অষ্টম শ্রেণি ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন
অষ্টম শ্রেণি ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর |
প্রিয় বন্ধুরা
আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী ইতিহাস|ষষ্ঠ অধ্যায়|১ নম্বরের প্রশ্ন ও উত্তর|ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন|তোমরা West Bengal Class 8 History পেয়ে যাবে|অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|West Bengal Class 8th Eight|Class 8 History Question and Answer|Class 8 History 6th chapter Suggestion WBBSE| Class 8 History 5th chapter Notes WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| ইতিহাস মক টেস্ট|itihas proshno o uttor| History Mock Test
এছাড়াও তোমরা পাবে ষষ্ঠ অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ, Very Short Question, Short Questions, Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VIII History Examin -ation এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্নে এবং তোমরা যারা অষ্টম শ্রেণী ইতিহাস (ষষ্ঠ অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন) ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।
অষ্টম শ্রেণি ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন
1. ১৯১৯ খ্রিস্টাব্দ থেকে কেভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রধানতম কাণ্ডারী হয়ে ওঠেন?
উ:- মোহনদাস করমচাঁদ গান্ধী
2. গান্ধিজি কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?
উ:- 1915 খ্রিস্টাব্দে
3.কোন্ আন্দোলন গান্ধিবাদী সত্যাগ্রহের আদর্শ গঠনে মুখ্য ভূমিকা নিয়েছিল ?
উ:- দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম বিরোধী আন্দোলন
4. প্রথম বিশ্বযুদ্ধে সহায়তার পুরস্কার স্বরূপ যেসব দাবিদাওয়া ভারতীয় রাজনীতিবিদরা করেছিলেন সেগুলি পূরণ না হলে ভারতে কোন আন্দোলন শুরু হয়?
উ:- স্বশাসনের আন্দোলন বা হোমরুল আন্দোলন
5. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে পাস করা হয়?
উ:- ১৯১৯ খ্রিস্টাব্দে
6. গান্ধিজির মতে মানবজীবনের চূড়ান্ত লক্ষ্য কী হওয়া উচিত?
উ:- সত্যানুসন্ধান বা সৎ এর খোঁজ করা
7. গান্ধিজির স্বরাজ বিষয়ক সামাজিক আদর্শগুলির কথা তার কোন্ প্রবন্ধ থেকে জানা যায় ?
উ:- হিন্দ স্বরাজ
8.গান্ধির স্বরাজ ভাবনার অন্যতম প্রধান অঙ্গ কী ছিল?
উ:- খাদির পোশাক ব্যবহার ও চরকা কাটা
9. বিহারের কোন এলে নীলচাষ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল ?
উ:- চম্পারনে
10. গুজরাটের খেড়া জেলার আন্দোলনের মূল কারণ কী ছিল ?
উ:- কৃষকদের ওপর বাড়তি রাজস্ব আরোপ
11. রাওলাট আইনের বিরুদ্ধে জাতীয় স্তরের আন্দোলন কবে শুরু হয়?
উ:- 6 এপ্রিল
12. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়?
উ:- 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল
13. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে অপসারণ করে খিলাফৎ কমিটি কবে গঠিত হয়?
উ:- 1911 খ্রিস্টাব্দে
14. অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কবে?
উ:- 1928 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে
15. অসহযোগ আন্দোলনের দুটি ধারা কী কী?
উ:- স্বদেশী ও বয়কট
16. কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন গান্ধিজি?
উ:- চৌরিচৌরার ঘটনা
17. চৌরিচৌরার ঘটনা কত তারিখে ঘটেছিল ?
উ:- 1922 খ্রিস্টাব্দে 8 ফেব্রুয়ারি
18. কংগ্রেস- খিলাফৎ স্বরাজ্য দল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উ:- 1922 খ্রিস্টাব্দে
19. স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উ:- চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু
20. কার নেতৃত্বে সাইমন কমিশন ভারতে আসে ?
উ:- স্যার জন সাইমন
21. কেন ভারতের রাজনৈতিক সংগঠনগুলি সাইমন কমিশনের বিরোধিতা করে?
উ:- সাইমন কমিশনের ভারতীয় সদস্য কে গ্রহণ না করার কারণে
22. সাইমন কমিশন বিরোধী আন্দোলনের স্লোগান কী ছিল?
উ:- সাইমন ফিরে যাও
23. আইন অমান্য আন্দোলনের সূচনা হয় কোন স্থান থেকে ?
উ:- গুজরাটের ডান্ডি
24. কবে কে আইন অমান্য আন্দোলনের ডাক দেন ?
উ:- 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল গান্ধীজী
25. আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায় কত খ্রিস্টাব্দে, কোন্ সন্ধির দ্বারা শেষ হয় ?
উ:- 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তির ধারা
26. দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে?
উ:- 1938 খ্রিস্টাব্দের মে মাসে
27.খান আবদুল গফফর খান কী নামে অধিক বিখ্যাত হয়েছিলেন ?
উ:- সীমান্ত গান্ধী
28. রানি গিদালো কে ছিলেন?
উ:- নাগা অঞ্চলের আইন অমান্য আন্দোলনের তরণী নেত্রী
29. কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয় ?
উ:- 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল সূর্যসেনের নেতৃত্বে
30. মাস্টারদা নামে কোন বিপ্লবী পরিচিত ?
উ:- বিপ্লবী সূর্য সেন
31. সূর্য সেনের ফাঁসি কবে হয় ?
উ:- 1938 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি
32.অলিন্দ অভিযান কবে কারা সংগঠিত করেছিলেন?
উ:- 1930 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত
33. হিন্দুস্তান রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উ:- চন্দ্রশেখর আজাদ
34. ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী সংগঠনের নাম কী ?
উ:- নওজোয়ান ভারত সভা
35. কাকোরি ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
উ:- 1925 খ্রিস্টাব্দে
36.কাকোরি ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত হয়েছিলেন?
উ:- ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা
37. ভগৎ সিং লাহোরের কোন্ পুলিশ সুপারকে হত্যা করেন এবং কে কেন্দ্রীয় আইনসভা কক্ষে কবে ভগৎ সিং বোমা নিক্ষেপ করেন ?
উ:- লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে পুলিশ সুপার স্যান্ডার্স কে হত্যা করেন
38. কোন মামলার রায়ে কত খ্রিস্টাব্দে ভগৎ সিং-এর ফাসি হয় ?
উ:- লাহোর ষড়যন্ত্র মামলা 1931 খ্রিস্টাব্দে
39. ভগৎ সিং-এর বিখ্যাত স্লোগান কী ছিল?
উ:- ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক
40. ভারত ছাড়ো আন্দোলনের বিখ্যাত স্লোগান কী ছিল?
উ:- কারেঙ্গে আ মারেঙ্গে
41. করেঙ্গে ইয়া মরেঙ্গে’ বলে আন্দোলনের ডাক দেন ?
উ:- মহাত্মা গান্ধী
42. ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়?
উ:- 1982 খ্রিস্টাব্দে
43. কোন্ আন্দোলনের পরে জাতীয় সরকার গড়ে উঠেছিল ?
উ:- ভারত ছাড়ো আন্দোলন
44. কার নেতৃত্বে, কোথায় ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়?
উ:- সতীশচন্দ্র সামন্ত মেদিনীপুর তমলুক মহাকুমার
45.তাম্রলিপ্ত জাতীয় সরকার কতদিন পর্যন্ত টিকেছিল ?
উ:- 1982 খ্রিস্টাব্দ - 1988 খ্রিস্টাব্দে পর্যন্ত
46. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের সঙ্গে কোন্ কোন্ দেশ জোটবদ্ধ হয়েছিল ?
উ:- ফ্রান্স এবং সোভিয়েত রাশিয়া
47. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের বিরুদ্ধ জোটশক্তি রূপে কোন্ কোন্ দেশ ছিল ?
উ:- জার্মানি ইতালি জাপান
48. ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উ:- 1982 খ্রিস্টাব্দে
49. সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে বি এ পাস করেন?
উ:- স্কটিশ চার্চ কলেজ
50. সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধিজির সংঘাত শুরু হয় কখন?
উ:- 1928 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে
51. কোন্ কোন্ কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
উ:- হরিপুরা কংগ্রেসের ,ত্রিপুরা কংগ্রেস
52. নৌ বিদ্রোহ কবে শুরু হয়?
উ:- 1946 খ্রিস্টাব্দে
53. নৌ বিদ্রোহের অন্যতম দাবি গুলো কি কি ছিল?
উ:- ভালো মানের খাদ্য প্রদান বেতনে সমতা আনার রাজবন্দিদের মুক্তি দান ইত্যাদি
54. কত খ্রিস্টাব্দে কিসের অভিযোগে আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের শাস্তি দেওয়া হয়?
উ:- 1946 খ্রিস্টাব্দের দেশদ্রোহীতার অভিযোগে
55. সুভাষ চন্দ্রের রাশীয়া যাওয়ার পথে কবে কোথায় বিমান দুর্ঘটনা ঘটে?
উ:- 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তাইওয়ানে
56. কবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জাপানের দখল থেকে মুক্ত হয়?
উ:- 1943 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে
57. রানিহাটি বাহিনী কত খ্রিস্টাব্দে ইম্ফল অভিযান করেন?
উ:- 1945 খ্রিষ্টাব্দে
58. আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি ছিল?
উ:- রানী ঝাঁসি বাহিনী
59. আজাদ হিন্দ ফৌজ কবে কোথায় গঠিত হয়?
উ:- 1942 খ্রিস্টাব্দের সিঙ্গাপুরে
60. দেশ ত্যাগ করার সময় সুভাষচন্দ্র কি নাম গ্রহণ করেন?
উ:- মোহাম্মদ জিয়াউদ্দিন
- মুঘল সাম্রজ্যের পতনের কারনগুলি আলোচনা কর
- বক্সার যুদ্ধের কারনগুলি আলোচনা কর
- পলাশির যুদ্ধের কারনগুলি আলোচনা কর
আরও পড়ুন......- অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়
- উপনিবেশিক অর্থনীতি চরিত্র
১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
আরও পড়ুন......- অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায়
- উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ
১ নম্বরের প্রশ্ন এবং উত্তর- অষ্টম শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
আরও পড়ুন......
- অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়
- উপনিবেশিক অর্থনীতি চরিত্র ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস চতুর্থ অধ্যায়
- উপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস পঞ্চম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
- অষ্টম শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
File Details |
|
File Name/Book Name | অষ্টম শ্রেণি ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 178 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |