মাধ্যমিক অষ্টম অধ্যায়||১ নম্বরের প্রশ্ন ও উত্তর|| উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব
মাধ্যমিক অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাধ্যমিক অষ্টম অধ্যায়||১ নম্বরের প্রশ্ন ও উত্তর|| উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব||Madhyamik History Question and Answer|10th History Examination–দশম শ্রেনীর অষ্টম অধ্যায় উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|History chapter 8 question answer|দশম শ্রেনীর ইতিহাস প্রশ্ন উত্তর|দশম শ্রেণী অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর| এছাড়াও তোমরা মাধ্যমিক অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর|এই ওয়েবসাইটে|মাধ্যমিক অষ্টম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination - মাধ্যমিক অষ্টম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক অষ্টম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।
তো বন্ধুরা উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব অষ্টম অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব ১ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
মাধ্যমিক অষ্টম অধ্যায়||১ নম্বরের প্রশ্ন ও উত্তর|| উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব
1.ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে কবে?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
2.প্রাক স্বাধীনতা পর্বে ভারতে দেশীয় স্বাধীন রাজ্যের সংখ্যা কয়টি ছিল?
উঃ-৬০১টি
3.ব্রিটিশ সরকার ভারত ছেড়ে যাওয়ার সময়ে দেশীয় রাজ্যের সংখ্যা কয়টি ছিল?
উঃ-৫৬২ টি
4.স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উঃ-বল্লভভাই প্যাটেল
5.স্বাধীন কাশ্মীর রাজ্যের রাজা কে ছিলেন?
উঃ-হরি সিং
6.স্বাধীন কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল কোনটি ছিল?
উঃ-ন্যাশনাল কনফারেন্স
7.স্বাধীন ভারতের জেনারেল কে ছিলেন?
উঃ-জয়ন্তনাথ চৌধুরি
৪.রাজাকার নামে উগ্র মৌলবাদী সংগঠন গড়ে ওঠে কোথায়?
উঃ- হায়দরাবাদে
9.“রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কবে?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দে
10.জুনাগড় ভারত ইউনিয়নে যোগ দেয় কবে?
উঃ-১৯৪৯ খ্রিস্টাব্দে
11.হায়দ্রাবাদ রাজ্যটির ভারতভুক্তি হয় কবে?
উঃ-১৯৫০ খ্রিস্টাব্দে
12.স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ?
উঃ-অন্ধ্রপ্রদেশ
13.হায়দরাবাদ রাজ্যে নিজাম মদতপুষ্ট দাঙ্গা বাহিনীকে কি বলা হত?
উঃ- রাজাকার
14.বর্তমানে ভারতে মোট অঙ্গ রাজ্যের সংখ্যা হল
উঃ-২৯টি
15.কাশ্মীর ‘ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে কবে ১৯৪৭ খ্রিস্টাব্দের কবে?
উঃ-২৬ অক্টোবর
16.কাশ্মীর যখন স্বাধীন হয় তখন কাশ্মীরের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ-মেহের চাঁদ মহাজন
17.পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে কবে?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দে
18.দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে?
উঃ-বল্লভভাই প্যাটেল
19.রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কবে?
উঃ-১৯৫৩ খ্রিস্টাব্দে
20.‘রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন ?
উঃ-ফজল আলি
21.হায়দরাবাদ রাজ্যটি দখলে নেতৃত্ব দিয়েছিলেন কোন জেনারেল?
উঃ-জয়ন্তনাথ চৌধুরি
22.কাশ্মীরের ‘ন্যাশনাল কনফারেন্স’ দলের নেতা কে ছিলেন?
উঃ-শেখ আবদুল্লা
23.অপ্রদেশ গঠনের দাবিতে শ্রীরামালু কি করেন?
উঃ-অনশন করেন
24.গোয়া ভারতভুক্ত হয় কবে?
উঃ-১৯৬১ খ্রিস্টাব্দে
25.ভারতের স্বাধীন রাজ্যগুলির মধ্যে সর্ববৃহৎ রাজ্য কোনটি ছিল ?
উঃ-হায়দরাবাদ
26.ভারত স্বাধীন হওয়ার পর ভারত সরকার কতগুলি রাজ্যকে ব্যতিক্রমী রাজ্য বলে চিহ্নিত করে ?
উঃ-২৬টি।
27.নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উঃ-১৯৫০ খ্রিস্টাব্দে
28.আমেরিকা কবে পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে ?
উঃ-১৯৫৪ খ্রিস্টাব্দে
29.ভারতীয় সংবিধানের ৭১ তম সংবিধান সংশোধনীতে মোট কয়টি ভাষা যোগ হয়?
উঃ-৩টি
30.ভারতীয় সংবিধানের ৯২ তম সংশোধনীতে মোট কয়টি ভাষা যোগ হয়?
উঃ-৪টি।
31.‘ডুগরি’ কী?
উঃ-ভাষা।
32.কোন্ কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে ?
উঃ-ধর কমিশন
33.স্বাধীন ভারত সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল
34.সর্দার বল্লভভাই প্যাটেলকে কী উপাধি দেওয়া হয় ?
উঃ-ভারতের বিসমার্ক
35.১৯৪৬ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছিল কোথায়?
উঃ-নোয়াখালিতে
36.‘একাত্তরের ডায়ারি’ কী ধরনের গ্রন্থ ?
উঃ-স্মৃতিকথা
37.ভারতের কোন রাজ্যটি প্রথম ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে ?
উঃ-মেবার
38.গুলাব সিং কোথাকার রাজা ছিলেন ?
উঃ-কাশ্মীরের
39.স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ-জওহরলাল নেহরু
40.অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনে কে অনশন করেন ?
উঃ-পত্তি শ্রীরামালু
41.কোন রাজ্যটি ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেনি ?
উঃ-হায়দরাবাদ
42.ভারতের স্বাধীনতাকে কারা ‘ঝুটা আজাদি’ বলেছিল ?
উঃ-কমিউনিস্ট পার্টি
43.ভারতে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কোনটি?
উঃ-তেলুগু ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ
44.অন্ধ্রপ্রদেশ কবে পৃথক রাজ্যের স্বীকৃতি লাভ করে ?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দে
45.ভারতের রাষ্ট্রভাষা কি?
উঃ- হিন্দি
46.কত খ্রিস্টাব্দে হরিয়ানা রাজ্যের জন্ম হয় ?
উঃ-১৯৬৬ খ্রিস্টাব্দে
47.কোচবিহার কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় ?
উঃ-১৯৫১ খ্রিস্টাব্দে
48.কত খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় ?
উঃ-১৯৭১ খ্রিস্টাব্দে।
49.দেশীয় রাজ্যের রাজাদের সঙ্গে বড়োলাটের সভা হয় কবে?
উঃ-১৯৪৮ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর।
50.ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ-এটলি
51.রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল কবে?
উঃ-১৯৫৩ খ্রিস্টাব্দে
52.কোথায় দেশীয় রাজ্য ছিল না?
উঃ- বোম্বে
53.ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য কোনটি ছিল?
উঃ-হায়দরাবাদ
54.পাতিয়ালা ও পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়নকে কি বলা হয়?
উঃ-পেপসু
55.ভারতের সৈন্য হায়দরাবাদ রাজ্যে প্রবেশ করে কবে?
উঃ-১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ সেপ্টেম্বর
56.জাতীয় কংগ্রেস ভাষার ভিত্তিতে আঞ্চলিক শাখাগুলিকে পুনর্গঠিত করেছিল কবে?
উঃ-১৯১৯ খ্রিস্টাব্দে
57.বোম্বে রাজ্যটিকে দুটি ভাগে ভাগ করা হয় কবে?
উঃ-১৯৬০ খ্রিস্টাব্দে
58.১৯৫৬ খ্রিস্টাব্দের পর ভারত সরকার ভাষার ভিত্তিতে কয়টি রাজ্য গঠন করে?
উঃ-১৪টি
59.ভারত স্বাধীন হয় কবে ?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়।
60.স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?
উঃ-১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়।
61.স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ-স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু।
62.স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ-স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড. রাজেন্দ্র প্রসাদ।
63.স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ?
উঃ-স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল।
64.কাকে ভারতের ‘লৌহমানব’ বলা হয় ?
উঃ-সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব’ বলা হয়।
65.জওহরলাল নেহরুর জীবনাবসান হয় কবে ?
উঃ-১৯৬৪ খ্রিস্টাব্দে জওহরলাল নেহরুর জীবনাবসান হয়।
66.কোন আইন দ্বারা ভারত স্বাধীন হয় ?
উঃ-ভারতের স্বাধীনতা আইন দ্বারা ভারত স্বাধীন হয়।
67.ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ-ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন—ড. সর্বপল্লী রাধাকৃয়ান।
68.স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ-স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন—লর্ড মাউন্ট ব্যাটেন।
69.স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ-স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী।
70.১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কী ধরনের কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে ?
উঃ-১৯৩৫ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে যুক্তরাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে।
71.স্বাধীনতার প্রাক্কালে ভারতে কতগুলি স্বাধীন রাজ্য ছিল ?
উঃ-স্বাধীনতার প্রাক্কালে ভারতে ৬০১টি স্বাধীন রাজ্য ছিল।
72.ভারত যখন স্বাধীন হয় সে সময় কাশ্মীরের রাজা কে ছিলেন ?
উঃ-ভারত যখন স্বাধীন হয় সে সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং।
73.মেহের চাঁদ মহাজন কে ছিলেন ?
উঃ-মেহের চাঁদ মহাজন ছিলেন কাশ্মীর রাজ্যের প্রধানমন্ত্রী।
74.কত খ্রিস্টাব্দে পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে ?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে।
75.১৯৪৭ খ্রিস্টাব্দ নাগাদ কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম কী ছিল ?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দ নাগাদ কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলের নাম ছিল-ন্যাশনাল কনফারেন্স।
76.কাশ্মীর কবে ‘ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে ?
উঃ-২৬ অক্টোবর, ১৯৪৭ খ্রিস্টাব্দে কাশ্মীর ‘ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে।
77.পাক অধিকৃত কাশ্মীরের নাম কী ?
উঃ-পাক অধিকৃত কাশ্মীরের নাম—আজাদ কাশ্মীর।
78.কাশ্মীর প্রসঙ্গে ‘নিরাপত্তা পরিষদ কর্তৃক গঠিত কমিশনের নাম কী ?
উঃ-কাশ্মীর প্রসঙ্গে ‘নিরাপত্তা পরিষদ কর্তৃক গঠিত কমিশনের নাম ইউনাইটেড নেশনস কমিশন ফর ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান।
79.পাকিস্তান কবে আমেরিকার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা সাহায্য চুক্তিতে স্বাক্ষর করে ?
উঃ- ১৯৫৪ খ্রিস্টাব্দে পাকিস্তান আমেরিকার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা সাহায্য চুক্তিতে স্বাক্ষর করে।
80.‘নিরাপত্তা পরিষদ কবে কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে ?
উঃ-৩১ ডিসেম্বর, ১৯৪৮ খ্রিস্টাব্দে নিরাপত্তা পরিষদ’কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করে।
81.LOC-র পুরো কথা কী ?
উঃ- LOC-র পুরো কথা হল—লাইন অব কন্ট্রোল।
82.স্বাধীন ভারতের কোথায় পোর্তুগিজ উপনিবেশ ছিল ?
উঃ-স্বাধীন ভারতের গোয়া, দমন ও দিউতে পোর্তুগিজ উপনিবেশ ছিল।
83.স্বাধীন ভারতের কোথায় ফরাসিদের উপনিবেশ ছিল ?
উঃ-স্বাধীন ভারতের চন্দননগর ও পণ্ডিচেরীতে ফরাসিদের উপনিবেশ ছিল।
84.‘ডোমিনিয়ন’ কথার অর্থ কী ?
উঃ-ডোমিনিয়ন’ কথার অর্থ—স্বশাসিত উপনিবেশ।
85.‘ভারতের বিসমার্ক’ কাকে বলা হয় ?
উঃ-সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক’ বলা হয়।
86.শেখ আবদুল্লা কে ছিলেন ?
উঃ-শেখ আবদুল্লা ছিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা।
87.জুনাগড় রাজ্যটি কবে ভারতভুক্ত হয় ?
উঃ-১৯৪৯ খ্রিস্টাব্দে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয়।
88.কার নেতৃত্বে জুনাগড় রাজ্যটির ভারতভুক্তি হয় ?
উঃ-টি জেনারেল জয়ন্তনাথ চৌধুরির নেতৃত্বে জুনাগড় রাজ্যটির ভারতভুক্তি হয়।
89.শাহনওয়াজ ভুট্টো কে ছিলেন ?
উঃ-শাহনওয়াজ ভুট্টো ছিলেন জুনাগড় রাজ্যের দেওয়ান।
90.জুনাগড় ভারত ইউনিয়নে যোগ দিলে জুনাগড়ের নবাব কোথায় চলে যান ?
উঃ-জুনাগড় ভারত ইউনিয়নে যোগ দিলে জুনাগড়ের নবাব পাকিস্তানে চলে যান।
91.হায়দরাবাদ রাজ্যটি কবে ভারতভুক্ত হয় ?
উঃ-২৬ জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে হায়দরাবাদ রাজ্যটি ভারতভুক্ত হয়।
92.১৯৫৬ খ্রিস্টাব্দে হায়দরাবাদকে কী কী ভাগে ভাগ করা হয় ?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দে হায়দরাবাদকে অন্ত্র, মুম্বই ও মহীশূর এই তিন ভাগে ভাগ করা হয়।
93.‘রাজাকার’ কারা ?
উঃ-‘রাজাকার’ হল হায়দরাবাদ রাজ্যের নিজামের মদতপুষ্ট জঙ্গি বাহিনী।
94.কার নেতৃত্বে হায়দরাবাদ রাজ্যটি অধিকৃত হয় ?
উঃ-জেনারেল জয়ন্তনাথ চৌধুরির নেতৃত্বে হায়দরাবাদ রাজ্যটি অধিকৃত হয়।
95.হায়দ্রাবাদ শাসককে কী বলা হত ?
উঃ-হায়দরাবাদের শাসককে নিজাম বলা হত।
96.ভি পি মেনন কে ছিলেন ?
উঃ-ভি পি মেনন ছিলেন স্বাধীন ভারতের স্বরাষ্ট্র দপ্তরের সচিব।
97.ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি ?
উঃ-ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ।
98.পত্তি শ্রীরামালু কে ছিলেন ?
উঃ-পত্তি শ্রীরামালু ছিলেন ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের নেতা।
99.‘ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয় ?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক ‘রাজ্য পুনর্গঠন আইন’ পাস হয়।
100.‘ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন ?
উঃ- ‘ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন সৈয়দ ফজল আলি।
101.কোন কমিশন ভারতে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিপক্ষে মত দেয় ?
উঃ- ধর কমিশন ভারতে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিপক্ষে মত দেয়।
102.ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে কে অনশন শুরু করেন।
উঃ-পত্তিশ্রীরামালু ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে অনশন শুরু করেন।
103.পত্তি শ্রীরামালু কতদিন অনশন করেন ?
উঃ-পত্তি শ্রীরামালু ৫৮ দিন অনশন করেন।
104.বর্তমানে ভারতীয় সংবিধান কর্তৃক সরকারি ভাষার সংখ্যা কত ?
উঃ- বর্তমানে ভারতীয় সংবিধান কর্তৃক সরকারি ভাষার সংখ্যা ২২ টি।
105.বর্তমানে ভারতে কতগুলি অঙ্গ রাজ্য আছে ?
উঃ-বর্তমানে ভারতে ২৯টি অঙ্গ রাজ্য আছে।
106.কত খ্রিস্টাব্দে ভারতীয় বাহিনী পোর্তুগিজ উপনিবেশ গুলি দখল করে ?
উঃ-১৯৬১ খ্রিস্টাব্দের ১৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর ভারতীয় বাহিনী পোর্তুগিজ উপনিবেশগুলি দখল করে।
107.কবে ভারত থেকে পোর্তুগিজ শাসনের অবসান হয় ?
উঃ-১৯৫৪ খ্রিস্টাব্দে ভারত থেকে পোর্তুগিজশাসনের অবসান হয়।
108.নাগাল্যান্ড কবে পৃথক রাজ্যের সম্মান পায় ?
উঃ-১৯৬৩ খ্রিস্টাব্দে নাগাল্যান্ড পৃথক রাজ্যের সম্মান পায়।
109.মহারাষ্ট্র রাজ্যের উদ্ভব হয় কবে ?
উঃ-১৯৬০ খ্রিস্টাব্দে মহারাষ্ট্র রাজ্যের উদ্ভব হয়।
110.১৯৫৬ খ্রিস্টাব্দ নাগাদ ভারতের মোট রাজ্যের সংখ্যা ক-টি ছিল ?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দ নাগাদ ভারতের মোট রাজ্যের সংখ্যা ছিল ১৪টি।
111.কত খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধি নিহত হন ?
উঃ-১৯৪৮ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধি নিহত হন।
112.গান্ধিজিকে কে হত্যা করেন ?
উঃ-গান্ধিজিকে নাথুরাম গড়সে হত্যা করেন।
113.UCRC-র পুরো কথা কী ?
উঃ-United Central Refugee Commission বা সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ।
114.UCRC কবে গঠিত হয় ?
উঃ-UCRC গঠিত হয় ১৯৫০ খ্রিস্টাব্দে।
115.স্বাধীন ভারতে কবে ‘রাজন্যভাতা বন্ধ করা হয় ?
উঃ-স্বাধীন ভারতে ‘রাজন্যভাতা বন্ধ করা হয় ১৯৬৯ খ্রিস্টাব্দে।
116.ভারতের স্বাধীনতা লাভকে কারা ঝুটা আজাদি’ বলেছিল ?
উঃ-ভারতের কমিউনিস্ট পার্টি ভারতের স্বাধীনতা লাভকে’ ঝুটা আজাদি’ বলেছিল।
117.ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের জনসংখ্যা কত ছিল ?
উঃ-ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের জনসংখ্যা ছিল ৩৯ কোটি।
118.ভারত যখন স্বাধীন হয় তখন দেশীয় রাজ্যগুলির লোক সংখ্যা কত ছিল?
উঃ-ভারত যখন স্বাধীন হয় তখন দেশীয় রাজ্যগুলির লোকসংখ্যা ছিল ৯ কোটি।
119.উদ্বাস্তু স্রোত বন্ধ করার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ-উদ্বাস্তু স্রোত বন্ধ করার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে নেহরু-লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
120.‘নেহরু-লিয়াকত চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ-১৭ এপ্রিল, ১৯৫০ খ্রিস্টাব্দে নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়।
121.লিয়াকত আলি খাঁ কে ছিলেন ?
উঃ- লিয়াকত আলি খাঁ ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
122.শাহনাওয়াজ ভুট্টো কে ছিলেন ?
উঃ-শাহনাওয়াজ ভুট্টো ছিলেন জুনাগড় রাজ্যের দেওয়ান।
123.‘দেশীয় রাজ্যদপ্তর’ কবে খোলা হয় ?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দে ‘দেশীয় রাজ্যদপ্তর’ খোলা হয়।
124.ভারত স্বাধীন হওয়ার পর ক-টি রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি হয়নি ?
উঃ-ভারত স্বাধীন হওয়ার পর ২৬টি রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি হয়নি।
125.ভারতভুক্তি’ দলিলে স্বাক্ষর করেনি এমন একটি দেশীয় রাজ্যের নাম করো।
উঃ- ‘ভারতভুক্তি’ দলিলে স্বাক্ষর করেনি এমন একটি দেশীয় রাজ্যের নাম হায়দরাবাদ।
126.ভাষাভিত্তিক রাজ্য গঠনের কথা প্রথম কে বলেছিলেন ?
উঃ-ভাষাভিত্তিক রাজ্য গঠনের কথা প্রথম বলেছিলেন বালগঙ্গাধর তিলক।
127.কোকমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনকে সমর্থন করেনি ?
উঃ-ধর কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনকে সমর্থন করেনি।
আরও পড়ুন......
- ঔপনিবেশিক ভারতে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কী জান ?
- বাংলায় কারিগরি শিক্ষা প্রসারে তারকনাথ পালিতের ভূমিকা আলোচনা কর
128.কত খ্রিস্টাব্দে ‘ধর কমিশন গঠিত হয় ?
উঃ-১৯৪৮ খ্রিস্টাব্দে ‘ধর কমিশন গঠিত হয়।
129.সিকিম কবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?
উঃ-১৯৭৫ খ্রিস্টাব্দে সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়।
130.সালাজার কে ছিলেন ?
উঃ-সালাজার ছিলেন পোর্তুগালের রাষ্ট্রপতি।
131.ভারতের কোন অঞ্চলকে ‘আজাদ কাশ্মীর’ বলা হয় ?
উঃ-ভারতের পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর’ বলা হয়।
132.অন্ধ্রপ্রদেশ কবে পৃথক রাজ্যের স্বীকৃতি লাভ করে ?
উঃ-১৯৫৬ খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ পৃথক রাজ্যের স্বীকৃতি লাভ করে।
133.পাঞ্জাব বিভক্ত হয়ে কোন্ কোন রাজ্য গড়ে ওঠে ?
উঃ-পাঞ্জাব বিভক্ত হয়ে হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্য গড়ে ওঠে।
134.ভারতে কবে ফরাসি শাসনের অবসান হয় ?
উঃ-১৯৫৪ খ্রিস্টাব্দে ভারতে ফরাসি শাসনের অবসান হয়।
135.রাজ্য পুনর্গঠন আইন দ্বারা ভারতে কতগুলি রাজ্য গড়ে ওঠে ?
উঃ-রাজ্য পুনর্গঠন আইন দ্বারা ভারতে ১৪টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে ওঠে।
136.কত খ্রিস্টাব্দে হরিয়ানা রাজ্যের সৃষ্টি হয় ?
উঃ-১৯৬৬ খ্রিস্টাব্দে হরিয়ানা রাজ্যের সৃষ্টি হয়।
137.কত খ্রিস্টাব্দে নাগাল্যান্ড রাজ্যের জন্ম হয় ?
উঃ-১৯৬২ খ্রিস্টাব্দে নাগাল্যান্ড রাজ্যের জন্ম হয়।
138.কবে পৃথক অপ্রদেশ রাজ্য গঠিত হয় ?
উঃ-১৯৫২ খ্রিস্টাব্দে ১৯ ডিসেম্বর পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়।
139.ভারত স্বাধীন হওয়ার পর কোন রাজ্য প্রথম ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে ?
উঃ- ভারত স্বাধীন হওয়ার পর মেবার রাজ্য প্রথম ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে।
140.‘সূর্য দীঘল বাড়ি' গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ- ‘সূর্য দীঘল বাড়ি’গ্রন্থটির রচয়িতা হলেন আবু ইসহাক।
141.কোচবিহার কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় ?
উঃ-১৯৫১ খ্রিস্টাব্দে কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়।
142.অরুণাচল প্রদেশ কবে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয় ?
উঃ-১৯৬৭ খ্রিস্টাব্দে অরুণাচল প্রদেশ ভারতের একটি অঙ্গ রাজ্যে পরিণত হয়।
143.মেঘালয় রাজ্য কবে গঠিত হয় ?
উঃ-১৯৬৯ খ্রিস্টাব্দে মেঘালয় রাজ্য গঠিত হয়।
144.ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ-ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এটলি।
145.১৯৪৭ খ্রিস্টাব্দে কার নেতৃত্বে জুনাগড়ে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয় ?
উঃ-১৯৪৭ খ্রিস্টাব্দে সামাল দাস গান্ধির নেতৃত্বে জুনাগড়ে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়।
146.ভারতের স্বাধীন রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি সর্ববৃহৎ ছিল ?
উঃ-ভারতের স্বাধীন রাজ্যগুলির মধ্যে হায়দরাবাদ রাজ্যটি সর্ববৃহৎ ছিল।
147.হায়দরাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান কী নামে পরিচিত ?
উঃ-হায়দরাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান ‘অপারেশন পোলো' নামে পরিচিত।
148.হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ-হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন নিজাম-উল মূলক।
149.মজলিস-ইত্তেহাদ-উল-মুসলিমিন’ কী ?
উঃ-হায়দরাবাদের একটি উগ্র-সাম্প্রদায়িক দল হল—‘মজলিস-ইত্তেহাদ-উল-মুসলিমিন।
150.হায়দরাবাদ রাজ্যের কত শতাংশ প্রজা হিন্দু ছিলেন ?
উঃ-হায়দরাবাদ রাজ্যের ৮৫ শতাংশ প্রজা হিন্দু ছিলেন।
151.স্বাধীন কাশ্মীর রাজ্যের আয়তন কত ছিল?
উঃ-স্বাধীন কাশ্মীর রাজ্যের আয়তন ছিল—৮৪,৪৭১ বর্গমাইল।
152.গুলাব সিং কে ছিলেন ?
উঃ-গুলাব সিং ছিলেন কাশ্মীরের রাজা।
153.কত খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয় ?
উঃ-১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়।
154.বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ-বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি।
155.কোন সময়কে ভারতের পুনর্বাসনের যুগ' বলা হয় ?
উঃ-ভারতের স্বাধীনতার পরবর্তী প্রথম পাঁচবছর (১৯৪৭-৫২খ্রিস্টাব্দ) সময়কে ভারতের পুনর্বাসনের যুগ’ বলা হয়।
156.দেশভাগ ও বাংলার উদ্বাস্তু সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক গ্রন্থের নাম লেখো।
উঃ- দেশভাগ ও বাংলার উদ্বাস্তু সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক গ্রন্থ হল প্রফুল্ল কুমার রচিত প্রান্তিক মানব’
157.‘ছেড়ে আসা গ্রাম’ স্মৃতিকথাটি কার লেখা ?
উঃ- ‘ছেড়ে আসা গ্রাম’ স্মৃতিকথাটি দক্ষিণারঞ্জন বসুর লেখা।
158.‘উদ্বাস্তু গ্রন্থটি কে রচনা করেন ?
উঃ- ‘উদ্বাস্তু’ গ্রন্থটি রচনা করেন—হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।
159.‘সূর্য দীঘল বাড়ি' গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ- ‘সূর্য দীঘল বাড়ি' গ্রন্থটির রচয়িতা হলেন আবু ইসহাক।
170.সেদিনের কথা স্মৃতিকথামূলক গ্রন্থের লেখিকা কে ?
উঃ-‘সেদিনের কথা স্মৃতিকথামূলক গ্রন্থের লেখিকা হলেন মণিকুন্তলা সেন।
171.‘একাত্তরের ডায়ারি’ কে লিখেছেন ?
উঃ- ‘একাত্তরের ডায়ারি’ লিখেছেন সুফিয়া কামাল।
172.‘মিডনাইটস চিলড্রেন' কার লেখা ?
উঃ- ‘মিডনাইটস চিলড্রেন সলমন রুশদির লেখা।
173.‘সদর-ই-রিয়াস’ কী ?
উঃ-ভূতপূর্ব কাশ্মীর রাজ্যের গণ-পরিষদ।
174.“হায়দরাবাদ হল রাজা, জুনাগড় বড়ো এবং কাশ্মীর রানি”—উক্তিটি কার ?
উঃ- “হায়দরাবাদ হল রাজা, জুনাগড় বড়ো এবং কাশ্মীর রানি”—উক্তিটি বল্লভভাই প্যাটেলের।
175.সিরিল র্যাডক্লিফ কে ছিলেন ?
উঃ-সিরিল র্যাডক্লিফ ভারতীয় বর্ডার কমিশনের প্রধান ছিলেন।
176.ভারতের রাষ্ট্রীয় ভাষা কী ?
উঃ- ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি।
177.হিন্দি কবে ভারতের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে ?
উঃ-১৯৬৫ খ্রিস্টাব্দে হিন্দি ভারতের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে।
178.বর্তমানে ভারতে স্বীকৃত ভাষা ক-টি ?
উঃ-বর্তমানে ভারতে স্বীকৃত ভাষা ৪১৫টি।
179.ভারতে মাতৃভাষার সংখ্যা ক-টি ?
উঃ-ভারতে মাতৃভাষার সংখ্যা—১৫৭৬টি (১৯৯১ খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী)।
180.‘অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট’ কবে প্রণীত হয় ?
উঃ-১৯৬৩ খ্রিস্টাব্দে ‘অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট’ প্রণীত হয়।
181.কে ‘অন্ত্র কেশরী’ নামে পরিচিত ?
উঃ- টি প্রকাশম ‘অন্ত্র কেশরী’ নামে পরিচিত।
182.Window to the world' বলা হয় কোন ভাষাকে ?
উঃ-ইংরেজি ভাষাকে ‘Window to the world' বলা হয়।
183.A train to Pakistan গ্রন্থের লেখক কে ?
উঃ-A train to Pakistan' গ্রন্থের লেখক খুশবন্ত সিং।
184.রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’-র প্রতিষ্ঠাতা কে ?
উঃ- ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’ -র প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ার।
185.RSS-র পুরো কথা কী ?
উঃ-RSS-র পুরো কথা—“রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।
186.কত খ্রিস্টাব্দে ভারতের সরকারী ভাষা কমিশন গঠিত হয় ?
উঃ-১৯৫৫ খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষা কমিশন গঠিত হয়।
187.DMK-র পুরো কথা কী ?
উঃ-DMK-র পুরো কথা—দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘম্।।
188.DMK-র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ-DMK-র প্রতিষ্ঠাতা ছিলেন—আন্নাদুরাই।
আরও পড়ুন......
- মাধ্যমিক পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্দ্যোগ ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্দ্যোগ ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
- বন্ধুরা ২০২২ সালের অধ্যায় ভিত্তিক ইতিহাস সাজেশন এর জন্য Click Here
আরও পড়ুন......
- মাধ্যমিক পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্দ্যোগ ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্দ্যোগ ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক ষষ্ঠ অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ৮ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক সপ্তম অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
File Details |
|
File Name/Book Name | মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 258 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
2021 সালে সাজেশন টা দিলে খুব ভালো হতো
উত্তরমুছুন