মুঘল সাম্রাজ্যের পতনের কারণ গুলি আলোচনা করো|মুঘল সাম্রাজ্যের অবনতি কীভাবে হয়েছিল

মুঘল সাম্রাজ্যের পতনের কারণ গুলি আলোচনা করো|মুঘল সাম্রাজ্যের অবনতি কীভাবে হয়েছিল|মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ কী ছিল|কীভাবে মুঘলদের সাম্রাজ্যিক অবনতি হয়েছিল ব্যাখ্যা করাে

 
মুঘল সাম্রাজ্যের পতনের কারণ গুলি আলোচনা করো


মুঘল সাম্রাজ্যের পতনের কারণ গুলি আলোচনা করো | মুঘল সাম্রাজ্যের অবনতি কীভাবে হয়েছিল |প্রিয় বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আলোচনা করব মুঘল সাম্রাজ্যের অবনতির কারণ কী ছিল|কীভাবে মুঘলদের সাম্রাজ্যিক অবনতি হয়েছিল ব্যাখ্যা করাে। 

মুঘল সাম্রাজ্যের পতনের কারণ গুলি আলোচনা করো

ভুমিকাঃ ১৫২৬ খ্রীষ্টাব্দে খ্রিস্টাব্দে বাবর মুঘল সাম্রাজ্যের যে ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন ১৭০৯ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে সেই মুঘল সাম্রাজ্য দ্রুত অবনতির দিকে এগিয়ে যায় এবং পরবর্তী ৫০ বছরের মধ্যে মুঘল সম্রাটগণ নামমাত্র শাসকে পরিণত হন।

অবনতির কারণ:- মুঘল সাম্রাজ্যের অবনতির কারণগুলি নিম্নে আলোচনা করা হল-

ঔরঙ্গজেবের পরবর্তী মুঘোল সম্রাটদের অযােগ্যতা:- সম্রাটের দক্ষতার (1530-1707) উপর মুঘল সাম্রাজ্যের সাফল্য নির্ভরশীল ছিল। সম্রাট জাহাঙ্গির ও শাহ জাহানের সময় থেকে মুঘল শাসনকাঠামাের মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। ঔরঙ্গজেবের শেষ দিকে তা আরও স্পষ্ট হয়েছিল। ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের অযােগ্যতার জন্য মুঘল সাম্রাজ্যের দ্রুত অবনতি হয়েছিল।


জায়গিরদারি ও মনসবদারি সংকট:- 

মুঘল আমলে মনসবদারদের জায়গির দেওয়া হত। উন্নতমানের জায়গির পাওয়ার আশায় মনসবদারদের মধ্যে ক্রমে চরম দলাদলি শুরু হয়। সম্রাট জাহাঙ্গিরের সময় থেকেই জায়গিরদারি সংকট সৃষ্টি হয়েছিল। তখন ভূমি রাজস্বের হিসাবে নানা গরমিল দেখা দেয়। সরকারি হিসাবে যে পরিমাণ রাজস্ব পাওয়ার কথা (জমা) আর যা পাওয়া যেত (হাসিল) তার মিল থাকত না। সম্রাট ঔরঙ্গজেব ও তার পরবর্তীকালে এই সংকট তীব্র আকার ধারণ করে। জায়গিরের সংকট মুঘল সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিয়েছিল।


আঞ্চলিক বিদ্রোহ:-

বিভিন্ন অঞ্চলের জমিদার ও কৃষকদের বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল। মুঘল যুগে জমির উপর জায়গিরদারদের অধিকার স্থায়ী ছিল না। জায়গিরদারদের বিভিন্ন জায়গায় বদলি করা হত। ফলে জায়গিরদাররা কৃষকদের কাছ থেকে অত্যধিক হারে রাজস্ব আদায় করত। এতে কৃষকদের উপর শােষণ ও অত্যাচার বাড়ত। মুঘল যুগের উল্লেখযােগ্য কৃষক বিদ্রোহগুলি হল জাঠ, শিখ ও সামী বিদ্রোহ। 


বৈদেশিক আক্রমণ:- 

নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণ (১৮৩৮-৩৯খ্রি.) এবং আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণ (১৭৫৬-৫৭খ্রি.) মুঘল সাম্রাজ্যের উপর চরম আঘাত হানে। ফলে মুঘলদের পক্ষে আর ফিরে দাঁড়ানাে সম্ভবপর হয়নি।


শিবাজী ও মারাঠাদের আক্রমণ:- 

শিবাজী ও মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল। ঔরঙ্গজেব মারাঠাদের দমন করার জন্য তার জীবনের শেষ ছাব্বিশ বছর দাক্ষিণাত্যে কাটিয়েছিলেন। কিন্তু তাতেও সাফল্য পাননি। 

মূল্যায়ন:-

উত্থানপতন প্রকৃতির নিয়ম হলেও মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে এই কারণগুলি” দায়ী ছিল। জাতীয়তাবােধের অভাব, আর্থ-সামাজিক পরিস্থিতির পরিবর্তন রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করে। যােগ্য কর্মচারী বা আমলাশ্রেণির দক্ষতা দেখা যায়নি। ফলে মুঘল সাম্রাজ্য অবক্ষয়ের পথে দ্রুত এগিয়ে যায়।


File Name- মুঘল সাম্রাজ্যের পতনের কারণ
dreamsnotes.in
File Size: 103kb, File Type: PDF
If Download Does Not Start Then Inform Us On Contact Page Of This Blog



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url