অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর আঞ্চলিক শক্তির উত্থান

0

অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর আঞ্চলিক শক্তির উত্থান

অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর

প্রিয় বন্ধুরা আজকে অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর আঞ্চলিক শক্তির উত্থান নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও তোমরা  West Bengal Class 8 History |অষ্টম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 8 History Question and Answer |Class 8  History 1st chapter Suggestion WBBSE | Class 8 History 1st chapter Notes WBBSE|West Bengal Class 8th Eight|প্রথম অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর।

এছাড়াও MCQ Question,Very Short Question, Short Question,Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VIII History Examination এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্নে এবং তোমরা যারা অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর আঞ্চলিক শক্তির উত্থান চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্ন-উত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে তোমাদের ভাল নম্বরের জন্য।


অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর আঞ্চলিক শক্তির উত্থান


1.কোন্ মুঘল সম্রাটের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের শক্তি দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে?

উঃ- ঔরঙ্গজেব।


2.কত খ্রিস্টাব্দের মধ্যে নাদির শাহ ভারত আক্রমণ করেন ?

উঃ- ১৭৩৮-৩৯ খ্রীঃ  


3.কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান ?

উঃ- ১৭০৭ খ্রীঃ।  


4.ঔরঙ্গজেবের মৃত্যু এবং পলাশির যুদ্ধের মধ্যে কত বছরের ব্যবধান ছিল ?

উঃ- ৫০ বছর। 


5.মুঘল সম্রাট বাহাদুর শাহ-এর আমলে সুবা বাংলার ‘দেওয়ান’ কে ছিলেন?

উঃ- মুর্শিদকুলি খান


6.সুবা বাংলার রাজস্ব আদায়ের জন্য ঔরঙ্গজেব কাকে দেওয়ান’ নির্বাচন করেন?

উঃ- মুর্শিদকুলি খানকে


7.কোন্ সময়ে বিভিন্ন আঞলিক শক্তির উত্থান হয়েছিল ?

উঃ- অষ্টাদশ শতকে।


8.কত খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়?

উঃ- ১৮৪৬ খ্রীঃ।


9.কত খ্রিস্টাব্দে অযোধ্যায় কোম্পানির প্রতিনিধি নিযুক্ত হয় ?

উঃ- ১৭৭৩ খ্রীঃ।


10.কোন্ যুদ্ধের ফলে মারাঠা সাম্রাজ্য ব্রিটিশ কোম্পানির অধিকারভুক্ত হয় ?

উঃ- তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ।  


11.কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়

উঃ- ১৮০২ খ্রীঃ।


12.তৃতীয় কর্ণাটিক যুদ্ধ’ -এর অপর নাম কী?

উঃ- বন্দিবাসের যুদ্ধ।


13.‘অধীনতামূলক মিত্রতা নীতি’  কে প্রবর্তন করেছিলেন?

উঃ- লর্ড ওয়েলেসলি।


14.ভারতে ব্রিটিশ কোম্পানির পরোক্ষ শাসনাধীন অঞলের নিযুক্ত প্রতিনিধিরা পরিচিত ছিল?

উঃ- রেসিডেন্ট।


15.১৭৫৬ - ৫৭ খ্রিস্টাব্দের মধ্যে কার আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল ?

উঃ- আহমেদ শাহ আবদালি।


16.কোন্ সন্ধির মাধ্যমে ইংরেজ কোম্পানির সাথে মারাঠাদের সম্পর্ক ভালো হয়ে যায়?

উঃ- সলবাই এর সন্ধি।


17.পেশওয়া নারায়ণ রাওকে কে হত্যা করেন?

উঃ- রঘুনাথ রাও।  


18.কত খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল?

উঃ- ১৭৬০ খ্রীঃ।


19.ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি কী কী?

উঃ- চন্দননগর ও পন্ডিচেরি। 


20.ভারতে উপনিবেশ স্থাপন এবং বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার লক্ষ্যে ব্রিটিশদের সঙ্গে ফরাসিদের স্বার্থের সংঘাত কত বছর ধরে চলেছিল?

উঃ- প্রায় ২০ বছর ধরে।


21.কোন্ যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়

উঃ- চতুর্থ ইঙ্গ-মিহিশূর যুদ্ধে।


22.কত খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয়েছিল?

উঃ- ১৭৯৯ খ্রীঃ


23.কোন্ গভর্নর জেনারেল ভারতে আসার পর সাময়িকভাবে রেসিডেন্সি ব্যবস্থার আগ্রাসন স্তন্ধ হয়ে যায় ? উঃ- লর্ড কর্নওয়ালিশ


24.কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মন্বন্তর দেখা দিয়েছিল?

উঃ- ১৭৭০ খ্রীঃ।  


25.বাংলায় দ্বৈতশাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়?

উঃ- ১৭৫৬ খ্রীঃ।


26.কত খ্রিস্টাব্দের মধ্যে আহমদ শাহ আবদালি ভারত আক্রমণ করেন?

উঃ- ১৭৫৬-৫৭ খ্রীঃ 

 

27.কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল?

উঃ- ১৭৬৪ খ্রীঃ


28.কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা ও মুঙ্গেরের যুদ্ধে ইংরেজ কোম্পানির কাছে কে পরাজিত হন ? উঃ- মির কাশিম।


29.ব্রিটিশ কোম্পানির সহায়তায় বাংলার নবাব হওয়ায় মির কাশিম ইংরেজদের কত টাকা উপঢৌকন দিয়েছিলেন?

উঃ- ২৯ লক্ষ। 


30.১৭৬০ খ্রিস্টাব্দে মির জাফরের পর বাংলার নবাব কে হয়েছিলেন?

উঃ- মির কাশিম


30.পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হিসেবে ক্লাইভ কাকে নির্বাচিত করেন?-

উঃ- মির জাফরকে।  


31.পলাশির যুদ্ধে কোন্ বাহিনী পরাজিত হয়?

উঃ- নবাবের বাহিনি।


32.কোন্ সন্ধির ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায় ?

উঃ- আলিনগরে সন্ধি।  


33.ব্রিটিশ বাহিনী ক্লাইভের নেতৃত্বে কবে কলকাতা পুনর্দখল করেন?

উঃ- ১৭৫৭ খ্রীঃ।


34.কে ‘অন্ধকূপ হত্যা’ কে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন ?

উঃ- অক্ষয় কুমার  মৈত্রেয়।   


35.কলকাতা দখল করে সিরাজ উদ-দৌলা কলকাতার কী নাম রাখেন ?

উঃ- আলিনগর।


36.কত খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়?

উঃ- ১৭৫৭ থেকে ১৭৫৬ খ্রীঃ।


37.মির জাফরের পর কে বাংলার নবাব হন?

উঃ- নজম উদ-দোউলা।  


38. ১৭৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার কে প্রদান করেন? উঃ- দ্বিতীয় শাহ আলম।


39.বক্সারের যুদ্ধের সময়ে দিল্লির মসনদে কোন মুঘল শাসক রাজত্ব করতেন?

উঃ- দ্বিতীয় শাহ আলম।


40.‘বক্সি' কথার অর্থ কী ?

উঃ- সেনাপতি।


41.বাংলার কত খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণ হয়েছিল ?

১৭৪৪ খ্রীঃ।


42.ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানিকে কলকাতার নিকটবর্তী কটি গ্রাম কেনার অনুমতি প্রদান করা হয়?

উঃ- ৩৮ টি।


43.১৭১৭ খ্রিস্টাব্দের 'ফরমান’ কে জারি করেছিলেন?

উঃ- মুঘল সম্রাট ফারুকশিয়


44.সফদর জং মারা যাওয়ার পর কে অযোধ্যার শাসক হন ?

উঃ- সুজা উদ-দৌলা


45.বুরহান-উল মুলক' কার উপাধি ?

উঃ- সাদাৎ খানের


46.কত খ্রিস্টাব্দে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে?

উঃ- ১৭২২ খ্রীঃ


47.কত খ্রিস্টাব্দে হায়দরাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন?

উঃ- ১৭২৪ খ্রীঃ


48.মহম্মদ শাহের থেকে কে ‘আসফ ঝা’  উপাধি পান?

উঃ- মির কামার উদ-দিন খান সিদ্দিকি


49.আলিবর্দি খানের পর বাংলার সিংহাসনে কে বসেন?

উঃ- মির কামার উদ-দিন খান সিদ্দিকি


50.আলিবর্দি খানের দৌহিত্র কে ছিলেন?

উঃ- ১৭৫১ খ্রীঃ


51.কত খ্রিস্টাব্দে আলিবর্দি খান মারা যান ?

উঃ- আলিবর্দী খানের


52.কোন্ নবাবের আমলে মুঘলদের হাত থেকে সুবা বাংলার অধিকার বেরিয়ে যায়?

উঃ- সিরাজ-উদ-দৌলা।


53.কে সম্রাট ফাররুখশিয়রের থেকে নিজাম-উল মুলক’  উপাধি পান?

উঃ- সিরাজ-উদ-দৌলা


54.কত খ্রিস্টাব্দে বাংলার নবাব এবং মারাঠাদের মধ্যে সন্ধি হয়?

উঃ- ১৭৫৬ খ্রীঃ।


55.বর্গিরা কার আমলে বাংলা আক্রমণ করেছিল?

উঃ- আলিবর্দী খান।


56.কত খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান মারা যান?

উঃ- ১৭২৭ খ্রীঃ। 


57.কে মুঘল সম্রাটের কাছ থেকে ‘জগৎ শেঠ’  বা ‘জগতের শেঠ’  উপাধি পান?

উঃ- ফতেচাঁদ।


58.কত খ্রিস্টাব্দে হিরাপদ শাহ রাজস্থান থেকে পাটনায় চলে যান ?

উঃ- ১৬৫২ খ্রীঃ।


59.মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে যেসব বণিকদের প্রভাব ছিল, তারা কী নামে পরিচিত?

উঃ- বণিকরাজা


60.সুবা বাংলার কোশাগার ও টাকশাল কার পরোক্ষ নিয়ন্ত্রণে চলত?

উঃ- জগৎ শেঠ।   


61.মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারীর নাম কী ?

উঃ- জগৎ শেঠ।  


62.খোজা ওয়াজিদ কে ছিলেন?

উঃ- আর্মেনীয় ব্যাবসায়ী।   


63.উমিচাদ কে ছিলেন ?

উঃ- হিন্দু ব্যাবসায়ী। 


64.কার নেতৃত্বে আঞলিক শক্তিরূপে বাংলার উত্থান ঘটে ?

উঃ- মুর্শিদকুলি খান


65.কত খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খানকে বাংলার নাজিম’  পদ দেওয়া হয়?

উঃ- ১৭১৭ খ্রীঃ


66কোন্ যুদ্ধে জয়লাভের ফলে পঞ্জাব ব্রিটিশ কোম্পানির অধিকারভুক্ত হয়েছিল ?

উঃ- দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ। 




আরও পড়ুন......

আরও পড়ুন......
আরও পড়ুন......
আরও পড়ুন......

File Details

 

File Name/Book Name

অষ্টম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা

File Format

PDF

File Language

Bengali

File Size

177 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top