্বরাজ


8.গান্ধির স্বরাজ ভাবনার অন্যতম প্রধান অঙ্গ কী ছিল?

উ:- খাদির পোশাক ব্যবহার ও চরকা কাটা


9. বিহারের কোন এলে নীলচাষ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল ?

উ:- চম্পারনে


10. গুজরাটের খেড়া জেলার আন্দোলনের মূল কারণ কী ছিল ?

উ:- কৃষকদের ওপর বাড়তি রাজস্ব আরোপ


11. রাওলাট আইনের বিরুদ্ধে জাতীয় স্তরের আন্দোলন কবে শুরু হয়?

উ:-  6 এপ্রিল


12. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়?

উ:-  1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল


13. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে অপসারণ করে খিলাফৎ কমিটি কবে গঠিত হয়?

উ:- 1911 খ্রিস্টাব্দে


14. অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কবে?

উ:- 1928 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে


15. অসহযোগ আন্দোলনের দুটি ধারা কী কী?

উ:-  স্বদেশী ও বয়কট


16. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন গান্ধিজি?

উ:-  চৌরিচৌরার ঘটনা


17. চৌরিচৌরার ঘটনা কত তারিখে ঘটেছিল ?

উ:- 1922 খ্রিস্টাব্দে 8 ফেব্রুয়ারি


18. কংগ্রেস- খিলাফৎ স্বরাজ্য দল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

উ:- 1922 খ্রিস্টাব্দে


19. স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উ:-  চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু


20. কার নেতৃত্বে সাইমন কমিশন ভারতে আসে ?

উ:- স্যার জন সাইমন


21. কেন ভারতের রাজনৈতিক সংগঠনগুলি সাইমন কমিশনের বিরোধিতা করে?

উ:- সাইমন কমিশনের ভারতীয় সদস্য কে গ্রহণ না করার কারণে


22. সাইমন কমিশন বিরোধী আন্দোলনের স্লোগান কী ছিল?

উ:- সাইমন ফিরে যাও


23. আইন অমান্য আন্দোলনের সূচনা হয় কোন স্থান থেকে ?

উ:- গুজরাটের ডান্ডি


24. কবে কে আইন অমান্য আন্দোলনের ডাক দেন ?

উ:- 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল গান্ধীজী


25. আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায় কত খ্রিস্টাব্দে, কোন্ সন্ধির দ্বারা শেষ হয় ?

উ:- 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তির ধারা


26. দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে?

উ:- 1938 খ্রিস্টাব্দের মে মাসে


27.খান আবদুল গফফর খান কী নামে অধিক বিখ্যাত হয়েছিলেন ?

উ:- সীমান্ত গান্ধী


28.  রানি গিদালো কে ছিলেন?

উ:- নাগা অঞ্চলের আইন অমান্য আন্দোলনের তরণী নেত্রী


29. কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয় ?

উ:- 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল সূর্যসেনের নেতৃত্বে


30. মাস্টারদা নামে কোন বিপ্লবী পরিচিত ?

উ:- বিপ্লবী সূর্য সেন


31. সূর্য সেনের ফাঁসি কবে হয় ?

উ:- 1938 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি


32.অলিন্দ অভিযান কবে কারা সংগঠিত করেছিলেন?

উ:- 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত


33. হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উ:- চন্দ্রশেখর আজাদ


34. ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী সংগঠনের নাম কী ?

উ:- নওজোয়ান ভারত সভা


35. কাকোরি ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?

উ:-  1925 খ্রিস্টাব্দে


36.কাকোরি ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত হয়েছিলেন?

উ:-  ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা


37. ভগৎ সিং লাহোরের কোন্ পুলিশ সুপারকে হত্যা করেন এবং কে কেন্দ্রীয় আইনসভা কক্ষে কবে ভগৎ সিং বোমা নিক্ষেপ করেন ?

উ:- লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে পুলিশ সুপার স্যান্ডার্স কে হত্যা করেন


38. কোন মামলার রায়ে কত খ্রিস্টাব্দে ভগৎ সিং-এর ফাসি হয় ?

উ:- লাহোর ষড়যন্ত্র মামলা 1931 খ্রিস্টাব্দে


39. ভগৎ সিং-এর বিখ্যাত স্লোগান কী ছিল?

উ:-  ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক


40. ভারত ছাড়ো আন্দোলনের বিখ্যাত স্লোগান কী ছিল?

উ:-  কারেঙ্গে আ মারেঙ্গে


41. করেঙ্গে ইয়া মরেঙ্গে’ বলে আন্দোলনের ডাক দেন ?

উ:- মহাত্মা গান্ধী


42. ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়?

উ:- 1982 খ্রিস্টাব্দে


43. কোন্ আন্দোলনের পরে জাতীয় সরকার গড়ে উঠেছিল ?

উ:- ভারত ছাড়ো আন্দোলন


44. কার নেতৃত্বে, কোথায় ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়?

উ:- সতীশচন্দ্র সামন্ত মেদিনীপুর তমলুক মহাকুমার


45.তাম্রলিপ্ত জাতীয় সরকার কতদিন পর্যন্ত টিকেছিল ?

উ:- 1982 খ্রিস্টাব্দ  - 1988 খ্রিস্টাব্দে পর্যন্ত


46. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের সঙ্গে কোন্ কোন্ দেশ জোটবদ্ধ হয়েছিল ?

উ:- ফ্রান্স এবং সোভিয়েত রাশিয়া


47. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের বিরুদ্ধ জোটশক্তি রূপে কোন্ কোন্ দেশ ছিল ?

উ:- জার্মানি ইতালি জাপান


48. ক্রিপস মিশন কবে ভারতে আসে?

উ:-  1982 খ্রিস্টাব্দে


49. সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে বি এ পাস করেন?

উ:- স্কটিশ চার্চ কলেজ


50. সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধিজির সংঘাত শুরু হয় কখন?

উ:- 1928 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে


51. কোন্ কোন্ কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হয়েছিলেন?

উ:- হরিপুরা কংগ্রেসের ,ত্রিপুরা কংগ্রেস


52. নৌ বিদ্রোহ কবে শুরু হয়?

উ:- 1946 খ্রিস্টাব্দে


53. নৌ বিদ্রোহের অন্যতম দাবি গুলো কি কি ছিল?

উ:- ভালো মানের খাদ্য প্রদান বেতনে সমতা আনার রাজবন্দিদের মুক্তি দান ইত্যাদি


54. কত খ্রিস্টাব্দে কিসের অভিযোগে আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের শাস্তি দেওয়া হয়?

উ:- 1946 খ্রিস্টাব্দের দেশদ্রোহীতার অভিযোগে


55. সুভাষ চন্দ্রের রাশীয়া যাওয়ার পথে কবে কোথায় বিমান দুর্ঘটনা ঘটে?

উ:- 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তাইওয়ানে


56. কবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জাপানের দখল থেকে মুক্ত হয়?

উ:- 1943 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে


57. রানিহাটি বাহিনী কত খ্রিস্টাব্দে ইম্ফল অভিযান করেন?

উ:- 1945 খ্রিষ্টাব্দে


58. আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল?

উ:- রানী ঝাঁসি বাহিনী


59. আজাদ হিন্দ ফৌজ কবে কোথায় গঠিত হয়?

উ:- 1942 খ্রিস্টাব্দের সিঙ্গাপুরে


60. দেশ ত্যাগ করার সময় সুভাষচন্দ্র কি নাম গ্রহণ করেন?

উ:- মোহাম্মদ জিয়াউদ্দিন





আরও পড়ুন......

আরও পড়ুন......
আরও পড়ুন......
আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

অষ্টম শ্রেণি ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন

File Format

PDF

File Language

Bengali

File Size

178 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url